অনলাইন সঞ্চয়পত্র সম্পর্কে হাজারো জিজ্ঞাসা

অনলাইন সঞ্চয়পত্র সম্পর্কে হাজারো জিজ্ঞাসা

 

 আজ আলোচন করবো অনলাইন সঞ্চয়পত্র সম্পর্কে হাজারো জিজ্ঞাসা। এখানে আপনি পেয়ে যাবেন সঞ্চয়পত্র সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর। 

 

 সঞ্চয়পত্র ক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র

  • সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম;
  • ক্রেতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
  • ক্রেতার ই-টিন সার্টিফিকেটের ফটোকপি; (এক লাখ টাকার উপরে হলে)
  • ক্রেতার ছবি দুই (০২) কপি;
  • MICR চেকের মাধ্যমে বিনিয়োগের টাকা প্রদান;
  • নমিনীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
  • নমিনীর দুই (০২) কপি ছবি ক্রেতা কর্তৃক সত্যায়িত);
  • সঞ্চয়পত্রের আবেদন ফরম ডাউনলোড করুন এখান থেকে 

আরো পড়ুন: জেনে নিন সঞ্চয়পত্র সুদ না মুনাফা

প্রশ্ন: MICR চেক বই কি?

উত্তর: সহজভাবে বলতে গেলে MICR জেক বলে প্রতিটি জেকের পাতায় হিসারধারীর নাম খোদাই বা এমবোস করে লেখা থাকতে হবে। এছাড়া  MICR চেক বইএ রাউটিং নম্বর দেয়া থাকে।

প্রশ্ন: নমিনি কি এক্ষেত্রে যেতে হবে ফরমে স্বাক্ষর করতে?

উত্তর: হ্যাঁ যেতে পারে, তবে আপনি ফরম বাড়িতে এনেও তার স্বাক্ষর নিয়ে নিতে পারেন।


প্রশ্ন: ইস্যুকারী অফিসে কি নগদ টাকা জমা দিতে হবে?

উত্তর: না। টাকা আপনার একাউন্টে জমা থাকবে। MICR চেকের মাধ্যমে ইস্যুকারী অফিসে জমা দিতে হবে।

অনলাইন সঞ্চয়পত্র সম্পর্কে হাজারো জিজ্ঞাসা

প্রশ্ন: কাগজপত্র জমা দেয়ার তারিখ থেকেই কি মুনাফার হিসাব শুরু হয়ে যাবে?

উত্তর: না। তবে যেদিন সঞ্চয়পত্র ইস্যু হয়েছে জানিয়ে আপনার মোবাইলে এসএমএস আসবে, সেদিন থেকে মুনাফার হিসাব শুরু হবে। (মোবাইল মেসেজে অবশ্যই উল্লেখ থাকবে আপনার টাকা ডেবিট করা হয়েছে এবং সফলভাবে আপনি সঞ্চয়পত্র কিনতে সক্ষম হয়েছেন।)

 

প্রশ্ন: মুনাফা কি ইস্যুকরী অফিস থেকে উত্তলোন করতে হবে ?

উত্তর: না। EFT প্রক্রিয়ায় আপনার একাউন্টে মুনাফা পাঠিয়ে দেয়া হবে। আপনার একাউন্টে মুনাফা ঢোকার সাথে সাথে আপনাকে মোবাইল মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হেবে।বাংলাদেশের যে কোন সোনালী ব্যাক শাখা হতে চেকের মাধ্যমে তুলতে পাারবেন। চাইলে কার্ড ব্যবহার করেও তুলতে পারবেন। অথবা যে ব্যাংকের MICR চেক দিয়ে সঞ্চয়পত্র ক্রয়ের টাকা প্রদান করবেন এবং আবেদন ফরমের যে ব্যাংকের নাম উল্লেখ করবেন সেই ব্যাংকে সরাসরি EFT এর মাধ্যমে মুনাফা চলে আসবে। 

 

 
লেখক: মো: রাসেল মিয়া
পোস্টাল অপারেটর, নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *