’ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক পতিষ্ঠান আইন-২০১০’ এর ধারা ১৯ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৯ মার্চ ২০১৯ উক্ত আইনের তফসিলে ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থলে ৫০ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকা প্রতিস্থাপন করে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এখন ৫০টি
২৩ মার্চ ২০১৯ তা গেজেট আকারে প্রকাশিত হয়।
![]() |
Photo: Internet |
৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
ওরাঁও, কোচ, কোল, কন্দ, কড়া, খারিয়া/খাড়িয়া, খারওয়ার/খেড়োয়ার, খাসিয়া/খাসি, খিয়াং, খুমি, গারো, গঞ্জু, গড়াইত. গুর্খা, চাক, চাকমা, ডালু, তঞ্চজ্ঞা, ত্রিপুরা, তেলী, তুরি, পাহাড়ী/মালপাহাড়ী, পাংখোয়া/পাংখো,
আরো পড়ুন: সরকারি চাকরি আইন-২০১৮
পাত্র, বাগদী, বানাই, বড়াইক/বাড়াইক, বেদিয়া, বম, বর্মণ, ভিল, ভূমিজ, ভূঁইমালী, মণিপুরী, মারমা, মুণ্ডা, ম্রো, মাহাতো/কুর্মি মাহাতো/বেদিয়া মাহাতো, মালো/ঘাসিমালো, মাহালী, মুসহর, রাখাইন, রাজোয়াঢ়, লোহার, লুসাই, শবর, সাঁওতাল, হুদি, হো, হাজং।
পাত্র, বাগদী, বানাই, বড়াইক/বাড়াইক, বেদিয়া, বম, বর্মণ, ভিল, ভূমিজ, ভূঁইমালী, মণিপুরী, মারমা, মুণ্ডা, ম্রো, মাহাতো/কুর্মি মাহাতো/বেদিয়া মাহাতো, মালো/ঘাসিমালো, মাহালী, মুসহর, রাখাইন, রাজোয়াঢ়, লোহার, লুসাই, শবর, সাঁওতাল, হুদি, হো, হাজং।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এখন ৫০টি