খাদ্য অধিদপ্তর চাকরির সুবিধা উপ-খাদ্য পরিদর্শক dgfood

খাদ্য অধিদপ্তর  সেপ্টেম্বর ২০২৩ সালে উপ-খাদ্য পরিদর্শক ও সহকারী উপ-খাদ্য পরিদর্শকসহ বিভিন্ন পদে ১১৭৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
আজ  উপ-খাদ্য পরিদর্শক ও সহকারী উপ-খাদ্য পরিদর্শকসহ বিভিন্ন পদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবো।

১. উপ-খাদ্য পরিদর্শক-৩৫৬টি (গ্রেড-১৩)।

যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

দায়িত্ব: একজন উপ-খাদ্য পরির্দশককে একটি নির্দিষ্ট এরিয়াতে দায়িত্ব দেয়া হয়। তাঁর আওতাধীন এলাকাতে খাদ্যের গুণগতমান ঠিক আছে কিনা, তা তিনি পর্যবেক্ষণ করে থাকেন।

খাদ্যে ভেজাল আছে কিনা, তা তিনি নজরদারী করে থাকেন। কেউ খাদ্য বেআইনীভাবে মজুদ করলো কিনা; খাদ্যদ্রব্যের মূল্য অন্যায়ভাবে বেশি রাখছে কিনা তাও তিনি তদারকি করেন।

তাঁর কাজ হলো খাদ্য সংগ্রহ করে গুদগামজাত করা এবং খাদ্য সরবরাহের ব্যবস্থা করা।
তাঁর আওতাধীন এলাকাতে কী পরিমাণ খাদ্যবদ্র মজুদ আছে তা তিনি দেখবাল করে থাকেন।

খাদ্য অধিদপ্তর চাকরির সুবিধা

কর্মস্থল: উপ-খাদ্য পরিদর্শককে উপজেলা, জেলা, সিটি কর্পোরেশন এবং বন্দরে নিয়োগ দেয়া হয়।
তবে বন্দরগুলোতে উপ-খাদ্য পরিদর্শকদের বেশি দায়িত্ব দেয়া হয়ে থাকে। বন্দরগুলো কাজের পরিধিও অনেক বেশি থাকে।
যেহেতু বন্দরগুলোর মাধ্যমে খাদ্যদ্রব্য দেশের অভ্যন্তরে আনা হয়। তাই এই খাদ্যদ্রব্যে গুণগতমান পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব দেয়া হয় উপ-খাদ্য পরির্দশকদের ।

বেতন: বেতনস্কেল ২০১৫ অনুসারে উপ-খাদ্য পরির্দশক এর মূল বেতন গ্রেড ১৩ অনুযায়ী দাড়ায় ১১০০০ -২৬৫৯০ টাকা।
তাছাড়াও নির্দিষ্ট হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতাসহ বিভিন্ন ভাতাদি রয়েছে।

অন্যান্য ভাতা: প্রতিবছর মূল বেতনের সমপরিমাণ ২ টি উৎসব ভাতা। আরো পবেন মূল বেতনের ২০% নববর্ষ ভাতা।
এবং প্রতি ৩ বছর পরপর ১৫ দিন ছুটিসহ মূলবেতনের সমপরিমাণ চিত্তবিনোদন ভাতা। নারী কর্মচারীরা পূর্ণ বেতনে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন। যা সর্বোচ্চ ২বার নেয়া যাবে।

অন্যান্য সুবিধা: একজন সরকারি কর্মচারি হিসেবে আপনি আপনার নিজের, স্ত্রী, ২ সন্তান, আপনার বাবা-মা

এবং আপনার উপর নির্ভরশীল ভাইবোনের চিকিৎসা বাবদ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড  হতে চিকিৎসা অনুদান পাবেন।
সাধারন রোগের জন্য সর্বোচ্চ ৪০,০০০/- চল্লিশ হাজার টাকা এবং জটিল ও ব্যয়বহুল রোগের জন্য সর্বোচ্চ ২,০০,০০০/- দুই লাখ টাকা চিকিৎসা  অনুদান পাওয়া যায়।
তাছাড়া সরকারি কর্মচারী হাসপালে বিনামূল্যে আপনি নিজের, স্ত্রী, ২ সন্তান, আপনার বাবা-মা এবং আপনার উপর নির্ভরশীল ভাইবোনের উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন। আপনি ব্যাংক থেকে গৃহ নির্মাণ লোন পাবেন।

খাদ্য অধিদপ্তর চাকরির সুবিধা

পদোন্নতি: খাদ্য অধিদপ্তরের নিয়োগবিধিমালা- ২০১৮ অনুসারে উপ-খাদ্য পরির্দশক পদে ৬ বছর চাকরি করার
পর  খাদ্য পরিদর্শক(১০ম গ্রেড)  পদে পদোন্নতি পাওয়া যায়।

এরপর খাদ্য পরিদর্শক পদে ৫ বছর চাকরি করার পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সহ সমমানে বিভিন্ন পদে পদোন্নতি লাভের সুবর্ণ সুযোগ রয়েছে।
আপনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বা সমমান পদে পদোন্নতি পেলে সরকারি গাড়ি পাবেন।

২. সহকারী উপ-খাদ্য পরিদর্শক-২২২টি (গ্রেড-১৫)। 

যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: বলতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৫ গ্রেডে মূল বেতন ৯৭০০- ২৩৪৯০ টাকা। তাছাড়াও নির্দিষ্ট হারে বাড়ি ভাড়া,
চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতাসহ বিভিন্ন ভাতাদি রয়েছে।

খাদ্য অধিদপ্তর চাকরির সুবিধা

অন্যান্য ভাতা: প্রতিবছর মূল বেতনের সমপরিমাণ ২ টি উৎসব ভাতা। আরো পবেন মূল বেতনের ২০% নববর্ষ ভাতা।
এবং প্রতি ৩ বছর পরপর ১৫ দিন ছুটিসহ মূলবেতনের সমপরিমাণ চিত্তবিনোদন ভাতা। নারী কর্মচারীরা পূর্ণ বেতনে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন। যা সর্বোচ্চ ২বার নেয়া যাবে।

অন্যান্য সুবিধা: একজন সরকারি কর্মচারি হিসেবে আপনি আপনার নিজের, স্ত্রী, ২ সন্তান, আপনার বাবা-মা
এবং আপনার উপর নির্ভরশীল ভাইবোনের চিকিৎসা বাবদ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড  হতে চিকিৎসা অনুদান পাবেন।
সাধারন রোগের জন্য সর্বোচ্চ ৪০,০০০/- চল্লিশ হাজার টাকা এবং জটিল ও ব্যয়বহুল রোগের জন্য সর্বোচ্চ ২,০০,০০০/- দুই লাখ টাকা চিকিৎসা  অনুদান পাওয়া যায়।
তাছাড়া সরকারি কর্মচারী হাসপালে বিনামূল্যে আপনি নিজের, স্ত্রী, ২ সন্তান, আপনার বাবা-মা এবং আপনার উপর নির্ভরশীল ভাইবোনের উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন। আপনি ব্যাংক থেকে গৃহ নির্মাণ লোন পাবেন।

পদোন্নতি: সহকারী উপ-খাদ্য পরির্দশক পদে সততা ও নিষ্ঠার সাথে ৫ বছর  চাকরি করলে আপনি পদোন্নতি পেয়ে উপ-খাদ্য পরির্দশক (১৩ গ্রেড) হতে পাবেন।
উপ-খাদ্য পরির্দশক পদে ৬ বছর চাকরি করার পর  খাদ্য পরিদর্শক (১০ম গ্রেড)  পদে পদোন্নতি পাওয়া যায়।

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype