চবিতে এবারও ভর্তি পরীক্ষাই হবে

চবিতে এবারও ভর্তি পরীক্ষাই হবে

 

 


২৬ অক্টোবর২০২০:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবিতে এবারও ভর্তি পরীক্ষাই হবে, সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। রোববার (২৫ অক্টোবর) এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।

জানা যায়,বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরিকল্পনা বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পর্কিত ডিনস কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন উপাচার্য এবং চবি শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিরীণ আখতার।

Read More: Job Circular of Religious Ministry 

চবিতে এবারও ভর্তি পরীক্ষাই হবে

 

 


এতে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভৃইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা এবং মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ উন নবী উপস্থিত ছিলেন। এ ছাড়াও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) জনাব এস এম আকবর হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

”মিটিং এর সিদ্ধান্তানুযায়ী ভর্তি পরীক্ষা হবে দুই সিস্ট্যামে।প্রথমটি, আগের মতই ১০০ মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে ভর্তি করানো হবে। দ্বিতীয়টি, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার পরে বাকি অন্যসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”




Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *