নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর ভবন নির্মাণের দরপত্র আহ্বান

নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর ভবন নির্মাণের দরপত্র আহ্বান

 
 
 
৭ নভেম্বর, নারায়ণগঞ্জ: আজ ‘নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর’ সহ ১৩ টি প্রধান ডাকঘর ও ২টি জিপিও’র ভবন নির্মানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্রটি ডাক অধিদফতরের ওয়েব সাইট www.bdpost.gov.bd তে প্রকাশ করা হয়। নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর ভবন নির্মাণের দরপত্র আহ্বান

 

 
 
টেন্ডার নোটিশটিতে উল্লেখ্য করা হয় যে, এটি একটি অনলাইন টেন্ডার প্রক্রিয়া।
যেখানে শুধু e-GP Portal এর মাধ্যমে ই-টেন্ডার গ্রহনযোগ্য।কোনভাবেই হার্ড কপি গ্রহন করা হবে না।
দরপত্র জমা দেয়ার জন্য e-GP  System Portal (www.eprocure.gov.bd) তে নিবন্ধন থাকতে হবে বলেও উল্লেখ্য করা হয়।

ই-টেন্ডার জমা দেয়ার শেষ দিন ৯ ডিসেম্বর, ২০১৯।
 
ডাক অধিদফতরের ওয়েব সাইট অনুযায়ী ২টি জিপিও ভবন- ফরিদপুর জিপিও ভবন ও ময়মনসিংহ জিপিও ভবনের জন্য দরপত্র আহ্বান করা হয়।

নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর ভবন নির্মাণের দরপত্র আহ্বান

 
অন্যদিকে, ১৩ টি প্রধান ডাকঘরের  ভবন নির্মানের দরপত্র আহ্বান করা হয়েছে। প্র
ধান ডাকঘর গুলো হলো-
 নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর, নরসিংদী প্রধান ডাকঘর, গাজীপুর প্রধান ডাকঘর, মানিকগঞ্জ প্রধান ডাকঘর, রাজবাড়ি প্রধান ডাকঘর, শেরপুর প্রধান ডকঘর,
নেত্রকোনা প্রধান ডাকঘর, নোয়াখালী প্রধান ডাকঘর, পাবনা প্রধান ডাকঘর, নাটোর প্রাধন ডাকঘর, যশোর প্রধান ডাকঘর, কুষ্টিয়া প্রধান ডাকঘর ও চুয়াডাঙ্গা প্রধান ডাকঘর।
 
দেশজুড়ে ২ হাজার ৮৭৯ টি জরাজীর্ণ পোস্ট অফিস ভবন রয়েছে। এর বেশির ভাগই ব্যবহারের অনুপযোগী।
এসব পোস্ট অফিস ভবন সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

 
একনেক’র সভায় গতবছর ৩০ অক্টোবর ‘ডাক অধিদফতরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেয় ।
এ প্রকল্পের আওতায় ডাক অধিদফতরের নিজস্ব জমিতে সিলেট, কুমিল্লা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগীয় সদরসহ কুমিল্লা সিটি করপোরেশন ও ফরিদপুর জেলা সদরে জিপিও ভবন, জরুরি ভিত্তিতে
২৪টি জেলা ডাকঘর, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৮টি এবং রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ১টি উপ-ডাকঘরসহ বনানীতে ডাক জীবন বীমা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

 
উল্লেখ্য, ‘ডাক অধিদফতরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের প্রক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকা, যার পুরোটাই সরকারের নিজস্ব তহরেল হতে দেয়া হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *