Print Friendly, PDF & Email

১. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?

(ক) মালয়শিয়া

(খ) ইন্দোনেশিয়া

(গ) ভুটান 

(ঘ) চীন
 

(খ)ইন্দোনেশিয়া

 ইন্দোনেশিয়ার জাতীয় খেলা→ ব্যাডমিন্টন। মালয়েশিয়ার জাতীয় খেলা সেপাক টার্কো নামক একটি খেলা যা অনেকটা ব্যাডমিন্টনের মতো, তবে সে খেলাতে হাত ব্যবহার করা যায় না।

২.কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?

 

(ক) জার্মানী

(খ) ফ্রান্স

(গ) যুক্তরাজ্য

(ঘ) রাশিয়া

 
 

(গ) যুক্তরাজ্য

সমাজতন্ত্রের প্রবর্তক কার্ল মার্কস ১৮৮৩ সালে যুক্তরাজ্যে মৃত্যুবরণ করে। তিনি ১৮১৮ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন।

৩. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?

 

(ক) সুইডেন

(খ) নিউজিল্যান্ড

(গ) নরওয়ে

(ঘ) দক্ষিণ আফ্রিকা

 

(খ) নিউজিল্যান্ড

বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়। ভোটাধিকার প্রাপ্তির শতবর্ষ উদযাপন উপলক্ষে এ দেশে ১৯৯৩ সালে রাজনৈতিক দলে নেতৃত্বের আনুপাতিক আইন পাস হয়। এই আইনে নিউজিল্যান্ডে পার্লামেন্টে নারীর ৩০ ভাগ আসন নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্রে মহিলারা ভোটাধিকার লাভ করে ১৯২০ সালে।

৪. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?

 

(ক) মিয়ানমার

(খ) জর্ডান

(গ) সিরিয়া

(ঘ) ইসরাইল

 

(খ) জর্ডান

”আকাবা” জর্ডানের সমুদ্র বন্দর।

 

আকাবা সমুদ্র বন্দরটি জর্ডানে অবস্থিত। ইয়েমেনের সমুদ্র বন্দর এডেন।

৫. বাংলাদেশের বৃহত্তম রেল সেতু (হার্ডিঞ্জ ব্রীজ) কোন নদীর উপর অবস্থিত? 

 

(ক) পদ্মা

(খ) মেঘনা

(গ) যমুনা

(ঘ) কর্ণফুলী

 

(ক) পদ্মা

হার্ডিঞ্জ সেতু একটি ইস্পাত নির্মিত রেলসেতু যা পদ্মা নদীর উপরে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশীতে অবস্থিত। 

 

বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু হার্ডিঞ্জ।

 

হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেলসেতু।

 

এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল ১৯০৯ – ১৯১৫। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়।

 

হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১, ৭৯৮.৩২ মিটার বা ৫৮৯৪ফুট বা ১.৮ কিমি। এর উপর দুটি ব্রড – গেজ রেললাইন রয়েছে।

৬. বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?

(ক) ৯০

(খ) ৯৫

(গ) ৯৯.৯৭

(ঘ) ৯৮.৫৩

 

(গ) ৯৯.৯৭

বায়ুমণ্ডলের মোট শক্তির ৯৯.৯৭% আসে সূর্য থেকে। সূর্য থেকে আগত এ শক্তি বায়ুমণ্ডল তাপীয় শক্তি হিসেবে ধারণ করে। মেঘযুক্ত অবস্থায় বায়ুমণ্ডল ভেদকারী সূর্যরশ্মির প্রায় ৮০ শতাংশ পৃথিবীতে গৃহীত হয়।

৭. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র কোনটি?

 

(ক) অডিওমিটার

(খ) অ্যামিটার

(গ) অডিওফোন

(ঘ) অলটিমিটার

(ক) অডিওমিটার

অ্যামিটার তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র, অডিওফোন কানে লাগিয়ে শোনার যন্ত্র, অলটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র এবং অডিও মিটার দ্বারা শব্দের তীব্রতা নিয়ন্ত্রণ করে শব্দ পরিমাপ করা হয়।

৮. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

 

(ক) অ্যানোফিলিস

(খ) কিউলেক্স

(গ) এডিস

(ঘ) কোনটিই নয়

(গ) এডিস

ডেঙ্গু জ্বর (সমার্থক ভিন্ন বানান ডেঙ্গি) একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি। দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে। কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর (ডেঙ্গু হেমোরেজিক ফিভার) বলা হয়। এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। কিছু কিছু ক্ষেত্রে কখনোবা ডেঙ্গু শক সিনড্রোম দেখা দেয়। ডেঙ্গু শক সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়।

৯. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

 

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(খ) সৈয়দ নজরুল ইসলাম

(গ) তাজউদ্দিন আহমেদ

(ঘ) ক্যাপ্টেন মনসুর আলী।

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি। তাজউদ্দিন আহমেদ ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী । ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার অবর্তমানে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করে সরকার গঠন করা হয়।  ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ।

১০. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি পাবনা জেলার কোন উপজেলায়? 

 

(ক) ভাঙ্গুরা

(খ) ফরিদপুর

(গ) ঈশ্বরদী

(ঘ) সুজানগর

(গ) ঈশ্বরদী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে

পোস্টাল অপারেটর

১১. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?

 

(ক) আলতাফ মাহমুদ

(খ) নির্মলেন্দু গুন

(গ) আব্দুল গাফ্ফার চৌধুরী

(ঘ) শামসুর রাহমান

(গ) আব্দুল গাফ্ফার চৌধুরী

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী।

 

আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো” এর রচয়িতা।

 

স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।

১২. অপারেশন সার্চ লাইট কোন সালে কত তারিখে সংঘটিত হয়?

 

(ক) ১৯৭২ সালের ৫ মে

(খ) ১৯৭১ সালের ২৫ মার্চ

(গ) ১৯৭১ সালের ২০ আগস্ট

(ঘ) ১৯৭৩ সালের ১৬ জুন

(খ) ১৯৭১ সালের ২৫ মার্চ

অপারেশন সার্চলাইট ১৯৭১সালে ২৫ মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা।

 

যার মাধ্যমে তারা ১৯৭১ এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল।

 

এই গণহত্যা ছিল পশ্চিম পাকিস্তানী শাসকদের আদেশে পরিচালিত,যা ১৯৭০ এর নভেম্বরে সংঘটিত অপারেশন ব্লিটজ্‌ এর পরবর্তি অনুষঙ্গ।

১৩. মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার কোন সালের কত তারিখে গঠন করা হয়েছিল?

 

(ক) ১৯৭১ সালের ১০ এপ্রিল

(খ) ১৯৭২ সালের ৪ সেপ্টেম্বর

(গ) ১৯৭১ সালের ৩ ডিসেম্বর

(ঘ) ১৯৭২ সালের ১০ মার্চ

(ক) ১৯৭১ সালের ১০ এপ্রিল

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে গঠন করা হয়, এরপর তৎকালীন ভবেরপাড়ার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগরের) আম্রকাননে ১৭ এপ্রিল ১৯৭১ সালে সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।

১৪. ১০ সে:মি:-ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 

 

(ক) ১০০

(খ) ২০০

(গ) ৩০০

(ঘ) ৪০০

(খ) ২০০

বর্গের কর্ণের দৈর্ঘ্য= বৃত্তের ব্যাস


>√2a=2r


>√2a=2×10


>a=20/√2


 অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল=a^2


                                             =(20/√2)^2


                                              =200 

১৫.

 

 

3+3

22

3+2

32

 

 

পোস্টাল অপারেটর

১৬. দুটি ক্রমিকপূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৯। 

(ক) ২১, ২২

(খ) ২২, ২৩

(গ) ২৪, ২৫

(ঘ) ২০, ২২

(গ) ২৪, ২৫

৪৯-১/২=২৪

 

৪৯+১/২=২৫

 কত?

(ক) ৭০
(খ) ৬০
(গ) ৩০
(ঘ) ২০

১৮. একটি ৫১ মিটার লম্বা গাছ ভেঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি ফোন উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গে ছিল? 

(ক) ১৬ মি.

(খ) ১৭ মি.

(গ) ১৮ মি.

(ঘ) ২০ মি.

১৯. log464

 

(ক) 4

(খ) 3

(গ) 5

(ঘ) 16

২০. ১ মাইলে কত মিটার?

(ক) ১৮৭০

(খ) ১৬০৯

(গ) ২৩০৯

(ঘ) ১৭৭০

(খ) ১৬০৯

১ মাইল=১৬০৯.৩৪ মিটার

১৬০৯

পোস্টাল অপারেটর

২১. দুজন ব্যক্তি পরস্পরের সাথে ৯০ ডিগ্রি কোণে একটি বিন্দু হতে যাত্রা করে ১ ঘণ্টা পর যথাক্রমে ৫ কি:মি: ও ৭ কিঃমিঃ দূরত্ব অতিক্রম করলে তাদের মধ্যে আড়াআড়ি দূরত্ব কত? 

 

(ক) ৮.৬০ কি.মি.

(খ) ৭.৪ কি.মি.

(গ) ২৫ কি.মি.

(ঘ) ৪৯ কি.মি.

(ক) ৮.৬০ কি.মি.

২২.০২ এর ৫% কত? 

(ক) .০০২

(খ) .০০৩

(গ).০০৫

(ঘ) ০.০০১

(ঘ) ০.০০১

০.০২ এর ৫%

=০.০২×৫/১০০

=০.১০/১০০

=০.০০১

২৩. ২০% কে ভগ্নাংশ আকারে কত লেখা হয়? 

 

(ক) ৬/৫

(খ) ৬/৭

(গ) ৫/৪

(ঘ) ৭/৩

(ক) ৬/৫

১২০%=১২০/১০০=৬/৫

২৪. একটি গাড়ি ঘণ্টায় ১২০ কিঃমিঃ বেগে চললে ২মি. ৪০ সেঃ এ কত দূর যাবে? 

(ক) ৬.৩৫ কি:মি:

(খ) ৫.৩৩ কি:মি:

(গ) ১৩.৭৫ কি:মি:

(ঘ) ৭.১২ কি:মি:

(খ) ৫.৩৩ কি:মি:

১ ঘণ্টা=৩৬০০ সেকেন্ড
২ মিনিট ৪০ সেকেন্ড=২*৬০+৪০= ১৬০ সেকেন্ড
৩৬০০ সেকেন্ডে যায় ১২০ কি.মি.
১ সেকেন্ডে যায় ১২০/৩৬০০ কি.মি.
১৬০ সেকেন্ডে যায় ১২০*১৬০/৩৬০০=৫.৩৩ কি.মি.

২৫. ২ পাউন্ডে কত কেজি?

(ক) ১ কেজি

(খ) ০.৮৭০ কেজি

(গ) ০.৪৫৪ কেজি

(ঘ) ০.৯০৮ কেজি

(ঘ) ০.৯০৮ কেজি

2 পাউন্ড =  0.907185

পোস্টাল অপারেটর

২৬. ২০ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল ২০০ এর ৩% এর সমান হবে?

(ক) ৬

(খ) ১৫

(গ) ৫

(ঘ) ১৪

(ঘ) ১৪

২০০ এর ৩%
=২০০×৩/১০০
=৬
অতএব, ২০ থেকে ৬ বিয়োগ করলে ১৪ হয় যা ২০০ এর ৩% এর সমান।

২৭. একটি কোণের দ্বিগুন ৫০ ডিগ্রি হলে, তার পূরক কোণ কত?

(ক) ৬০ ডিগ্রি

(খ) ৪০ ডিগ্রি

(গ) ৬৫ ডিগ্রি

(ঘ) ১৩০ ডিগ্রি

(গ) ৬৫ ডিগ্রি

ধরি, কোণটি ক

 

প্রশ্নমতে, ২ক=৫০

 

বা, ক=২৫

 

২৫ ডিগ্রি কোণের পূরক কোণ=৯০-২৫=৬৫ ডিগ্রি

২৮. বার্ষিক ৫% হার সরল মুনাফায় ১০০০ টাকায় ২ বছরের সুদ কত?

(ক) ২০ টাকা

(খ) ১০০ টাকা

(গ) ২০০ টাকা

(ঘ) ৩৫০ টাকা

(খ) ১০০ টাকা

I=pnr
=1000*2*5/100
=100

২৯. ১ থেকে ২৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কত? 

 

(ক) ৭টি

(খ) ১০ টি

(গ) ৮ টি

(ঘ) ৯ টি

(ঘ) ৯ টি

১ থেকে ২৫ এর মধ্যে মৌলিক সংখ্যা ৯ টি। ২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩।

 

�-�-�+2 = কত? 

(ক) a+2

(খ) a-2

(গ) a-1

(ঘ) a+1

(ক) a+2

a-{a-(a+2)}
=a-{a-a-2}
=a-a+a+
=a+2

পোস্টাল অপারেটর

৩১. কোন সংখ্যার ১০% হয় ১৫? 

(ক) ৩০০

(খ) ১৫০

(গ) ২৫০

(ঘ) ২০০

(খ) ১৫০

ধরি, সংখ্যাটি ক
ক এর ১০%=১৫
বা, ১০ক/১০০=১৫
বা, ক=১৫×১০০/১০=১৫০

৩২. ভাজক ভাগফলের ১০ গুন, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?  

(ক) ০.০২৫

(খ) ০.০২০

(গ) ০.২৫

(ঘ) ০.৫০

(ক) ০.০২৫

ধরি, সংখ্যাটি ক
ক এর ১০%=১৫
বা, ১০ক/১০০=১৫
বা, ক=১৫×১০০/১০=১৫০ভাগফল×১০=ভাজক
বা, ভাগফল×১০=০.৫
বা, ভাগফল=০.৫/১০=০.০৫
আমরা জানি, 
ভাজ্য= ভাজক×ভাগফল=০.৫×০.০৫=০.০২৫

৩৩. ৭৫ টাকায় ১৫টি ডিম কিনে ৯০ টাকায় বিক্রি করলে কত % লাভ হবে?

(ক) ১৬%

(খ) ২০%

(গ) ৩০%

(ঘ) ১৫%

(খ) ২০%

লাভ=বিক্রয়মূল্য-ক্রয়মূল্য=৯০-৭৫=১৫ টাকা
৭৫ টাকায় লাভ ১৫ টাকা
১ টাকায় লাভ ১৫/৭৫ টাকা
১০০ টাকায় লাভ ১৫×১০০/৭৫=২০ টাকা

উ: ২০%

৩৪. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্রের সংখ্যা কতটি?

(ক) ৭টি

(খ) ৬ টি

(গ) ১৫ টি

(ঘ) ৪ টি

(গ) ১৫ টি

নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে স্থায়ী সদস্য ৫টি এবং অস্থায়ী সদস্য ১০টি দেশ।

৩৫. মানবদেহে ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি হবে?

(ক) যকৃত

(খ) অগ্নাশয়

(গ) পিটুইটারি

(ঘ) প্রোটেস্ট

(খ) অগ্নাশয়

অগ্ন্যাশয়ের অভ্যন্তরে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক এক প্রকার গ্রন্থি আছে যে গ্রন্থিতে ইনসুলিন নামক হরমোন তৈরি হয়। এ হরমোন শরীরের শর্করা পরিপাক কার্য নিয়ন্ত্রণ করে থাকে। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয় তখন রক্তে শর্করা বা গ্লুকোজ প্রসাবের সাথে নির্গত হওয়ার দরুন যে রোগ হয় তাকে বহুমূত্র বা ডায়াবেটিস বলে।

পোস্টাল অপারেটর

৩৬. সিডর’ শব্দের অর্থ কি?

(ক) চোখ

(খ) বর্ন্যা

(গ) ঘূর্ণিঝড়

(ঘ) চাঁদ

(ক) চোখ

সিডর সিংহলি শব্দ। এর অর্থ চোখ বা Eye. প্রকৃতপক্ষে এটি একটি ঘূণিঝড়ের নাম, যা বাংলাদেশের দক্ষিণ উপকূলে ২০০৭ সালের ১৫ নভেম্বর ব্যাপক হারে আঘাত হানে।

৩৭. হা-ভাতে’ কোন সমাস?

(ক) প্রাদী

(খ) অব্যয়ীভাব

(গ) বহুব্রীহি

(ঘ) উত্তম তৎপুরুষ

(খ) অব্যয়ীভাব

৩৮. সিকি’ কোন ধরণের শব্দ?

(ক) অংকবাচক

(খ) গণনাবাচক

(গ) তারিখবাচক

(ঘ) সংখ্যাবাচক

(খ) গণনাবাচক

সিকি’ গণনাবাচক শব্দ। এছাড়া আরো গণনাবাচক শব্দ হলো— এক, তিন, সাত, দশ, বারো, পনেরো। ইতাদি। সংখ্যাবাচক শব্দ চার প্রকার। যেমন—১. অঙ্কবাচক, (১, ২, ৩), ২. পরিমাণ বা গণনাবাচক শব্দ (এক, দুই, তিন) ৩. ক্রম বা পূরণবাচক শব্দ (প্রথম, দ্বিতীয়, তৃতীয়) ৪. তারিখবাচক শব্দ (পহেলা, দোসরা, তেসরা)।

৩৯. গণকবর’ শব্দের ‘গণ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? 

(ক) বিশেষ অর্থে

(খ)সাধারণ অর্থে

(গ) মানুষ অর্থে

(ঘ) বহুবচন অর্থে

(খ) গণনাবাচক

উন্নত প্রাণিবাচক মনুষ্য বা মানী পক্ষের শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ: 

‘গণ’ = গণকবর, দেবগণ, নরগণ, জনগণ, সচিবগণ

বৃন্দ = ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ, বীরবৃন্দ

মণ্ডলী = সুধীমণ্ডলী, সম্পাদকমণ্ডলী, নির্বাচকমণ্ডলী

বৰ্গ = পণ্ডিতবর্গ, মন্ত্রিবর্গ, বন্ধুবৰ্গ

৪০. শব্দ ও ধাতুর মূলকে কি বলে? 

 

(ক) বিভক্তি

(খ) প্রকৃতি

(গ) ধাতু

(ঘ) কারক

(খ) প্রকৃতি

শব্দ ও ধাতুর মূল কে প্রকৃতি বলে। যে শব্দকে বা কোন শব্দের যে অংশকে আর কোন ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রকৃতি ২ প্রকার। যথা

১/ নাম প্রকৃতি

২/ক্রিয়া প্রকৃতি বা ধাতু।

পোস্টাল অপারেটর

৪১. সংবিধান’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 

(ক) সং+বিধান

(খ) সং+অবিধান

(গ) সম্+বিধান

(ঘ) সম্+ধান

(গ) সম্+বিধান

সম্ + বিধান = সংবিধান, সম্ + বাদ = সংবাদ, সম্ + সার = সংসার।

৪২.  সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?

(ক) বিশেষ্য

(খ) বিশেষণ

(গ) সর্বনাম

(ঘ) বিশেষণের সর্বনাম

(ক) বিশেষ্য

গুণবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদে কোনো গুণ, অবস্থা ও ভাবের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন: সুখ, দুঃখ, দয়া, বীরত্ব ইত্যাদি।

৪৩. ঢাকের কাঠি’ বাগধারার অর্থ হলো-

(ক) তোষামোদে

(খ) নিষ্কর্মা

(গ) নিতান্ত অলস

(ঘ) মোটাবুদ্ধি

(ক) তোষামোদে

ঢাকের কাঠি’ বাগধারার অর্থ : মোসাহেব , তোষামুদে । ‘দহরম – মহরম’ বাগধারার অর্থ : ঘনিষ্ঠ সম্পর্ক , ইঁদুর কপালে/ আট কপালে বাগধারায় অর্থ হতভাগ্য।

৪৪. তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদকের নাম কি?

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) কালি প্রসন্ন সিংহ

(গ) উমেশ দত্ত

(ঘ) অক্ষয় কুমার দত্ত

(ঘ) অক্ষয় কুমার দত্ত

সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে ১৮৪৩ সালে ‘ তত্ত্বোবধিনী’ পত্রিকাটি যাত্রা শুরু করে। এ পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।

৪৫. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা কতটি?

(ক) ২৩

(খ) ৩২

(গ)১০

(ঘ) ৮

(খ) ৩২

পূর্ণমাত্রাযুক্ত বর্ণ ৩২ টি: তারমধ্যে স্বরবর্ণ ৬টি (অ আ ই ঈ উ ঊ) । ব্যঞ্জণবর্ণ ২৬টি (ক ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত দ ন ফ ব ভ ম য র ল ষ স হ ড় ঢ় য়)

অর্ধমাত্রাযুক্ত বর্ণ ৮টি: স্বরবর্ণ ১টি (ঋ) ব্যঞ্জণবর্ণ ৭টি (খ গ ণ থ ধ প শ)

মাত্রাহীন বর্ণ ১০টি: স্বরবর্ণ ৪টি (এ ঐ ও ঔ) ব্যঞ্জণবর্ণ ৬টি (ঙ ঞ ৎ ং ঃ ঁ)

পোস্টাল অপারেটর

৪৬. আমি বিজয় দেখেছি’ গ্রন্থটির রচয়িতা কে?

(ক) বেগম সুফিয়া কামাল

(খ) জাহানারা ইমাম

(গ) এম আর আখতার মুকুল

(ঘ) শহীদুল্লাহ কায়সার

(গ) এম আর আখতার মুকুল

মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘আমি বিজয় দেখেছি’ – এর রচিয়তা এম. আর. আখতার মুকুল। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে একাত্তরের বর্ণমালা, মহাপুরুষ, জয় বাংলা, ওরা চার জন, বিজয়’৭১ প্রভৃতি অন্যতম। পক্ষান্তরে, মেজর রফিকুল ইসলাম রচিত গ্রন্থগুলোর মধ্যে একাত্তরের বিজয় গাঁথা, মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রতিশোধের প্রথম প্রহর প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া বদরুদ্দীন ওমর রচিত গ্রন্থের মধ্যে সংস্কৃতির সাম্প্রদায়িকতা, যুদ্ধপূর্ব বাংলাদেশ, যুদ্ধোত্তর বাংলাদেশ, ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ ইত্যাদি প্রধান।

৪৭. বাঁশি বাজে ঐ দূরে’ যে বাচ্যের উদাহরণ

(ক) যৌগিক বাচ্য

(খ) ভাববাচ্য

(গ) কর্তৃবাচ্য

(ঘ) কর্ম-কর্তৃবাচ্য

(ঘ) কর্ম-কর্তৃবাচ্য

যে বাক্যে কর্তার উল্লেখ থাকেনা, কর্মপদটিই কর্তার মত কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন: বাঁশি বাজে অই দূরে। এখানে কর্ম পদটি কর্তার কাজ করছে, তাই এটি একটি কর্মকর্তৃবাচ্য।

৪৮. আকুপাকু’ বাগধারার সঠিক অর্থ কি?

(ক) স্তম্ভিতভাব

(খ)ঝাঁকুনি দেয়া

(গ) ন্যাকামি

(ঘ) ব্যস্ততার ভাব

(ঘ) ব্যস্ততার ভাব

৪৯. চরণকমল’ কোন সমাসের উদাহরণ?

(ক) উপমান কর্মধারায়

(খ) উপমিত কর্মধারয়

(গ) রূপক কর্মধারয়

(ঘ) দ্বিগু সমাস

(খ) উপমিত কর্মধারয়

৫০. “Honesty is the best policy” এখানে ‘honesty’ কোন Noun ?

(ক) Proper Noun

(খ) Common Noun

(গ)Collective Noun

(ঘ) Abstract Noun

(ঘ) Abstract Noun

Abstract noun কোন ব্যক্তির বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করে। Honesty শব্দটি দ্বারা গুণের নাম প্রকাশ করায় এটি abstract noun ।

পোস্টাল অপারেটর

৫১. শুন্যস্থান পূরণ কর : I saw the man — in the field.

(ক) was working

(খ) work

(গ) working

(ঘ) worked

(গ) working

I saw the man working in the field.

৫২. “pass away” means- 

(ক) Disappear

(খ) erase

(গ) die

(ঘ) fall

৫৩. Which one is a correct Sentence? 

(ক) Paper is made of wood

(খ) Paper is made from wood

(গ) Paper is made by wood

(ঘ) Paper is on wood

(খ) Paper is made from wood

উপরিউক্ত Sentence – এর সম্ভব্য দুটি উত্তর হচ্ছে (ক) এবং (খ) ।কারণ ‘make of ‘ এবং ‘ make from’ উভয় group verbs – এর দ্বারা গঠন হওয়া বা তৈরি হওয়াকে বোঝায়। তবে উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে ‘make of’ দ্বারা কোনো কিছু দিয়ে তৈরি হওয়াকে বোঝায়’ যেমন – The table is made of wood. অর্থাৎ কাঠ দ্বারা সরাসরি টেবিল তৈরি করা হয় এবং ‘ make from ‘ দ্বারা কোনো কিছু থেকে তৈরি হওয়াকে বোঝায়; যেমন – Sweets sear made from milk. অর্থাৎ Milk – কে processing করে Sweets তৈরি করা হয়। উপরের Sentence – এর ‘paper is made from wood’ দ্বারা সরাসরি কাঠ থেকে paper তৈরিকে বোঝায়নি , বরং কাঠ থেকে processing – এর মাধ্যমে paper তৈরিকে বুঝিয়েছে সুতরাং সঠিক উত্তর হবে (খ)।

৫৪. Choose the correct sentence-

(ক) The train is running on time

(খ) The train is running with time

(গ) The train is running in time

(ঘ)The train is running to time

(ক) The train is running on time

সাধারণত time এর পূর্বে in এবং on দুটি preposition – ই ব্যবহার হয়। কিন্তু এদের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন – in time হলো সময় মতো বা সময়ের একটু পূর্বে।আর on time বলতে একেবারে ‘যথা সময়ে অর্থাৎ একটু আগে বা পরে নয়’ বুঝায়। তাছাড়া time এর পূর্বে preposition ‘at’ ও ‘with’ এর ব্যবহার দেখা যায় না।

৫৫. Sentence এর প্রাণ বলা হয় কোনটিকে?

(ক) Adverb

(খ) Subject

(গ) Verb

(ঘ) Pronoun

(গ) Verb

বাক্য গঠনে অপরিহার্য অঙ্গ হলো – ক্রিয়া।

 

ক্রিয়া ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না । এজন্য ক্রিয়াপদকে বাক্যের প্রাণ তথা প্রধান ও অপরিহার্য অঙ্গ বলা হয়।

পোস্টাল অপারেটর

৫৬. To be or not to be that is the question is a soliloquy from- 

(ক) Macbeth

(খ) King Lear

(গ) Othello

(ঘ) Hamlet

৫৭. A—stone gather no moss.

(ক) Rolled

(খ) Roll

(গ) Rolling

(ঘ) All of these

৫৮. What is the verb form of habit?

(ক) habitable

(খ) habitation

(গ) habitual

(ঘ) habituate

(ঘ) habituate

Habit হলো Noun যার অর্থ অভ্যাস। Habitable হলো Adjective যার অর্থ বাসযোগ্য। Habitation হলো Noun যার অর্থ আবাসভূমি। Habituate হলো Verb যার অর্থ নিজেকে কোনো কিছুতে অভ্যস্ত করানো।

 

৫৯. He takes pride——his wealth.

(ক) at

(খ) in

(গ)of

(ঘ) upon

(খ) in

Take pride in একটি phrase , যার অর্থ কোনো কিছু নিয়ে গর্ব করা। প্রদত্ত বাক্যে ‘সে তার সম্পদ নিয়ে গর্ব করে’ এরুপ বোঝাচ্ছে। সুতরাং শূন্যস্থানে ‘in ‘ বসবে।

 

৬০. ‘আমার যাওয়ার কথা ছিল’ এর সঠিক ইংরেজি অনুবাদ-

(ক) I was supposed to go

(খ) I was to go

(গ)  I had to go

(ঘ) I had supposed to go

(ক) I was supposed to go

পোস্টাল অপারেটর

৬১. The antonym of ‘diligent’ is—

(ক) Cheap

(খ) Simply

(গ)  Garrulous

(ঘ) Indolent

(ঘ) Indolent

Diligent অর্থ হল “পরিশ্রমী” এর বিপরীত শব্দ হল Indolent অর্থ হল “অলস”

৬২. What is the plural number of ‘Spectrum’ ? 

(ক) Spectrums

(খ) Spectra

(গ) Species

(ঘ) Image

(খ) Spectra

‘Spectrum’ শব্দের plural হচ্ছে ‘spectra’ যার অর্থ : বর্ণচ্ছটা’।

৬৩. ‘Tooth and nails’ means—

(ক) Get by heart

(খ) Tried hard

(গ) Go with heart

(ঘ) None of these

(খ) Tried hard

 

‘Tooth and nails’   অর্থ সর্বশক্তি দিয়ে চেষ্টা করা/ সব রকম উপায়ে চেষ্টা করা/ কঠোরভাবে চেষ্টা করা/ তিব্রভাবে।

৬৪. Feminine gender of Tiger’ is… 

(ক) Tygris

(খ) Tigresh

(গ) Tigress

(ঘ) Tygrees

(গ) Tigress

 

কতগুলো Masculine noun এর শেষের vowel তুলে দেয়ার পর উহাদের শেষে “ess” যোগ করে Feminine করতে হয়। যেমন –

Actor -Actress, Conductor- Conductress, Hunter- Huntress, Instructor- Instructress, Songster- Songstress, Traitor- Traitors, Benefactor-Benefactress, Tiger- Tigress, Director-  directress directress

৬৫. Do or die’ is a—sentence.

(ক) Simple

(খ) Exclamatory

(গ) Complex

(ঘ) Compound

(ঘ) Compound

Simple Sentence: যে Sentence-এ একটি মাত্র Finite Verb থাকে, তাকে Simple Sentence বলে। A Simple sentence is one which has only one Finite verb. 

Complex Sentence: যে Sentence-এ একটি মাত্র Principal Clause বা  Main Clause এবং এক বা একের অধিক Subordinate Clause থাকে, তাকে Complex sentence বলে।

Compound  Sentence: যে বাক্যে একাধিক principal clause, Co-ordinating দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বা যৌগিক বাক্য বলে। The writer took a cabin and it was small.

Compound Sentence-এর clause গুলি সাধারণত: and, or, but, for, so, therefore, then, yet, ‍nor  প্রভৃতি coordinating conjunction দ্বারা যুক্ত থাকে।

দেখেন প্রদত্ত Sentenceটি দুটি Verb- do এবং die ’or’ coordinating conjunction দ্বারা যুক্ত করা হয়েছে। সুতবাং ‘Do or die.’ একটি Compound Sentence.

পোস্টাল অপারেটর

৬৬. All at once’ means—

(ক) Slowly

(খ) Gradually

(গ) Suddenly

(ঘ) Rarely

(গ) Suddenly

All at once অর্থ হঠাৎকরে। slowly অর্থ: ধীরে ধীরে; Graduallyঅর্থ: ক্রমান্বয়ে; Suddenly- হঠাৎ করে এবং Rarely- কদাচিৎ।  সুতরাং সঠিক উত্তর (গ) suddenly

 

৬৭. Two and two—–four. শূন্য স্থানে সঠিক শব্দ হবে- 

(ক) makes

(খ) make

(গ) made

(ঘ) are made

(ক) makes

গাণিতিক অভিব্যক্তি যদি word এ প্রকাশ করা হয় , তখন subject টি singular verb গ্রহণ করে।

যেমন Five and five makes/is/equals ten

 

৬৮. Water has no colour. এখানে ‘water’ কোন ধরণের Noun ?

(ক) Abstract

(খ) Material

(গ) Propper

(ঘ) Common

(খ) Material

যে Noun দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাকেই Material Noun বলে। যেমন, Water, Gold, Glass, Salt, Iron, Silver, Cloth, Air, Milk, etc.প্রদত্ত প্রশ্নটিতে Water শব্দটি আমরা গণনা করতে পারি না। তাই এটি একটি Material Noun.

৬৯. sweet __ the uses of adversity. 

(ক) is

(খ) are

(গ) has

(ঘ) have

(খ) are

Shakespeare এর Pastoral কমেডি  As you like it এর Duke Senior এ  মন্তব্যটি  করেন। 

এ লাইনটি বিভিন্নসময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়  আসতে দেখা যায়। 
Sweet are the uses of adversity. 
ভাবার্থ: দুঃখের প্রয়োজনীয়তা মধুর। অথবা, বিপর্যয় অভিশাপ নয়, আশির্বাদ।

এখানে English Grammar বিশেষ একটি নিয়ম ব্যবহৃত হয়েছে। সেটি হচ্ছে Inversion।

এই বাক্যে Sweet subject নয়। কারণ sweet শব্দটি adjective আর শুধু adjective একাকি subject হয় না।
আর subject হয় noun বা noun equivalent।


কিন্তু জোর  প্রদানের জন্য এই বাক্যে inversion হয়েছে। মানে subject এর আগে verb বসেছে। the uses হচ্ছে subjectস্বাভাবিকভাবে বাক্যটি লিখলে এমন হবে, The uses of adversity are sweet.
কিন্তু জোর প্রদানের জন্য inversion করা হয়েছে।
Sweet are the uses of adversity.


এমন inversion হওয়া বাক্যগুলোতে verb এর পরের noun/pronoun অনুসারে subject- verb এর agreement হবে । অর্থ্যাৎ noun/pronoun টি singular হলে verb singular আর noun/pronoun টি plural হলে verb টি plural হবে।
অর্থাৎ There দিয়ে শুরু হওয়া বাক্যের নিয়ম অনুযায়ী হবে।
আর sweet যেহেতু adjective complement তাই এক্ষেত্রে have/has/had ব্যবহৃত হয় না।
have verb + Object (noun/pronoun)
I have a pen. Have it done.
Be verb + adjective/noun complement
He is a doctor. He is honest.

অনুরূপ,
He is good. সে ভালো।
Good is he. সে তো ভালোই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top