অনলাইন সঞ্চয়পত্র সম্পর্কে হাজারো জিজ্ঞাসা

সঞ্চয়পত্রে পুনঃবিনিয়োগ ৫ লাখ টাকার অধিক হলেই ১০% কর

 

কেন্দ্রীয় ব্যাংক পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর কর্তণের হার নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে । সঞ্চয়পত্রে পুনঃবিনিয়োগ ৫ লাখ টাকার অধিক হলেই ১০% কর। গত ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) উদ্দেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

আরো পড়ুন: জেনে নিন সঞ্চয়পত্র সুদ না মুনাফা




প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সঞ্চয়পত্রে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকার বেশি হলেই ১০ শতাংশ কর কর্তন করতে হবে। অর্থাৎ আগের বিনিয়োগ ও অর্জিত মুনাফা মিলে যদি পুনর্বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকার বেশি হয়ে যায়, তাহলে ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে গ্রাহকদের।

সঞ্চয়পত্রে পুনঃবিনিয়োগ ৫ লাখ টাকার অধিক হলেই ১০% কর

৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর কর্তনের বিষয়ে ২০ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্দেশনা জারি করে। তারপর কিছু জটিলতা দেখা দেওয়ায় নতুন করে এই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

Bohubrihi
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ধারা ৫২ডি অনুযায়ী সঞ্চয়ী ইনভেস্টের মুনাফা পরিশোধকালে উৎসে কর কর্তন করতে হয়। মুনাফা পরিশোধের তারিখে বিদ্যমান করহারে উৎসে কর কর্তনের বিধান রয়েছে।




কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র দ্বিতীয় মেয়াদে স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ফলে নিট মুনাফা ও আসল একত্রে মোট বিনিয়োগ হিসেবে গণ্য হবে। এ ছাড়া মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জীভূত বিনিয়োগ (স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) ৫ লাখ টাকা অতিক্রম করলে ১ জুলাই ২০১৯ তারিখ থেকে পরবর্তী যেকোনো সময়ে মুনাফা পরিশোধকালে উৎসে ১০ শতাংশ হারে কর কর্তন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ক্রয়কালনির্বিশেষে মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জীভূত বিনিয়োগ (স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) ৫ লাখ টাকার কম হলে মুনাফা পরিশোধকালে উৎসে ৫ শতাংশ হারে কর কর্তন করতে হবে।

সম্পাদনায়: মো. রাসেল মিয়া

পোস্টাল অপারেটর, নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর।

 




Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *