৪৫তম বিসিএস এমসিকিউ

 

(খ) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি

(গ) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়

(ঘ) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি

(ধ্বনি দৃশ্যমান

মানুষের মুখনিঃসৃত নিয়ন্ত্রিত ক্ষুদ্রতম আওয়াজকে বা মুখোচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয়। অন্যভাবে বলা যায়, এক মানুষের সঙ্গে আর এক মানুষের ভাব বিনিময়ের উদ্দেশ্যে যেসব অর্থ যুক্ত শব্দ বাগযন্ত্রের সাহায্যে উচ্চারণ করা হয় সেইসব শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি।ধ্বনি মূলত উৎপন্ন হয় মানুষের দুটি প্রত্যঙ্গের দ্বারা-একটি ফুসফুস, অন্যটি বাগযন্ত্র। ফুসফুস তাড়িত বাতাস গলনালী, মুখবিবর কিংবা নাক দিয়ে বেরিয়ে যাবার সময় বাগযন্ত্রের বিভিন্ন স্থানে আঘাত পায়। এ সংঘর্ষের স্থান, রূপ ও প্রকৃতি বিভিন্ন ধ্বনি সৃষ্টি করে।

 . স্বরান্ত অক্ষরকে কী বলে?

ক. একাক্ষর

খ. মুক্তাক্ষর

গ. বদ্ধাক্ষর 

ঘ. যুক্তাক্ষর

 

খ. মুক্তাক্ষর

যেসব অক্ষর স্বরধ্বনিজাত বা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে, তাকে স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর বলে। যেমন, ‘দা’> দ-আ; ‘অ’> অ; ‘কা’> ক-আ ইত্যাদি

 শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?

(শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

(শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন

(শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন

()  শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

()  শিরশ্ছেদদরিদ্রতাসমীচীন

()  গ্রিক

বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ও সাহিত্যের ধারক ভাষা। গ্রিক একটি ইন্দো-ইউরোপীয় ভাষা, কিন্তু এটির কোন নিকটাত্মীয় ভাষা নেই। সমস্ত জীবিত ইন্দো-ইউরোপীয় ভাষার মধ্যে কেবল আরমেনীয় ভাষার সাথে গ্রিক ভাষার মিল আছে।উপরোক্ত ‘কলমোস’ শব্দটি গ্রিক ভাষার শব্দ।  

 ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।’মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?

()  সুনীতিকুমার চট্টোপাধ্যায়

 

()  মুহম্মদ শহীদুল্লাহ্

 

()  মুহম্মদ এনামুল হক

 

()  সুকুমার সেন

 

সুকুমার সেন

‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।’ মন্তব্যটি সুকুমার সেন- এর। 

 সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?

 (ক) মানোএল দ্য আসসুম্পসাঁও
 (খ)  রাজা রামমোহন রায়
 (গ)  রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
 (ঘ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

 (ক) মানোএল দ্য আসসুম্পসাঁও

১৮২৬ সালে রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখেন। এরপর তিনি স্কুল বুক সোসাইটির জন্য ঐ গ্রন্থ বাংলায় অনুবাদ করে নাম দেন ‘গৌড়ীয় ব্যাকরণ ‘ যা প্রকাশ হয় ১৮৩৩ সালে। আর এ গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।  

(ঘ) এ

সম্মুখ স্বরধ্বনি যে ধনি উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে এগিয়ে যায় তাকে সম্মুখ স্বরধনি বলে ।  এই জাতীয় মৌলিক স্বরবর্ণগুলো হলো- ই, এ এবং অ্যা

 . ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?

(ক) পান-ব্যবসায়ী
(খ)  পর্ণকার
(গ)  তামসিক
(ঘ) বারুই

 

(খ)  তামসিক

সম্মুখ স্বরধ্বনি যে ধনি উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে এগিয়ে যায় তাকে সম্মুখ স্বরধনি বলে ।  এই জাতীয় মৌলিক স্বরবর্ণগুলো হলো- ই, এ এবং অ্যা

 .‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!’—বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

(ক) পদান্বয়ী অব্যয়
(খ)  অনুসর্গ অব্যয়
(গ)  অনন্বয়ী অব্যয়
(ঘ) অনুকার অব্যয়

 

(খ)  অনন্বয়ী অব্যয়

যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় , তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন – আপনি যা জানেন তা তো ঠিকই ঘটে। এখানে ‘তো’ অনন্বয়ী অব্যয়। #যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন – মেঘের গর্জন – গুড় গুড়। #যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন – ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে ‘দিয়ে’ অনুসর্গ অব্যয়। উল্লেখ্য অনুসর্গ অব্যয় ‘পদান্বয়ী অব্যয়’ নামেও পরিচিত।

১০. নিচের কোনটি যৌগিক শব্দ?

(ক) প্রবীণ
(খ)  জেঠামি
(গ)  সরোজ
(ঘ) মিতালি

 

(ঘ) মিতালি

মিতালি (মিতা + আলি) আলি প্রত্যয় গঠিত শব্দ তাই এটি ‘যৌগিক’ শব্দ।

(গ) তিনটি

এই বাক্যে ৩ টি বানান ভুল রয়েছে যেগুলো হলো- 

সুনামী→ সুনামি 

তান্ডব→ তাণ্ডব

সর্বশান্ত→ সর্বস্বান্ত 

 ১২. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে ?

(ক) উপপদ
(খ)  প্রাতিপদিক
(গ) প্রপদ
(ঘ) পূর্বপদ

 

(ক) উপপদ

কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে বলা হয় উপপদ

(গ) সর্বনাম

বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, তাকে সর্বনাম পদ বলে। উদাহরণ: আমি, আমরা, তুমি,তোমরা,আপনি,তিনি ,তুই , সে, সব,ইনি,উনি,যে, কে, কী, কারা ইত্যাদি। 

(ঘ) গরল

চর্যার অর্থ জানা যায় মুনিদত্তের ‘নির্মল গিরাটীকা’ থেকে। এই টীকার তিব্বতি অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। টীকাটি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচী।

 ১৫. ‘Rank’ শব্দের বাংলা পরিভাষা কী?
(ক) পদ
(খ)  পদমর্যাদা
(গ) মাত্রা
(ঘ) উচ্চতা

 

(খ)  পদমর্যাদা

‘Rank’ শব্দের বাংলা পরিভাষা পদমর্যাদা। 

 ১৬. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
(ক) প্রবোধচন্দ্র বাগচী
(খ)  যতীন্দ্র মোহন বাগচী
(গ) প্রফুল্ল মোহন বাগচী
(ঘ) প্রণয়ভূষণ বাগচী

 

(ক) প্রবোধচন্দ্র বাগচী

চর্যার অর্থ জানা যায় মুনিদত্তের ‘নির্মল গিরাটীকা’ থেকে। এই টীকার তিব্বতি অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। টীকাটি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচী।

 ১৭. ‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার
সভাকবি ছিলেন?
(ক) শশাঙ্কদেবের
(খ)  লক্ষ্মণ সেনের
(গ) যশোবর্মনের
(ঘ) হর্ষবর্ধনের

(খ)  লক্ষ্মণ সেনের

জয়দেবের পিতার নাম ভোজদেব, মাতা বামদেবী; আর তাঁর স্ত্রী হলেন পদ্মাবতী। সংস্কৃত সাহিত্য এবং সঙ্গীত শাস্ত্রে জয়দেবের অসাধারণ পাণ্ডিত্য ছিল। তিনি ছিলেন রাজা লক্ষ্মণ সেনের সভাকবি।

 ১৮. কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন
কোন ভাষায়?


(ক) ব্রজবুলি
(খ)  বাংলা
(গ) সংস্কৃত
(ঘ) হিন্দি

(ক) ব্রজবুলি

 প্রাচীন বাংলার প্রথম ব্রজবুলি পদ রচনা করেন যশোরাজ খান। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন এ ভাষায়। বাংলার নবজাগরণের অন্যান্য ১৯ শতকের ব্যক্তিত্ব, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও ব্রজবুলিতে লিখেছেন।

 ১৯. নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?


(ক) দৌলত উজির বাহরাম খাঁ
(খ)  সাবিরিদ খাঁ
(গ) সৈয়দ সুলতান
(ঘ) সৈয়দ নূরুদ্দীন

(ঘ) সৈয়দ নূরুদ্দীন

সৈয়দ নূরুদ্দীন ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে মরণোত্তর বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। সৈয়দ নূরুদ্দীন যুদ্ধকাব্যের রচয়িতা নন। 

 ২০. কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?

(ক) রসুল বিজয়
(খ)  মক্কা বিজয়
(গ) রসুলচরিত
(ঘ) মক্কানামা

(ক) রসুল বিজয়

জয়েন উদ্দীন (পঞ্চদশ শতক) মধ্যযুগের বাংলার একজন বিখ্যাত কবি। তিনি গৌড়ের সুলতান ইউসুফ শাহের (১৪৭৪ – ১৪৮১) সভাকবি ছিলেন। তার রসুল-বিজয় মৌলিক রচনা নয়, কোনো ফার্সি গ্রন্থের অনুসরণে লিখিত। তার এই কাব্যটি প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমান রচিত বিজয়-কাব্যধারার অন্যতম পথিকৃৎ।

 ২‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয়- 

(ক) ১৯৩৭ সালে
(খ)  ১৯১৭ সালে
(গ) ১৯৪২ সালে
(ঘ) ১৯২৭ সালে

(গ) ১৯৪২ সালে

ভারত ছাড়ো আন্দোলন (আগস্ট আন্দোলন) ছিল একটি আইন অমান্য আন্দোলন যেটি ১৯৪২ সালের ৮ ই আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর দ্বারা চালিত হয়েছিল।

২২. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠিত হয়—

(ক) ১৯৪৮ সালে
(খ)  ১৯৫০ সালে
(গ) ১৯৫২ সালে
(ঘ) ১৯৫৪ সালে

(গ) ১৯৫২ সালে

সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ৩১ জানুয়ারি ১৯৫২ । সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বাংলা ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার একটি প্রথম সারির রাজনৈতিক দল ছিল। ১৯৫২ সালের ৩১ জানুয়ারিতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বার লাইব্রেরি হলে একটি সভায় এই দল গঠন করা হয়।

 ২৩ঐতিহাসিক ‘ছয়-দফা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন –

(ক) ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
(খ)  ২৩ মার্চ ১৯৬৬
(গ) ২৬ মার্চ ১৯৬৬
(ঘ) ৩১ মার্চ ১৯৬৬

 

(খ)  ২৩ মার্চ ১৯৬৬

তৎকালীন ভারত – পাকিস্তান যুদ্ধ (৬ – ২৭ সেপ্টেম্বর ১৯৬৫) সমাপ্তির পর উভয় দেশের মধ্যে ‘তাসখন্দ চুক্তি’ স্বাক্ষরিত হয় ১০ জানুয়ারি ১৯৬৬। এ ঘটনার পটভূমিকায় ১৯৬৬ সালের ৫ – ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের এক সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন।

 ২৪বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?

(ক) রাষ্ট্রপতি
(খ)  চীফ হুইপ
(গ) স্পীকার
(ঘ) প্রধানমন্ত্রী

 

(ক) রাষ্ট্রপতি

বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য “রাষ্ট্রপতি “। বর্তমানে রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। রাষ্ট্রপতির মেয়াদকাল ৫ বছর।

 ২৫. ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক-

(ক) শেখ মুজিবুর রহমান
(খ)  শেখ মুজিবুর রহমান
(গ) শামছুল হক
(ঘ) আতাউর রহমান খান

(গ) শামছুল হক

প্রতিষ্ঠাকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন টাঙ্গাইলের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সহ-সভাপতি হন আতাউর রহমান খান, শাখাওয়াত হোসেন ও আলী আহমদ। টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক।

(খ)  অনুচ্ছেদ ৩

সংবিধানের ৩নং অনুচ্ছেদে বলা হয়েছে- প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।

 ২৭ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?

(ক) চতুর্থ তফসিল
(খ)  পঞ্চম তফসিল
(গ) ষষ্ঠ তফসিল
(ঘ) সপ্তম তফসিল

(খ)  পঞ্চম তফসিল

আমাদের সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ অনুযায়ী, বঙ্গবন্ধুর এই ভাষণ সংবিধানের পঞ্চম তফসিল দ্বারা আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে।

 ২. বাংলাদেশের সংবিধান অনুযায়ী “কোর্ট অব রেকর্ড” হিসাবে গণ্য –

(ক) লেবার কোর্ট
(খ)  হাই কোর্ট
(গ) জজ কোর্ট
(ঘ) সুপ্রীম কোর্ট

(ঘ) সুপ্রীম কোর্ট

অনুচ্ছেদঃ ১০৮ কোর্ট অব রেকর্ড, সুপ্রীম কোর্ট একটি “কোর্ট অব্ রেকর্ড” হবেন এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশ দান বা দণ্ডাদেশদানের ক্ষমতাসহ আইন-সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকবেন।

(ক) ৮ (আট) টি

 বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে। ২৯ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১ – ২০২৫ মেয়াদে ” চূড়ান্ত অনুমোদন দেয়।

৩০. বাংলাদেশের কয়টি জেলার সাথে ‘সুন্দরবন’ সংযুক্ত আছে ?

(ক) ৪ (চার) টি
(খ)  ৫ (পাঁচ) টি
(গ) ৭ (সাত) টি
(ঘ) ৬ (ছয়) টি

 

(খ)  ৫ (পাঁচ) টি

বাংলাদেশের ৫ টি জেলায় সুন্দরবন অবস্থিত।এগুলো হলো:খুলনা, বাগেরহাট, পটুয়াখালি, বরগুনা, সাতক্ষীরা।

৩১. মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

(ক) ২(দুই)নম্বর
(খ)  ৩ (তিন)নম্বর
(গ) ৫ (পাঁচ) নম্বর
(ঘ) ৪ (চার)নম্বর

(ক) ২(দুই)নম্বর

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর দুই নং সেক্টরের অধীনে ছিল। (দুই নং সেক্টরের অধীনে ছিল – নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া – ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ)

৩২. ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়?

(ক) ২ মার্চ, ২০২২
(খ)  ৪ মার্চ, ২০২২
(গ) ৩ মার্চ, ২০২২
(ঘ) ৫ মার্চ, ২০২২

(ক) ২ মার্চ, ২০২২

মার্চ ২০২২ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। তে বলা হয়,

ক) ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।

(খ) সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সকল জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।

(গ) সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।

২। ইহা অবিলম্বে কার্যকর হবে।

৩৩. বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কবে গঠিত হয়?

(ক) ৬ এপ্রিল ১৯৭২
(খ)  ৭ এপ্রিল ১৯৭২
(গ) ৮ এপ্রিল ১৯৭২
(ঘ) ৯ এপ্রিল ১৯৭২

৮ এপ্রিল ১৯৭২

১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয়।

৩৪. ‘e-TIN’ চালু করা হয় কত সালে?

(ক) ২০১৩ সালে
(খ)  ২০১৪ সালে
(গ) ২০১৫ সালে
(ঘ) ২০১৬ সালে

(ক) ২০১৩ সালে

২০১৩ সালে অনলাইনে ই-টিআইএন পদ্ধিত চালু করে এনবিআর। এ ব্যবস্থায় যে কেউ ইচ্ছা করলে ঘরে বসে টিআইএন নিতে পারেন। কর্মকর্তাদের কাছে ধরনা না দিলও চলে। এনবিআরের ওয়েবসাইটে ঢুকে ক্লিক করে ১২ ডিজিটের ইলেকট্রনিক ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (ই-টিআইএন) সংগ্রহ করা যায়।

৩৫. কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় ?
(ক) ২০১১ সালে
(খ)  ২০১৩ সালে
(গ) ২০১৪ সালে
(ঘ) ২০১২ সালে

(ঘ) ২০১২ সালে

মানিলণ্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ বাংলাদেশের একটি আইন যা ২০০২ সালের ৭ নং আইন হিসাবে চিহ্নিত এবং ৭ই এপ্রিল, ২০০২ তারিখে আইন হিসাবে প্রচারিত। আইনটি ৩০শে এপ্রিল ২০০২ তারিখ থেকে কার্যকর হয়। এ আইনটি “মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন” দ্বারা ২০০৩ সালে সংশোধন করা হয়। পরে, ২০১২ সালে এই আইনটি রহিত করা হয়।

 

মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি পাস হয়

৩৬. দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?
(ক) চট্টগ্রাম
(খ) ময়মনসিংহ
(গ) ফেনী
(ঘ) নরসিংদী

(খ)  ময়মনসিংহ

বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে এইচ ডি এফ সি সিন পাওয়ার লিমিটেড ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সুতিয়াখালীতে ১৭৪ একর জমির ওপর ৮০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করছে।

৩৭. বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) রাজশাহী
(খ)  কুমিল্লা
(গ) চট্টগ্রাম
(ঘ) গাজীপুর

(গ) চট্টগ্রাম

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের বনসম্পদ, যা প্রয়োজনের তুলনায় সীমিত, তার রক্ষণা-বেক্ষণ ও পরিচর্যা এবং নতুন বনাঞ্চল সৃষ্টি, এ সংক্রান্ত গবেষণা পরিচালনা করে থাকে। এটি সংক্ষেপে বিএফআরআই (BFRI=Bangladesh Forest Research Institute) নামে পরিচিত। এর প্রধান কার্যালয় চট্টগ্রামে অবস্থিত।

৩৮. বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত?
(ক) চাঁদপুর
(খ) ময়মনসিংহ
(গ) ফরিদপুর
(ঘ) ভোলা

(খ)  ময়মনসিংহ

স্বাদু পানির মাছ গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য প্রজাতি গবেষণাগার ময়মনসিংহে অবস্থিত। উল্লেখ্য, মৎস্য গবেষণা ইনস্টিটিউট ১৯৮৪ সালে চাদপুরে স্থাপন করা হয় ও ১৯৮৬ সালে ময়মনসিংহে স্থানান্তরিত হয়।

৩৯. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
(ক) চুনাপাথর
(খ)  প্রাকৃতিক গ্যাস
(গ) চীনামাটি
(ঘ) কয়লা

(খ)  প্রাকৃতিক গ্যাস

প্রাকৃতিক গ্যাসঃ প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। ১৯৫৫ সালে সিলেটের হরিপুর সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। ১৯৫৭ সালে এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়।

৪০. ইউরিয়া সারের কাঁচামাল কী?
(ক) প্রাকৃতিক গ্যাস
(খ)  চুনাপাথর
(গ) মিথেন গ্যাস
(ঘ) ইলমেনাইট

(গ) মিথেন গ্যাস

ইউরিয়া সারের প্রধান কাঁচামাল : মিথেন গ্যাস। ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তাররে সহায়তা করে থাকে। গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা, ডালপালা ও কান্ড উৎপাদনে সাহায্য করে থাকে। ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে।

৪১. “বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্থের রচয়িতা কে?
(ক) বিনয় ঘোষ
(খ)  সুবিনয় ঘোষ
(গ) বিনয় ভট্টাচার্য
(ঘ) বিনয় বর্মণ

(ক) বিনয় ঘোষ

বিদ্যাসাগর ও বাঙালী সমাজ  গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ

৪২. প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?
(ক) রাজা রামমোহন রায়
(খ)  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ)  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার মনে করা হয়।

(ক) ১৮৫৮ সালে

বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস হলো ‘আলালের ঘরের দুলাল’। গ্রন্থটি ১৯৫৪ খ্রিষ্টাব্দ থেকে ‘মাসিক পত্রিকা’য় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে ১৯৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।

৪৪. শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
(ক) চতুরঙ্গ
(খ)  চার অধ্যায়
(গ) নৌকাডুবি
(ঘ) ঘরে বাইরে

(ক) চতুরঙ্গ

চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস। এটি সাধুভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। এটিকে রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলে বিবেচিত হয়। চতুরঙ্গ উপন্যাসের চারটি অঙ্গ- জ্যাঠামশাই ,শচীশ ,দামিনী এবং শ্রীবিলাস।  উপন্যাসটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।

৪৫. “তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু”— এই কবিতাংশটির রচয়িতা কে?
(ক) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
(খ)  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

ঈশ্বরচন্দ্র গুপ্তের (১৭৬০-১৮৬০ সাল ) সাহিত্যকর্মে মধ্যযুগের সাহিত্যের যেমন ছাপ আছে, সেই সাথে আধুনিক যুগের সাহিত্যের ছাপ একই সাথে পাওয়া যায় যদিও তিনি মধ্যযুগের কবি। দুইটা যুগের সন্ধিক্ষণের কবি হিসেবে ঈশ্চরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। “তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু”— এই কবিতাংশটির রচয়িতা ঈশ্বরচন্দ্র গুপ্ত । 

৪৬. মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?
(ক) গো-জীবন
(খ)  ইসলামের জয়
(গ) এর উপায় কী
(ঘ) বসন্তকুমারী নাটক

(ক) গো-জীবন

মীর মশাররফ হােসেনের ‘গাে-জীবন’(১৮৮৯) একটি প্রবন্ধ পুস্তিকা। প্রবন্ধটির মূল বক্তব্য হলাে, কৃষিনির্ভর অর্থনীতিতে যে কোনাে কারণেই হােক গাে-হত্যা অনুচিত। স্বীয় বক্তব্যের সমর্থনে লেখক ধর্মগ্রন্থ এবং প্রাত্যহিক-বাস্তব অভিজ্ঞতা থেকে নানা যুক্তি ও তথ্য পরিবেশন করেছেন। হিন্দু ও মুসলমান এই দুই ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করার মানসেই মশাররফ হােসেন এ প্রবন্ধ রচনা করেন। প্রবন্ধটি তৎকালে মুসলিম ধর্মীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে যথেষ্ট প্রতিক্রিয়ার জন্ম দেয়। এ কারণে ‘আখবারে এসলামিয়া’ (১৮৮৪) পত্রিকা প্রতিবাদ প্রকাশ করে এবং লেখককে পরে মামলাতে জড়িয়ে পড়তে হয়। অবশেষে মৌলবাদী মুসলিমদের প্রবল চাপের মুখে তিনি ‘গাে-জীবন’ প্রত্যাহার করতে বাধ্য হন।

(ঘ) ১৬ বছর

ছোটগল্পকার হচ্ছেন এমন একজন সাহিত্যিক, যিনি ছোটগল্প লিখে থাকেন। সাহিত্যের একটি সুপরিচিত ও জনপ্রিয় ধারা বলা হয় ছোটগল্পকে। অনেক বিশ্বখ্যাত ঔপন্যাসিকের সাহিত্যজীবন শুরু হয় ছোটগল্পের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর ১৬ বছর বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন।

৪৮.  নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
(ক) ইছামতি
(খ)  মেঘমল্লার
(গ) মৌরিফুল
(ঘ) যাত্রাবদল

ক) ইছামতি

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ : ‘মেঘমল্লার’ (১৯৩১), ‘মৌরীফুল’ (১৯৩২), ‘যাত্রাবদল’ (১৯৩৪), ‘জন্ম ও মৃত্যু’ (১৯৩৭), ‘কিন্নরদল’ (১৯৩৮), ‘বেনীগীর ফুলবাড়ি’ (১৯৪১), ‘নবাগত’ (১৯৪৪), ‘উপলখণ্ড’ (১৯৪৪), ‘বিধু মাস্টার’ (১৯৪৫), ‘ক্ষণভঙ্গুর (১৯৪৫), ‘অসাধারণ’ (১৯৪৬), ‘মুখোশ ও মুখশ্রী’ (১৯৪৭), নীলগঞ্জের ফালমন সাহেব’ (১৯৪৮), ‘জ্যোতিরঙ্গন’ (১৯৪৯), ‘কুশল পাহাড়ী’ (১৯৫০), ‘রূপ হলুদ’ (১৯৫৭), ‘ছায়াছবি’ (১৯৬০), ‘অনুসন্ধান’ (১৯৬০)।ইছামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়। 

৪৯. ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
(ক) যুগ-বাণী
(খ)  রুদ্র-মঙ্গল
(গ) দুর্দিনের যাত্রী
(ঘ) রাজবন্দির জবানবন্দি

(খ)  রুদ্র-মঙ্গল

‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘রুদ্র-মঙ্গল’ থেকে সংকলিত হয়েছে।

৫০.  ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন?
(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে
(খ)  জসীম উদ্দীনকে
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে

(গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে

‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে তপোবন-প্রেমিক বলেছেন।

(খ)  শেখ কামালকে

শেখ কামাল (৫ আগস্ট ১৯৪৯ – ১৫ আগস্ট ১৯৭৫) শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি মুহাম্মদ আতাউল গণি ওসমানীর এইড ডি ক্যাম্প (এডিসি) হিসেবে কাজ করেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই তিনি ক্রীড়াবিদ সুলতানা খুকিকে বিয়ে করেন।‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।’ —এখানে শেখ মুজিবুর রহমান শেখ কামাল- এর কথা বলেছেন। 

৫২. আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?
(ক) গাইবান্ধায়
(খ)  বগুড়ায়
(গ) ঢাকায়
(ঘ) সিরাজগঞ্জে

(ক) গাইবান্ধায়

আখতারুজ্জামান ইলিয়াস (১২ ফেব্রুয়ারি ১৯৪৩ – ৪ জানুয়ারি ১৯৯৭), জন্মগ্রহণ করেন গাইবান্ধায়। তিনি ছিলেন বাংলাদেশি ছোটগল্পকার, ঔপন্যাসিক, এবং অধ্যাপক। তিনি একজন স্বল্পপ্রজ লেখক ছিলেন। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তার রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। 

৫৩. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?
(ক) স্বরবৃত্ত ছন্দ
(খ) অক্ষরবৃত্ত ছন্দ
(গ) মাত্রাবৃত্ত ছন্দ
(ঘ) গৈরিশ ছন্দ

(খ) অক্ষরবৃত্ত ছন্দ

কাব্যে যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেছিলেন। ১৮৬০ সালে প্রকাশিত পদ্মাবতী নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে মধুসূদন সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেছিলেন। অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর ১ মাত্রা, যুক্তাক্ষর শব্দের প্রথমে ও মাঝে ১ মাত্রা কিন্তু শব্দের শেষে যুক্তাক্ষর ২ মাত্রা। অক্ষরের শেষে স্বরধ্বনি থাকলে ১ মাত্রা গুনতে হয়। অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি আছে, এমন অক্ষর শব্দের শেষে থাকলে ২ মাত্রা হয়; শব্দের শুরুতে বা মাঝে থাকলে ১ মাত্রা হয়। অক্ষরবৃত্ত বা মিশ্রকলাবৃত্ত বা তানপ্রধান ছন্দ। 

৫৪. “বুক তার বাংলাদেশের হৃদয়” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
(ক) সৈয়দ শামসুল হক
(খ)  শামসুর রাহমান
(গ) হাসান হাফিজুর রহমান
(ঘ) আহসান হাবীব

(খ)  শামসুর রাহমান

বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যের রচয়িতা হলেন কবি শামসুর রাহমান

৫৫. “দুর্দিনের দিনলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা?
(ক) আবুল ফজল
(খ)  আবদুল কাদির
(গ) জাহানারা ইমাম
(ঘ) মুশতারি শফী

(ক) আবুল ফজল

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে তাঁর বাসভবন ‘সাহিত্য নিকেতনে’ চট্টগ্রামের সর্বশ্রেণির বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীরা মিলিত হয়ে গড়ে তোলেন ‘শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিসেবী প্রতিরোধ সংঘ’। আবুল ফজল এই সংঘের পৃষ্ঠপোষক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধকালে তিনি আত্মগোপন করেন এবং দুর্দিনের দিনলিপি রচনা করেন

৫৬. কোনটি বিচার বিভাগের কাজ নয়?
(ক) আইনের প্রয়োগ
(খ)  আইনের ব্যাখ্যা
(গ) সংবিধান প্রণয়ন
(ঘ) সংবিধানের ব্যাখ্যা

(গ) সংবিধান প্রণয়ন

সংবিধান প্রণয়ন বিচার বিভাগের কাজ নয়

৫৭. পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়?
(ক) ১৯৮০ সালে
(খ)  ১৯৮৫ সালে
(গ) ১৯৮১ সালে
(ঘ) ১৯৯১ সালে

(খ)  ১৯৮৫ সালে

পারিবারিক আদালত অর্ডিন্যান্স, ১৯৮৫ পরিবারের প্রতিটি সদস্যের আইনগত সমস্যার বিচার নিষ্পত্তি সম্পর্কিত অধ্যাদেশ। ১৯৮৫ সালে এ অধ্যাদেশ জারি করা হয়। ইসলামী আইন, হিন্দু আইন, দেওয়ানি কার্যবিধি, সাক্ষ্য আইন, অভিভাবক ও প্রতিপাল্য আইন, মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন, পারিবারিক আইন অধ্যাদেশ প্রভৃতি সমন্বয়ে পারিবারিক আদালতের বিচার্য বিষয়ের আইন সংকলিত হয়েছে। এ আইন রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও পার্বত্য এলাকার জেলাসমূহ ছাড়া সারা দেশে প্রযোজ্য। 

৫৮. ‘গণহত্যা যাদুঘর’ কোথায় অবস্থিত?
(ক) ঢাকা
(খ)  কুমিল্লা
(গ) চট্টগ্রাম
(ঘ) খুলনা

(ঘ) খুলনা

গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর অবস্থিত সাউথ সেন্ট্রাল রোড , খুলনায় অবস্থিত।

৫৯. নভেরা আহমেদের পরিচয় কী হিসাবে ?
(ক) কবি
(খ)  কণ্ঠশিল্পী
(গ) নাট্যকার
(ঘ) ভাস্কর

(ঘ) ভাস্কর

নভেরা আহমেদ (মার্চ ২৯, ১৯৩৯–মে ৬, ২০১৫) ছিলেন একজন বাংলাদেশী ভাস্কর। তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশী আধুনিক ভাস্কর। ১৯৯৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে

৬০. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
(ক) রাঙ্গামাটি
(খ)  চট্টগ্রাম
(গ) বরিশাল
(ঘ) ময়মনসিংহ

(ক) রাঙ্গামাটি

আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি। এর আয়তন ৬১১৬.১১ বর্গ কিলোমিটার বা ২৩৬১.০০ বর্গমাইল। বরিশাল একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা । এর আয়তন ২৭৮৪.৫২ বর্গকিলোমিটার।

৬১. কোন এলাকাকে ‘Marine Protected Area (MPA) ঘোষণা করা হয়েছে?
(ক) সেন্টমার্টিন
(খ) সেন্টমার্টিন এবং এর আশেপাশের এলাকা
(গ)পটুয়াখালী ও বরগুনা
(ঘ) হিরন পয়েন্ট

(খ) সেন্টমার্টিন এবং এর আশেপাশের এলাকা

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ১৩ (১) ও ১৩ (২)-এর ক্ষমতাবলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের ১ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে ২০২২ সালের ৪ জানুয়ারি ‘সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ ঘোষণা করে।

৬২. বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি?
(ক) ৯ (নয়) টি
(খ) ১০ (দশ) টি
(গ) ১১ (এগার) টি
(ঘ) ১২ (বার) টি

(গ) ১১ (এগার) টি

.কোনো একটা দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা জিআই) পণ্য। শুধু বাংলাদেশেই উৎপাদিত হয় এমন ১১টি পণ্য আন্তর্জাতিক মেধাস্বত্ব কর্তৃপক্ষ থেকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

একনজরে জি-আই পণ্যগুলিঃ 

জামদানি (২০১৬)
ইলিশ (২০১৭) 
বাগদা চিংড়ি (২০২১) 
চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম (২০১৯) 
ফজলি আম (২০২১) 
ঢাকাই মসলিন (২০২০) 
রাজশাহী সিল্ক (২০২২) 
রংপুরের শতরঞ্জি (২০২২) 
কালিজিরা ধান (২০২১) 
বিজয়পুরের সাদামাটি 
দিনাজপুরের কাটারিভোগ 

(ক) সিলেট

.মণিপুরী উপজাতি সিলেট জেলায় বাস করে।
মণিপুরী জাতি ভারত ও বাংলাদেশের একটি ক্ষুদ্র ও বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীর নাম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে।
মণিপুরীদের নিজস্ব ভাষা, বর্ণমালা, সাহিত্য এবং সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। ভারতের মণিপুর, আসাম, ও ত্রিপুরা রাজ্যের ও বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মণিপুরী সম্প্রদায়ের লোক বাস করে।

৬৪. বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা কোন সময়ে অনুষ্ঠিত হয় ?
(ক) ১০ জুন থেকে ১৬ জুন ২০২২
(খ) ১৫ জুন থেকে ২১ জুন, ২০২২
(গ) ১৫ জুলাই থেকে ২১ জুলাই, ২০২২
(ঘ) ২০ জুলাই থেকে ২৬ জুলাই, ২০২২

(খ) ১৫ জুন থেকে ২১ জুন, ২০২২

বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বিস্তারিত গণনার লক্ষ্যে অনুষ্ঠিত দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়।

৬৫. কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী?
(ক) বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
(খ) বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড
(গ) বাংলাদেশ ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
(ঘ)বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড

(ক) বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স

কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।

(খ) NO

স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো বা কমানোর ফলে 0°C তাপমাত্রায় তার আয়তনের 1/273 ভাগ হারে যথাক্রমে বাড়বে বা কমবে।” যদি t° C = 273° C হয়, তখন Vt = 2Vo হয়।

৬৭.  সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ?
(ক) পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির
(খ)  দেহ-কেন্দ্রিক ঘনকাকার
(গ) সংঘবন্ধ-ঘনকাকার
(ঘ) সংঘবন্ধ ষড়কৌণিক আকার

(ক) পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির

সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির। 

(খ) NO

প্রাথমিক দূষণকারী – দূষণকারী যা সরাসরি উৎস থেকে আসে। উদাহরণ- কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, সালফার ডাই অক্সাইড।

৬৯. নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?

(ক) SiO2
(খ) NaNO3
(গ) Na2CO3
(ঘ) Fe2O3

(গ) ZnO

জিঙ্ক অক্সাইড সানস্ক্রিনে মিশ্রিত করা হয় খুব সূক্ষ্ম পাউডার হিসাবে, সাধারণত জিঙ্ক অক্সাইড বাষ্পকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করার অনুমতি দিয়ে তৈরি করা হয়। এটি সাধারণত কয়েক মাইক্রোমিটার (এক মিটারের এক মিলিয়ন ভাগ) জুড়ে ZnO কণিকা তৈরি করে। এগুলি লোশন বা স্প্রেকে একটি ঘন, সাদা চেহারা দেয়।

৭১.  মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা-

(ক) ৪৪টি
(খ)  ৪২ টি
(গ) ৪৬ টি
(ঘ) ৪৮ টি

(গ) ৪৬ টি

মানুষের কোষে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে (২২ জোড়া অটোসোম এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম), প্রতি কোষে মোট ৪৬টি দেয়।

৭৩.  মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?

(ক) চারটি
(খ)  পাঁচটি
(গ) তিনটি
(ঘ) দুইটি

(ক) চারটি

৭৪.  আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?

(ক) ৩৩
(খ) ৩৮
(গ) ৩৬
(ঘ) ৪৪

(ক) ৩৩

আর্সেনিক একটি মৌলিক পদার্থ যার প্রতীক As এবং পারমাণবিক সংখ্যা 33। এর পারমাণবিক ভর 74.92160 (সাধারণ কাজে 75 ব্যবহার করা হয়) । এটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে, পঞ্চদশ গ্রুপে অবস্থিত। এটি একটি অর্ধধাতু বা উপধাতু। আর্সেনিকের বহুরূপ বিদ্যমান। কিন্তু শুধু ধূসর রঙের আর্সেনিকেরই ধাতব ধর্ম রয়েছে।

৭৫. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?

(ক) ট্যাকোমিটার
(খ)  অ্যালটিমিটার
(গ) ওডোমিটার
(ঘ) অডিওমিটার

(ক) ট্যাকোমিটার

উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্রের নাম ট্যাকমিটার

৭৬. She insisted on —— leaving the house.

(ক) he
(খ) him
(গ) himself
(ঘ) his

(ঘ) his

সাধারণত Preposition এর পরে Pronoun এর Objective case বসে। কিন্তু Pronoun এর পর যদি  Verb + ing থাকে, তবে Verb + ing এর পূর্বে অবশ্যই Possessive  pronoun ব্যবহৃত হবে। স্পষ্টত Verb + ing এর পূর্বে Possessive Pronoun বসে।

 যেমন: Just between you and  me, this isn’t very good price.
এখানে  দেখুন between- Preposition এর প্রভাবে pronoun- me ব্যবহৃত হয়েছে।

The doctor insisted on her taking a leave of absence.
এখানে দেখুন Preposition এরপর Possessive Pronoun-her ব্যবহৃত হয়েছে। কেননা Pronoun এরপর Verb + ing রয়েছে। Verb + ing এর পূর্বে Possessive Pronoun বসেই।
We don’t understand why you object to his coming with us.
I would appreciate your letting me know as soon as possible.

৭৭. The phrase “Achilles heel” means-

(ক) a strong point
(খ) a strong solution
(গ) a weak point
(ঘ) a permanent solution

(গ) a weak point

Achilles heel অর্থ দুর্বল জায়গা। যার ইংরেজি a weak point.

 

Achilles এর অন্য সব রকম শক্তি থাকা সত্ত্বেও তার পায়ের গোড়ালি একটি দুর্বলতা, যা Achilles কে পতনের দিকে নিয়ে যেতে পারে। পৌরাণিক উৎসে Achilles heel একটি শারীরিক দুর্বলতা বোঝায়।

 

অ্যাকিলিস, গ্রীক পৌরাণিক কাহিনীতে, মরণশীল মিরমিডনের রাজা পেলেউসের,  এবং নেরেইড বা সমুদ্রের দেবী, থেটিস এর  পুত্র। অ্যাকিলিস ছিলেন ট্রোজান যুদ্ধে অ্যাগামেমননের সেনাবাহিনীর সবচেয়ে সাহসী, সুদর্শন এবং সর্বশ্রেষ্ঠ যোদ্ধা।

 

গ্রীক পুরাণে, অ্যাকিলিস যখন শিশু ছিলেন, তখন ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে তিনি অল্প বয়সে মারা যাবেন। তার মৃত্যু রোধ করার জন্য, তার মা থেটিস অ্যাকিলিসকে স্টাইক্স নদীতে নিয়ে যান, যা অসহায়ত্বের ক্ষমতা দেওয়ার কথা ছিল। তিনি তার শরীরকে পানিতে ডুবিয়েছিলেন কিন্তু, যেহেতু তিনি তাকে তার গোড়ালি ধরে রেখেছিলেন, নদীর জল এটি স্পর্শ করেনি। অ্যাকিলিস একজন যুদ্ধের মানুষ হয়ে বেড়ে ওঠেন যিনি অনেক বড় যুদ্ধে বেঁচে গিয়েছিলেন। 

যদিও হোমারের ইলিয়াডে হেক্টরের দ্বারা অ্যাকিলিসের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, এটি আসলে ইলিয়াডে ঘটেনি, তবে এটি ইলিয়াডের পরে, পরবর্তীতে ট্রোজান যুদ্ধের ঘটনা সম্পর্কিত পরবর্তী গ্রীক এবং রোমান কবিতা এবং নাটকে  বর্ণনা করা হয়েছে। যুদ্ধের আশেপাশের পৌরাণিক কাহিনীতে, অ্যাকিলিস তার গোড়ালি একটি ক্ষত থেকে মারা গিয়েছিলেন বলে কথিত আছে, যা একটি তীর-সম্ভবত বিষাক্ত- গুলি করার ফলে হয়েছিল। গোড়ালি ছিল অ্যাকিলিস-এর দুর্বল  পয়েন্ট। 

৭৮. He does not adhere —- any principle.

(ক) by
(খ) in
(গ) at
(ঘ) to

(ঘ) to

He does not adhere to any principle.
Adhere এরপর Appropriate Preposition হিসেবে সবসয় To ব্যবহৃত হয়। 

Adhere to মেনে চলা

৭৯. Millennium is a period of—

(ক) 100 year
(খ) 1000 year
(গ) 1 million year
(ঘ) 1 billion year

(খ) 1000 year

Millennium” শব্দটি সাধারণত 1000 বছরের সময়কালকে বোঝায়। “Millennium” শব্দটি ল্যাটিন শব্দ “mille” থেকে এসেছে যার অর্থ হাজার এবং “বার্ষিক”, যার অর্থ বছর। এটি সাধারণত একটি পূর্ণ হাজার বছর জুড়ে থাকা সময়ের বর্ণনা করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, 20 শতক থেকে 21 শতকের উত্তরণটি নতুন সহস্রাব্দের ভোর হিসাবে পালিত হয়েছিল

৮০. Identify the passive form of the following sentence: “Who has broken this jug?”

(ক) By whom has this jug been broken?
(খ) By whom has this jug broken?
(গ)By whom this jug has been broken?
(ঘ) Whom has this jug been broken?

(ক) By whom has this jug been broken?

Who যুক্ত interrogative sentence কে active থেকে passive করার নিয়ম:

 

By whom+auxiliary verb+subject+be+ verb এর past participle form+?

 

Who has broken this jug?

 

=By whom has this jug been broken?

৮১. Who is not a victorian poet?

(ক) Alfred Tennyson
(খ) Robert Browning
(গ) William Wordsworth
(ঘ) Matthew Arnold

(গ) William Wordsworth

একজন উল্লেখযোগ্য কবি যাকে ভিক্টোরিয়ান কবি হিসেবে বিবেচনা করা হয় না তিনি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যদিও তিনি ইংরেজি রোমান্টিসিজমের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন এবং ইংরেজি কবিতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার প্রধান কাজগুলি ভিক্টোরিয়ান যুগের আগে প্রকাশিত হয়েছিল, যা সাধারণত 1837 সালের দিকে রানী ভিক্টোরিয়ার রাজত্বের সাথে শুরু হয়েছিল বলে মনে করা হয়। কিছু বিখ্যাত ভিক্টোরিয়ান কবিদের মধ্যে রয়েছে আলফ্রেড, লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এবং ক্রিস্টিনা রোসেটি।

৮২. Which of the following novels was written by George Orwell?

(ক) 1984
(খ) Brave New World
(গ) A Clockwork Orange
(ঘ) For Whom the Bell Tolls

(ক) 1984

George Orwell এর লেখা উপন্যাস 1984. লেখক ১৯৪৯ সালে বইটি লিখেন। এতে তিনি ১৯৮৪ সালের পৃথিবী কল্পনা করেছেন। যেখানে মানুষের কোন বাক-স্বাধীনতা নাই এবং মানুষের সকল কর্মকাণ্ড সরকার পর্যবেক্ষন ও নিয়ন্ত্রণ করে। এই উপন্যাসের একটি বিখ্যাত সংলাপ “Big brother is watching you”.

৮৩. Identify the correct sentence:

(ক) She speaks English like English
(খ) She speaks the English like English
(গ) She speaks the English like the English
(ঘ) She speaks English like the English

(ঘ) She speaks English like the English

৮৪. When one makes a promise, one must not go— on it.

(ক ) forward
(খ) back
(গ) by
(ঘ) around

৮৫. I can’t put up with him any more. Here “put up with” means:

(ক) To protect
(খ) To terminate
(গ) To tolerate
(ঘ) To prevent

৮৬.  The poem “To His Coy Mistress” was written by:

(ক) Andrew Marvell
(খ) John Donne
(গ) George Herbert
(ঘ) Henry Vaughan

(ক) Andrew Marvell

৮৭.The synonym of ‘altitude’ is —-

(ক) height
(খ) width
(গ) length
(ঘ) depth

৮৮. The character, Elizabeth Bennett, appears in the novel—-

(ক)  Pride and Prejudice
(খ) Tess of the D`Urbervolle
(গ) Wuthering
(ঘ)Jane Eyre

(ক)  Pride and Prejudice

৮৯. This could have worked if I —- been more far-sighted.

(ক) have
(খ) had
(গ) might
(ঘ) would

৯০. What may be considered courteous in one culture may be arrogant in another. Here

the underlined word “arrogant” means-

(ক) rude
(খ) gracious
(গ) coarse
(ঘ)pretentious

৯১. Don Juan was composed by-

(ক) WB Yeats
(খ) E. B. Browning
(গ) George Gordon Byron
(ঘ) Alexander Pope

(গ) George Gordon Byron

৯২. Identify the imperative sentence:

(ক)Shut up!
(খ) Shahin is playing football.
(গ)I shall cook dinner now.
(ঘ) What is your name?

৯৩. “Black Death” is the name of a-

(ক) fever
(খ) black fever
(গ) plague pandemic
(ঘ) death of black people

(গ) plague pandemic

৯৪. ‘Ulysses’ is a poem written by-

(ক) Robert Browning
(খ) Wordsworth
(গ) S. T. Coleridge
(ঘ) Alfred Tennyson

(ঘ) Alfred Tennyson

৯৫. Who wrote the poem ‘Ozymandias”?

(ক) Thomas Hardy
(খ) Robert Frost
(গ) P. B. Shelley
(ঘ) Edmund Spenser

(গ) P. B. Shelley

৯৬. Clym Yeobright is the protagonist of the novel ___

(ক) David Copperfield
(খ) Adam Bede
(গ)  A Passage to India
(ঘ) The Return of the Native

(ঘ) The Return of the Native

৯৭. The train is running–forty miles an hour.

(ক) on
(খ) to
(গ) at
(ঘ) for

(গ) at

ঘন্টায় ৪০ মাইল গতিতে বোঝাতে – এই বাক্যটির English expression হবে at forty miles an hour.

৯৮. He divided the money _the two children.

(ক) between
(খ) among
(গ) over
(ঘ) in between

৯৯. No one can- that he is clever.

(ক) defy
(খ) deny
(গ) admire
(ঘ) denounce

১০০. Choose the right form of verb: The boy (to lie) on the floor yesterday.

(ক) lies
(খ)  lied
(গ)lay
(ঘ) layed

১০১. She played on the flute. Passive form is-

(ক) The flute was played by her.
(খ) The flute was played on by her.
(গ) The flute was played to her.
(ঘ) The flute was being played by her.

(খ) The flute was played on by her.

১০২. Antonym for Adieu___

(ক) Farewell
(খ) Good bye
(গ) Hello
(ঘ) Valediction

১০৩. ‘Walk fast lest you should miss the train’. This is a-

(ক)Simple sentence
(খ) Compound sentence
(গ) Complex sentence
(ঘ) Interrogative sentence

(গ) Complex sentence

১০৪. A number of singers in a church is called __

(ক) Choir
(খ)Cast
(গ) Claque
(ঘ) Clump

(ক) Choir

Choir মানে কি? গায়কদের একটি সংগঠিত দল : বিশেষ করে একটি গির্জায় গায়কদের একটি সংগঠিত দল অথবা একটি গির্জার অংশ যেখানে গায়কদল বসে।

১০৫. Put the right word in the blank. “He reached the – of his literary career.

(ক) abattoir
(খ) acme
(গ) admonish
(ঘ) abdicate

১০৬. Anger may be compared- fire.

(ক) to
(খ) within
(গ) against
(ঘ) into

১০৭. Choose the correct sentence:

(ক) He discussed the matter.
(খ) He discussed about the mater
(গ) He discussed on the matter
(ঘ)None of the above..

(ক) He discussed the matter.

১০৮. Identify the correctly spelt word.

(ক) Horoscope
(খ) Pneumonia
(ঘ) Occassion
(ঘ) Embarass

১০৯. Desdemona is a character in the following Shakespearean play :

(ক) Macbeth
(খ) Othello
(গ) Hamlet
(ঘ) King Lear

১১০. Meteorology is related to

(ক) concrete slabs
(খ) motor vehicles
(গ) weather forecasting
(ঘ) motor neurone disease

(গ) weather forecasting

আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় Meteorology । বিষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় Toxicology (টক্সিকোলজি) । পরিবেশের সাথে জীবন সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে বলে ইকোলজি ( Ecology) বা বাস্তুবিদ্যা । উদ্যান বিষয়ক বিজ্ঞানকে বলা হয় হর্টিকালচার ( Horticulture) ।

১১১. বাংলাদেশ সদস্য নয়ঃ

(ক) ILO
(খ) SAARC
(গ) NATO
(ঘ) BIMSTEC

১১২. ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?

(ক) ১৯২৯
(খ)  ১৯৩০
(গ) ১৯৩১
(ঘ) ১৯৩২

(খ)  ১৯৩০

১৯৩০ ফিফা বিশ্বকাপ ছিল প্রথম অনুষ্ঠিত কোন ফুটবল বিশ্বকাপ। জুলাই ১৩ থেকে জুলাই ৩০ পর্যন্ত এটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়।

১১৩. কোন দেশে সমুদ্র বন্দর নাই?

(ক) মালদ্বীপ
(খ) ভেনেজুয়েলা
(গ) নেপাল
(ঘ) গ্রীস

(গ) নেপাল

দক্ষিণ এশিয়ার ৩টি দেশ সমুদ্রবন্দরহীন- নেপাল, ভুটান ও আফগানিস্তান।

১১৪. কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?

(ক) ইটালী
(খ) তুরস্ক
(গ) গ্রীস
(ঘ) ফ্রান্স

(খ) তুরস্ক

ঐতিহাসিক ট্রয় নগরীর অবস্থান তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের হিসারলিক নামক স্থানে

১১৫. ক্ষুদ্রতম মহাদেশঃ

(ক) অস্ট্রেলিয়া
(খ) ইউরোপ
(গ) আফ্রিকা
(ঘ) দক্ষিণ আমেরিকা

(ক) অস্ট্রেলিয়া

১১৬. কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?

(ক)টোকিও
(খ) ভারত
(গ)ম্যানিলা
(ঘ) নেপাল

(গ)ম্যানিলা

আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইংরেজি: International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা। ধানের জাত উন্নয়ন, নতুন ধান উৎপাদন, এলাকা অনুযায়ী ধানের জাত তৈরি ইত্যাদি গবেষণা কাজে নিয়োজিত ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র।

১১৭. কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?

(ক) লন্ডন
(খ) প্যারিস
(গ) ব্রাসেলস
(ঘ) ফ্রাঙ্কফুর্ট

(ঘ) ফ্রাঙ্কফুর্ট

১১৮. যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট কে ছিলেন?

(ক) রিচার্ড নিক্সন
(খ) কেনেডি
(গ) বিল ক্লিনটন
(ঘ) ডনাল্ড ট্রাম্প

(ঘ) ডনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার উত্তরসূরি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম রাষ্ট্রপতি হিসেবে ২০ জানুয়ারি ২০১৭ তারিখে শপথ গ্রহণ করেন।

১১৯. TIFA এর পূর্ণরূপ কী?

(ক) Trade for International Finance Agreement
(খ) Trade and Investment Framework Agreement
(গ) Treaty for International Free Area
(ঘ) Trade and Investment form America

(খ) Trade and Investment Framework Agreement

Trade and Investment Framework Agreement (TIFA) হল একটি বাণিজ্য চুক্তি যা বাণিজ্য সম্প্রসারণ এবং দেশগুলির মধ্যে অসামান্য বিরোধ সমাধানের জন্য একটি কাঠামো স্থাপন করে।

১২০. ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয়—

(ক) ১৯৭০
(খ) ১৯৭৫
(গ) ১৯৭২
(ঘ) ১৯৭৭

(খ) ১৯৭৫

সিকিম রাজ্যে রাজতন্ত্র বিলুপ্তির জন্য গণভোট ১৯৭৫ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। এটি ৯৭.৫৫% ভোটার দ্বারা অনুমোদিত হয় এবং এর ফলে দেশটি একটি ভারতীয় রাজ্যে পরিণত হয়

১২১. ২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ?

(ক) সিংগাপুর
(খ) জাকার্তা
(গ) ম্যানিলা
(ঘ) বালী

(ঘ) বালী

সেপ্টেম্বরে, ভারত রাজধানী নয়াদিল্লিতে 2023 গ্রুপ অফ 20 (G20) শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। 

১২২. চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?

(ক) ১৯৫১
(খ) ১৯৬২
(গ) ১৯৬০
(ঘ) ১৯৬৩

(খ) ১৯৬২

ভারত-চীন যুদ্ধ ভারত ও চীনের মধ্যে ১৯৬২ সালে সংঘটিত একটি যুদ্ধ। সীমানা নিয়ে বিরোধ থেকে এই যুদ্ধের সূত্রপাত হয়। যুদ্ধে চীনের কাছে ভারত পরাজিত হয়।

১২৩. পৃথিবীর গভীরতম স্থানঃ


(ক) ম্যারিয়ানা ট্রেঞ্চ

(খ) ডেড সী

(গ) বৈকাল হ্রদ

(ঘ) লোহিত সাগর

(ক) ম্যারিয়ানা ট্রেঞ্চ

মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ হলো প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরিখা। এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। মারিয়ানা খাত একটি বৃত্তচাপের আকারে উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৫৫০ কিমি ধরে বিস্তৃত।

১২৪. ‘বেল্ট অ্যান্ড রোড’ কার্যক্রম শুরু হয়ঃ

(ক) ২০০০ সাল
(খ) ২০০১ সাল
(গ)  ২০১৩ সাল
(ঘ) ২০১৬ সাল

(গ)  ২০১৩ সাল

এক অঞ্চল, এক পথ গণচীন সরকারের গৃহীত একটি উন্নয়ন কৌশল ও কাঠামো। এটি ইংরেজিতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামেও পরিচিত। ২০১৩ সালের সেপ্টেম্বর এবং অক্টোবরে যথাক্রমে এসআরইবি এবং এমএসআর এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে উন্মোচিত হয়।

১২৫. বান্দা আচেহ কোথায় অবস্থিত?

(ক) ইন্দোনেশিয়া
(খ) ফিলিপাইন
(গ)থাইল্যান্ড
(ঘ) কম্বোডিয়া

(ক) ইন্দোনেশিয়া

বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ ইন্দোনেশিয়ার একটি স্থানের নাম বান্দা আচেহ।

১২৬. ফেসবুকের সদর দফতর :

(ক) সিয়াটল
(খ) নিউইয়র্ক
(গ) ক্যালিফোর্নিয়া
(ঘ) ওয়াশিংটন

(গ) ক্যালিফোর্নিয়া

ফেসবুকের সদর দপ্তর অবস্থিত-. প্যালো অ্যাল্টো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

১২৭. “ভিক্টোরিয়া ডিজার্ট” কোথায় অবস্থিত?

(ক) কানাডা

(খ) পশ্চিম আফ্রিকা

(গ) নর্থ আমেরিকা

(ঘ) অস্ট্রেলিয়া

(ঘ) অস্ট্রেলিয়া

১২৮. কোনটি প্রাচীন সভ্যতা?

(ক) গ্রিস
(খ) রোম
(গ) মেসোপটেমিয়া
(ঘ) সিন্ধু

(গ) মেসোপটেমিয়া

মেসোপটেমিয়া বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। অধুনা ইরাক, সিরিয়ার উত্তরাংশ, তুরষ্কের উত্তরাংশ এবং ইরানের খুযেস্তান প্রদেশের অঞ্চলগুলোই প্রাচীন কালে মেসোপটেমিয়ার অন্তর্গত ছিল বলে মনে করা হয় । মেসোপটেমিয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম। খ্রিস্টপূর্ব ৩৫০০ হতে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় অতি উন্নত এক সভ্যতার উন্মেষ ঘটেছিল।

১২৯. তিব্বত একটি–

(ক) উপত্যকা
(খ) দ্বীপ
(গ) উপদ্বীপ
(ঘ) মরুভূমি

(ক) উপত্যকা

তিব্বত একটি  উপত্যকা । 

 

তিব্বত, প্রত্যন্ত এবং প্রধানত-বৌদ্ধ অঞ্চল যা “বিশ্বের ছাদ” হিসাবে পরিচিত, চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে পরিচালিত হয়।

১৩০. Elephant Pass’ অবস্থিত?

(ক) থাইল্যান্ড
(খ) শ্রীলঙ্কা
(গ)দক্ষিণ আফ্রিকা
(ঘ) মালয়শিয়া

(খ) শ্রীলঙ্কা

এলিফ্যান্ট পাস, উত্তর প্রদেশ, শ্রীলঙ্কা জাফনা উপদ্বীপের প্রবেশদ্বারে অবস্থিত। রাজধানী থেকে এখানে প্রায় ৩৪০ কিলোমিটার উত্তরে রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং এটি দ্বীপের বৃহত্তম লবণ ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হত।

১৩১. HPLC এর পূর্ণরূপ কী?

(ক) High pressure liquid chromatography

(খ) High power liquid chromatography

(গ) High plant liquid chromatography

(ঘ) High performance liquid chromatography

(ঘ) High performance liquid chromatography

HPLC(High Performance Liquid Chromatography):

 

উচ্চ দক্ষতা তরল ক্রোমোটোগ্রাফীকে সংক্ষেপে HPLC বলে । যার পূর্ণনাম High Performance Liquid Chromatography ।

১৩২. বাতাস একটি-

(ক) ডায়াচুম্বকীয় পদার্থ

(খ) প্যারাচুম্বকীয় পদার্থ

(গ)ফেরো চুম্বকীয় পদার্থ

(ঘ) অ্যান্টিফেরো চুম্বকীয় পদার্থ

(খ) প্যারাচুম্বকীয় পদার্থ

প্যারাচৌম্বক পদার্থর আচরণ তাপমাত্রার উপর নির্ভর করে। যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে। তামা, রূপা, দস্তা, বিসমাথ, সীসা, কাচ, মার্কেল, হিলিয়াম, পানি, আর্গন, সোডিয়াম ক্লোরাইড, পারদ, সোনা, অ্যালকোহল ও হাইড্রোজেন ইত্যাদি।

ডায়াচৌম্বক পদার্থ (তিরশ্চৌম্বক) চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষীত হয়; কোন প্রযুক্ত চুম্বক ক্ষেত্র এদের মাঝে বিপরীত দিকে একটি প্রণোদিত চুম্বক ক্ষেত্র উৎপন্ন করে যা এই বিকর্ষনের কারণ। অন্যদিকে ফেরোচৌম্বক পদার্থ (অয়শ্চৌম্বক) এবং প্যারাচৌম্বক পদার্থ (পরাশ্চৌম্বক) একটি চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়।

১৩৩. অণুজীব বিজ্ঞানের জনক কে?

(ক) রবার্ট কক্‌
(খ) লুইস পান্তুর
(গ) এডওয়ার্ড জেনার
(ঘ)এন্টনি ভন লিউয়েনহুক

(ঘ)এন্টনি ভন লিউয়েনহুক

বিজ্ঞানী অ্যান্থনি ভন লিউয়েন হুককে অনুজীববিজ্ঞান বা Microbiology এর জনক বলা হয়।

১৩৪. বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল-

(ক) অক্সিজেন
(খ) কার্বন-ডাইঅক্সাইড
(গ)নাইট্রোজেন
(ঘ) হাইড্রোজেন

(ঘ) হাইড্রোজেন

হাইড্রোজেন হল পর্যায় সারণির সবচেয়ে হালকা মৌল। এটি মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন রাসায়নিক পদার্থ। এর কারণ এটি মহাবিশ্বের সৃষ্টির সময় তৈরি হওয়া প্রথম মৌল। আদর্শ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, অধাতব এবং খুবই দাহ্য দ্বিপরমাণুক গ্যাস (H2)।

১৩৫. টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় –

(ক) রেডিও ওয়েভ
(খ) অবলোহিত রশ্মি
(গ) আল্ট্রা ভায়োলেট
(ঘ) দৃশ্যমান রশ্মি

(ক) রেডিও ওয়েভ

রেডিও ওয়েভ হল ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ যার ফ্রিকোয়েন্সি 3 KHz থেকে 300 GHz পর্যন্ত মুক্ত স্থানের সমস্ত দিকে প্রেরণ করা হয়। রেডিও ওয়েভগুলি সর্বমুখী, অর্থাৎ, সংকেতগুলি সমস্ত দিকে প্রচারিত হয়।

১৩৬. ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী?

(ক) সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকতে না দেওয়া।
(খ) সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকার অনুমতি দেওয়া।
(গ) আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।
(ঘ) সমস্ত নেটওয়ার্ক ট্রাফিক এনক্রিপ্ট করা।

(গ) আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।

ফায়ার ওয়াল হল এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। দুই নেটওয়ার্কের মাঝে এই ফায়ারওয়াল থাকে। যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কোন ডাটা পরিবাহিত হলে সেটিকে অবশ্যই ফায়ারওয়াল অতিক্রম করতে হয়।

১৩৭. ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কী?

(ক) HTTP

(খ) FTP

(গ) DNS

(ঘ) TCP/IP

ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল (TCP) হল একটি স্ট্যান্ডার্ড যা সংজ্ঞায়িত করে কিভাবে একটি নেটওয়ার্ক কথোপকথন করে এবং সম্পর্ক বজায় রাখা যায় যার মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলি ডেটা বিনিময় করতে পারে। TCP ইন্টারনেট প্রোটোকল (IP) এর সাথে কাজ করে, যা আমাদেরকে বুঝাই কিভাবে কম্পিউটার একে অপরের কাছে ডেটার প্যাকেট পাঠায়।

১৩৮. নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?

(ক) On-demand self service
(খ) Broad network access
(গ) Limited customization
(ঘ) Physical ownership of servers

(ঘ) Physical ownership of servers

ক্লাউড কম্পিউটিং (cloud computing) হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে (বিশেষত ইন্টারনেট) কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।

১৩৯. একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি LAN-এর একাধিক ডিভাইসকে একটি WAN এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি?

(ক) রাউটার

(খ) ওয়েব সার্ভার

(গ) ব্রীজ

(ঘ) হাব

(ক) রাউটার

রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। রাউটার হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা প্যাকেট তার গন্তব্যে কোন পথে যাবে তা নির্ধারণ করে। ডেটা প্যাকেট হচ্ছে ডেটার ব্লক বা ডেটার সমষ্টি।

১৪০. প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়?

(ক) Phishing
(খ) Spamming
(গ) Ransom ware
(ঘ) Sniffing

(ক) Phishing

ইন্টারনেটে ফিশিং (ইংরেজিতে Phishing) বলতে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য – ইত্যাদি সংগ্রহ করাকে বোঝানো হয়ে থাকে। প্রতারকেরা এই পদ্ধতিতে কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে মানুষের কাছ থেকে তথ্য চুরি করে থাকে।

১৪১. চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার এর কাজ কোনটি?

(ক) তথ্য সংরক্ষণ
(খ) ইমেজ বিশ্লেষণ
(গ) রোগী পর্যবেক্ষণ
(ঘ) উপরের সবগুলো

(ঘ) উপরের সবগুলো

১৪২.  নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেইট?

(ক) XOR
(খ) AND
(গ) NOR
(ঘ) OR

(গ) NOR

NAND ও NOR গেইটকে কে সার্বজনীন গেইট বলা হয়। কারণ শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়। সার্বজনীন গেইট তৈরিতে খরচ কম বিধায় ডিজিটাল সার্কিটে এই গেইট বেশি ব্যবহৃত হয়।

১৪৩. GPU-এর পূর্ণরূপ কী?

(ক) Graph Processing Unit
(খ) Graphic Processing Unit
(গ) Graphics Processing Unit
(ঘ) Geographical Processing Unit

(গ) Graphics Processing Unit

Graphics Processing Unit (GPU). যার মাধ্যমে ইনফরমেশনাল ডেটাগুলাকে পিকচারে কনভার্ট করে। এটাই গ্রাফিক্স কার্ডের শুরু। গ্রাফিক্স কার্ড CPU থেকে ডেটা নিয়ে সেই ডেটা ইমেজে পাঠায় ।

১৪৪. নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?

(ক) Register
(খ) ROM
(গ) Flags
(ঘ) Output Unit

(ক) Register

logic unit (ALU) একটি ডিজিটাল সার্কিট যা পাটিগণিত এবং যুক্তিবিদ্যার ক্রিয়াকলাপ সম্পাদন করতে ব্যবহৃত হয়। এটি একটি কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) এর মৌলিক বিল্ডিং ব্লকের প্রতিনিধিত্ব করে। আধুনিক CPU-তে খুব শক্তিশালী এবং জটিল ALUs রয়েছে। ALUs ছাড়াও, আধুনিক CPU-তে একটি কন্ট্রোল ইউনিট (CU) থাকে।

১৪৫. DBMS-এর পূর্ণরূপ কী?

(ক) Data Backup Management System
(খ) Database Management Service
(গ) Database Management System
(ঘ) Data of Binary Management System

(গ) Database Management System

১৪৬. 2 কিলোবাইট মেমোরি address করার জন্য কতটি address লাইন দরকার?

(ক) 12
(খ) 10
(গ) 11
(ঘ) 14

(গ) 11

2 KB = 2048 Byte [ 1 kb = 1024 B]

so, 211 = 2048 [ Binary base is 2]

=> 211 = 211

=> 11 (Ans:)

১৪৭. এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়?

(ক) RAM

(খ)  হার্ডডিস্ক ড্রাইভ

(গ) ফ্লাশ মেমোরি

(ঘ) অপটিকাল ডিস্ক ড্রাইভ

(ক) RAM

ফ্ল্যাশ মেমোরি হল একটি ইলেক্ট্রনিক অপরিবর্তনীয় কম্পিউটার স্টোরেজ মাধ্যম যা বৈদ্যুতিকভাবে মুছা এবং পুনরায় প্রোগ্রাম করা যায়। এটির সূচনা করে তোশিবা ১৯৮৪ সালে। ফ্ল্যাশ মেমোরি ইইপিরম থেকে উদ্ভাবন করা হয়। দুই ধরনের ফ্ল্যাশ মেমোরি রয়েছে, যাদের নামকরণ করা হয়েছে ন্যান্ড এবং নর যুক্তি গেটের অনুসারে।

১৪৮. নিচের কোনটি Spyware এর উদাহরণ?

(ক) Key loggers
(খ) Avast
(গ)Norton
(ঘ) Kasparasky

(ক) Key loggers

একজন ব্যক্তি তার কীবোর্ডে যে সমস্ত কী (Key) চাপছে, তার অজান্তেই সেগুলোকে রেকর্ড (Logging) করাকে কীস্ট্রোক লগিং বলে। পরে এই রেকর্ডকৃত তথ্যগুলো সেই ব্যক্তি দেখতে পারে যিনি লগিং প্রোগ্রামটি চালিয়েছিলেন

১৪৯. IPv4-এ নিচের কোনটি Google DNS Server এর IP Address?

(ক) 8.8.7.6

(খ) 8.7.8.6

(গ) 8.8.8.6

(ঘ) 8.8.8.8

(ঘ) 8.8.8.8

 IPv4: 8.8.8.8 and/or 8.8.4.4

১৫০. (2FA)16 এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করুন :

(ক) (762)8
(খ) (1372)8
(গ) (228)8
(ঘ) (1482)8

(খ) (1372)8

at first we have to cconvert hexadecimal into decimal 2×16^2+F×16^1+A×16^0=(762)10

 

Then decimal into octal 

 

8÷(762) 2

 

8÷(95)7

 

8÷(11)1-3

 

(1372)8

১৫১. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় ?

(ক) সাইপ্রাস
(খ) আলজেরিয়া
(গ) ইস্টোনিয়া
(ঘ) মাল্টা

(খ) আলজেরিয়া

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭। এর অফিসিয়াল ভাষা ২৩ টি।সদর দপ্তর ব্রাসেলস(বেলজিয়াম)।

আলজেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়

১৫২. কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশে?

(ক) কর্ণফুলি
(খ) মেঘনা
(গ) নাফ
(ঘ) হালদা

(ঘ) হালদা

মেঘনার উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়ে।

নাফ নদী মিয়ানমারের উত্তরের পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি।

কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ের লংলেহতে ।

হালদা নদীর উৎপত্তি স্থল মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের পাহাড়ী গ্রাম সালদা।

১৫৩. পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?

(ক) পানির উপরিভাগে

(খ) পানির মধ্যভাগে

(গ) পানির আন্তঃআণবিক স্থানে

(ঘ) পানির তলদেশে

(ক) পানির উপরিভাগে

১৫৪. গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না ?

(ক) কার্বন ডাইঅক্সাইড
(খ) মিথেন
(গ) সিএফসি
(ঘ) নাইট্রাস অক্সাইড

(গ) সিএফসি

গ্রীন হাউস গ্যাসের সিএফসি গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না ।

ক্লোরোফ্লুরোকার্বন (সিএফসি) হল অ-বিষাক্ত, অদাহ্য রাসায়নিক পদার্থ যাতে কার্বন, ক্লোরিন এবং ফ্লোরিনের পরমাণু থাকে । এগুলি অ্যারোসোল স্প্রে, ফোম এবং প্যাকিং উপকরণগুলির জন্য ব্লোয়িং এজেন্ট, দ্রাবক হিসাবে এবং রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহৃত হয়।

১৫৫. বাংলাদেশে সিডর কখন আঘাত হানে ?

(ক) ১৫ নভেম্বর ২০০৭
(খ) ১৬ নভেম্বর ২০০৭
(গ) ১৭ নভেম্বর ২০০৭
(ঘ) ১৮ নভেম্বর ২০০৭

(ক) ১৫ নভেম্বর ২০০৭

ঘূর্ণিঝড় সিডর  হচ্ছে ২০০৭ সালে বঙ্গোপসাগরে এলাকায় সৃষ্ট একটি ঘূর্ণিঝড়। ২০০৭ সালে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে এটি ৪র্থ নামকৃত ঘূর্ণিঝড়। এটির আরেকটি নাম ট্রপিক্যাল সাইক্লোন ০৬বি (Tropical Cyclone 06B)। শ্রীলংকান শব্দ ‘সিডর’ বা ‘চোখ’-এর নামের এর নাম করণ করা হয়েছে। ২০০৭ সালের ১৫ নভেম্বর সকাল বেলা পর্যন্ত বাতাসের বেগ ছিল ঘণ্টায় ২৬০ কিমি/ঘণ্টা এবং ৩০৫ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইছিলো

১৫৬. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

(ক) ১৫০ নটিক্যাল মাইল
(খ) ২৫০ নটিক্যাল মাইল
(গ) ২০০ নটিক্যাল মাইল
(ঘ) ৩০০ নটিক্যাল মাইল

(গ) ২০০ নটিক্যাল মাইল

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো ২০০ নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সমুদ্রসীমা হলো ১২ নটিক্যাল মাইল

১৫৭. নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র ?

(ক) বাখরাবাদ
(খ) তিতাস
(গ) হরিপুর
(ঘ) হবিগঞ্জ

(খ) তিতাস

বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।

১৫৮. ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে –

(ক) ফোকাস
(খ) এপিসেন্টার
(গ) ফ্রাকচার
(ঘ) ফণ্ট

(খ) এপিসেন্টার

১৫৯. বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?

(ক) পরিবহন
(খ) বিদ্যুৎ ও তাপ উৎপাদন
(গ) ভবন নির্মাণ
(ঘ) শিল্প

(খ) বিদ্যুৎ ও তাপ উৎপাদন

১৬০. উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়—

(ক) ঘড়ির কাটার দিকে
(খ) ঘড়ির কাটার বিপরীতে
(গ) সোজা
(ঘ) কোনটাই সঠিক নয়

(খ) ঘড়ির কাটার বিপরীতে

বায়ু প্রবাহের দিক: উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণবাত ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ বামবর্তে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকে অর্থাৎ দক্ষিণাবর্তে প্রবাহিত হয়।

১৭১. x2+y+xy2 এবং x2+xy রাশিদ্বয়ের লসাগু ও গসাগু এর গুণফল কত ?
,(ক) x2y2(x+y)
(খ) xy(x2y2)
(গ) xyx+y
(ঘ)xy2 x2 +y

১৭২. যদি এবং হয়, ?
(ক) 6 : 9 : 14
(খ) 10 : 15 : 21
(গ) 2 : 5 : 7
(ঘ) 3 : 5 : 7

(খ) 10 : 15 : 21

x:y=2:3
Now multiply by 5
= 10:15
Similarly
y:z=5:7
Now multiply by 3
= 15:21
So we get
x:y:z=10:15:21

১৭৩. জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?
(ক) 0%
(খ) 1%
(গ) 5%
(ঘ) 10%

(খ) 1%

এখানে,
কমছে A=-10
বাড়ছে B= 10
সুতরাং,
A+B+AB/10
=-10+10+(-10*10)/100
=-1

 

Ans=1%

১৭৪. x+52 =x2 +bx+c  সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে।
(ক) ৩,১০
(খ) ১০,১৫
(গ) ১৫,২৫
(ঘ) ১০,২৫

(ঘ) ১০,২৫

১৭৫. নিচের কোনটি সরলরেখার সমীকরণ?

(ক) x/y=y/2
(খ) x2+y=1
(গ) x/y=1/2
(ঘ) x=1/y

১৭৬. p+q=5 এবং p−q=3 হলে p2+q2এর মান কত?
(ক) ৮
(খ) ১৭
(গ) ১৯
(ঘ) ৩৪
১৭৭. logab+logba=log(a+b) হয় তবে-
(ক) a+b=1
(খ) a−b=1
(গ) a=b
(ঘ) a2 − b2  =1
১৭৮. 2x+7 =4x+2 হলে x এরমান কত?

(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৬

১৭৯. 13, −1, 3 ধারাটির পঞ্চম পদ কত?
(ক)−3
(খ) 9
(গ) −93
(ঘ) 33
১৮০. যদি 1+tan2 θ =4 এবং θ=<90o হয়, θ=?
(ক) 30o
(খ) 45o
(গ) 60o
(ঘ) 0o
১৮১. একটি বৃত্তচাপ কেন্দ্রে 60o কোণ উৎপন্ন্ করে।বৃত্তের ব্যাস ১২cm হলে বৃত্তচাপের দৈর্ঘ কত?
(ক) 4π
(খ) 3π
(গ) 2π
(ঘ) π
১৮২. একটি ত্রিভুজের বাহুগুলোরঅনুপা ত1:22  :3 হলে বৃহত্তম কোণটির মান কত?
(ক) 30o
(খ) 60o
(গ) 80o
(ঘ) 90o
১৮৩. 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
(ক) 12?
(খ) 13
(গ) 310
(ঘ)710

১৮৪. 0, 1, 2, 3, 4 অংকগুলি দ্বারা কতগুলি পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?

(ক) 96
(খ) 120
(গ)24
(ঘ) 144

১৮৫. A=xϵN:x2  −5x−14=0 হলে A=কত?
(ক) 6,1
(খ) -2,7
(গ) 2,7
(ঘ) 7

১৮৬. কোন সংখ্যাটি পরে আসবে?
৮ ৪ ১ ১/২ ১/৪ ?/?

(ক) ১/৮
(খ) ১/৪
(গ) ১/৫
(ঘ) ১/৬

১৮৭. কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে।

(ক) ৪ পয়সা
(খ) ৯৪ পয়সা
(গ) ৮ পয়সা
(ঘ) ৮৪ পয়সা

(ঘ) ৮৪ পয়সা

প্রশ্নমতে,
        ১ পাতা বিক্রি হয় ২১ পয়সায়
       সুতরাং, ৪ পাতা বিক্রি হয় =(২১×৪) পয়সায়

                 =৮৪ পয়সায়(উত্তর)

১৮৮. মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি –

(ক) সত্য
(খ) মিথ্যা
(গ) অনিশ্চিত
(ঘ) আংশিক সত্য

(ক) সত্য

যেহেতু উক্তি কয়টি তা সুনির্দিষ্ট নয় তাই শেষের উক্তিটি কি হবে সেটা জানা অনিশ্চিত।

১৮৯. কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ। উপস্থাপন করে।

(ক) ৭
(খ) ৮
(গ) ০.৩৩
(ঘ) ০.৩১

১৯০. যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০ টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে?

(ক) ৮ ফুট
(খ) ৭ ফুট
(গ) ৬ ফুট
(ঘ) ১০ ফুট

(গ) ৬ ফুট

১*৬০/১০=৬ফুট

১৯১.৪৫তম বিসিএস এমসিকিউ

(ক)২
(খ) ৪
(গ) ১
(ঘ) ৩

১৯২. নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে? ১ ২ ৪ ৭ ১১ …….?

(ক) ১৪
(খ) ১৫
(গ) ১৬
(ঘ)  ১৮

১৯৩. নোবেল বিজয়ী নারী কয়জন?

(ক) ৫০ জন
(খ) ৫৭ জন
(গ) ৬০ জন
(ঘ) ০৭ জন

(গ) ৬০ জন

১৯৪.  যদি চ x G = ৪২ হয় তবে J × ট = ?

(ক) ১২০
(খ) ৯২
(গ) ১১৫
(ঘ) ১১০

১৯৫. একটি ট্রেন ১/৫ সেকেন্ডে চলে ২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৩ সেকেন্ডে কত ফুট চলবে?

(ক) ১০০ ফুট
(খ) ১১০ ফুট
(গ) ৩০০ ফুট
(ঘ) কোনোটিই নয়

(গ) ৩০০ ফুট

১৯৬. যাদের বুদ্ধ্যর ১৪০ বা তার ঊর্ধে তাদের বলা হয়-

(ক) অতিশয় প্রতিভাশালী
(খ) প্রতিভাশালী
(গ) সাধারণ
(ঘ) মানসিক প্রতিবন্ধী

(ক) অতিশয় প্রতিভাশালী

১৯৭. RESENT, RESERVE এই শব্দগুলো কী?

(ক)একই অর্থে
(খ) বিপরীত ধর্মী অর্থ
(ঘ) না এক না ভিন্ন অর্থ
(ঘ) কোনোটিই নয়

(ঘ) না এক না ভিন্ন অর্থ

১৯৮.৪৫তম-বিসিএস-এমসিকিউ

 

১৯৯. ROSE এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?

৪৫তম-বিসিএস-এমসিকিউ

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype