নারায়ণগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদসমূহে ‘হিসার সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর- জেলা প্রশাসকের কার্যালয় নারায়নগঞ্জ (ডাউনলোড)।
বিজ্ঞপ্তিটি ০৫ নভেম্বর, ২০১৯ তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে (www.narayanganj.gov.bd) প্রকাশ করা হয়।
পদের নাম: হিসার সহকারী-কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ১৪ (চৌদ্দ) টি।
বেতন: ৯৩০০-২৩৯০০ সহ অন্যান্য বাতাধি।
আবেদনের শেষ সময়: ০৫ ডিসেম্বর, ২০১৯।
মাধ্যম: শুধু ডাকযোগে আবেদন পাঠাতে হবে।
পরিক্ষার ফি: জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এর অনুকূলে সোনালী ব্যাংকের যেকোন শাখা থেকে ৪০০ (চারশত) টাকা ব্যাংক ড্রাফট/পে- অর্ডার।
ডাউনলোড:
আরো পড়ুন: Smart Car Distribution Begins in Rupganj