45th BCS with Explanation

45th BCS with Explanation

45th BCS with Explanation

1. She insisted on —— leaving the house.

(ক) he
(খ) him
(গ) himself
(ঘ) his

(ঘ) his

সাধারণত Preposition এর পরে Pronoun এর Objective case বসে। কিন্তু Pronoun এর পর যদি  Verb + ing থাকে, তবে Verb + ing এর পূর্বে অবশ্যই Possessive  pronoun ব্যবহৃত হবে। স্পষ্টত Verb + ing এর পূর্বে Possessive Pronoun বসে।

 যেমন: Just between you and  me, this isn’t very good price.
এখানে  দেখুন between- Preposition এর প্রভাবে pronoun- me ব্যবহৃত হয়েছে।

The doctor insisted on her taking a leave of absence.
এখানে দেখুন Preposition এরপর Possessive Pronoun-her ব্যবহৃত হয়েছে। কেননা Pronoun এরপর Verb + ing রয়েছে। Verb + ing এর পূর্বে Possessive Pronoun বসেই।
We don’t understand why you object to his coming with us.
I would appreciate your letting me know as soon as possible.

2. The phrase “Achilles heel” means-

(ক) a strong point
(খ) a strong solution
(গ) a weak point
(ঘ) a permanent solution

(গ) a weak point

45th BCS with Explanation

Achilles heel অর্থ দুর্বল জায়গা। যার ইংরেজি a weak point.

Achilles এর অন্য সব রকম শক্তি থাকা সত্ত্বেও তার পায়ের গোড়ালি একটি দুর্বলতা, যা Achilles কে পতনের দিকে নিয়ে যেতে পারে। পৌরাণিক উৎসে Achilles heel একটি শারীরিক দুর্বলতা বোঝায়।

 

অ্যাকিলিস, গ্রীক পৌরাণিক কাহিনীতে, মরণশীল মিরমিডনের রাজা পেলেউসের,  এবং নেরেইড বা সমুদ্রের দেবী, থেটিস এর  পুত্র। অ্যাকিলিস ছিলেন ট্রোজান যুদ্ধে অ্যাগামেমননের সেনাবাহিনীর সবচেয়ে সাহসী, সুদর্শন এবং সর্বশ্রেষ্ঠ যোদ্ধা।

গ্রীক পুরাণে, অ্যাকিলিস যখন শিশু ছিলেন, তখন ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে তিনি অল্প বয়সে মারা যাবেন। তার মৃত্যু রোধ করার জন্য, তার মা থেটিস অ্যাকিলিসকে স্টাইক্স নদীতে নিয়ে যান, যা অসহায়ত্বের ক্ষমতা দেওয়ার কথা ছিল। তিনি তার শরীরকে পানিতে ডুবিয়েছিলেন কিন্তু, যেহেতু তিনি তাকে তার গোড়ালি ধরে রেখেছিলেন, নদীর জল এটি স্পর্শ করেনি। অ্যাকিলিস একজন যুদ্ধের মানুষ হয়ে বেড়ে ওঠেন যিনি অনেক বড় যুদ্ধে বেঁচে গিয়েছিলেন। 

যদিও হোমারের ইলিয়াডে হেক্টরের দ্বারা অ্যাকিলিসের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, এটি আসলে ইলিয়াডে ঘটেনি, তবে এটি ইলিয়াডের পরে, পরবর্তীতে ট্রোজান যুদ্ধের ঘটনা সম্পর্কিত পরবর্তী গ্রীক এবং রোমান কবিতা এবং নাটকে  বর্ণনা করা হয়েছে। যুদ্ধের আশেপাশের পৌরাণিক কাহিনীতে, অ্যাকিলিস তার গোড়ালি একটি ক্ষত থেকে মারা গিয়েছিলেন বলে কথিত আছে, যা একটি তীর-সম্ভবত বিষাক্ত- গুলি করার ফলে হয়েছিল। গোড়ালি ছিল অ্যাকিলিস-এর দুর্বল  পয়েন্ট। 

3.He does not adhere —- any principle.

(ক) by
(খ) in
(গ) at
(ঘ) to

(ঘ) to

He does not adhere to any principle.
Adhere এরপর Appropriate Preposition হিসেবে সবসয় To ব্যবহৃত হয়। 

Adhere to মেনে চলা

She adhered to her principles/ideals throughout her life.

They failed to adhere to the terms of the agreement/treaty.

45th BCS with Explanation

4. Millennium is a period of—

(ক) 100 year
(খ) 1000 year
(গ) 1 million year
(ঘ) 1 billion year

(খ) 1000 year

Millennium” শব্দটি সাধারণত 1000 বছরের সময়কালকে বোঝায়। “Millennium” শব্দটি ল্যাটিন শব্দ “mille” থেকে এসেছে যার অর্থ হাজার এবং “বার্ষিক”, যার অর্থ বছর। 

এটি সাধারণত একটি পূর্ণ হাজার বছর জুড়ে থাকা সময়ের বর্ণনা করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, 20 শতক থেকে 21 শতকের উত্তরণটি নতুন সহস্রাব্দের ভোর হিসাবে পালিত হয়েছিল

A century is a period of 100 years.
A million years is called a megaannum.
A billion years is giga-annum.

5. Identify the passive form of the following sentence: “Who has broken this jug?”

(ক) By whom has this jug been broken?
(খ) By whom has this jug broken?
(গ)By whom this jug has been broken?
(ঘ) Whom has this jug been broken?

(ক) By whom has this jug been broken?

Who যুক্ত interrogative sentence কে active থেকে passive করার নিয়ম:

 

By whom+auxiliary verb+subject+verb এর past participle form+?

 

Who has broken this jug?

 

=By whom has this jug been broken

6. Who is not a Victorian poet?

(ক) Alfred Tennyson
(খ) Robert Browning
(গ) William Wordsworth
(ঘ) Matthew Arnold

(গ) William Wordsworth

অপশনে উল্লেখিত চার জনের মধ্যে William Wordsworth কে ভিক্টোরিয়ান কবি হিসেবে বিবেচনা করা হয় না।

যদিও তিনি ইংরেজি রোমান্টিসিজমের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন এবং ইংরেজি কবিতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার প্রধান কাজগুলি ভিক্টোরিয়ান যুগের আগে প্রকাশিত হয়েছিল, যা সাধারণত 1837 সালের দিকে রানী ভিক্টোরিয়ার রাজত্বের সাথে শুরু হয়েছিল বলে মনে করা হয়।

কিছু বিখ্যাত ভিক্টোরিয়ান কবিদের মধ্যে রয়েছে Alfred Lord Tennyson, Robert Browning, Mathew Arnold, Elizabeth Barret Browning, Christina Rossetti 

45th BCS with Explanation

45th BCS with Explanation

7. Which of the following novels was written by George Orwell?

(ক) 1984
(খ) Brave New World
(গ) A Clockwork Orange
(ঘ) For Whom the Bell Tolls

(ক) 1984

George Orwell এর লেখা উপন্যাস ‘1984’. Eric Arthur Blair ১৯৪৯ সালে বইটি লিখেন। এতে তিনি ১৯৮৪ সালের পৃথিবী কল্পনা করেছেন। যেখানে মানুষের কোন বাক-স্বাধীনতা নাই এবং মানুষের সকল কর্মকাণ্ড সরকার পর্যবেক্ষন ও নিয়ন্ত্রণ করে। এই উপন্যাসের একটি বিখ্যাত সংলাপ “Big brother is watching you”.

George Orwell হলো Eric Arthur Blair এর ছদ্মনাম। এই ছদ্মনামের আড়ালে তিনি কালোত্তীর্ণ ভুবন বিখ্যাত ইংরেজ সাহিত্যি রচনা করেছিলেন।

অবিভক্ত ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের মতিহারিতে ১৯০৩ সালে জন্ম হয়েছিল তাঁর। বিশ্ব সাহিত্যের অঙ্গনে তিনি জর্জ অরওয়েল ছদ্মনামে সমধিক পরিচিত। তাঁর দুটি উপন্যাস – Animal Firm ও ‘1984’- বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় স্থান পেয়েছে।

8. Identify the correct sentence:

(ক) She speaks English like English
(খ) She speaks the English like English
(গ) She speaks the English like the English
(ঘ) She speaks English like the English

(ঘ) She speaks English like the English

Article এর Rules অনুযায়ী ভাষার নামের পূর্বে Article- The  ব্যবহৃত হয় না। কিন্তু জাতির নামের পূর্বে The ব্যবহৃত হয়।

যেমন: 
Bangla is our mother tongue.
The English are brave.

আমাদের প্রশ্নে উল্লেখিত চারটি অপশনের মধ্যে  উপরে উল্লেখিত Article এর Rule অনুযায়ী অপশন (ঘ) সঠিক। 

কেননা এই অপশনে বলা হয়েছে She speaks English- সে ইংরেজি বলে (অর্থ্যাৎ ইংরেজি ভাষায় কথা বলে) like the English- ইংরেজদের মত।

অর্থ্যাৎ এখানে প্রথম English হচ্ছে ‘ভাষা’ এবং দ্বিতীয় English হচ্ছে ’জাতি’। অপশন (ঘ) তেই সবকিছু ঠিকঠাক ছিল। অতএব উত্তর  (ঘ)

45th BCS with Explanation

9.When one makes a promise, one must not go— on it.

(ক ) forward
(খ) back
(গ) by
(ঘ) around

(খ) back

এই প্রশ্নটিতে একটি Phrasal verb- ’Go back on something’ ব্যবহার করা হয়েছে। Go Back on something মানে হলো Promise করে Promise  অনুযায়ী কাজ না করা। অর্থ্যাৎ Promise রক্ষা না করা/প্রতিজ্ঞা ভঙ্গ করা। এতক্ষণে আমাদের প্রশ্নের উত্তরটি আমাদের কাছে পরিষ্কা  হয়ে গেছে। উত্তরটি হচ্ছে (খ) back.

When one makes a promise, one must not go back on it.

45th BCS with Explanation

10. I can’t put up with him any more. Here “put up with” means:

(ক) To protect
(খ) To terminate
(গ) To tolerate
(ঘ) To prevent

(গ) To tolerate

’Put up with’ হচ্ছে একটি Phrase  এর অর্থ হলো ’সহ্য করা’। প্রশ্নের চারটি অপশনের অর্থ হচ্ছে:

(ক) To protect= রক্ষা করা
(খ) To terminate= শেষ করা
(গ) To tolerate=সহ্য করা
(ঘ) To prevent= প্রতিরোধ করা

অতএব আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হলো (গ) To tolerate

11. The poem “To His Coy Mistress” was written by:

(ক) Andrew Marvell
(খ) John Donne
(গ) George Herbert
(ঘ) Henry Vaughan

(ক) Andrew Marvell

Metaphysical Poet খ্যাত Andrew Marvell এর বিখ্যাত Poem ‘To His Coy Mistress’

যে কবিতাটি কবির মৃত্যুর পর ১৬৮১ প্রকাশিত হয়েছিল।

(খ) John Donne এর বিখ্যাত কবিতা হলো The Good Morrow.

(গ) George Herbert এর বিখ্যাত সাহিত্য কর্ম- The Temple, The Country Parson, Jacula,  Prudentum. George Herbertও একজন Metaphysical Poet.

(ঘ) Henry Vaughan এর বিখ্যাত Religious Poetry Silex Scintillans.

12. The synonym of ‘altitude’ is —-

(ক) height
(খ) width
(গ) length
(ঘ) depth

(ক) height

প্রদত্ত প্রশ্নতে বলা হয়েছে ‘Altitude’ এর Synonym কোনটি। 
প্রথমে আমরা ‘Altitude’ এর বাংলা অর্থ জেনে নি। ‘Altitude’ এর বাংলা অর্থ হচ্ছে ’সমুদ্র পৃষ্ঠ হতে উচ্চতা’ বা ’কোন জিনিসের উচ্চতা’ ।  এখন আরা অপশনে উল্লেখিত চারটি শব্দের বাংলা অর্থ দেখেনি।

(ক) height= উচ্চতা
(খ) width= প্রস্থ
(গ) length= দৈর্ঘ
(ঘ) depth = গভীরতা

অতএব আমাদের প্রশ্নের সঠিক উত্তর (ক) height.

 

45th BCS with Explanation

13. The character, Elizabeth Bennett, appears in the novel—-

(ক)  Pride and Prejudice
(খ) Tess of the D`Urberville
(গ) Wuthering
(ঘ) Jane Eyre

(ক)  Pride and Prejudice

অপশনে উল্লেখিত চার টি সাহিত্যকর্মের চরিত্রগুলো বিশ্লেষণ করলে সঠিক উত্তরটি পেয়ে যাব।

(ক) Pride and Prejudice এর প্রধান প্রধান প্রধান চরিত্রগুলো হলো Elizabeth Bennett, Mr. Fitzwilliam Darcy, Mrs. Bennett, Jane Bennett, Mr. Bennet. Pride and Prejudice রচনা করেন Jane Austin.

(খ) Tess of the D`Urberville এর বিখ্যাত চরিত্রগুলো হলো Tess Durbeyfield, Angel Clare, Alec d’Urberville. Thomas Hardy এর বিখ্যাত Novel হলো Tess of the d’Urbeville.

(গ) Wuthering Height এর প্রধান প্রধান চরিত্রগুলো: Heathcliff, Catherine Earnshaw, Hareton Earnshaw, Catherine Linton. Emily Bronte রচনা করেন Wuthering Height .

(ঘ) Jane Eyre এর প্রধান প্রধান চরিত্রগুলো: Jane Eyre, Edward Rochester, Bertha Mason, Helen Burns. Jane Eyre রচনা করেন Charlotte Bronte.

অতএব আমারে প্রশ্নের সঠিক উত্তর হলো (ক) Pride and Prejudice.

14. This could have worked if I —- been more far-sighted.

(ক) have
(খ) had
(গ) might
(ঘ) would

(খ) had

If যুক্ত clause টি 3rd conditional হলে অর্থ্যাৎ If + Subject + had+ verb এর P.P হলে, If ছাড়া clause টি Subject + would have/could have/might have + verb এর past participle হবে। কখানো কখনো If যুক্ত clause প্রথমে না থেকে শেষেও থাকতে পারে।

If he had earned a huge amount of money, he would have helped the poor.

আমাদের প্রদত্ত প্রশ্নটিতে  if যুক্ত clause টি শেষে আছে। এবং গ্যাপের পর been আছে। যাইহোক, if ছাড়া অংশটি দেখেন Subject + could have + verb এর past participleআছে। অতএব গ্যাপে হবে had.

45th BCS with Explanation

(ঘ) pretentious

প্রদত্ত প্রশ্নটিতে বলা হয়েছে arrogant এর meaning কী?  arrogant বাংলা অর্থ আত্মভিমানী/ উদ্ধত।  আমরা চারটি অপশনের অর্থ বিশ্লেষণ করে দেখি। 

(ক) rude = অভদ্র/অমার্জিত
(খ) gracious=ভদ্র
(গ) coarse= অমার্জিত
(ঘ) pretentious= অত্মভিমানী

অতএব আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে (ঘ) pretentious

45th BCS with Explanation

16. ‘Don Juan’ was composed by-

(ক) WB Yeats
(খ) E. B. Browning
(গ) George Gordon Byron
(ঘ) Alexander Pope

(গ) George Gordon Byron

‘Don Juan’ was written by the English poet George Gordon Byron. He is also known Lord Byron. ‘Don Juan’ is a satirical epic poem.

17. Identify the imperative sentence:

(ক)Shut up!
(খ) Shahin is playing football.
(গ)I shall cook dinner now.
(ঘ) What is your name?

(ক)Shut up!

যে ‍sentence দ্বারা আদেশ, নিষেদ, অনুরোধ ও উপদেশ প্রদান করা হয়, তাকে Imperative Sentence বলে। Imperative sentence টি verb দিয়ে শুরু হয়ে থাকে। 

চারটি অপশনের মধ্যে (ক) দ্বারা আদেশ করা হয়েছে। সুতরাং একটি Imperative Sentence.

Ans: (ক) Shut up!

18. “Black Death” is the name of a-

(ক) fever
(খ) black fever
(গ) plague pandemic
(ঘ) death of black people

(গ) plague pandemic

“Black Death” মানবসভ্যতার ইতিহাসে একটি বীভৎস, অমানবিক ও কালো ইতিহাস বহন করছে। “Black Death” একটি plague pandemic . পৃথিবীব্যাপি ছড়িয়ে পড়া এই মহামারীর কবলে পড়ে ১৩৪৬-১৩৫৩ সালের মধ্যে ইউরোপ এবং এশিয়া মহাদেশের (ইউরেশিয়া) ৭৫ থেকে ২০০ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে।

অতএব এই প্রশ্নটির উত্তর (গ) 

45th BCS with Explanation

19. ‘Ulysses’ is a poem written by-

(ক) Robert Browning
(খ) Wordsworth
(গ) S. T. Coleridge
(ঘ) Alfred Tennyson

(ঘ) Alfred Tennyson

‘Ulysses’ poem was written by Victorian poet Alfred Lord Tennyson.
‘Ulysses’ novel was written by Irish writer James Joyce.

So Ans: (ঘ) Alfred Tennyson

20. Who wrote the poem ‘Ozymandias”?

(ক) Thomas Hardy
(খ) Robert Frost
(গ) P. B. Shelley
(ঘ) Edmund Spenser

(গ) P. B. Shelley

(ক) Thomas Hardy বিখ্যাত Novel- Tess of the D’urberville.

(খ) Robert Frost এর বিখ্যাত Poem হলো The Road Not Taken, Mending Wall.

(গ) P.B. Shelley এর বিখ্যাত Poemহলো Ozymandias, Ode to the West Wind, To a Skylark.

(ঘ) Edmund Spenser’s masterpiece is the epic poem ‘The Faerie Queene’.

So P.B Shelley wrote the poem ‘Ozymandias’.

21. Clym Yeobright is the protagonist of the novel ___

(ক) David Copperfield
(খ) Adam Bede
(গ)  A Passage to India
(ঘ) The Return of the Native

(ঘ) The Return of the Native

(ক) David Copperfield is the central character of David Copperfield.
(খ) Adam Bede is a novel.  The central character of Adam Bede is Adam Bede himself.

(গ) In Edward Morgan Forster’s A Passage to India, the protagonist is a young Muslim doctor who resides in Chandrapore by the name of Dr. Aziz.

(ঘ) Clym Yeobright is the Protagonist of The Return of the Native. He goes abroad to work as a diamond merchant in Paris but comes home when he realizes that his ambition is not towards material wealth.

অতএব আমাদের প্রশ্নের উত্তর (ঘ) Clym Yeobright.

45th BCS with Explanation

22. The train is running–forty miles an hour.

(ক) on
(খ) to
(গ) at
(ঘ) for

(গ) at

Preposition ‘at’এর অনেক ব্যবহারের মধ্যে অন্যতম একটি ব্যবহার হলো ‘at’ মূল্য,তাপমাত্রা ও গতির  পরিমাপ বুঝাতে ব্যবহৃত হয়। used for showing the level of prices, temperatures, speeds etc

His Ferrari crashed at 120 miles an hour.

The train is running at forty miles an hour.
Tickets are now on sale at £12 each.
The plastic pipes will melt at high temperatures.

অতএব সঠিক উত্তর (গ) at

23. He divided the money _the two children.

(ক) between
(খ) among
(গ) over
(ঘ) in between

24. No one can- that he is clever.

(ক) defy
(খ) deny
(গ) admire
(ঘ) denounce

(খ) deny

(ক) Defy অর্থ= কর্তৃপক্ষের আদেশ বা কোন নিয়ম মানতে অস্বীকার করা।
to refuse to obey a law or rule, or refuse to do what someone in authority tells you to do
(খ) Deny অর্থ= অস্বীকার করা। to say that something is not true, or that you do not believe something.

(গ) admire অর্থ=প্রশংসা করা।

(ঘ) denounce অর্থ= অভিযুক্ত করা, ফাসিয়ে দেওয়া, নিন্দবাদ করা।

45th BCS with Explanation

(গ) lay

        Base form – Past form – past participle

  1. Lie – Lied – Lied (মিথ্যা বলা)

       2. Lie – Lay – Lain (শুয়ে থাকা)

     3. Lay – Laid – Laid (কোনো কিছু রাখা / ডিম পাড়া )

এখানে এই sentence এ to lie (শুয়ে থাকা অর্থে ব্যবহার হয়েছে) past tense থাকায় sentence টি Lie এর past form Lay হয়েছে।

 

26. She played on the flute. Passive form is-

(ক) The flute was played by her.
(খ) The flute was played on by her.
(গ) The flute was played to her.
(ঘ) The flute was being played by her.

(খ) The flute was played on by her.

Active এর Object -Passive এর Subject হয়েছে The flute + প্রদত্ত Sentence টি Past Indefinite Tense এ হওয়ায় Past auxiliary Verb- was হয়েছে+ Verb এর Past Participle -played হয়েছে সাথে বসেছে on +Rule এর by +Active এর ‍Subject এখানে Object হয়েছে- her.

27.  Antonym for Adieu___

(ক) Farewell
(খ) Good bye
(গ) Hello
(ঘ) Valediction

(গ) Hello

Adieu অর্থ হলো বিদায় জানানো। আর অপশন (গ) তে  রয়েছে Hello যা কারো সাথে সাক্ষাতের শুরুতে বলা হয়।

45th BCS with Explanation

28.’Walk fast lest you should miss the train’. This is a-

(ক)Simple sentence
(খ) Compound sentence
(গ) Complex sentence
(ঘ) Interrogative sentence

(গ) Complex sentence

এই sentence টিতে Conjunction – lest দ্বারা ২টি clauseকে যুক্ত করা হয়েছে। এটি একটি complex Sentence.

29. A number of singers in a church is called __

(ক) Choir
(খ) Cast
(গ) Claque
(ঘ) Clump

(ক) Choir

Choir মানে কি? গায়কদের একটি সংগঠিত দল : বিশেষ করে একটি গির্জায় গায়কদের একটি সংগঠিত দল অথবা একটি গির্জার অংশ যেখানে গায়কদল বসে।

অন্যদিকে cast অর্থ নিক্ষেপ করা। Claqueঅর্থ ভাড়াটে প্রসংশাকারী দল। আর Clump অর্থ ঝোপ, ঝাড়। অতএব সঠিক উত্তর (a) choir.

(খ) acme

প্রশ্নটির বাংলা অনুবাদ দাড়ায় ‘সে তার লিটারারি ক্যারিয়ারের চুড়ায় পৌছায়’।

চারটি অপশন বিশ্লেষণ করে দেখি:
(a) abattoir=  কসাইখানা
(b) acme = চুড়া
(c) admonish= উপদেশ দেয়া
(d) abdicate= ত্যাগ করা

অপশন (b) acme= চুড়া অতএব সঠিক উত্তর হচ্ছে (b)

45th BCS with Explanation

31. Anger may be compared- fire.

(ক) to
(খ) within
(গ) against
(ঘ) into

(ক) to

প্রদত্ত প্রশ্নটিতে Anger এর তুলনা করা হয়েছে fire এর সাথে। Anger এবং fire সাদৃশ্যপূর্ণ নয়। অসাদৃশ্য বস্তুর সাথে তুলনা বোঝাতে compare এর পর Preposition-to ব্যবহৃত হয়।

32. Choose the correct sentence:

(ক) He discussed the matter.
(খ) He discussed about the mater
(গ) He discussed on the matter
(ঘ)None of the above..

(ক) He discussed the matter.

Discuss এরপর কখনো about- Preposition হয় না। আমরা কখনো বলতে পারবো না We discuss about the matter.  তবে আমরা বলতে পারি We discussed the matter with Mr. Smith.

The verb discuss is never used with the preposition about. It is simply followed by a direct object:

✗ I would like to discuss about the advantages and disadvantages of students using credit cards.

✓ I would like to discuss the advantages and disadvantages of students using credit cards.

33. Identify the correctly spelt word.

(ক) Horoscope
(খ) Pneumonia
(ঘ) Occassion
(ঘ) Embarass

(খ) Pneumonia

প্রদত্ত প্রশ্নটিতে দুটি অপশনের বানান সঠিক (a) Horoscope এবং (b) Pneumonia

আর (c) Occassion এর সঠিক বানান হচ্ছে Occasion.  (d) Embarass এর সঠিক বানান হচ্ছে Embarrass. 

45th BCS with Explanation

34. Desdemona is a character in the following Shakespearean play :

(ক) Macbeth
(খ) Othello
(গ) Hamlet
(ঘ) King Lear

(খ) Othello

(a) Macbeth এর বিখ্যাত চরিত্র Macbeth, Lady Macbeth, Banquo, King Duncan Macduff ইত্যাদি।

(b) Desdemona হচ্ছে Othello নাটকের বিখ্যাত চরিত্র। অন্যান্য চরিত্র হচেছ Othello, Iago, Cassio, Roderigo, Emilia ইত্যাদি।

(c) Hamlet এর বিখ্যাত চরিত্র হচ্ছে Ophelia, Claudius, Polonius, Horatio ইত্যাদি।

(d) King Lear এর উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে Cordelia, Goneril, Edmund, Regan, King lear ইত্যাদি।

35. Meteorology is related to

(ক) concrete slabs
(খ) motor vehicles
(গ) weather forecasting
(ঘ) motor neurone disease

(গ) weather forecasting

আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় Meteorology ।  the scientific study of weather conditions.
বিষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় Toxicology (টক্সিকোলজি) ।

পরিবেশের সাথে জীবন সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে বলে ইকোলজি ( Ecology) বা বাস্তুবিদ্যা । উদ্যান বিষয়ক বিজ্ঞানকে বলা হয় হর্টিকালচার ( Horticulture) ।

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype