Adjective Clause

Adjective Clause

Clause for BCS Preparation

Definition: যে Clause কোনো Noun বা Pronoun-এর পরে বসে এটিকে বিশেষিত (modify) করে, তাকে Adjective Clause বলে। Adjective Clause কে Relative Clause ও বলা হয়।

PC Das বলেন, ”Adjective Clause বাক্যে Adjective- এর মতো পূর্ববর্তী Noun বা Pronounকে Qualify করতে ব্যবহৃত হয় অথবা পূর্ববর্তী Noun বা Pronoun এর সঙ্গে সম্বন্ধ প্রকাশ করে। যে NOun বা Pronoun এর সঙ্গে এডজেক্টিভ ক্লজ এর সম্বন্ধ, তাকে Antecedent বলে।

Adjective Clause বা Relative Clause যাকে qualify করে সেই Anticedent এর ঠিক পরে বসে।

এ ধরনের Clause-এর শুরুতে who, whom, whose, which, that, where, when, why of Conjunction থাকে। সাধারণভাবে এডজেক্টিভ ক্লজ-গুলো relative pronoun দ্বারা শুরু হয়ে থাকে ।

This is the boy who broke one of the glasses.
The girl whom you met last night is my friend.
That’s the man whose son died last year.
The book which (that) I lent you belongs to my brother.

Clause for BCS Preparation

The function of এডজেক্টিভ ক্লজ

A. Subject: এডজেক্টিভ ক্লজ/Relative Clause একটি বাক্যের Subject কে qualify করতে পারে।
Example: The man who came here is my brother.
                   The boy who came here is a meritorious student.

B. Object: এডজেক্টিভ ক্লজ /Relative Clause একটি বাক্যের Object কে qualify করতে পারে।
Example: The man whom you saw here is my brother.
                   The girl whom you called is my sister.

C. Object of Preposition: The man to whom you spoke is my brother.

D. Possessive:এডজেক্টিভ ক্লজ /Relative Clause একটি বাক্যের Object কে qualify করতে পারে।
Example: The man whose car broke down is my brother.   
                   This is the chair of which one leg is broken.            

Note: এডজেক্টিভ ক্লজ-এর Relative Pronoun যদি object-এর স্থলে থাকে তাহলে সেই Relative Pronoun-কে বাদ দেয়া যায়। 

যেমন— The man whom you saw here is brother। বাক্যটিতে Whom, object-এর  থাকায় এটিকে বাদ দিয়ে লেখা যায় এভাবে—
The man you saw here is my brother.
The news he gave me was false.

For more posts visit our site.

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype