Barishal-Board-Right-Form-of-Verb-HSC-2023
Read the text and fill in the gaps with correct form of verbs:
On 26 March, 1971, Bangabandhu Sheikh Mujibur Rahman (a) ____ (declare) the independence of Bangladesh.
(b) ____ (follow) this declaration, a war began between the freedom-loving Bangalees and the brutal forces of West Pakistan, (c) _____ (result) the independence of Bangladesh.
The Pakistani Military Janta (d) ____ (base) in West Pakistan (e) ____ (launch) the Operation Searchlight against the unarmed people of East Pakistan (f) _____ (initiate) genocide in Bangladesh.
In response to the violence, members of Mukti Bahini (g) ____ (start) a mass guerrilla war against the occupation forces.
People from all walks of life (h) _____ (respond) to the call of Bangabandhu and joined the war (i) _____ (liberate) their dear motherland.
The war (j) ____ (continue) for about nine months. The heroic sons of the soil made the supreme sacrifices with a view to (k) ____ (snatch) away the long-cherished freedom and thus (l) _____ (establish) Bangladesh as an independent country in the world map.
Now, it (m) ____ (be) our bounden ( অবশ্যপালনীয়) duty (n) _____ (uphold) the freedom of the country.
(a) declared; (b) Following; (c) resulting; (d) based; (e) launched; (f) initiating; (g) started;
(h) responded; (i) to liberate; (j) continued; (k) snatching; (l) established; (m) is; (n) to uphold.
Barishal-Board-Right-Form-of-Verb-HSC-2023
ব্যাখ্যাসহ Solution
1.On 26 March, 1971, Bangabandhu Sheikh Mujibur Rahman (a) ____ (declare) the independence of Bangladesh.
ব্যাখ্যা: এখানে বলা হচেছ- ১৯৭১ সালে ২৬ শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
এটি একটি Past Tense এর ঘটনা। তাই গ্যাপ (a) তে declare এর Past Form হবে declared.
Answer (a) declared.
2. (b) ____ (follow) this declaration, a war began between the freedom-loving Bangalees and the brutal forces of West Pakistan, (c) _____ (result) the independence of Bangladesh.
ব্যাখ্যা: দেখেন Sentence এর শুরুতেই গ্যাপ আছে।
Sentence এর শুরুতে Verb থাকলে Verb এর সাথে ing যোগ করতে হয়। সুতরাং Follow থেকে হয়ে যাবে Following.
লক্ষ্য করুন, গ্যাপ (c ) তে আরো একটি Verb আছে। এই Sentence টির Finite Verb হলো began. একটি Sentecne এ Finite Verb ছাড়াও আরো Verb থাকলে, পরের Verb এর সাথে হয় ing যোগ হবে।
অথবা উদ্দেশ্য বুঝাতে to + Verb হবে। গ্যাপ (c ) তে যেহেতু উদ্দেশ্য বুঝচ্ছে না, তাই result এর সাথে ing যোগ করতে হবে।
Answer (b) Following
Answer (c) resulting
Barishal-Board-Right-Form-of-Verb-HSC-2023
3. The Pakistani Military Janta (d) ____ (base) in West Pakistan (e) ____ (launch) the Operation Searchlight against the unarmed people of East Pakistan (f) _____ (initiate) genocide in Bangladesh.
ব্যাখ্যা: এই Sentence টিতেও 3 টি গ্যাপ রয়েছে।
প্রথমেই আমরা বের করার চেষ্টা করবো কোনটি Finite Verb (সর্কমক ক্রিয়া) অর্থ্যাৎ আসল Verb.
এ জন্য আমরা বাংলা অনুবাদ দেখে নিচ্ছি।
অনুবাদ: The Pakistani Military Janta= পাকিস্তানী মিলিটারি জান্তা; (d) ____ (base) in West Pakistan= পশ্চিম পাকিস্তান ভিত্তিক;
(e) ____ (launch) the Operation Searchlight= অপারেশন সার্চলাইট শুরু করেছিল;
against the unarmed people of East Pakistan= পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালিদের উপর;
(f) _____ (initiate) genocide in Bangladesh.= বাংলাদেশে গণহত্যা শুরু করে। অর্থ্যাৎ
পশ্চিম পাকিস্তান ভিত্তিক মিলিটারি জান্তা বাংলাদেশে গণহত্যার মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের মানুষের বিরুদ্ধে অপারেশন সার্চলাইট শুরু করেছিল।
এই Sentence টিতে Finite Verb হলো launch যার অর্থ শুরু করেছিল। প্রিয় শির্ক্ষাথীবৃন্দ, প্রথম অংশে বলা হয়েছে- পশ্চিম পাকিস্তান ভিত্তিক মিলিটারি জান্তা।
কোথাকার মেলিটারি জান্তা? উত্তর হলো- প. পাকিস্তান ভিত্তিক।
কারো পারিচয় জ্ঞাপন করতে Verb এর Past Participle করতে হয়।
যেমন: The book bought from Rajshahi is intersting. অর্থ্যাৎ রাজশাহী থেকে কেনা বইটি intersting.
কোন বইটি? উত্তর হলো- রাজশাহী থেকে কেনা বইটি।
তাই গ্যাপ (d) তে base এর Past Participle হবে based.
অন্যদিকে আমরা আগেরই বলেছি, এই Sentence এর Finite Verb হলো launch.
আর যেহেতু ঘটনাটি Past Tense এর তাই গ্যাপ (e ) তে launch এর Past Form হিসেবে launched হবে।
এই Sentence টিতে আরো একটি Verb আছে। একটি Sentecne এ Finite Verb ছাড়াও আরো Verb থাকলে, পরের Verb এর সাথে হয় ing যোগ হবে।
অথবা উদ্দেশ্য বুঝাতে to + Verb হবে। এখানে গ্যাপ (f) এ initiate এর সাথে ing যোগ করে initiating করতে হবে।
Answer (d) based
(e ) launched
(f) initiating
Barishal-Board-Right-Form-of-Verb-HSC-2023
4. In response to the violence, members of Mukti Bahini (g) ____ (start) a mass guerrilla war against the occupation forces.
ব্যাখ্যা: সহিংসতার জবাবে মুক্তি বাহিনীর সদস্যরা দখলদার বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেছিল।
এখানে গ্যাপ (g) তে start এর Verb এর Past Form হিসেবে started হবে। কেননা ঘটনাটি অতীত কালের।
Answer (g) started
5. People from all walks of life (h) _____ (respond) to the call of Bangabandhu and joined the war (i) _____ (liberate) their dear motherland.
ব্যাখ্যা: সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছিলেন এবং তাদের প্রিয় মাতৃভুমিকে মুক্ত করতে যুদ্ধে যোগ দিয়েছিলেন।
এই Sentence টিতে and দ্বারা যুক্ত দুটি অংশ রয়েছে। and এর আগের অংশে একটি Verb আছে respond. যেহেতু 1971 সালের ঘটনা তাই গ্যাপ (h) তে respond এর Past form হিসেবে responded ব্যবহার করতে হবে।
আবার and এর পরের অংশে ২টি Verb আছে। যেখানে joined হলো finite Verb.
এই প্রশ্নের আরো আগের দিকে বলেছি- একটি Sentecne এ Finite Verb ছাড়াও আরো Verb থাকলে,
পরের Verb এর সাথে হয় ing যোগ হবে। অথবা উদ্দেশ্য বুঝাতে to + Verb হবে। দেখেন এখানে বলা হচ্ছে- প্রিয় মাতৃভুমিকে মুক্ত করতে তারা যুদ্ধে যোগদান করেছিল।
অর্থ্যাৎ এখানে উদ্দেশ্য বুঝিয়েছে। তাই গ্যাপ (i) তে হবে to liberate.
Answer (h) responded
Answer (i) to liberate
Barishal-Board-Right-Form-of-Verb-HSC-2023
6. The war (j) ____ (continue) for about nine months.
ব্যাখ্যা: অতীতের ঘটনা হওয়ার গ্যাপ (j) তে continue এর Past form হিসেবে continued হবে। অনুবাদ: যুদ্ধটি প্রায় নয় মাস ধবে চলেছিল।
Answer (j) continued
7. The heroic sons of the soil made the supreme sacrifices with a view to (k) ____ (snatch) away the long-cherished freedom and thus (l) _____ (establish) Bangladesh as an independent country in the world map.
ব্যাখ্যা: The heroic sons of the soil= এই দেশের বীর সন্তানেরা; made the supreme sacrifices= সর্বোচ্চ উৎসর্গ করেছিল; with a view to (k) ____ (snatch) away the long-cherished freedom= দীর্ঘ প্রতিক্ষিত স্বাধীনতা ছিনিয়ে আনতে;
and thus (l) _____ (establish) Bangladesh as an independent country in the world map= এবং এইভাবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিল।
লক্ষ্য করুন, গ্যাপ (k) এর আগে আছে with a view to.
এই with a view to এর পর Verb এর সাথে ing যোগ করতে হয়। অতএব গ্যাপ (k) তে snatch এর সাথে ing যোগ করে হবে snatching.
আবার and এরপর establish হলো একটি মাত্র finite verb. যেহেতু ঘটনাটি অতীতের ঘটনা তাই গ্যাপ (l) এ etablish এর past form হিসেবে established হবে।
Answer (k) snatching
Answer (l) established
Barishal-Board-Right-Form-of-Verb-HSC-2023
8. Now, it (m) ____ (be) our bounden duty (n) _____ (uphold) the freedom of the country.
ব্যাখ্যা: এই Sentence টিতে Now আছে। তাই Verb টি Present Tense এ করতে হবে।
গ্যাপ (m) এর it- subject টি যেহেতু 3rd Person Singular Number তাই be Verb হিসেবে is বসবে।
অনুবাদ: দেশের স্বাধীনতা সমুন্ত রাখা এখন আমাদের অবশ্যপালনীয় দায়িত্ব।
এই Sentence টিতে আরো একটি Verb আছে uphold. আমরা জানি একটি Sentence এ Finite Verb ছাড়াও আরো Verb থাকলে, পরের Verb এর সাথে হয় ing যোগ হবে।
অথবা উদ্দেশ্য বুঝাতে to + Verb হবে। অতএব গ্যাপ (n) এ যেহেতু উদ্দেশ্য বুঝাচ্ছে, তাই to uphold হবে।
Answer (m) is
Answer (n) to uphold
Barishal-Board-Right-Form-of-Verb-HSC-2023
Facebook Page: English with Rasel
Facebook Group:English with Rasel