BCS Model Test
BCS Model Test একটি ধারাবাহিক পরিবেশনা। আমরা এই BCS Online Model Test গুলো সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি।
যেকেউ যেকোন জায়গা থেকে যেকোন সময় আমাদের বিসিএস মডেল টেস্ট গুলোতে অংশগ্রহণ করতে পারবেন।
মডেল টেস্টে অংশগ্রহণ করতে Start বাটনে ক্লিক করে আপনার নাম,
মোবাইল নম্বর ও ইমেই আইডি এন্ট্রি দিয়ে Next বাটনে ক্লিক করুন।
বিসিএস প্রিলিমিনারি সিলেবাস বিশ্লেষণ করে এবং বিগত বছরের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো যাচাই বাচাই করে মডেল টেস্টের প্রশ্নগুলো নির্বাচন করা হয়।
ফলে আমাদের মডেল টেস্টগুলো অনুশীলন করার মাধ্যমে আপনি নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারবেন।
বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বাচাই পরীক্ষা হলো ২০০ নম্বরের প্রিলিমিনারি। এ জন্যই বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রিলিমিনারি পরীক্ষার গুরুত্ব অনস্বীকার্য। প্রিলিমিনারিতে আপনি যদি বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারেন, তবে আপনার লিখিত ও ভাইবাতে সহায়ক হবে। ২০০ টি প্রশ্নের সবগুলোর উত্তর দেয়ার কোন প্রশ্নই আসে না।
আপনি যত বেশি মডেল টেস্টে অংশগ্রহণ করবেন ততোই নিজেকে শানিত করতে পারবেন। আমরা প্রিলিমিনারি সিলেবাসের প্রতিটি টপিক থেকে প্রশ্ন নিয়ে মডেল টেস্টগুলো সাজিয়ে থাকে। আপনি আমাদের সবগুলো মডেল টেস্টে অংশগ্রহণ করলে, সিলেবাসের সবগুলো টপিকই আপনার পড়া হয়ে যাবে।
তাই আপনি যে বিষয়ে পারদর্শী সে বিষয়টি প্রথম শেষ করলেই ভালো হয়। কনফিউজড প্রশ্নগুলো উত্তর না করে পরের প্রশ্নগুলো প্রতি মনযোগী হতে হবে। প্রশ্ন কঠিন হলে কম উত্তর করলেই হয়। কিন্তু সহজ হলে তুলনামূলক বেশি উত্তর করতে হয়। আপনি যদি বেশি বেশি মডেল টেস্টে অংশ নেন, তাহলে কতগুলো উত্তর করতে হবে সেই সেন্সটি আপনার মধ্যে গ্রো করবে।
আপনারা অনেকেই মার্কেট থেকে BCS Model Test Book কিনে থাকেন। যেগুলো প্রকৃত অর্থে কোন কাজেই আসে না।
কেননা সেই বইগুলোতে যাচাই বাচাই ছাড়াই গদবাধা কিছু প্রশ্ন সেট করা থাকে। যেগুলো সিলেবাসের সাথে কোন সম্পর্কই থাকে না।
প্রশ্নগুলো দেখলেই সেটি আপনারা বুঝতে পারেন। বইগুলোতে কয়েক সেট নিন্মমানে প্রশ্ন দিয়ে এরপর বিভিন্ন বিষয়ের বিভিন্ন টপিকের উপর আলোচনা সাজিয়ে বইটিকে মোটাতাজা করে তোলে । আসলে বই গুলো অন্তসার শূণ্য।
এইসকল ঝামেল এড়াতে আমাদের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সাইট English with Rasel এ আস্থা রাখতে পারেন।
আমরা BCS Model Test Online এ বিসিএস প্রিলিমিনারি সিলিবাসের প্রতিটি টপিক বিশ্লেষণ করে করে প্রশ্ন নির্বাচ করে থাকি।
ফলে আমাদের মডেল টেস্টগুলো নিয়মিত অনুশীলন করলে সিলেবাসের টপিকগুলো অনায়াসে আপনার আয়ত্বে চলে আসাবে।
এবং একটি সময় আপনি এমন পর্যায় পৌঁছে যাবেন, সিলেবাসের প্রতিটি টপিক আপনার নখর্দপনে চলে আসবে।
Facebook Page: English with Rasel
Facebook Group:English with Rasel