Clause for BCS Preparation
Clause for BCS Preparation is for all competitive exams. To remove the complexity of the clause, we have tried our best. For an easy and excellent presentation of clause, you can trust our Site.
Clause for BCS Preparation
Clause-কে সাধারণত তিনভাগে ভাগ করা হয়।
i. Principal Clause বা Independent Clause
ii. Subordinate Clause বা Dependent Clause
iii. Co-ordinate Clause
Principal/ Independent Clause
যে Clause কে তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো Clause-এর উপর নির্ভর করতে হয় না বরং নিজেই স্বয়ং সম্পূর্ণভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal Clause বা Main Clause বলে ।
We watched a movie which was amazing.
Subordinate/Dependent Clause
অন্যদিকে যে Clause নিজে নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য Principal Clause-এর উপর নির্ভর করে তাকে Subordinate Clause/Dependent Clause বলে।
Subordinate Clause সাধারণত একটি Subordinating Conjunction যেমন- when, while, before, after, till, until, who, which, whom, since, though, although, if, unless ইত্যাদি দিয়ে শুরু হয়।
Istiyak knew that he was good.
Classification of Subordinate Clause:
1) Noun Clause 2) Adjective Clause 3) Adverbial Clause
Clause চেনার উপায়
Clause for BCS Preparation
⇒Noun clause চেনার উপায়:
Clause for BCS Preparation
Clause for BCS Preparation
Clause for BCS Preparation
Clause for BCS Preparation
Clause for BCS Preparation
Clause for BCS Preparation
Definition: যে Clause কোনো Noun বা Pronoun-এর পরে বসে এটিকে বিশেষিত (modify) করে, তাকে Adjective Clause বলে। Adjective Clause কে Relative Clause ও বলা হয়।
PC Das বলেন, ”Adjective Clause বাক্যে Adjective- এর মতো পূর্ববর্তী Noun বা Pronounকে Qualify করতে ব্যবহৃত হয় অথবা পূর্ববর্তী Noun বা Pronoun এর সঙ্গে সম্বন্ধ প্রকাশ করে। যে NOun বা Pronoun এর সঙ্গে Adjective Clause এর সম্বন্ধ, তাকে Antecedent বলে।
Adjective Clause বা Relative Clause যাকে qualify করে সেই Anticedent এর ঠিক পরে বসে।
এ ধরনের Clause-এর শুরুতে who, whom, whose, which, that, where, when, why of Conjunction থাকে। সাধারণভাবে Adjective Clause-গুলো relative pronoun দ্বারা শুরু হয়ে থাকে ।
This is the boy who broke one of the glasses.
The girl whom you met last night is my friend.
That’s the man whose son died last year.
The book which (that) I lent you belongs to my brother.
Clause for BCS Preparation
Function of Adjective Clause
A. Subject: Adjective Clause /Relative Clause একটি বাক্যের Subject কে qualify করতে পারে।
Example: The man who came here is my brother.
The boy who came here is a meritorious student.
B. Object: Adjective Clause /Relative Clause একটি বাক্যের Object কে qualify করতে পারে।
Example: The man whom you saw here is my brother.
The girl whom you called is my sister.
C. Object of Preposition: The man to whom you spoke is my brother.
D. Possessive: Adjective Clause /Relative Clause একটি বাক্যের Object কে qualify করতে পারে।
Example: The man whose car broke down is my brother.
This is the chair of which one leg is broken.
Note: Adjective Clause-এর Relative Pronoun যদি object-এর স্থলে থাকে তাহলে সেই Relative Pronoun-কে বাদ দেয়া যায়।
যেমন— The man whom you saw here is brother। বাক্যটিতে Whom, object-এর থাকায় এটিকে বাদ দিয়ে লেখা যায় এভাবে—
The man you saw here is my brother.
The news he gave me was false.
Clause for BCS Preparation
Noun এরপর That clause কখন Noun Clause এবং কখন Adjective clause.
The news that he has died is false.
Noun এরপর that clause noun clause হয় ৪টি শর্তে:
১. NOun ছাড়া যদি That clause টি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে
২. That clause এ যদি intransitive verb থাকে।
৩. That clause এ যদি linking verb থাকে।
৪. That Clause এ যদি transitive verb object সহ থাকে।
The fact that Karim is a good boy is known to me.
The fact that Nanno is a good cricketer is known to all.
The news that you heard yesterday is known to all.
একটি মাত্র কারণেই NOun এর পর That Clause Adjective clause হয়, তা হলো That clause এর কোন object থাকবে না।
The news that he gave me was false.
https://fb.watch/mpai9Z4j6q/
q
যে Clause Sentence-এ Verb-কে modify করে অর্থাৎ Adverb-এর কার্য সম্পন্ন করে তাকে Adverb Clause বলে। মাঝে মাঝে এটি Adjective ও Adverb-কেও Modify করে ।
PC. Das বলেন, “Adverbial Clause বাক্যে Adverb এর মতো Verb, Adjective বা অন্য কোন Adverb কে modify করে এবং সময়(Time), স্থান(Place), কারণ(cause and reason), ফল(effect or result), পরিমাণ(extent), ধরণ(manner), তুলনা(comparison), বৈপরীত্য(contrast), শর্ত(condition) বা উদ্দেশ্য(purpose) বোঝায়।”
Clause for BCS Preparation
Usage of Adverb Clause
Use
Time (সময়)
Place (স্থান)
Cause or reason(কারণ)
Effect or result (ফলাফল)
Extent(পরিমাণ)
Manner (ধরণ, যেন)
Condition (শর্ত)
Comparison (তুলনা)
Contrast (বৈপরীত্য)
Purpose
Linking words
When
Where
Because, as
that
Clause for BCS Preparation
as far as
as, as if
if
as—as, than
though
that
Examples
Ratul has come when I am watching TV.
Imtiaz can get admitted where he wants.
I will not go with you because I have exam.
I will not go with you as I have exam.
She is so poor that she can not afford bread and butter.
As far as I know, the girl is meritorious.
Ritu works a she usually does.
She speaks as is she knew everything.
I will go if she wants.
She is as brilliant as her brother is.
I am taller than you.
Though/although she is poor, she is honest.
We read that we learn.
Clause for BCS Preparation
Note
As- কখনো reason-কারণ হিসেবে ব্যবহৃত হয়। আবার Contrast বা বৈপরীত্য হিসেবে ব্যবহৃত হয়।
Reason বা কারণ: As weather was rough, we could not reach timely.
কিন্তু, As যখন Contrast অর্থ দেয়, তখন ভিন্ন একটি Structure এ ব্যবহৃত হয়।
Adjective + as+ subject + verb, Independent Clause.
Example: Brilliant as he is, he is unemployed.
Poor as she is, she donated one thousand taka.
Like Our Facebook Page: English with Rasel
Join Our Facebook Group: English with Rasel