Complete the Sentences with Suitable Phrases/words HSC Cumilla Board-2023

Complete the Sentences with Suitable Phrases/words given below in the table:

There

Let alone

Have to

had better

What does —- look like

It 

Would rather

as soon as

was born

What’s —-like

  1. Tennis match restarted —- the rain had stopped.
  2. In England, most of the students —– wear uniforms. Is it the same in Bangladesh?
  3. In our country, rainy season is very different. During this season —- rains heavily without any gap.
  4. Socrates was a great Greek philosopher. He was —- in 460 BC.
  5. Long ago, —– lived a mighty king, Kubla Khan. He built an amazing palace in a deep, dark and mysterious forest. 
  6. A warrior —- die than surrender to enemies.
  7. He loves his country more than his life. We —- take an umbrella. It may rain today.
  8. —— the weather —- today?
  9. Baby: Mom, —— a ghost —? 
  10. —- has been many years since I saw him. So, I cannot recognize him.
Complete the Sentences with

ব্যাখ্যাসহ সমাধান

  1. Tennis match restarted —- the rain had stopped.

    ব্যাখ্যা: গ্যাপের আগে বলা হইছে, ‘ টেনিস ম্যাচ পুনরায় শুরু হয়েছিল —– বৃষ্টি বন্ধ হয়েছিল’। এখানে দুটি অংশকে যুক্ত করার জন্য  টেবিলের Phrase/ word গুলোর মধ্য থেকে  as soon as ব্যবহারই যথাযথ হবে। কেননা as soon as সাথে সাথে/ তাৎক্ষনাৎ অর্থে ব্যবহৃত হয়। As soon as ব্যবহারের পর লাইনটির অর্থ দাড়ায়- ‘বৃষ্টি বন্ধ হওয়া মাত্রই টেনিস ম্যাচ শুরু হয়েছিল’।
    Answer (a) as soon as.

 

2. In England, most of the students —– wear uniforms. Is it the same in Bangladesh?ব্যাখ্যা: ইংল্যান্ডে বেশির ভাগ ছাত্রছাত্রীদের ইউনিফরম পরিধান  করতেই হয়। বাংলাদেশেও কি একই রকম? 

এখানে গ্যাপের পর আছে মূল Verb. এর মানে হলো- গ্যাপে এমন Phrase/ word ব্যবহার করতে হবে যারপর মূল Verb বসে। এবং ইউনিফর্ম ব্যবহার করতে বাধ্যবাধকতা বোঝায়। এখানে have to ব্যবহার করলেই বাক্যটি সঠিক হবে। 
Answer (b) have to

3. In our country, rainy season is very different. During this season —- rains heavily without any gap.

 ব্যাখ্যা: লক্ষ্য করুন এই  Sentence টির গ্যাপে  একটি Subject ব্যবহার করতে হবে। যেখানে মূল  Verb হচ্ছে rains. বৃষ্টি হওয়া অর্থে অব্যক্তিবাচক Subject  -It ব্যবহৃত হয়।
Answer (3) It

Complete the Sentences with

4. Socrates was a great Greek philosopher. He was —- in 460 BC.

অনুবাদ: সক্রেটিস একজন বিখ্যাত গ্রিক দার্শনিক। তিনি খ্রীস্টপূর্ব ৪৬০ সালে জন্মগ্রহণ করেন।

ব্যাখ্যা: কেউ কোন সালে অথবা কোন স্থানে জন্মগ্রহণ করা বোঝাতে was এরপর bear-verb এর Past Participle  হিসেবে born ব্যবহৃত হবে। এখানে যেহেতু সক্রেটিস খ্রিস্টপূর্ব ৪৬০ সালে জন্মগ্রহণের কথা বলা হয়েছে, তাই এখানে was  born  হবে।

Answer (4) was born.

5. Long ago, —– lived a mighty king, Kubla Khan. He built an amazing palace in a deep, dark and mysterious forest. 

ব্যাখ্যা: কোথাও কেউ বাস করতো / কোথাও কোন কিছু আছে এমন বোঝাতে Subject হিসেবে There  ব্যবহৃত হয়। যেমন: 1. lived a fox in the forest. 2. There are five hundred students in the class. অতএব এখানে গযাপে There ব্যবহৃত হবে। 

Answer (5) There

অনুবাদ: অনেক আগে কোবলা খাঁন নামে এক রাজা ছিলেন। সে ঘন, অন্ধকার ও রহস্যময় জঙ্গলে একটি চমৎকার প্রাসাদ নির্মাণ করেছিলেন।

Complete the Sentences with

6. A warrior —- die than surrender to enemies. He loves his country more than his life.

অনুবাদ: একজন যোদ্ধা শত্রুর কাছে আত্মসমর্পণ করার চেয়ে মরতে বেশি পছন্দ করে। সে তাঁর দেশকে নওজের জীবনের চেয়ে বেশি ভালবাসে।

ব্যাখ্যা: একটি কজের চেয়ে অন্যটি বেশি পছন্দ করা অর্থে would rather ব্যবহৃত হয়। যেমন: I would rather take a rickshaw than walk. আমি হাঁটার চেয়ে রিক্সা নিতেই বেশি পছন্দ করি।

Answer (6) would rather.

7. We —- take an umbrella. It may rain today.

অনুবাদ: আজ বৃষ্টি হতে পারে। আমরা বরং একটি ছাতা নিই।

ব্যাখ্যা: কোন কিছু বরং ভালো বোঝাতে had batter ব্যবহৃত হয়। যেমন: We had better take a break. অর্থ: আমরা বরং একটি বিরতি নিই।
Answer (7) had batter 

Complete the Sentences with

8. —— the weather —- today?

ব্যাখ্যা: কোন কিছু/ জিনিস কেমন এই অর্থ বোঝাতে What’s —– like? যে জিনিস সম্পর্কে জানতে চাওয়া হয় সেই জিনিসটি এই Expression এর গ্যাপের মধ্যে ব্যবহৃত হয়।  যেমন: What’s the book like? অর্থ: বইটি কেমন? 

প্রদত্ত  Sentence টির দিকে লক্ষ্য করুন। এখানে the weather শব্দটি দেয়া আছে। সুতরাং এই sentence টিতে weather কেমন তা জানতে চাওয়া হয়েছে। 

অতএব এখানে প্রথম গ্যাপে হবে What’s মাঝখানে দেয়া আছে the weather এবং শেষ  গ্যাপে like বসাবো।
Answer (8) What’s —- like.

9. Baby: Mom, —— a ghost —? 

ব্যাখ্যা: এখানে a ghost একটি ভূতের কথা বলা হয়েছে। কোন কিছু দেখতে কেমন- তা বোঝাতে What does something  look like এই Expression টি ব্যবহৃত হয়।  একটি ভূত দেখতে কেমন- এই অর্থে What does a ghost look like? ব্যবহৃত হবে।
Answer (9)  What does —- look like.

10. —- has been many years since I saw him. So, I cannot recognize him.

ব্যাখ্যা: এই লাইনটিতে প্রথমেই গ্যাপ আছে। এই গ্যাপে একটি Subject ব্যবহার করতে হবে। অনেক বছর হয়ে গেছে, বৃষ্টি হতে পারে, এখন ১০ টা বাজে। এই ধরনের Sentence গুলোতে Impersonal/ অব্যক্তিবাচক Subject হিসেবে সবসময় it ব্যবহৃত হয়।

Answer (10) It

অনুবাদ: অনেক বছর হয়ে গেছে তাকে আমি দেখেছিলাম। তাই তাকে চিনতে পারিনি।

Complete the Sentences with

 Facebook Page: English with Rasel

 Facebook Group:English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype