Completing Sentence HSC Dhaka-22 with Words/Phrases
- Md Rasel
- April 3, 2024
- 6:08 am
Complete Sentence with Suitable Phrases/Words Given in the box:
Was born | Have/has to | it | What’s — like | Had better |
Would rather | As soon as | there | What does — look like | Let alone |
(a).We have not decided yet where we are going, —— booked the tickets.
(b). I — lead a simple life than earn a lot of money illegally.
© —– has been many years since I saw him.
(d) Have you ever seen an octopus? —- it —-?
(e) Socrates was a Greek philosopher. He —- in 469 BC.
(f) The sailors were terrified. —– were no birds or animals in that snow covered country.
(g He is not at home now. —– he returns, I will ring you.
(h) I hear you have joined a new job. —– your new boss —-?
(i) You are always late in attending class. You —- be on time.
(j) I —- get the railway station by five or else I may miss the train.
Completing Sentence HSC Dhaka
ব্যাখ্যাসহ Solution
(a).We have not decided yet where we are going, —— booked the tickets.
ব্যাখ্যা: প্রথম লাইনে বলা হয় : We have not decided yet= আমরা এখনো সিদ্ধান্ত নেইনি; where we are going= আমরা কোথায় যাচ্ছি। পরের লাইনে বলা হচ্ছে: —— booked the tickets= টিকেট বুক করবো। দেখেন এখানে বলা হচ্ছে- কোথায় যাব তারই সিদ্ধান্ত হয়নি। আবার টিকেট বুক করবো। মনে রাখবেন এইটাই করতে পারিনি আবার ঐটা। একটাই হয় না, আবার অন্যটা- এমনটা বুঝাতে let alone ব্যবহার করতে হয়। যেমন: He cannot buy a mobile phone let alone a desktop. অর্থ হল: সে একটি মোবাইল কিনতে পারে না আবার ডেস্কটপ কিনবে। অতএব গ্যাপে let alone হবে।
Answer (a) let alone
(b) I — lead a simple life than earn a lot of money illegally.
ব্যাখ্যা: এখানে বলা হয়: আমি অবৈধভাবে টাকা আয় করার চেয়ে বরং সাধারণ জীবন যাপন করবো। একটি কাজের চেয়ে অন্য কাজটি বেশি পছন্দ বুঝাতে would rather —-than ব্যবহৃত হয়। যেহেতু এই Sentence টিতে than আছে, তাই গ্যাপে would rather ব্যবহৃত হবে।
Answer (b) would rather
© —– has been many years since I saw him.
ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে: অনেক বছর অতিক্রান্ত হয়েছে আমি তাকে দেখেছি। মনে রাখবেন Time, distance এবং Weather নিয়ে কথা বলতে Subject হিসেবে Introductory It বসে।
Answer © It
Completing Sentence HSC Dhaka
(d) Have you ever seen an octopus? —- it —-?
ব্যাখ্যা: এখানে প্রথম লাইনে বলা হয়েছে: Have you ever been an octopus? তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? পরের লাইনে it এর দুই পাশে দুটি গ্যাপ আছে। আসলে এখানে যে Structure ব্যবহার করা হয়েছে, অক্টোপাসটি কেমন তা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে। Structure টি হলো What’s —- like । অতএব এই গ্যাপে What’s —- like ব্যবহৃত হবে।
Answer (d) What’s — like
(e) Socrates was a Greek philosopher. He — in 469 BC.
ব্যাখ্যা: প্রথম লাইনে বলা হয় : সক্রেটিস একজন গ্রিক দার্শনিক। পরের লাইনে তাঁর জন্ম সাল উল্লেখ করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে- কারো জন্মসাল, জন্মতারিখ, জন্মস্থান বুঝাতে Auxiliary verb হিসেবে was ব্যবহার করে এরপর bear verb এর Past Participle হিসেবে born ব্যবহার করতে হয়। যেমন: He was born in England. অতএব গ্যাপে উত্তর হবে was born.
Answer (e) was born
(f) The sailors were terrified. —– were no birds or animals in that snow covered country.
ব্যাখ্যা: প্রথম লাইনে বলা হয় : The sailors were terrified= নাবিকরা ভীত ছিল। গ্যাপের পরে আছে: —- were no birds or animals= কোন পাখি অথবা প্রাণি ছিলনা; in that snow covered country= ঐ তুষার আবৃত দেশে। মনে রাখবেন: কোন স্থানে কিছু আছে বা না। অথবা কোন স্থানে কেউ বসবাস করে এমনটি বুঝাতে Introductory There বা Sentence এর শুরুতে There বসে। অতএব গ্যাপে There হবে।
Answer (e) There
(g) He is not at home now. —– he returns, I will ring you.
ব্যাখ্যা: প্রথম লাইনে বলা হয় : সে এখন বাড়ি নাই। পরের লাইনে বলা হয় : সে আসে, তবে আমি তোমাকে রিং করবো। পরের লাইনে অর্থ একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে : সে আসা মাত্রই আমি আপনাকে রিং দেবো। এইরূপ আসামাত্র/ দেখামাত্রই/ করতে না করতে/ দেখতে না দেখতে বুঝাতে as soon as বসে।
Answer (g) as soon as
Completing Sentence HSC Dhaka
(h) I hear you have joined a new job. —– your new boss —-?
ব্যাখ্যা: প্রথম লাইনের অর্থ: আমি শুনেছি তুমি নতুন চাকরিতে যোগদান করেছো। পরের লাইনে লক্ষ্য করে দেখুন: একটি Noun phrase এর আগে ও পরে দুটি গ্যাপ আছে।. এই Structure দিয়ে Noun Phrase টি কেমন, তা জানতে চাওয়া হয়। Structure হলো What does —- look like. যেমন: What does your new flat look like? অর্থ তোমার নতুন ফ্ল্যাটটি দেখতে কেমন?
Answer (h) What does —- look like
(i) You are always late in attending class. You —- be on time.
ব্যাখ্যা: প্রথম লাইনের অর্থ: তুমি সবসময় ক্লাসে উপস্থিত হতে দেরি করো। You —- be on time= এখানে বলা হয়েছে: তোমাকে যথাসময়ে আসতে হবে। এই পরিস্থিতিতে You এর কী করতে হবে, তা বুঝাতে গ্যাপে had better বসাতে হবে।
Answer (i) had better
(j) I —- get the railway station by five or else I may miss the train.
ব্যাখ্যা: এখানে বলা হয়: আমাকে ৫টার মধ্যে রেল স্টেশনে পৌঁছাতে হবে। অন্যথায় আমি ট্রেন মিস করতে পারি। অর্থ্যাৎ ট্রেন ধরতে হলে অবশ্যই ৫ টার মধ্য পৌঁছাতে হবে। এখানে আবশ্যিকতা বা বাধ্যবাধকতা আছে। তাই গ্যাপে have to বসবে। তাছাড়া বক্সের ১০ টি words/phrase এর মধ্যে বাকি আছে have/has to. এই লাইনে Subject হিসেবে I যেহেতু first person, তাই গ্যাপে have to বসবে। কিন্তু Subject যদি 3rd person singular number হয় তবে, has to হয়।
Answer (j) have to
Completing Sentence HSC Dhaka
Facebook Page: English with Rasel
Facebook Group:English with Rasel