
Completing Sentence Solution PDF of HSC Dhaka Board-2023
Complete the sentences with suitable clauses/phrases
- Honesty is the best policy. If you maintain honesty, —
- English is an International language. I wish —-.
- It is a long time since —-.
- He talks too much while doing his work. I don’t like people who —-.
- The beggar was very hungry. No sooner had he got a piece of loaf on the road that —.
- The old man is very weak. He is walking slowly —-.
- A student should not memorize any answer blindly. if he memorizes the answer without knowing the meaning, —–.
- Corruption is the main hindrance to the development of our country. It is high time —-.
- Had I earned enough money —–.
- My brother will come to Rajshahi from Dhaka. So I have to go to station with a view to
Completing Sentence Solution PDF
1.Honesty is the best policy. If you maintain honesty, —
ব্যাখ্যা: এই Sentence টির প্রদত্ত অংশটুকু 1st Conditional এ আছে। অর্থ্যাৎ If + sub + verb হলো Indefinite tense এ + ext. অতএব পরের clause টি Future indefinite Tense এ হবে। সুতরাং আমরা বলতে পারি If you maintain honesty, you will get respect from everyone.
(a) you will get respect from everyone.
For more solutions visit our site : English with Rasel
2. English is an International language. I wish —-.
ব্যাখ্যা: প্রথম লাইনটিতে বলা হয়েছে ‘ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা’। ২য় লাইনটিতে আছে I wish—-. এই I wish এরপর sub + could + v1+ ext অথবা Sub + were + ext
ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। I wish I could speak in English. (আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম)
Answer(2) I could speak in English.
Completing Sentence Solution PDF
3.It is a long time since —-.
ব্যাখ্যা: এই Sentence টি since যুক্ত একটি Sentence. Conjunction – since/ as though/ as if এই ৩টি যুক্ত Sentence এর আগের অংশ Present indefinite tense হলে, এদের পরের অংশ Past indefinite tensw হয়।
যেমন: It is a long time since we met last.
Answer (3) we met last.
কিন্তু যদি since/as though/as if এর আগের অংশ past indefinite tense হয়, তবে এদের পরের অংশ Past Perfect tense হয়।
Example: It was long time since we had met last.
4.He talks too much while doing his work. I don’t like people who —
ব্যাখ্যা: বাংলা- ‘ সে তার কাজ করার সময় অনেক বেশি কথা বলে’। প্রদত্ত Sentence টি Relative Pronoun হিসেবে আছে Who. Who এরপর Verb ব্যবহৃত হয় Who এর ঠিক আগে ব্যবহৃত Noun এর Person ও Number এর উপর। এখনে Who এর আগে আছে Peopleযা 3rd Person Plural Number. সুতরাং Who এরপর Plhral Verb হবে। এখানে আমরা ব্যবহার করতে পারি who are talkative.
Answer (4) who are talkative
Completing Sentence Solution PDF
5. The beggar was very hungry. No sooner had he got a piece of loaf on the road that —.
ব্যাখ্যা: বাংলা- ‘ ভিক্ষুকটি ক্ষুধার্ত ছিল। রাস্তার মধ্যে সে এক টুকরো রুটি পাওয়া মাত্রই সে—–‘। লক্ষ্য করুন No sooner had দিয়ে বাক্যটি শুরু হয়েছে।
এই ধরনের বাক্যের বাংলা অর্থ হয় পাওয়া মাত্রই/করা মাত্রই/ দেখা মাত্রই ইত্যাদি। এবং প্রথম অংশের মূল Verb হয় Past participle. এবং ২য় Sentence টি হয় Past Indefinite Tenseএ।
এখানে Answer হবে he started eating.
পুরো Sentence টি হলো- No sooner had he got a piece of loaf on the road that he started eating.
6. The old man is very weak. He is walking slowly —-.
ব্যাখ্যা: লক্ষ্য করুন, ‘বৃদ্ধ লোকটি খুব দুর্বল। সে ধীরে ধীরে হাটছে—‘। কেন ধীরে ধীরে হাটছে? এখানে সঙ্গতিপূর্ণ যেকোন উত্তরই হতে পারে। আমি যদি বলি, ‘to avoid a fall’/ to save himself an accident’. অনেক কিছুই হতে পারে।
Answer(6) to avoid a fall.
Completing Sentence Solution PDF
7. A student should not memorize any answer blindly. if he memorizes the answer without knowing the meaning, —–.
ব্যাখ্যা: বাংলা- ‘কোন প্রশ্নের উত্তর অন্ধের মতো মুখস্ত করা কোন ছাত্রের উচিত নয়। যদি সে অর্থ না জেনে উত্তর মুখস্ত করে তবে, —-‘।
প্রদত্ত গ্যাপটি 1st Conditional এর অংশ। অর্থ্যাৎ If + sub + verb হলো Indefinite tense এ + ext. অতএব পরের clause টি Future indefinite Tense এ হবে।
Answer (7) he will not be able to answer correctly in the exam.
8. Corruption is the main hindrance to the development of our country. It is high time —-.
ব্যাখ্যা: বাংলা- ‘আমাদের দেশের উন্নয়নের প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। এটি উপযুক্ত সময়—-’।
এখানে লক্ষ্য করুন, It is high time দিয়ে Sentence টি শুরু হয়েছে।
It is time / It is high time এর পরে infinitive phrase কিংবা past indefinite tense-এর clause উভয়ই ব্যবহার করা যায়।
তবে কোন কাজ করার সঠিক সময় হয়েছে বুঝাতে infinitive phrase বসে এবং কোন কাজ করার সঠিক সময় ইতোমধ্যে পার হয়ে গেছে
তাই বিলম্ব না করে এ মুহূর্তেই কাজটি শুরু করা উচিত বুঝানোর জন্য past indefinite tense-এর clause ব্যবহার করতে হয়। উল্লেখ্য যে, এ ধরনের sentence দ্বারা present tense-এর অর্থ প্রকাশ পায়।
It is time এর পরিবর্তে It is high time ব্যবহার করলে বেশি জোর / গুরুত্ত্ব বুঝায়।
Answer (8) we took steps against corruption /to take steps against corruption
Completing Sentence Solution PDF
9. Had I earned enough money —–
ব্যাখ্যা: এই Sentence টি 3rd conditional এ আছে। এখানে if এর বদলে had ব্যবহার করা হয়েছে। Conditional অংশে sub + could/would/might have+ মূল Verb এর Past Participle হবে।
Answer (9) I could have helped the poor.
10. My brother will come to Rajshahi from Dhaka. So I have to go to station with a view to —
ব্যাখ্যা: বাংলা- ‘আমার ভাই ঢাকা থেকে রাজশাহী আসছে। তাই আমাকে স্টেশনে যেতে হবে—.
এখানে With a view to আছে । With a view to/look forward to এর পর verb এর সাথে ing যোগ হবে। অতএব আমরা এখানে Verb এর সাথে ing যুক্ত phrase ব্যবহার কররো।
প্রথম অংশের সাথে মিলিয়ে বলতে পারি receiving him.
Answer (10) receiving him.
Like Our Facebook Page: English with Rasel
Join Our Facebook Group: English with Rasel