
Completing Sentence with Phrases and Words || HSC Dhaka Board- 2023
Complete the sentences with suitable phrases and words given in the box.
there
what does look like
as soon as
was born
let alone
would rather
what’s it like
it
have to
had better
(a) Time is very valuable. We —- utilize time properly.
(b) I —- take a taxi than walk home. It is already too late.
(c) Long ago —- lived a mighty Kin Kubla Khan. He built an amazing palace in deep dark forest.
(d) —- watching a horror film at midnight? You are really scared.
(e) It is winter. You —- buy a coat.
(f) —- the balcony —? It looks very beautiful but it is really small.
(g) Bangladesh — as an Independent state on 16 December 1971 after nine months bloody war against the occupation Pakistan Army.
(h) —- was in China that the art of Bonsai originated perhaps more than 1000 years ago.
(I) I cannot ride a bicycle — a motorcycle. I have no money to buy any of them.
(j) —- the rain stopped. I started for home.
Solution with Explanation
(a) Time is very valuable. We —- utilize time properly.
ব্যাখ্যা: অর্থ- ‘সময় খুব মূল্যবান। আমাদের সময়ের যথযথ ব্যবহার করতে হবে’।
গ্যাপ (a) এরপর Verb এর Basic form আছে।
অতএব এখানে প্রদত্ত Words এবং phrases থেকে এমন একটি word/phrase বসাতে হবে, যার পর verb এর Basic form বসবে।
এবং যেহেতু সময়ের সঠিক ব্যবহারে একটু জোর দেয়া হয়েছে বা একটু বাধ্যবাধকতাও আছে তাই এখানে have to ব্যবহার করা যায়।
Answer (a) have to
(b) I —- take a taxi than walk home. It is already too late.
ব্যাখ্যা: বাংলা অর্থ- ‘আমি বরং হাটার চেয়ে একটি টেক্সি নিই। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছ’।
এই Sentence টিতে একটির চেয়ে অন্যটি বেশি পছন্দ করা বোঝিয়েছে। এরূপ বোঝাতে would rather — than ব্যবহৃত হয়।
Answer (b) would rather
Completing Sentence with Phrases
(c) Long ago —- lived a mighty King Kubla Khan. He built an amazing palace in deep dark forest.
ব্যাখ্যা: বাংলা অর্থ- ‘অনেক আগে কোবলা খান নামে একজন পরাক্রমশালী রাজা বাস করতেন। তিনি গভীর অন্ধকার জঙ্গলে একটি চমৎকার অট্টালিকা নির্মাণ করেন’।
এই গ্যাপটিতে একটি subject বসাতে হবে। কেননা গ্যাপের পরেই আছে Verb.
এই ধরনের বাক্য Subject হিসেবে there ব্যবহৃত হয়।
যেমন: There was a king in this region.
There lived a teacher long ago.
(c) there
(d) —- watching a horror film at midnight? You are really scared.
ব্যাখ্যা: অর্থ- ‘মধ্যরাতে হরর ফিলম দেখলে কেমন হয়? তুমি ইতিমধ্যে ভয় পেয়ে গেছ’।
এখানে এমন একটি Phrase বসাতে হবে, যার পরে main verb এর সাথে ing যোগ হয়।
আমরা বাংলা অর্থে দেখলাম-’ফিলম দেখলে কেমন হয়’। এই ‘কেমন হয়’ ইংরেজি হলো ‘what’s it like’.
যেমন: What’s it like playing cricket now? (এখন ক্রিকেট খেললে কেমন হয়)
What’s it like reading newspaper for an hour?
Answer (d) What’s it like.
Completing Sentence with Phrases
(e) It is winter. You —- buy a coat.
ব্যাখ্যা: বাংলা অর্থ- ‘এখন শীতকাল। তুমি বরং একটি কোট কিন’। ’তুমি বরংএটা করো’/ ‘সে বরং এটা কিনুক’ এরকম বোঝাতে had batter ব্যবহৃত হয়।
তুমি/সে বরং এটা করো/ সেটা করো’ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় । উল্লেখ্য Had better – এর পর verb- এর ‘s, es, ing, v.p.p ইত্যাদি কিছুই থাকবে না এবং verb- এর আগে to বসবে না।
Answer(e) had batter.
(f) —- the balcony —? It looks very beautiful but it is really small.
ব্যাখ্যা: বাংলা অর্থ- ‘বেলকনিটি কেমন? এটি দেখতে অনেক সুন্দরি কিন্তু এটি আসলেই অনেক ছোট’।
দেখুন এখানে দুটি গ্যাপ রয়েছে- বাক্যের শুরুতে একটি এবং বাক্যের শেষে একটি আর
মাঝখানে আছে the balcony. এধরণের Structure এ একটি বিশেষ Phrase ব্যবহৃত হয়।
সেটি হচ্ছে What does —- look like. এই phrase টি ‘এটি কেমন/ জিনিসটি দেখতে কেমন’ বাংলায় এই ধরণের অর্থ প্রকাশ করে।
Completing Sentence with Phrases
(g) Bangladesh — as an Independent state on 16 December 1971
after nine months bloody war against the occupation Pakistan Army.
ব্যাখ্যা: অর্থ- ‘পাকিস্তান দখলদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বধীন রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করে’।
জন্ম হওয় অর্থ was born ব্যবহৃত হয়।
Answer (g) was born
Completing Sentence with Phrases
(h) —- was in China that the art of Bonsai originated perhaps more than 1000 years ago.
ব্যাখ্যা: অর্থ- ‘ এটি হচ্ছে চীন যেখানে সম্ভবত ১০০০ বছরের বেশি পূর্বে বনসাই শিল্পের উৎপত্তি হয়’।
এই গ্যাপে একটি Singular Subject বসাতে হবে। কেননা গ্যাপের পরেই আছে was.
আমরা যদি বক্সের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো প্রায় সবগুলো phrase ই ব্যবহার করে ফেলেছি।
অবশিষ্ট তিনটি থেকে গ্যাপ (h) এর সঠিক হবে it.
Answer (h) it.
(i) I cannot ride a bicycle — a motorcycle. I have no money to buy any of them.
ব্যাখ্যা: বাংলা অর্থ- ‘আমি একটি বাইসাইকেই চালাতে পারি না আবার মটর সাইকেল। এদের একটিও কেনার মত আমার টাকা নাই’।
এটাই পারি না আবার ঐটা/ বাংলাই পারি না আবার ইংরেজি/ একটাই পরি না আবার সব- এরূপ বোঝাতে let alone ব্যবহৃত হয়।
গ্যাপ (i) এর উত্তর let alone.
(j) —- the rain stopped. I started for home.
ব্যাখ্যা: অর্থ- ‘বৃষ্টি বন্ধ হওয়া মাত্রই আমি বাড়ির উদেশ্যে রওনা দিয়েছিলাম’।
কোন কিছু করা মাত্রই/ দেখা মাত্রই /শোন মাত্রই অর্থে As soon as ব্যবহৃত হয়।
Answer (j) As soon as
Like Our Facebook Page: English with Rasel
Join Our Facebook Group: English with Rasel