
Completing Sentence with-Phrases/words HSC Dinajpur Board- 2023
Complete the sentences with suitable phrases/words given in the box:
What’s …… like | there | have to/has to | let alone | had better |
What does …. look like | was born | as soon as | would rather | it |
(a) Your performance is not satisfactory. You will ____ be it careful in future.
(b) X is an honest man. He ____ die than steal.
(c) I am a poor student. cannot buy my necessary books, ___ a smart phone set.
(d) You have failed in the test examination. You ___ start reading attentively from today.
(e) Madhusudan Dutta is an epic poet. He ____ at Sagardari in Jashore.
(f) I had a bad luck ____ I reached the station, the train left.
(g) ____ the Bay of Bengal ____? My friend is going there for a Visit tomorrow.
(h) ____ it ___ travelling by an air? I have no idea about it.
(i) Recently I have visited the Sundarbans. ___ are tigers in it.
(j) ____ is many years since I saw him last. Today I cannot recognize him.
Completing Sentence with-Phrases/words
(a)Your performance is not satisfactory. You will ____ be it careful in future.
ব্যাখ্যা: প্রথম Sentence টি বলা হচেছ- তোমার কাজ সন্তোসজনক নয়। পরের লাইনে বলা হচ্ছে-ভবিষ্যতে সতর্ক হতে হবে।কারো কাজ কর্ম সন্তোসজনক না হলে ভবিষ্যতে সর্তক হওয়ার বাধ্যবাধকতা তৈরি হয়। বাধ্যবাধকতা বুঝাতে গ্যাপে have to ব্যবহৃত হবে। দেখুন উপরের বক্সে have to এবং has to দুটুই আছে। Subject যদি 3rd Person Singular Number হয়, তবে has to ব্যবহৃত হয়। এই Sentence টিতে যেহেতু Subject- You যা 2nd Person Singular Number, আবার গ্যাপের আগে আছে will আছে। তাই গ্যাপে have to হবে।
Answer: Your performance is not satisfactory. You will have to be it careful in future.
(b)Mr. X is an honest man. He ____ die than steal.
ব্যাখ্যা: প্রথম Sentence এ বলা হয়- জনাব অমুক একজন সৎ লোক। পরের লাইনে বলা হয় – সে চুরি করার চেয়ে বরং মরবে। একটি কাজের চেয়ে অন্য কাজ অধিক পছন্দ করা বুঝাতে would rather ব্যবহৃত হয়। এই Sentence টিতে জনাব অমুক চুরি করার চেয়ে মৃত্যুকে বেশি পছন্দ করেন। তাই এই গ্যাপে would rather ব্যবহৃত হবে।
Answer: Mr. X is an honest man. He would rather die than steal.
(c)I am a poor student.I cannot buy my necessary books, ___ a smart phone set.
ব্যাখ্যা: আমি একজন গরিব ছাত্র। পরের লাইনে আছে- আমি তো প্রয়োজনীয় বই কিনতে পারি না, স্মার্ট ফোনের কথাতো চিন্তাই করা যায় না। একটাই পারি না , অন্যটি তো চিন্তাই করা যায় না। এরূপ বুঝাতে let alone ব্যবহৃত হয়।
Answer: I am a poor student. I cannot buy my necessary books, let alone a smart phone set.
Completing Sentence with-Phrases/words
(d)You have failed in the test examination. You ___ start reading attentively from today.
ব্যাখ্যা: অনুবাদ: তুমি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছো। তোমার বরং আজ থেকে মনযোগ দিয়ে পড়াশুনা করা উচিত। কোন বিশেষ পরিস্থিতিতে কী করা উচিত বা কী নির্দেশনা তা বুঝানেরা জন্য had better ব্যবহৃত হয়। এবং had better কখনো have better হয় না। এটি সব সময়ই had better রূপে বসে।
Answer: You have failed in the test examination. You had better start reading attentively from today.
(e)Madhusudan Dutta is an epic poet. He ____ at Sagardari in Jashore.
ব্যাখ্যা: মধুসূদন দত্ত একজন মহা কাব্যিক কবি। তিনি যশোরের সাগরদিঘীতে জন্ম গ্রহণ করেন। মনে রাখাবেন কারো জন্ম সাল বা কারো জন্ম স্থান বুঝাতে Auxiliary Verb হিসেবে was ব্যবহার করে Bear- Verb এর Past Participle Form হিসেবে born ব্যবহার করতে হয়।
Answer: Madhusudan Dutta is an epic poet. He was born at Sagardari in Jashore.
(f)I had a bad luck ____ I reached the station, the train left.
ব্যাখ্যা: লাইনটিতে বলা হয়- আমার দূর্ভাগ্য আমি স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি ছেড়ে গেল। কোন কিছু করা মাত্রই / করতে না করতেই বুঝাতে as soon as হয়।
Answer: I had a bad luck as soon as I reached the station, the train left.
Completing Sentence with-Phrases/words
(g) ____ the Bay of Bengal ____? My friend is going there for a Visit tomorrow.
ব্যাখ্যা: এখানে প্রথম অংশে Noun এর দুইপাশে দুটি গ্যাপ। পরের লাইনে আছে- আমার বন্ধু আগামীকাল সেটি দেখতে যাচ্ছে। এরূপ Noun এর দুইপাশে দুটি গ্যাপ থাকলে ঐ Noun টি দেখতে কেমন, তা প্রকাশ করে। এবং সেক্ষেত্রে What does + Noun + look like এই Stucture টি ব্যবহৃত হয়। যেমন: What does the bridge look like.
Answer: What does the Bay of Bengal look like? My friend is going there for a Visit tomorrow.
(h)____ it ___ travelling by an air? I have no idea about it.
ব্যাখ্যা: এখানে প্রথম অংশে it এর আগে ও পরে দুটি গ্যাপ আছে। আর এর পরেই আছে travelling by an air= আকাশ পথে ভ্রমণ । it এর আগে ও পরে দুটি গ্যাপ এই Structure টিও ব্যবহৃত হয় পরে উল্লেখিত ব্যপারটি কেমন তা বুঝানোর জন্য। এক্ষেত্রে Structure টি দাঁড়ায় What’s it like. যেমন এখানে বলা হয়- What’s it like travelling by an air?= আকাশ পথে ভ্রমণ কেমন? অতএব
Answer: What’s it like travelling by an air? I have no idea about it.
Completing Sentence with-Phrases/words
(i)Recently I have visited the Sundarbans. ___ are tigers in it.
ব্যাখ্যা: অনুবাদ: সম্প্রতি আমি সুন্দর বন ভ্রমণ করেছি। এখানে বাঘ আছ। কোথাও কোন কিছু আছে/ কোথাও কেউ বাস করে এমনটি বুঝাতে There দিয়ে শুরু হয়। যেমন: There are two schools in our village. তই এখানে There হবে।
(i) Recently I have visited the Sundarbans. There are tigers in it.
(j)____ is many years since I saw him last. Today I cannot recognize him.
ব্যাখ্যা: এখানে বলা হয়- অনেক বছর হয়েছে তার সাথে আমার শেষ দেখা হয়েছে। আজ আমি তাকে চিনতেই পারি না। ঘড়ির টাইম / অনেক বছর হয়েছে/ বৃষ্টি হয় এরূপ বুঝাতে অব্যক্তিবাচক Subject হিসেবে It বসে। যেমন: It is five O’clock. It is raining.
Answer: It is many years since I saw him last. Today I cannot recognize him.
Like Our Facebook Page: English with Rasel
Join Our Facebook Group: English with Rasel