Connector Cumilla Board-2024 pfd Solution

Use appropriate sentence connectors in the blank spaces of the following passage:

Junk food is very popular nowadays. (a) ______ the children are very much fond of junk food. (b) _____  do we know what junk food actually is? Junk food is such kind of processed food (c) _____ has been produced for its pungent taste rather than for its health value. (d) _______ it contains high calories, salt, added sugar, saturated fat etc. (e) ____ its nutritional value is very low. (f) ______ its appearance is very appealing and mouth watering. (g) _______ it can attract anybody. (h) _______ it is harmful for health. (i) ______ it consists of harmful substances, it may lead to a higher risk of obesity, cardiovascular diseases and other chronic health problems. (j) ______ , it can also affect brain. (k) ______ addiction to it may even result in the rejection of healthier foods such as fruits, vegetables, salads etc. (l) _______  , the sugar used in junk food can damage our teeth and skin. (m) _____ , we should avoid having junk food. (n) ______ we should remember that health is the root of all happiness.

Connector Cumilla Board-2024

উত্তর: (a) Especially; (b) But; (c) that/which; (d) In one hand; (e) On the other hand; (f) But; (g) Thus; (h) However; (i) Since; (j) Furthermore; (k) Additionally; (l) Moreover; (m) Therefore; (n) Ultimately .

ব্যাখ্যাসহ Solution

 

1.Junk food is very popular nowadays.

ব্যাখ্যা: বর্তমানে জাঙ্কফুড খুব জনপ্রিয়। এই লাইনটিতে কোন গ্যাপ নাই। তাই পরের লাইনে যাবো।

Connector Cumilla Board-2024

2. (a) ______ the children are very much fond of junk food.

ব্যাখ্যা: এখানে বলা হয় the children are very much fond of junk food অর্থ্যাৎ শিশুরা জাঙ্কফুড অনেক বেশি পছন্দ করে।

1 নাম্বার লাইনটিতে বলা হয়: জাঙ্কফুড এখন খুব জনপ্রিয়।  2 নাম্বার লাইনে বলা হয়: শিশুরা জাঙ্কফুড অনেক বেশি পছন্দ করে।

এই দুটি লাইনের মধ্যে সংযোগ ঘটানোর জন্য  এখানে গ্যাপ (a) তে Connector হিসেবে Especially বসাতে পারি। এখন যদি 1 ও 2 নাম্বার লাইন মিলিয়ে পড়ি, তাহলে দাড়ায় Junk food is very popular nowadays. (a) Especially the children are very much fond of junk food.

অতএর উত্ত হলো Answer (a) Especially

 

3. (b) _____ do we know what junk food actually is?

ব্যাখ্যা: লক্ষ্য করুন এই লাইনে একটি প্রশ্ন করা হয়েছে। (b) _____  do we know what junk food actually is? অর্থ: আমরা কি জানি জাঙ্কফুড প্রকৃতপক্ষে কি?

এই লাইনটিতে আমরা Connector হিসেবে But ব্যবহার করবো। তাহলে লাইনটি অর্থপূর্ণ হবে।

(b) But do we know what junk food actually is?

Answer (b) But

Connector Cumilla Board-2024

4. Junk food is such kind of processed food (c) _____ has been produced for its pungent taste rather than for its health value.

ব্যাখ্যা: এই লাইনটিতে আগের লাইনের প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। Junk food is such kind of processed food= জাঙ্কফুড হলো এমন এক ধরনের প্রক্রিয়াজাত খাবার;  (c) _____ has been produced= যেটি তৈরি করা হয়; for its pungent taste= কড়া স্বাদের জন্য; rather than for its health value= তার স্বাস্থ্য মূল্যের চেয়ে।

অর্থ্যাৎ জাঙ্কফুড হলো এমন এক ধরনের খাবার,  যা তৈরি করা হয় তার মসলাযুক্ত কড়া স্বাদের জন্য।  তার স্বাস্থ্য মূলে বিবেচনার চেয়ে।

এখানে গ্যাপ © এরপর আছে has been এবং গ্যাপের আগে একটি সম্পূর্ণ স্বাধীন বাক্য আছে। যেহেতু গ্যাপের আগেই একটি স্বাধীন বাক্য আছে, তাই processed food এরপর  Relative Pronoun বসবে। এখানে আমরা which বসাবো।

Junk food is such kind of processed food (c) which has been produced for its pungent taste rather than for its health value.

Answer © which

Connector Cumilla Board-2024

5. (d) _______ it contains high calories, salt, added sugar, saturated fat etc.

ব্যাখ্যা: এই Sentence টিতে বলা হচ্ছে (d) _______ it contains high calories = এতে (জাঙ্কফুডে) আছে উচ্চমাত্রার ক্যালরি; salt, added sugar, saturated fat etc.= লবন, অতিরিক্ত চিনি, স্যাচুরেটেড ফ্যাট ইত্যাদি।

এই গ্যাপে আমরা Connector হিসেবে In one hand ব্যবহার করতে পারি। যার অর্থ হলো ‘একদিকে’।

এরপর লাইন নাম্বার ৬ ছয় লক্ষ্য করুন

6. (e) ____ its nutritional value is very low.

 ব্যাখ্যা: এই লাইনটিতে বলা হয়েছে, ‘ এর পুষ্টি মূল্য খুব নিন্ম মানের’।

5 নাম্বার লাইনে ব্যবহার করেছি In one hand. এই লাইনটিতেও যেহেতু জাঙ্কফুডের খরাপ দিক তুলে ধরা হয়েছে, তাই এই লাইনে Connector হিসেবে  On the other hand ব্যবহার করবো। যার অর্থ ‘অন্যদিকে’।

অতএব 5 ও 6 নাম্বার লাইনে উত্তর দাঁড়ায়

Answer (d) In one hand

(e) On the other hand.

Connector Cumilla Board-2024

7. (f) ______ its appearance is very appealing and mouth watering.

ব্যাখ্যা: এই লাইনে বলা হচ্ছে (f) ______ its appearance= এর চেহারা  is very appealing= খুব আকর্ষনীয়  and mouth watering= মুখরোচক।

দেখেন আগের দুটি লাইনে জাঙ্কফুডের খারাপ দিক তুলে ধরা হয়েছে। কিন্তু এই লাইনে আবার ভিন্ন কথা বলা হচ্ছে। তাই এই গ্যাপে Connector হিসেবে But বসাবো।

তখন অর্থ দাঁড়াবে,  ‘এর চেহারা খুব আর্ষনীয় এবং মুখরোচক’।

Answer (f) But

8. (g) _______ it can attract anybody.

ব্যাখ্যা: এখানে বলা হয় (g) _______ it can attract anybody= এটি (জাঙ্কফুড) যে কাউকে আকর্ষন করতে পারে।

গ্যাপ (g) তে Connector হিসেবে Thus বসবে। তখন লাইনটির অর্থ দাঁড়াবে ‘এভাবে এটি ( জাঙ্কফুড) যে কাউকে আকর্ষন করতে পারে।

Answer (g) Thus

Connector Cumilla Board-2024

9. (h) _______ it is harmful for health.

ব্যাখ্যা: এই লাইনের  অর্থ হল ‘এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’।

7 ও 8 নাম্বার লাইনে বলা হয়েছে,  জাঙ্কফুড আকর্ষনীয় ও মুখরোচক। তাই এটি যে কাউকে আকর্ষন করতে পারে। আবার এই লাইনে বলা হচ্ছে, জাঙ্কফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।  এধরণের ভিন্নতা বুঝাতে However ব্যবহার করতে হয়।

তাই এই গ্যাপে Connector হিসেবে However বসাবো।

Answer (h) However.

Connector Cumilla Board-2024

10. (i) ______ it consists of harmful substances, it may lead to a higher risk of obesity, cardiovascular diseases and other chronic health problems.

ব্যাখ্য: এই লাইনে বলা হচ্ছে (i) ______ it consists of harmful substances,= এটি (জাঙ্কফুড)  ক্ষতিকর উপাদন দিয়ে গঠিত=  it may lead= এটি ধাবিত করতে পারে;  to a higher risk,= উচ্চ ঝুঁকির দিকে;  of obesity = স্থুলতার cardiovascular diseases = হৃদরোগের ;  and other chronic health problems.= এবং অন্যান্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত সমস্যার দিকে।

দেখুন জাঙ্কফুড ক্ষতিকর উপাদান  দিয়ে তৈরি হওয়ার কারণে, এটি মানুষকে বিভিন্ন রোগের দিকে নিয়ে যায়। এখানে বাক্যের একটি অংশ কারণ বুঝাচ্ছে। অন্য অংশ টি ফলাফল বুঝায়।

 তাই কারণ বুঝাতে গ্যাপ (i) তে Connector  হিসেবে Since বসবে।

(i) Since it consists of harmful substances, it may lead to a higher risk of obesity, cardiovascular diseases and other chronic health problems.

Answer (i) Since

Connector Cumilla Board-2024

11.(j) ______ , it can also affect brain.

ব্যাখ্যা: এই লাইনে বলা হয় (j) ______ , it can also affect brain.= এটি ( জাঙ্কফুড)  মস্তিষ্ককে আক্রান্ত করতে পারে। এখানেও ধারাবাহিক ভাবে জাঙ্কফুডের খারাপ দিক তুলে ধরা হয়েছে।

তাই এই গ্যাপে আমরা Connector হিসেবে Furthermore ব্যবহার করতে পারি। কেননা একই বিষয়ে আবারো কিছু বলতে Besides / furthermore / moreover ব্যবহার করতে হয়।

Answer ( j) Furthermore

Connector Cumilla Board-2024

12. (k) ______ addiction to it may even result in the rejection of healthier foods such as fruits, vegetables, salads etc.

ব্যাখ্যা: এই লাইনটিতে বলা হয়েছে  ______ addiction to it = এর ( জাঙ্কফুডের) প্রতি আসক্তি ;  may even result in= এমনকি ফলে পরিনত হতে পারে;  the rejection of healthier foods= অধিকতর স্বাস্থ্যকর খাবার প্রত্যাখ্যান;  such as fruits, vegetables, salads etc.= ফলমূল, সবজি সালাদের মত।

অর্থ্যাৎ জাঙ্কফুডের প্রতি আসক্তি ফলমূল, সবজিও সালাদের মত অধিকতর স্বাস্থ্যকর খাবার প্রত্যাখানের দিকে নিয়ে যেতে পারে।

ধারাবাহিকভাবে  জাঙ্কফুডের খারাপ দিক বুঝাতে এই গ্যাপ (k) তেও Connector হিসেবে Additionally বসবে।

 Additionally addiction  to it may even result in the rejection of healthier foods such as fruits, vegetables, salads etc.

Answer (k) Additionally

Connector Cumilla Board-2024

13. (l) _______ , the sugar used in junk food can damage our teeth and skin.

ব্যাখ্যা: এখানে বলা হয় (l) _______  , the sugar used in junk food = জাঙ্ক ফুডের মধ্যে ব্যবহৃত চিনি;  can damage our teeth and skin.= আপনার দাঁত ও ত্বকের ক্ষতি করতে পারে।

এই লাইনটিতেও জাঙ্কফুডের অপকারিতার কথা বলা হয়েছে। তাই ধারাবাহিকতায় গ্যাপ (l) এ Moreover বসাবো।

কেননা একই বিষয়ে আরো কিছু বলতে Moreover/ furthermore/ additionally/ besides বসবে

Answer (l) Moreover

14. (m) _____ , we should avoid having junk food.

ব্যাখ্যা: এই লাইনের অনুবাদ হলো: আমাদের উচিত জাঙ্কফুড এড়িয়ে চলা।

দেখেন আগের লাইনগুলোতে জাঙ্কফুডের অনেক অপকারিতার কথা বলা হয়েছে। তাই আমাদের জাঙ্কফুড এড়িয়ে চলা উচিত।

অতএব গ্যাপ (m) এ Connector হিসেবে Therefore হবে।

(m) Therefore  , we should avoid having junk food

Answer (m) Therefore

Connector Cumilla Board-2024

15. (n) ______ we should remember that health is the root of all happiness.

ব্যাখ্যা: এই লাইনটিতে বলা হয়েছে (n) ______ we should remember that = আমাদের মনে রাখা উচিত যে;  health is the root of all happiness. = স্বাস্থ্যই সকল সুখের মূল।

সারা Passage জুড়ে জাঙ্কফুডের খারাপ দিকগুলো তুলে ধরে, সবশেষ বলা হচ্ছে (n) ______ we should remember that health is the root of all happiness.

তাই গ্যাপ (n) এ Connector হিসেবে Ultimately  বসবে।

(n) Ultimately we should remember that health is the root of all happiness.

Answer (n) Ultimately

Connector Cumilla Board-2024

1.Facebook Page: English with Rasel

2.  Facebook Group:English with Rasel

 1.Facebook Page: English with Rasel

2.  Facebook Group:English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype