Connector Solution Mymensigh Board HSC- 2023
Use appropriate sentence connectors in the blank spaces of the following passage:
Time, by its very nature, is fleeting. (a)____ , time once gone is gone forever. (b) _____ the sincere people realize the value of time. (c) ____ not everyone is aware of the value of time. (d) ____ it is seen that many of us waste time. (e) ____ we realize the significance of lost time when it is too late. (f) ____ we suffer in life. (g) ____ all of us should make the best use of time. (h) ___ proper time management is the key to success in student life.
(i) ___ we find that an ideal student is the one who makes the best use of time. (j) ____ ,a lazy student fails to make the grade as he kills time. (k) ____ the teachers advise their students not to waste time. (l) ___ they warn the students against their addiction to social networking sites and gaming. (m) ___ students should follow the advice of their teachers. (n) ____ ,they will suffer in the long run.
(a) That’s why; (b) Only; (c) But/However; (d) Sometimes/Often; (e) Unfortunately; (f) As a result/Therefore; (g) So; (h) In fact/ Undoubtedly: (i) For example/For instance; (j) On the other hand/Meanwhile; (k) So/As a result/That’s why; (l) Besides/ Moreover; (m) Therefore/Hence; (n) Otherwise
Connector Solution Mymensigh Board
1.Time, by its very nature, is fleeting.
অনুবাদ: সময় স্বভাবতই ক্ষণস্থায়ী।
2. (a)____ , time once gone is gone forever.
ব্যাখ্যা: গ্যাপের পরে বলা হচ্ছে- সময় একবার চলে গেলে আর ফিরে আসে না।আগের লাইনে বলা হয়েছিল – সময় স্বভাবতই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়িত্বের কারণেই কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই গ্যাপ (a) তে Connector হিসেবে That’s why ব্যবহৃত হবে।
Answer (a) That’s why
3. (b) _____ the sincere people realize the value of time.
ব্যাখ্যা: আন্তরিক ব্যক্তিরাই সময়ের মূল্য অনুধাবন করতে পারে। লক্ষ্য করে দেখবেন যারা সচেতন এবং আন্তরিক শুধু তারাই সময়ের মূল্য বুঝতে পারে। তাই গ্যাপ (b) তে Connector হিসেবে Only বসবে।
Answer (b) Only
4. (c) ____ not everyone is aware of the value of time.
ব্যাখ্যা: এখানে বলা হয়- সময় সম্পর্কে সবাই সচেতন না। আগের লাইন থেকে এই লাইনটি ভিন্নার্থ দিচ্ছে তাই এই গ্যাপ (c ) তে Connector হিসেবে However/ But ব্যবহৃত হবে।
Answer (c ) However/ But.
Connector Solution Mymensigh Board
5. (d) ____ it is seen that many of us waste time.
ব্যাখ্যা: it is seen that= দেখা যায় যে; many of us waste time.= আমাদের অনেকেই সময় নষ্ট করি। আগের লাইনে বলা হয়- But not everyone is aware of the value of time. সুতরাং গ্যাপ (d) তে হবে Often/Sometimes. তখন লাইনটির অর্থ দাঁড়াবে- প্রায় দেখা যায় আমাদের অনেকেই সময় নষ্ট করি।
Answer (d) Often/Sometimes.
6. (e) ____ we realize the significance of lost time when it is too late.
ব্যাখ্যা: এখানে বলা হয় we realize= আমরা অনুধাবন করি; the significance of lost time= হারানো সময়ের তাৎপর্য; when it is too late= যখন অনেক দেরি হয়ে যায়। মানুষ সবসময়ই সময় হারিয়ে হায়হুতাশ করে। যা একটি দুর্ভাগ্যের বিষয়। এই গ্যাপটিতে আমরা Connector হিসেবে Unfortunately ব্যবহার করবো।
Answer (e ) Unfortunately
7. (f) ____ we suffer in life.
ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে- জীবনে ভোগান্তির মধ্যে পরি। দেখেন- আমরা হারানো সময়ের তাৎপর্য অনেক দেরি করে অনুধাবন করার ফলেই জীবনে ভোগান্তির মধ্যে পরি। অতএব গ্যাপ (f) এ হবে As a result.
Answer (f) As a result
8. (g) ____ all of us should make the best use of time.
ব্যাখ্যা: এখানে বলা হয়- আমাদের সকলের সময়ের সর্বোচ্চ ব্যবহার করা উচিত। আগের দুটি লাইনের প্রেক্ষাপটে গ্যাপ (g)তে হবে So.
Answer (g) So
9. (h) ___ proper time management is the key to success in student life.
ব্যাখ্যা: proper time management= যথাযথ সময় ব্যবস্থাপনা; is the key to success= সফলতার চাবিকাঠি; in student life= ছাত্র জীবনে। এটাই প্রকৃত বিষয় যে যথাযথ সময় ব্যবস্থাপনা ছাত্র জীবনে সফলতার চাবিকাঠি। তাই গ্যাপ (h) এ Connector হিসেবে Infact হবে। আমরা এই গ্যাপে Undoubtedly ও ব্যবহার করতে পারি।
Answer (h) In fact/Undoubtedly
Connector Solution Mymensigh Board
10. (i) ___ we find that an ideal student is the one who makes the best use of time.
ব্যাখ্যা: এখানে বলা হয়- we find that an ideal student is the one= আমরা দেখতে পাই যে, একজন ভালো ছাত্র সে ; who makes the best use of time= যে তার সময়ের সর্বোচ্চ ব্যবহার করে। আগের লাইনটিতে বলা হয়েছে- এটাই প্রকৃত বিষয় যে যথাযথ সময় ব্যবস্থাপনা ছাত্র জীবনে সফলতার চাবিকাঠি। এর পর এখানে উদাহরণ হিসেবে বলা হচ্ছে- আমরা দেখতে পাই যে, একজন ভালো ছাত্র সে, যে তার সময়ের সর্বোচ্চ ব্যবহার করে। তাই গ্যাপ (I)তে Connector হিসেবে For example/For instance ব্যবহার করতে পারি।
Answer (i) For example/For instance
11. (j) ____ ,a lazy student fails to make the grade as he kills time.
ব্যাখ্যা: এই লাইনটিতে আবার বলা হয়- একজন অলস ছাত্র ভাল গ্রেড পেতে অসমর্থ হয়। যেহেতু সে সময় নষ্ট করে। দেখুন এখানে দুরকম কথা বলা হয়েছে। আগের Sentnce এ বলা হয়- ভালো ছাত্র সময়ের সঠিক ব্যবহার করে। অন্যদিকে এই Sentence এ বলা হয়- অলস ছাত্র সময় নষ্ট করে। তাই গ্যাপ (j) তে On the other hand বসবে।
Answer (j) On the other hand
12. (k) ____ the teachers advise their students not to waste time.
ব্যাখ্যা: এই Sentence টিতে বলা হয়- শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের সময় নষ্ট না করতে উপদেশ দেয়। দেখুন, সময়ের সঠিক ব্যবহার করলে ভালো ফলাফল করা যায়। অন্যদিকে সময় নষ্ট করলে জীবনে সফল হওয়া যায় না। তাই তো শিক্ষকরা সময়ের সঠিক ব্যবহার করার জন্য উপদেশ দেন। তাই অর্থে গ্যাপ (k) তে So/As a result/That’s why ব্যবহার করতে পারি।
Answer (k) So/As a result/That’s why
Connector Solution Mymensigh Board
13.(l) ___ they warn the students against their addiction to social networking sites and gaming.
ব্যাখ্যা: they warn the students= তাঁরা (শিক্ষকরা) সতর্ক করেন ছাত্র-ছাত্রীদের; against their addiction= তাদের (ছাত্র-ছাত্রীদের) আসক্তির বিরুদ্ধে; to social networking sites and gaming= সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গেম খেলার। আগের লাইনটির সাথে মিলিয়ে এই লাইনেও সময়ের সঠিক ব্যবহার করার জন্য ছাত্র-ছাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গেইম খেলার আসক্তির বিরুদ্ধে শিক্ষকরা সতর্ক করেন। তাই গ্যাপ (l) এ আমরা Connector হিসেবে Moreover/besides ব্যবহার করবো।
Answer (l) Moreover/besides
14. (m) ___ students should follow the advice of their teachers.
ব্যাখ্যা: এই লাইনটিতে বলা হয়- ছাত্র-ছাত্রীদের উচিত তাদের শিক্ষকদের উপদেশ মেনে চলা। সময়ের সঠিক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তাই ছাত্র-ছাত্রীদের উচিত তাদের শিক্ষকদের উপদেশ মেনে চলা। এজন্য গ্যাপ (m) এ আমরা Connector হিসেবে Therefore/ hence ব্যবহার করবো।
Answer (m) Therefore/ Hence
15. (n) ____ ,they will suffer in the long run.
ব্যাখ্যা: এই লাইনে বলা হয়- তারা অবশেষে ভোগবে। দেখুন- শিক্ষকদের উপদেশ মেনে না চললে তারা অবশেষে ভোগবে। তাই গ্যাপ (n) এ আমরা Connector হিসেবে Otherwise ব্যবহার করবো।
Answer (n) Otherwise.
Like Our Facebook Page: English with Rasel
Join Our Facebook Group: English with Rasel