Connector Solution Sylhet Board HSC-2022
Use appropriate Sentence connectors in the blank spaces of the following passage:
Trees are a vital part of our environment. (a) —-, they bear a great impact on the climate. (b) —–, we are not kind and careful about them. © —-, we destroy trees at random. (d) —-, one day the country will bear the consequence of the greenhouse effect. (e) — ours is an Agricultural country, our economy depends on agriculture. (f) —- trees play a vital role in our climate. (g) —-, trees keep the soil strong and protect it. (h) —–, trees save us from floods and many other natural calamities. (i) —– trees provide us timber which is of great use specially in construction works and making furniture. (j) —–, trees are our best friends.
Connector Solution Sylhet Board
আমরা বরাবরের মত এখানেও বিস্তারিত ব্যাখ্যাসহ আলোচনা করেছি। ফলে শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পাররেন। ব্যাখ্যাগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে , যেন শিক্ষার্থীদের অনুশীলন করতে আগ্রহ তৈরি হয়।
আপনাদের কাছে একটি অনুরোধ পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। এতে করে আপনার বন্ধুরা খুব সহজেই পেয়ে যাবেন।
ব্যাখ্যাসহ Solution
1.Trees are a vital part of our environment.
ব্যাখ্যা: লাইনটির বাংলা অনুবাদ হলো: গাছ আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। এই লাইনে কোন গ্যাপ নাই, তাই চলে যাচ্ছি পরের লাইনে।
2. (a) —-, they bear a great impact on the climate.
ব্যাখ্যা: জলবায়ুর উপর তাদের ব্যাপক প্রভাব রয়েছে। লক্ষ্য করুন – প্রথম লাইনটিতেও গাছ সম্পর্কে ইতিবাচক বক্তব্য তুলে ধরা হয়েছে। এরূপ কোন Passage এর শুরুতে ইতিবাচক বলার পরই যদি আবার ঠিক পরের লাইনেই ইতিবাচক বক্তব্য দেয়া হয়, তাহলে পরের Sentence টিতে Connector হিসেবে Actually/Infact ব্যবহার করতে পারি।
Answer (a) Infact
3. (b) —–, we are not kind and careful about them.
ব্যাখ্যা: বাংলা অনুবাদ – আমরা গাছের প্রতি দয়ালু এবং যত্নবান নয়। দেখেন প্রথম দুটি লাইনে গাছ সম্পর্কে ইতিবাচক বলা হলেও এই লাইনে গাছের প্রতি আমাদের দায়িত্বহীনতার কথা তুলে ধরা হয়েছে। গাছ আমাদের উপকারে আসে সত্ত্বে এই দায়িত্বহীনতা দুর্ভাগ্যজনক। তাই আমরা গ্যাপে Connector হিসেবে Unfortunately বসাবো।
Answer (b) Unfortunately
Connector Solution Sylhet Board
4. © —-, we destroy trees at random.
ব্যাখ্যা: বাংলা অনুবাদ : আমরা নির্বিচারে গাছ ধ্বংশ করি। আগের লাইনের সাথ মিলিয়ে পড়লে বলতে পারি: আমরা গাছের প্রতি দয়ালু এবং যত্নবান না। বরং আমরা নির্বিচারে গাছ ধ্বংশ করি। এখানে ‘বরং’ অর্থে Connector হিসেবে গ্যাপে Rather বসবে।
Answer © Rather
5. (d) —-, one day the country will bear the consequence of the greenhouse effect.
ব্যাখ্যা: one day the country will bear the consequence= একদিন এই দেশ ফল ভোগ করবে; of the greenhouse effect= গ্রিন হাউজ প্রভাবের। নির্বিচারে গাছ ধ্বংশ করার পরিনতি সরূপ এই দেশ গ্রিন হাউজ প্রভাবের ফলাফল ভোগ করবে। এই গ্যাপে Connector হিসেবে Consequently বসবে।
Answer (d) Consequently.
Connector Solution Sylhet Board
6. (e) — ours is an Agricultural country, our economy depends on agriculture.
ব্যাখ্যা: ours is an Agricultural country= আমাদের দেশটি হলো কৃষিপ্রধান দেশ; our economy depends on agriculture.= আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভর করে। দেখেন এটি একটি Complex Sentence. এর প্রথম অংশে কারণ হিসেবে দেখানো হয়েছে- আামাদের দেশ একটি কৃষি প্রধান দেশ। আর পরের অংশে ফলাফল দেখানো হয়- আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভর করে। Complex Sentence এ কারণ বুঝাতে Connector হিসেবে As/since বসে। অতএব গ্যাপ (e) তে As/since বসবে।
Answer (e) As/Since
7. (f) —- trees play a vital role in our climate.
ব্যাখ্যা: trees play a vital role= গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে; in our climate.= আমাদের জলবায়ুতে। দেখুন এই লাইনে পুনরায় গাছের উপকারিতার কথা বলা হয়েছে। একটি বিষয় সম্পর্কে যখন আবার কিছু বলা হয়, তখন Connector হিসেবে Moreover/ Furthermore ব্যবহার করা যায়। অতএব গ্যাপ ( f) এ হবে Moreover.
Answer (f) Moreover
Connector Solution Sylhet Board
8. (g) —-, trees keep the soil strong and protect it.
ব্যাখ্যা: trees keep the soil strong= গাছ মাটিকে শক্ত করে ধরে রাখে; and protect it. = এবং একে রক্ষা করে। এই Sentence টিতেও একইভাবে আগের Sentence এর মতো গাছের উপকারিতার কথা তুলে ধরা হয়েছে। তাই এই গ্যাপে Connector হিসেবে Besides বসাবো।
Answer (g) Besides
9. (h) —–, trees save us from floods and many other natural calamities.
ব্যাখ্যা: trees save us from floods= গাছ আমাদের বন্যা থেকে রক্ষা করে; and many other natural calamities.= এবং অন্যান্য অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে। গাছ মাটিকে শক্তিশালী করে জলবায়ুতে অবদান রাখে। এইভাবে গাছ আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাই গ্যাপ (h) এ Connector হিসেবে Thus বসবে। যার অর্থ ‘এইভাবে’।
Answer (h) Thus.
Connector Solution Sylhet Board
10. (i) —– trees provide us timber which is of great use specially in construction works and making furniture.
ব্যাখ্যা: trees provide us timber= গাছ আমদের কাঠ দেয়; which is of great use= যার অনেক ব্যবহার রয়েছে; specially in construction works and making furniture= বিশেষ করে নির্মাণ কাজ এবং অসবাবপত্র তৈরিতে। এই লাইনটিতেও গাছের উপকারিতা সম্পর্কে বলা আছে। তাই গ্যাপ (i) তে Connector হিসেবে Moreover বসবে।
Answer (i) Moreover
11. (j) —–, trees are our best friends.
ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে, গাছ আমাদের উৎকৃষ্ট বন্ধু। এতো কিছুর পরও গাছ আমাদের বন্ধু, এতে কোন সন্দেহ নাই। গ্যাপ (j) তে Connector হিসেবে Undoubtedly বসবে।
Answer (j) Undoubtedly
Connector Solution Sylhet Board
Facebook Page: English with Rasel
Facebook Group:English with Rasel