Connectors Solution Cumilla Board HSC-2023
Complete the Sentences Using Suitable Clauses/phrases:
Health (a) —– is root of all happiness, can be enjoyed taking adequate care of body and mind. People (b) —— are always under mental stress and suffer from anxieties, cannot enjoy good health. —- to enjoy good health, it is also necessary to keep our mind sound. They are doctors (d) —- say that simple and carefree life is more conductive to health. Many people, (e) —–, are not aware of the health rules. They (f) —– take physical exercises (g) —– take proper food. (h) —-, a huge number people of our country live below poverty line. (I) —– they cannot afford to eat good food. (j) —– they cannot enjoy good health. (k) —- awareness about health rules (l) —— following them are very important in maintaining good health. (m) —— only healthy people can contribute to the national development. (n) —– we must be careful about our health.
Connectors Solution Cumilla Board
ব্যাখ্যাসহ Solution
1. Health (a) —– is root of all happiness, can be enjoyed taking adequate care of body and mind.
অনুবাদ: সকল সুখোর মূল স্বাস্থ্য যা উপভোগ করা যায় শরীর ও মনের পর্যাপ্ত যত্ন নিয়ে।
ব্যাখ্যা: এটি একটি Complex Sentence যেখানে Health can be enjoyed taking adequate care of body and mind এই অংশটুকু Independent Clause এবং — is the root of all happiness এই অংশটুকু Subordinate Clause. এই ধরনের Complex Sentence এ Connector হিসেবে RelativePronoun ব্যবহৃত হয়। গ্যাপের আগে Health যেহেতু একটি অব্যক্তিবাচক শব্দ, তই এখানে Connector হিসেবে Relative Pronoun– which বসবে।
Answer (a) which
2. People (b) —— are always under mental stress and suffer from anxieties, cannot enjoy good health.
অনুবাদ: মানুষ যারা সবসময় মানসিক চাপে থাকে এবং মানসিক দুশ্চিন্তায় ভোগে, তারা সুস্বাস্থ্য উপভোগ করতে পারে না।
ব্যাখ্যা: এটিও একটি Complex Sentence. এখানে People cannot enjoy good health এই অংশটুকু Clause এবং —– are always under mental stress and suffer from anxieties এই অংশটুকু Subordinate Clause. আগেই বলেছি এই ধরনের Complex Sentence গুলোতে Connector হিসেবে Relative Pronoun ব্যবহার করতে হয়। এখানে যেহেতু People ব্যাক্তিবাচক, তাই এখানে who বসবে।
Answer (b) who.
Connectors Solution Cumilla Board
3. © —- to enjoy good health, it is also necessary to keep our mind sound.
অনুবাদ: তাই সুস্বাস্থ্য উপভোগ করতে মনকে সুস্থ রাখাও প্রয়োজন।
ব্যাখ্যা: আগের ২টি Sentence এর জের বা কথার উপর ভিত্তি করে বলা হয়েছে তাই সুস্বাস্থ্য উপভোগ করার জন্য মন কে সুস্থ রাখাও প্রয়োজন। সুতরাং এখানে ‘তাই’ অর্থে হবে so. যেমন: He studies hard. So he is sure of his success.
Answer (c ) so.
4. They are doctors (d) —- say that simple and carefree life is more conductive to health.
অনুবাদ : তারা ডাক্তার যারা বেলেছেন সাধারণ ও চিন্তামুক্ত জীবন সুস্বাস্থ্যের জন্য উপকারী।
ব্যাখ্যা: এটিও প্রথম ২টি Sentence এর মত Complex Sentence. এখানেও Relative Pronoun বসাতে হবে। যেহেতু গ্যাপের আগে ব্যক্তিবাচক The doctors আছে, তাই who ব্যবহৃত হবে।
Answer (d) who
Connectors Solution Cumilla Board
5. Many people, (e) —–, are not aware of the health rules.
অনুবাদ: যাইহোক, অনেকেই স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন না।
ব্যাখ্যা: আগের Sentence গুলোতে স্বাস্থ বিধি সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। স্বাস্থ্য বিধির উপকারিতা সম্পর্কেও বলা হয়েছে। কিন্তু এই Sentence টিতে বলা হয়েছে অনেকেই সচেতন না। এইরকম ভিন্নতা বোঝাতে however ব্যবহৃত হয়।
Answer (e) however.
6. They (f) —– take physical exercises (g) —– take proper food.
ব্যাখ্যা: যারা স্বাস্থ্য বিধি মেনে চলে না, তারা কি physical exercises করে? সঠিক খাবার খায়? উত্তর হলো-না। তারা এই ২টার একটিও করে না। ২টি কাজের মধ্যে একটিও না করা বোঝাতে neither —- nor বসে। এই Sentence টিতেও গ্যাপ (f) এ বসবে neither এবং গ্যাপ (g) তে বসবে nor.
Answer (f) neither
Answer (g) nor
Connectors Solution Cumilla Board
7. (h) —-, a huge number people of our country live below poverty line.
ব্যাখ্যা: এই sentence টিতেও Negative কথা বলা হয়েছে। তবে এখানে বলা হয়েছে অসল কথা। বাংলাদেশের মানুষ দরিদ্র। এখানে প্রকৃতপক্ষে অর্থে In fact ব্যবহৃত হবে।
অনুবাদ : প্রকৃতপক্ষে, বাংলাদেশের অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে।
Answer (h) In fact
8. (I) —– they cannot afford to eat good food.
ব্যাখ্যা: বাংলাদেশের মানুষ দরিদ্র, তাই সঠিক খাবার কিনে খেতে পারে না। এখানে আগের লাইনটির ফল হলো এই লাইন। এখানে ‘তাই’ অর্থে Therefore/ Hence/ So ব্যবহৃত হবে।
Answer : Therefore/ Hence/ So
অনুবাদ: তাই তারা সঠিক খাদ্য কিনে খেতে পারে না।
9. (j) —– they cannot enjoy good health.
ব্যাখ্যা: এইলাইনটিও ৭নং লাইনেই ফল। আগের লাইনে আমরা Therefore/Hence/So ব্যবহার করেছি। তাই এখানে As a result ব্যবহার করবো।
Answer (j) As result
অনুবাদ: ফলে তারা সুস্বাস্থ্য উপভোগ করতে পারে না।
10. (k) —- awareness about health rules (l) —— following them are very important in maintaining good health.
ব্যাখ্যা: দেখুন উপরের করণগুলো জন্য স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা এবং এগুলো মেনে চলা সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং গ্যাপ (k) তে ব্যবহার করবো For this reason এবং (l) তে ব্যবহার করবো and.
Answer (k) For this reason
Answer (l) and
অনুবাদ: এই কারণে সুস্বাস্থ্য মেনইনটেইন করার জন্য স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা এবং এগুলো মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Connectors Solution Cumilla Board
- (m) —— only healthy people can contribute to the national development.
অনুবাদ: —- শুধু সুস্থ্য মানুষই জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে।
ব্যাখ্যা: এখানে Because ব্যবহৃত হবে। কেননা Because ব্যবহার করলেই বাক্যটি অর্থপূর্ণ হবে।
Answer (m) Because.
12. (n) —– we must be careful about our health.
অনুবাদ: —– আমদেরকে অবশ্যই আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে।
ব্যাখ্যা: এখানে আমরা So ব্যবহার করবো। So অর্থ ‘তাই’। তাহলে অর্থ দাড়াবে- তাই আমদেরকে অবশ্যই আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে।
Answer (n) So
Connectors Solution Cumilla Board
Facebook Page: English with Rasel
Facebook Group:English with Rasel