Happiness is a relative term. (a)—-, it depends upon some factors. (b) —–, contentment is the key to happiness. (c) —– contentment varies from person to person. (d) —–, a beggar may be contented with only ten taka. (e) —-, a wealthy person may be dissatisfied even after getting one million taka. (f) ——, it is said that contentment brings happiness. (g) —–, we must learn to be contented with what we have. (h) —-, this learning is the simpliest way to remain happy. (i) —–, we must remember that our life is short. (j) —-, in this short life we cannnot get everything (k) —- we want. (l) —- we want everything, we will not get happiness. (m) —–, we will get frustrated and we will plunge into the world of sadness. (n) —-, it is always better to be contented with what we have than to live in eternal sadness. 

 

Connectors Solution HSC Dhaka

1.Happiness is a relative term.

ব্যাখ্যা: সুখ হচ্ছে একটি আপেক্ষিক বিষয়। অর্থ্যাৎ সুখ বিষয়টি একেক জনের কাছে একেক রকম।
এই লাইনটিতে কোন গ্যাপ নাই। তাই আমরা পরের লাইনে চলে যাচ্ছি।

2. (a)—-, it depends upon some factors. 
এখানে Answer হবে As. এবং As এই লাইনটি অর্থপূর্ন করে তোলে।

Answer: (a) As

3. (b) —–, contentment is the key to happiness.

ব্যাখ্যা: এই লাইনটিতে অতিরিক্ত তথ্য প্রদান করার কারণে আমরা connector হিসেবে Moreover/Furthermore/Also ব্যবহার করতে পারি। 

Answer: Moreover/Furthermore/Also

4. (c) —– contentment varies from person to person.

ব্যাখ্যা: বাংলা- ‘ সন্তুষ্টি ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয়’। আগের লাইনটিতে বলা হয়েছে ‘সন্তুষ্টি সুখের চাবিকাঠি’। আর এখানে বলা হচ্ছে ‘ সন্তুষ্টি ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয়’। অতএব এখানে আমরা However ব্যবহার করবো।

Answer: (c) However

5.  (d) —–, a beggar may be contented with only ten taka.

ব্যাখ্যা: বাংলা- ‘ একজন ভিক্ষুক শুধু দশ টাকা নিয়ে সন্তুষ্ট হতে পারে’। আগের লাইনের সঙ্গে মিলিয়ে আমরা বলতে পারি,  উদাহরণসরূপ একজন ভিক্ষুক শুধু দশ টাকা নিয়ে সন্তুষ্ট হতে পারে। 

Answer (d) For example/ For instance.

6. (e) —-, a wealthy person may be dissatisfied even after getting one million taka.

ব্যাখ্যা: বাংলা- ‘একজন সম্পদশালী ব্যাক্তি এক মিলিয়ন টাকা পাওয়ার পরও অসন্তুষ্ট হতে পারে’।

এখানে আগের লাইনটির সাথে বৈসাদৃশ্য বোঝাচ্ছে। অতএব এখানে On the other hand ব্যবহৃত হবে।

Answer (e) On the other hand

Connectors Solution HSC Dhaka

7. (f) ——, it is said that contentment brings happiness.

ব্যাখ্যা: বাংলা  ‘বলা হয়, সন্তষ্টি সুখ আনে’। আগের লাইনগুলোর সাথে মিলিয়ে আমরা বলতে পরি – ফলে বলা হয় সুন্তুষ্টি সুখ আনে।

এখানে Answer (f) Consequently/As a result 

8. (g) —–, we must learn to be contented with what we have.

ব্যাখ্যা: বাংলা ‘আমাদের অবশ্যই যা আছে তাই নিয়ে সন্তুষ্ট হওয়া শিখতে হবে’। আগে আমরা জেনেছি সন্তষ্টি সুখ আনে। তাই আমাদের অবশ্যই যা আছে তাই নিয়ে সন্তুষ্ট হওয়া শিখতে হবে। 

এখানে Answer (g) Therefore

9 (h) —-, this learning is the simplest way to remain happy.

ব্যাখ্যা: বাংলা ‘ প্রকৃতপক্ষে এই শিক্ষা হলো সুখি থাকার সবচেয়ে সহজ উপায়’।

Answer (h) Actually/ Infact

10. (i) —–, we must remember that our life is short.

ব্যাখ্যা: বাংলা অর্থ ‘ আমাদের  অবশ্যই মনে রাখতে হবে আমাদের জীবন ছোট’। এখানে দেখেন  এই প্রসঙ্গে আরো বলা হয়। এরূপ বোঝাতে আমরা Additionally ব্যবহার করতে পারি ।

Answer (i) Additionally

11. (j) —-, in this short life we cannot get everything (k) —- we want.

ব্যাখ্যা: বাংলা ‘যাইহোক এই সংক্ষিপ্ত জীবনে আমরা সবকিছু পাবনা এমনটি যদিও আমরা চাই’।

Answer (j) However; (k) even if

12. (l) —- we want everything, we will not get happiness.

ব্যাখ্যা: বাংলা ‘ যদি আমরা সবকিছিু চাই , তবে সুখ পাবো না।’। এখানে Answer হবে If

Answer (l) If

13. (m) —–, we will get frustrated and we will plunge into the world of sadness.

ব্যাখ্যা: বাংলা ‘ আমরা হতাশ হবো এবং দুঃখের সাগরে ডুবে যাবো’। আগের লাইনটির সাথে মিলিয়ে পড়লে   ‘বরং- Rather’ ব্যবহার করতে পারি।

Answer (m) Rather

14. (n) —-, it is always better to be contented with what we have than to live in eternal sadness. 

বাংলা: ‘ চিরস্থায়ী দুঃখে বাস করার চেয়ে যা আছে তা নিয়ে সন্তুষ্ট অধিকতর ভালো’।

Answer (n) Therfore

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype