
8. Identify the correct sentence:
(ক) She speaks English like English
(খ) She speaks the English like English
(গ) She speaks the English like the English
(ঘ) She speaks English like the English
(ঘ) She speaks English like the English
Article এর Rules অনুযায়ী ভাষার নামের পূর্বে Article- The ব্যবহৃত হয় না। কিন্তু জাতির নামের পূর্বে The ব্যবহৃত হয়।
যেমন:
Bangla is our mother tongue.
The English are brave.
আমাদের প্রশ্নে উল্লেখিত চারটি অপশনের মধ্যে উপরে উল্লেখিত Article এর Rule অনুযায়ী অপশন (ঘ) সঠিক।
কেননা এই অপশনে বলা হয়েছে She speaks English- সে ইংরেজি বলে (অর্থ্যাৎ ইংরেজি ভাষায় কথা বলে) like the English- ইংরেজদের মত।
অর্থ্যাৎ এখানে প্রথম English হচ্ছে ‘ভাষা’ এবং দ্বিতীয় English হচ্ছে ’জাতি’। অপশন (ঘ) তেই সবকিছু ঠিকঠাক ছিল। অতএব উত্তর (ঘ)