Hamlet for BCS

Hamlet for BCS is for all competitive examinations of Bangladesh. Shakespeare’s works are the most important. So one should prioritize Shakespeare’s works.

To attain satisfactory marks in competitive exams, you have to find out your weak points and work accordingly.

You can take model test of our website. For update, please visit our site frequently.

Hamlet (Tragedy)

  • হ্যামলেট বা দি ট্রাজেডি অফ  হ্যামলেট (প্রিন্স অফ ডেনমার্ক)
  • ডেনমার্ক  সম্রাজ্যের পটভূমিতে রচিত।
  • শেক্সপিয়ারের জীবনে ‘হ্যামলেট’ ছিল সবচেয়ে সফল ও জনপ্রিয় ট্রাজেডি নাটক।
  • শেক্সপিয়ার রিচিত সর্ববৃহৎ ট্রাজিডি নাটক।
  • শেক্সপিয়ার এই নাটকটিতে অপর একটি বিখ্যাত Elizabethan নাট্যকার টমাস কিড এর বিখ্যাত নাটক The Spanish Tragedy কে অনুসরন করেন।

চরিত্র পরিচয়:

  1. Hamlet (হ্যামলেট): ডেনমার্কের সাবেক রাজার পুত্র
  2. Claudius (রাজা ক্লডিয়াস): ডেসমার্কের রাজা এবং হ্যামলেটের চাচা।
  3. Gertrude (গারট্রুড):ডেনমার্কের রানি ও হ্যামলেটের চাচা।
  4. Horatio (হোরাশিও) : হ্যামলেটের বন্ধু
  5. Polonius (পলোনিয়াস):রাজার প্রধান উপদেষ্টা
  6. Ophelia (ওফেলিয়া): পলোনিয়াসের কন্যা (নায়িকা) 
  7. Laertes (লেয়ার্তেস) : পলেঅনিয়াসের পুত্র

Summary of the Play

ডেনমর্কের কয়েকজন প্রহরী রাতে বেলা একটি প্রেতাত্মা দেখেছে। তারা হোরাশিওর মাধ্যমে রাজকুমার হ্যালেটকে জানায় এ কথা।রাজকুমার হ্যামলেটের পিতা কিছুদিন আগে মারা গেছেন। বাজ্যের ক্ষমতা নিয়েছে তাঁর পিতার ভাই ক্লডিয়াস। ক্লডিয়াস বিবাহ করেছে হ্যামলেটের মা রানি গারট্রুডকে। প্রহরীরে সাথে প্রেতাত্মা দেখতে গেল হ্যামলেট। প্রেতাত্মাটা দেখতে হ্যামলেটের মৃত পিতার মতো। প্রেতাত্মার পিছে পিছে গেল হ্যামলেট। তাকে অদ্ভুত কিছু কথা বলল প্রেতাত্মা । এক ষড়যন্ত্রের কথা বললো। । হ্যামলেটের পিতার স্বাভাবিক মৃত্যু হয়নি, তাঁকে খুন করা হয়েছে। এক কথা জেনে প্রতিশোধ নেওয়ার জন্য ফুঁসতে থাকলো হ্যালেট।কিভাবে সেই বিশ্বসঘাতকদের শায়েস্তা করা যায় ভাবতে লাগল। একসময় খামখেয়ালি রানি গারট্রুট হ্যামলেটেরজন্য রাখা বিষ মিশ্রিতি পানি পান করে মারা যায়। অন্যদিকে হ্যালেট চাচা ক্লডিয়াসকে ছুরির আঘাত ও বিষ মিশ্রিত পানি পান করিয়ে হত্যা করে। নাটকের শেষে হ্যালেট বিষ মিশ্রিত ছুরির আঘাতে মূত্যুবরণ করে।

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top