He reached the acme

 Put the right word in the blank. “He reached the – of his literary career.

(ক) abattoir
(খ) acme
(গ) admonish
(ঘ) abdicate

(খ) acme

প্রশ্নটির বাংলা অনুবাদ দাড়ায় ‘সে তার লিটারারি ক্যারিয়ারের চুড়ায় পৌছায়’।

চারটি অপশন বিশ্লেষণ করে দেখি:
(a) abattoir=  কসাইখানা
(b) acme = চুড়া
(c) admonish= উপদেশ দেয়া
(d) abdicate= ত্যাগ করা

অপশন (b) acme= চুড়া অতএব সঠিক উত্তর হচ্ছে (b)

Clause for BCS

ইংরেজি বাক্যে Clause একটি গুরুত্বপূর্ণ অংশ। Complex এবং compound sentence-এর ক্ষেত্রে একের অধিক clause থাকে। 
 
সংজ্ঞা: যে বাক্যাংশে একটি  Subject এবং একটি Finite Verb থাকে এবং যেই বাক্যাংশটি
একটি বড় Sentence-এর অংশ হিসেবে ব্যবহৃত হয়,তাকে Clause বলে।
 
(Note:যে ক্রিয়াবাচক শব্দ বাক্যের অর্থ পরিপূর্ণ বা শেষ করে,তাকে Finite verb বলে।)
 
Example: I saw how they earned their bread and butter.
ব্যাখ্যা: এই Sentence টিতে দুটি অংশ রয়েছে এবং দুটি অংশে how এর আগে ও পরে একটি Subject ও Finite verb রয়েছে। how যুক্ত দুটি অংশটিই হচ্ছে CLAUSE।

Kinds of Clauses

Clause for BCS Preparation

Clause-কে সাধারণত তিনভাগে ভাগ করা হয়।

i. Principal Clause বা Independent Clause 

ii. Subordinate Clause বা Dependent Clause

iii. Co-ordinate Clause

Principal/ Independent Clause

যে Clause কে তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো Clause-এর উপর নির্ভর করতে হয় না বরং নিজেই স্বয়ং সম্পূর্ণভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal Clause বা Main Clause বলে ।

We watched a movie which was amazing.

Subordinate/Dependent Clause

অন্যদিকে যে Clause নিজে নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য Principal Clause-এর উপর নির্ভর করে তাকে Subordinate Clause/Dependent Clause বলে।

Subordinate Clause সাধারণত একটি Subordinating Conjunction যেমন- when, while, before, after, till, until, who, which, whom, since, though, although, if, unless ইত্যাদি দিয়ে শুরু হয়।

Istiyak knew that he was good.

Classification of Subordinate Clause: 

1) Noun Clause 2) Adjective Clause 3) Adverbial Clause

Clause চেনার উপায়

Clause for BCS Preparation

⇒Noun clause চেনার উপায়:

 Underliened বাক্যাংশটিকে যদি it দ্বারা logically ও meaningfully প্রতিস্থাপন করা যায়। তবে সেটা Noun Clause.
যেমন: The man wants (something to eat).
 
Adjective clause চেনার উপায়:
বাক্যাংশটিকে যদি বাক্য থেকে সরিয়ে দিলেও অর্থবোধক বাক্য অবশিষ্ট থাকে এবং বাক্যাংশটি যদি noun কে modify করে তাহলে সেটা adjective clause.
যেমন: This is the man (who called you yesterday).
 
Adverb clause চেনার উপায়:
প্রথম দুইটি পদ্ধতি যদি না খাটে তাহলে সেটা adverb clause.
এবং clause টি যদি adjective বা verb কে modify করে তাহলে সেটা adverb clause.
Example: You may go (whenever you like)
You can be allowed here (only if you are a student)
He is so weak (that he cannot walk) 

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top