HSC Completing Sentence with Suitable Words and Phrases SB-2023
Completing the Sentences with the suitable Phrases/words given in the box

There

was born

What does —- look like

as soon as

let alone

had batter

would rather

it

What’s it like

have to

1.Anika can’t afford  a bus ticket —– air ticket.

2. It may rain today. You —- reach home earlier.

3. —– is many years since we first met. How time does fly!

4. As his brother met an accident, he needs to go to the hospital —- possible.

5. We —— develop our view about hartal and strike. Let’s change our destructive culture.

6. —– have been remarkable changes in the behaviour of our young generation.

7.Maria Manda is a promising footballer of our country. She —— in a remote village, Kolsindur.

8. ——– having integrity in one’s character? It is the best quality of a man.

9. He is poor but honest. He —– starve than cheat anybody.

10. —– a squirrel —–? 

HSC Completing Sentence with
  1. Anika can’t afford  a bus ticket —– air ticket.

ব্যাখ্যা: এইটাই পারে না আবার ঐটা। এরূপ বোঝাতে let alone ব্যবহৃত হয়। এখানে বলা হচ্ছে ‘আনিকা একটি বাস টিকেটই কিনতে পারে না আবার বিমান টিকেট’। অতএব এখানে গ্যাপে হবে let alone.

Answer (1) let alone.

2. It may rain today. You —- reach home earlier.

ব্যাখ্যা: বিশেষ পরিস্থিতিতে কাউকে কোন কিছু করার পরামর্শ দিতে আমরা had batter ব্যবহার করি। এখানে বলা হচ্ছে, বৃষ্টি হতে পারে, তোমার বরং আগেই বাড়ি পৌছানো উচিত। এখানে বৃষ্টি হতে পারে হচ্ছে বিশেষ ‘পরিস্থিতি’ তাই আগেই বাড়ি পৌছানো দরকার।

Had batter বর্তমান ও ভবিষ্যত কালের অর্থ প্রকাশ করে থাকে। Had batter এর Had সবসময় Had ই থাকে। কখনো Have হয় না। অতএব Answer (2) had batter

HSC Completing Sentence with

3. —– is many years since we first met. How time does fly!

ব্যাখ্যা: লক্ষ্য করুন এই Sentence গ্যাপটি 

আছে Subject এর স্থানে। অর্থ্যাৎ এখানে একটি Subject ব্যবহার করতে হবে। সময়এবং ঘড়ির টাইম বোঝতে অব্যক্তিবাচক Subject হিসেবে It ব্যবহৃত হয়।

Answer (3) It

4. As his brother met an accident, he needs to go to the hospital —- possible.

ব্যাখা: এখানে বলা হয়েছে, যেহেতু তার ভাই দুর্ঘটনায় পড়েছে, তার হাসপাতালে যাওয়া প্রয়োজন —– সম্ভব।

এই লাইনে দ্রুত হাসপাতালে যাওয়ার বিষয়টি উঠে এসেছে।  যা অত্যন্ত দ্রুত করা দরকার। আমরা জানি as soon as এর অর্থ তখনই, সাথে সাথেই,  যত দ্রুত সম্ভব। অতএব এই গ্যাপে as soon as হবে।
Answer (4) as soon as

HSC Completing Sentence with

5. We —— develop our view about hartal and strike. Let’s change our destructive culture.

ব্যাখ্যা: এই গ্যাপের পরে আছে মূল Verb- develop. এর মানে হচ্ছে এখানে এমন একটি Phrase ব্যবহার করতে হবে, যার পর সবসময় Verb এর মূল Form বসবে। এখানে Answer  হবে have to. কেননা have to এরপর Verb এর মূল Form বসে। 

Answer (5) have to.

6. —– have been remarkable changes in the behaviour of our young generation.

ব্যাখ্যা: লক্ষ্য করুন এখানে Subject এর স্থানে গ্যাপ। 

অনুবাদ: আমাদের নতুন প্রজন্মের আচরনে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। 

অনুবাদ থেকে বোঝা যচ্ছে গ্যাপে একটি Impersonal বা অব্যক্তিবাচক Subject ব্যবহৃত হবে। উপরে বক্সের শুধু There এবং It এই ২টিই Subject  হিসেবে ব্যবহৃত হতে পারবে। ইতোমধ্যে  It আগেই Subject  হিসেবে ব্যবহৃত হয়েছে। অতএব এখানে There ই Subject হিসেবে ব্যবহৃত হবে।

Answer (6) There

HSC Completing Sentence with

7.Maria Manda is a promising footballer of our country. She —— in a remote village, Kolsindur.

অনুবাদ: মারিয়া মান্ডা আমাদের দেশের একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার।  তিনি কলসিন্দুর নামক এক প্রত্যন্ত গ্রামে জন্ম গ্রহণ করেন।

ব্যাখ্যা: কেউ কোন স্থানে বা কোন সময়ে জন্মগ্রহণ করে বোঝাতে Auxiliary Verb was  এরপর Bear  এর Past Participle হিসেবে born ব্যবহৃত হয়।. কিন্তু যদি General Truth হয়, তবে Simple present Tense হয়। এখানে হবে was born কেননা তাঁর জন্মস্থান বোঝাচ্ছে।

Answer (7) was born

8. ——– having integrity in one’s character? It is the best quality of a man.

অনুবাদ : কারো চরিত্রে সততা থাকাটা কেমন? এটি মানুষের সর্বোৎকৃষ্ট গুন।

ব্যাখ্যা: কোন মানুষ বা কোন কিছু কেমন তা বোঝাতে What’s smth like ব্যবহৃত হয়। অতএব এই গ্যাপে What’s it like ব্যবহৃত হবে।

Answer (8) What’s it like

HSC Completing Sentence with

9. He is poor but honest. He —– starve than cheat anybody.

অনুবাদ: সে গরিব কিন্তু সৎ। সে কারো সাথে প্রতারণা করার চেয়ে না খেয়ে থাকবে।

ব্যাখ্যা: এখানে একটির চেয়ে অন্যটি অধিক পছন্দ করা বোঝানো হয়েছে। বলা হচ্ছে, সে কারো সাথে প্রতারণা করার চেনা খেয়ে থাকাকে বেশি পছন্দ করে।

এরূপ বোঝাতে would rather —– than ব্যবহৃত হয়। 

Answer (9) would rather

10. —– a squirrel —–? 

ব্যাখ্যা: এখানে Sentence এর প্রথম এবং শেষে  গ্যাপ আছে। এখানে বলা হচ্ছে  একটি কাঠবিড়ালি দেখতে পাবেন? কোন কিছু দেখতে কেমন, তা বোঝানোর জন্য What’s —- look like.

Answer (10) What’s —- look like

HSC Completing Sentence with

 Facebook Page: English with Rasel

 Facebook Group:English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype