HSC Modifier Solution- DB-2019

HSC Modifier Solution- Dhaka Board-2019

This is about HSC Modifier Solution- DB-2019. To get benefited, practice this solution more and more. Obviously, you will be successful.

 
Dhaka Board-2019
————————————————————————–
 

Arsenic is a (a) —– (pre-modify the noun) substance.  It is (b)—– (use an intensifier to pre-modify the adjective) dangerous for human health. (c)—- (use a demonstrative to pre-modify the noun) substance is found in the water of the tubewell. there are (do —- (use quantifier to pre-modify the noun) villages in (e) —- (use possessive to pre-modify the noun) country.

HSC Modifier Solution- DB-2019


most of our (f) —- (use a noun adjective to pre-modify the noun) people drink tubewell water. as a result, many of them are suffering from arsenic problem. this problem is (h) — (pre-modify the verb) found in north Bengal. we should take proper measures (i) —- (post-modify the verb with an infinitive to post modify the verb) red colour.
people should be refrained from drinking water of (j) —– (use demonstrative to pre-modify the noun) tubewells. Otherwise, they will suffer from arsenicosis.

 

HSC Modifier Solution- DB-2019

 

 

Solution with Explanation
 
(aArsenic is a (a) —– (pre-modify the noun) substance.

 ব্যাখ্যা: Gap (a) তে বলা হয়েছ substance- noun কে pre-modify করার জন্য। মনে রাখতে হবে,  noun কে সবসময় adjective pre-modify করে . অতএব, substance– noun এর পূর্বে অর্থ অনুযায়ী  একটি adjective বসাতে হবে। Answer (a) toxic/poisonous.


(b) It is (b)—– (use an intensifier to pre-modify the adjective) dangerous for human health.

HSC Modifier Solution- Dhaka Board-2019

ব্যাখ্যা: Gap (b) তে বলা হয়েছে, dangerous শব্দটি কে intensifier দিয়ে  pre-modify করতে হবে। dangerous শব্দটি হলো adjective। আর intensifier মানে হলো adjective এর উপর জোর প্রদান করে এমন কিছু শব্দ। Intensifier এর মধ্যে অন্তর্ভুক্ত হলো very, so, extremely ইত্যাদি।  এই শব্দগুলো যেহেতু ‍adjective কে বিশেষায়িত করে, এরা adverb। Answer (b) very.

HSC Modifier Solution- DB-2019



(c)—- (use a demonstrative to pre-modify the noun) substance is found in the water of the tubewell.

ব্যাখ্যা: Gap (c) তে বলা হয়েছে, substance শব্দটির পূর্বে demostrative ব্যবহার করে pre-modify করতে হবে। This, That, These ও Those এই শব্দগুলো হলো Demonstrative। নিকটবর্তী singular কোন কিছু বোঝাতে This ব্যবহৃত হয়। দূরবর্তী Singular কোন কিছু বোঝাতে That ব্যবহৃত হয়। নিকটবর্তী plural কিছু বোঝোতে These ব্যবহৃত হয়। দূরবর্তী Plural কোন কিছু বোঝাতে Those ব্যবহৃত হয়। এই Passage এর মধ্যে substance শব্দটি নিকটবর্তী singular. অতএব, এর পূর্বে this ব্যবহৃত হবে। Answer (c) This.

 

HSC Modifier Solution- DB-2019


(d+e) There are (d) —– (use quantifier to pre-modify the noun) villages in (e) —– (use possessive to pre-modify the noun) country.


ব্যাখ্যা: Gap (d) তে বলা হয়েছে (use quantifier to pre-modify the noun) villages. যেসব শব্দ দ্বারা কোনো কিছুর সংখ্যা বা পরিমান নির্দেশ করে তাদেরকেQuantifier বলে|
Quantifier: all, any, both, some, no, every, either, neither few, a few, much, many, a many, manya, little,
a little, a huge number of, a lot of, lots of, a great deal of, a great amount of, no, none, every, each, some, any 
 ইত্যাদি Pre-modifier হিসেবে ব্যবহৃত হয়।
এখানে 
Villages হলো Plural Countable Noun যার পূর্বে Quantifier হিসেবে many ব্যবহৃত হবে। Answer: (d) many

HSC Modifier Solution- DB-2019


ব্যাখ্যা: Gap (e) তেবলা হয়েছে (use possessive to pre-modify the noun) country. অর্থ্যাৎ Country Noun এর পূর্বে Possessive ব্যবহার করে Modify করতে হবে।
Possessive হলো my, your, our, his, her, their, its, Rahman’s. Answer: (e) our.


(f) Most of our (f) —– (use a noun adjective to pre-modify the noun) people drink tubewell water.

ব্যাখ্যা:Gap (f) তেবলা হয়েছে একটি Noun Adjective ব্যবহার করে people-Noun কে Pre-modify করতে হবে।
Noun Adjective হলো-
 একটি Noun যখন অন্য একটি Noun এর পূর্বে বসে পরের Noun-কে modify করে, তখন প্রথম Noun কে Noun Adjective বলে|
এক্ষেত্রে দুটি
 Noun পাশাপাশি বসে|
যেমন: Bus Station, School Bus, College Student, Rural People etc. অতএব, people- Noun এর পূর্বে এমন একটি Noun বসাতে হবে, যা Sentence টিকে অর্থপূর্ণ  করে তুলবে।
আর Noun টি হতে পারে rural/village. Answer: (f) rural/village

HSC Modifier Solution- DB-2019



(g) This problem is (g) —- (pre-modify the verb) found in North Bengal.

ব্যাখ্যা: Gap (g) তে found– verb কে Pre-modify করতে বলা হয়েছে।

     আমরা জানি যেসব Word- verb এর পূর্বে বসে Verb সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেসব Word কে Verb Modifier বলে।
আরও নির্দিষ্ট করে বললে,  Adverb- Verb এর পূর্বে বসে Verb কে Pre-modify করে।
অতএব, এখানে found- Verb টির পূর্বে একটি Adverb বসিয়ে Verb টিকে Pre-modify করতে হবে। Answer: (g) mainly
 
    (h) We should take proper measures (h) —— (post-modify the verb with an infinitive phrase). 
     ব্যাখ্যা: Gap (h) এ একটি Infinitive Phrase ব্যবহার করে take- Verb কে Post-modify করতে বলা হয়েছে। Infinitive মানে হলো To + verb এর Present Form।
এখানেAnswer: (h) to identify the materials 

HSC Modifier Solution- DB-2019

   (i) Government is trying to mark the tubewells having arsenic (i) —— (use a participle to post modify the verb) red colour.
     ব্যাখ্যা: Gap (i) তে বলা হয়েছে Participle ব্যবহার করে trying- verb কে Post-modify করতে বলা হয়েছে।
Participle হলো দুই প্রকার: (ক) Present Participle= verb+ing; (খ) Past Participle= Vএর P.P । তবে, বাংলা ‘করিয়া’ বা ‘করে’ অর্থে Present Participle ব্যবহৃত হয়।
প্রদত্ত Sentence টির বাংলা অনুবাদ: “সরকার লাল রং করে আর্সেনিক আছে  এমন টিউবঅয়েল সনাক্ত করার চেষ্ট করছে।”
অর্থ্যাৎ, ‘লাল রং করে’ অর্থে Present Participle ব্যবহৃত হবে। Answer: (i) painting  
     (j) People should be refrained from drinking water of (j) —— (use demonstrative to pre-modify the noun) tubeswells.
 

HSC Modifier Solution- DB-2019

     ব্যাখ্যা: এখানে Demonstrative ব্যবহার করে tubewells- Noun কে Pre-modify করতে হবে। Demonstrative Adjective (this, that, these, those) pre-modifier হিসেবেNoun এর পূর্বে ব্যবহৃত হয়ে  Noun এর নির্দিষ্টতা নির্দেশ করে|
নিকটবর্তী Singular Noun এর পূর্বে This, দূরবর্তী Singular Noun এর পূর্বে Those, নিকটবর্তী Plural Noun এর পূর্বে These আর দূরবর্তী Plural Noun এর পূর্বে Those বসে।
এখানে tubewells- Noun টি Plural হওয়ায় এবং দূরবর্তী  বুঝানোর কারনে Demonstrative- those ব্যবহৃত হবে। Answer: (j) those
Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype