HSC Preposition Solution pdf || Jessore Board-2022
HSC Preposition Solution pdf || Jessore Board-2022 এখানে ব্যাখ্যাসহ সমাধান আলোচনা করা হয়েছে। এমন আরো সমাধান পেতে নিয়মিত আমদের ওয়েব সাইটটি ভিজিট করুন।
The ceremony began (a) — 10 a.m. Our principal Mr. Rahman preside (b) —- the function and Member of Parliament Mr. Reza was the chief guest. The function started (c) —– the recitation from the holy Quran. One (d) —- our senior teachers read (e) —- the annual report. The honorable chief guest delivered a brief but inspiring speech (f) —- education. He advised the students to be regular(g) —the class and attentive (h) — studies and take part (i) —- the movement (j) —- illiteracy.
1.The ceremony began (a) — 10 a.m.
ব্যাখ্যা: নির্দিষ্ট সময়ের পূর্বে Preposition- at বসে। আবার মাসের পূর্বে in এবং তারিখের পূর্বে on বসে।
অতএব গ্যাপ (a) এর Answer হবে at
HSC Preposition Solution pdf
2. Our principal Mr. Rahman preside (b) —- the function and Member of Parliament Mr. Reza was the chief guest.
ব্যাখ্যা: কোন অনুষ্ঠানে সভাপতিত্ব করা বোঝাতে Preside এরপর Appropriate Preposition হিসেবে over বসে।
সুতরাং গ্যাপ (b) তে over হবে।
3. The function started (c) —– the recitation from the holy Quran.
Explanation: এই লাইনটির অর্থ -পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়েছিল। এখানে started এর সহিত Preposition হিসেবে with বসবে।
অতএব Answer: (c) with
HSC Preposition Solution
4. One (d) —- our senior teachers read (e) —- the annual report.
ব্যাখ্যা: এই লাইনটিতে দুটি গ্যাপ রয়েছে। গ্যাপ (d) তে one of the students/ one of the books/one of my brothers এগুলো হচ্ছে one of যুক্ত Phrase. এর অর্থ অনেকের মধ্যে একটি/একজন/ অন্যতম।
সুতরাং এখানে Answer হবে (e) of
গ্যাপ (d) তে বলা হয়েছে read (e) — annual report. যার অর্থ লিখিত বার্ষিক প্রতিবেদন উপস্থপন করা। লিখিত কোন কিছু পড়ে শুনানো/ লিখিত কোন কিছু অনুষ্ঠানে উপস্থাপন করা বোঝাতে read এরপর Preposition- out বসে।
অতএব সঠিক Answer হবে read out.
5. The honorable chief guest delivered a brief but inspiring speech (f) —- education.
ব্যাখ্যা: এখানে বলা হয়েছ ‘শিক্ষা বিষয়ে/শিক্ষার উপর সম্মানিত প্রধান অতিথি সংক্ষিপ্ত কিন্তু অনুপ্রেরণাদায়ক বক্তব্য দিয়েছেন’। এখানে Preposition হিসেবে on অথবা about ব্যবহার করা যায়।
Answer: (f) on/about
HSC Preposition Solution pdf
6. He advised the students to be regular(g) —the class and attentive (h) — studies and take part (i) —- the movement (j) —- illiteracy.
ব্যাখ্যা: এই Sentence টিতে ৪টি গ্যাপ আছে। গ্যাপ (g) তে ক্লাশে নিয়মিত হতে বলা হয়েছে । গ্যাপ (h)এ পড়াশুনায় মনযোগী হতে বলা হয়েছে। গ্যাপ (i) তে আন্দোলনে ’যোগ দিতে’/ ’অংশগ্রহণ’ করতে বলা হয়েছে। আর গ্যাপ (j) তে ’নিরক্ষরতার বিরুদ্ধে’ আন্দোলনে অংশগ্রহণের কথা বলা হয়েছে।
HSC Preposition Solution pdf
গ্যাপ (g) তে ’ক্লাশে’বোঝাতে Preposition হিসেবে in বসবে।
Gap (h) এ ‘পড়াশুনোয় মনোযোগি’ হওয়া বোঝাতে Attentive এরপর Appropriate Preposition- to বসে।
গ্যাপ (i) তে take part এরপর in বসবে। কারণ take part in একটি Phrase যার অর্থ ’অংশগ্রহণ করা’ ।
Gap (j) তে illiteracy র বিরুদ্ধে বোঝাতে Prepositionহিসেবে- against বসবে।
Like our facebook page: English with Rasel
Join our facebook Group: English with Rasel