HSC Preposition Solution with Explanation || Dhaka Board-2022
HSC Preposition Solution with Explanation || Dhaka Board-2022 হচ্ছে Preposition এর ব্যাখ্যাসহ সমাধান। আমাদের সাইটের এই সমাধানগুলো মনযোগ সহকারে অনুশীলন করলে, আপনি নিশ্চিত পরীক্ষায় পাচেঁ পাচঁ পাবেন। চলুন দেরি না করে আলোচনা শুরু করি।

Camels are one of the few animals that can live in a desert. Camels have humps (a) —-their backs.
They store fat (b) — these humps.
That fat gives theme energy. Because camels do not store water, fat helps produce water when camel move (c) — the dry desert.
They can go (d)—- several months without water.
Camels eat grass to get moisture.
The camels are as useful (e) — the people of the desert as the buffalo are (f) — the grasslands.
The meat of the camel is good to eat. People make cloth (g) — of camel hair.
Shoes are made (h) — the hides. The camels are also good (i) —travel in the desert.
Some people travel the desert (j) — camels to make a living.
Answer: (a) on; (b) in; (c) around; (d) up to/ for; (e) to; (f) to; (gO out; (h) from;(i) for; (j) on/onto
1. Camels are one of the few animals that can live in a desert.
ব্যাখ্যা: উট হলো মরূভূমিতে বাস করে এমন কতগুলো প্রাণীর মধ্যে অন্যতম। এই লাইনটির মধ্যে কোন gap নাই।
2. Camels have humps (a) —-their backs.
ব্যাখ্যা: এই বাক্যে hump অর্থ কুঁজ। অতএব এইনটির অর্থ দাড়ায়: উটের পিঠে কুঁজ আছে। এই গ্যাপ (a) তে Preposition হিসেবে on বসবে। কেননা কোন জিনিসের উপর তল স্পর্শ করে অন্য কিছু থাকা বোঝাতে Preposition- on বসে। যেহেতু উটের পিঠের উপর কুঁজ আছে, সুতরাং Gap (a) এর Answer: on।
HSC Preposition Solution with Explanation
৩. They store fat (h) — these humps.
ব্যাখ্যা: বাক্যের অর্থ: তারা কুঁজের মধ্যে চর্বি সংবক্ষণ করে। ’কোন কিছুতে বা কোন কিছুর মধ্যে’ বোঝাতে Preposition- in ব্যবহৃত হয়। অতএব গ্যাপ (b) এর Answer হচ্ছে in ।
4.That fat gives theme energy.
ব্যাখ্যা: এই লাইনটির বাংলা অর্থ: ঐ চর্বি তাদের শক্তি দেয়। এই লাইনটিতে কোন গ্যাপ নাই।
5. Because camels do not store water, fat helps produce water when camel move (c) — the dry desert.
ব্যাখ্যা: বাক্যটির অর্থ হচ্ছে- কারণ উট পানি সংরক্ষণ করে না। যখন তারা শুষ্ক মরূভূমিতে চলাফেরা করে, তখন চর্বি তাদের পানি উৎপাদন করতে সাহয্য করে। Move around অর্থ হচ্ছে এক স্থান থেকে অনত্র চলাচল করা। অতএব গ্যাপ (c) তে Answer হচ্ছে around.
HSC Preposition Solution with Explanation
6. They can go (d)—- several months without water.
ব্যাখ্যা: অর্থ-তারা পানি ছাড়া কয়েক মাস বেচেঁ থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করুন গ্যাপ (d) এরপর সময়বাচক Phrase – several months। অর্থ্যাৎ উট কয়েক মাস টিকে থাকতে/বেচেঁ থাকতে পারে। এখানে Preposition- for ব্যবহৃত হবে। Answer (d) for.
7. Camels eat grass to get moisture.
ব্যাখ্যা: ময়শ্চার পেতে উট ঘাস খায়।
8. The camels are as useful (e) — the people of the desert as the buffalo are (f) — the grasslands.
ব্যাখ্যা: অর্থ- তৃণভূমি অঞ্চলে মহিষ যেমন উপকারী তেমনি মুরূ অঞ্চলের মানুষের জন্য উট উপকারী। useful এরপর Appropriate Preposition হসেবে to বসে। অতএব গ্যাপ (e) তে Preposition হিসেবে to বসবে। আর গ্যাপ (f) এও to বসবে।
HSC Preposition Solution with Explanation
9.The meat of the camel is good to eat.
ব্যাখ্যা: অর্থ- উটের গোশত খেতে মজাদার। এই লাইনে কোন গ্যাপ নাই।
10. People make cloth (g) — of camel hair.
ব্যাখ্যা: অর্থ- মানুষ উটের পশম থেকে কাপড় তৈরি করে। কোন material দিয়ে কোন কিছু তৈরি বোঝাতে ঐ material এর পূর্বে Phrase- out of বসে। অতএব গ্যাপ (g) তে Answer Preposition- out.
11. Shoes are made (h) — the hides.
ব্যাখ্যা: অর্থ- উটের চামড়া দিয়ে জুতা তৈরি হয়। শিক্ষার্থীবৃন্দ, কোন Material দিয়ে কোন কিছু তৈরি বোঝাতে Made এর পর দুটি Preposition ব্যবহার করা যায়। একটি from অন্যটি of। যে Material দিয়ে যে জিনিসটি তৈরি সে Material যদি জিনিসটির মধ্যে প্রতক্ষ্যভাবে দৃশ্যমান থাকে, তবে Preposition হিসেবে Made এরপর of বসে। যেমন- The ring is made of gold. এই ring এর মধ্যে gold প্রতক্ষ্যভাবে দৃশ্যমান, তাই Preposition- of ব্যবহৃত হয়েছে।
HSC Preposition Solution with Explanation
আর যদি material টি প্রতক্ষ্যভাবে দৃশ্যমান না হয়, তবে Preposition- from বসে। উদাহরন সরূপ Shoes are made (h) — the hides. চামড়া দিয়ে জুতা তৈরি করলে চামড়া প্রতক্ষভাবে দৃশ্যমান থাকে না। বরং অন্য আকার- আকৃতি ধারন করে। অতএব গ্যাপ (h) এ Preposition- from বসবে।
12. The camels are also good (i) —travel in the desert.
ব্যাখ্যা: অর্থ- মরুভূমিতে ভ্রমনের জন্য উট ভালো বাহন। Good for sth অর্থ কোন কিছুর জন্য ভালো। এখানে বলা হচ্ছে উট মরুভূমিতে ভ্রমনের জন্য ভালো। অতএব এখানে good এর পর preposition হিসেবে for বসবে।
HSC Preposition Solution with Explanation
13. Some people travel the desert (j) — camels to make a living.
ব্যাখ্যা: অর্থ- কিছু লোক উটে ভ্রমন করে মরুভূমিতে জীবনধারন করে। আমরা যখন প্রাণীদের উপর বসে ভ্রমন করার কথা বলি তখন আমরা সর্বদা Preposition- on/onto ব্যবহার করি। যেমন: We travel on / onto a horse, camel, elephant etc. অতএর গ্যাপ (j) তে Answer- on
HSC Preposition Solution with Explanation
Like our Facebook Page English with Rasel