HSC Revised Syllabus-2025
HSC Revised Syllabus-2025 | HSC সংক্ষিপ্ত সিলেবাস- ২০২৫

 নানা গুনজেনের পর  অবশেষে আগামী বছরের অর্থাৎ ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস সম্পর্কে সিদ্ধান্ত জানিয়েছে  আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাসেই  অনুষ্ঠিত হবে ২০২৫ খ্রিষ্টাব্দের ইচএসসি ও সমমান পরীক্ষা।

  HSC Note Download

প্রকৃতপক্ষে  ২০২৩ খ্রিষ্টাব্দে যে সংক্ষিপ্ত  সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়েছে , একই সিলেবাসে ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

HSC Revised Syllabus-2025

গত সোমবার (১৯/০২/২০২৪ খ্রি.) প্রকাশিত  আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তীতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তীটি আন্তশিক্ষা বোর্ড নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত।

বিজ্ঞপ্তীটি ডাউনলোড করুন

 বিভিন্ন সময় পুরো সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা শুনা গেলেও, শিখন ঘাটতিতে থাকা ২০২৫ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীরা যাতে বাড়তি চাপে না পড়ে, তা নিশ্চিত করতেই সংক্ষিপ্ত সিলেবাসে তাদের এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ওই সংক্ষিপ্ত সিলেবাসেই এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype