In this post, I am going to write about HSC Right Form of Verb- Dhaka Board-17. Actually, here I will discuss the question with explanation. By practising the solution, one will be benefited greatly. Keep practising regularly.
Right Form of Verbs; Dhaka Board-2017
Road mishap (a)—– (happen) in our country almost everyday. Recently it (b) — (rise) to an alarming rate (c) —- (take) a heavy toll of human lives. The members of a family remain anxious if someone (d) —- (travel) in a bus. In most cases, reckless driving (e) — (cause) road accidents. The drivers are in the habit of (f) — (violate) traffic rules.
HSC Right Form of Verb- Dhaka Board-17
Road accidents can be (g) — (lessen) if the drivers drive their vehicles carefully. People should be conscious in this respect. While (h) —(cross) the road, they should be careful. Some people travel (i) —- (climb) on the roof of the buses and trains. Traffic rules must be maintained strictly with a view to (J) —- (control) road accidents.
Answer: (a) happens; (b) has risen; (c) taking; (d) travels; (e) causes; (f) violating; (g) lessened; (h) crossing; (i) climbing; (j) controlling.
Solution with Explanation
1. Road mishap (a)—– (happen) in our country almost everyday.
ব্যাখ্যা: এই লাইনটির বাংলা অর্থ হলো- বাংলাদেশে প্রায় প্রতিদিনই সড়ক দূর্ঘটনা ঘটে। কোন Sentence যদি Everyday, Regularly, Usually, Normally থাকে, তাহলে সেই sentence টির Verb- Present Indefinite এ হয়।
অতএব, এই Sentence টির Verb হবে Present indefinite Tense। Present Indefinite Tense এর গঠন হলো: Subject + verb + object. আর যদি Subject টি 3rd Person Singular Number হয়, তবে Verb এর শেষে s/es যোগ করতে হয়।
HSC Right Form of Verb- Dhaka Board-17
এখানে লক্ষ করুন Road mishap হচ্ছে এই বাক্যের Subject। যা Third person Singular number| অতএব এখানে উত্তর হবে- (a) happens
2. Recently it (b) — (rise) to an alarming rate (c) —- (take) a heavy toll of human lives.
ব্যাখ্যা: কোন Sentence এ যদি Recently, yet, ever থাকে, তবে সেই Sentence টি Present Perfect Tense হয়। Present Perfect Tense এর গঠন: Subject + have/has + verb এর P.P + extension. দেখেন এই বাক্যটি শুরু হয়েছে Recently দিয়ে। সুতরাং Answer হবে (b) has risen.
এই বাক্যে আরো একটি গ্যাপ আছে। গ্যাপ (c) । একটি বাক্যের মধ্যে দুটি Verb। নিয়ম অনুযায়ী একটি Sentence দুটি Verb থাকলে ২য় Verb এর সাথে ing যোগ করতে হয়। অতএব এখানে উত্তর হবে (c) taking.
Watch The Solution
3. The members of a family remain anxious if someone (d) —- (travel) in a bus.
ব্যাখ্যা: এই বাক্যটির বাংলা অর্থ হলো: বাসে কেউ ভ্রমন করলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন থাকেন। প্রিয় পাঠক, এটা হলো আমদের দেশের বর্তমান অবস্থা। তাই এই বাক্যটিও Present Indefinite Tense এ করতে হবে।
HSC Right Form of Verb- Dhaka Board-17
এই বাক্যটি If Conjunction যুক্ত দুটি অংশে বিভক্ত- The members of a family remain anxious এবং অন্য অংশটি হলো if someone (d) —- (travel) in a bus. কোন বাক্যের Subject যদি Somebody, someone, something, anybody, anyone, anything, nobody, none, nothing হয়, তবে Present indefinite Tense এ ঐ বাক্যের Verb এর শেষে S/es যোগ করতে হয়।
কেননা Somebody, someone, something, anybody, anyone, anything, nobody, none, nothing হলো third person Singular number। সুতরাং এখানে Answer (d) travels.
4. In most cases, reckless driving (e) — (cause) road accidents.
ব্যাখ্যা: এই বাক্যটির বাংলা অর্থ দাড়ায়- বেশির ভাগ ক্ষেত্রে বেপরোয়া ড্রাভিং সড়ক দুর্ঘটনা ঘটায়। এই বাক্যটি একটি সাধারণ বর্ণনামূলক বাক্য।
সাধারণ বর্ণনামূলক বাক্যগুলো Present Indefinite Tense এ হয়। আর যেহেতু এখানে reckless driving – Third Person Singular Number, তাই Verb- cause এর সাতে S/es যোগ করতে হবে। অতএব Answer: (e) causes.
HSC Right Form of Verb- Dhaka Board-17
5. The drivers are in the habit of (f) — (violate) traffic rules.
ব্যাখ্যা: এখানে গ্যাপ এর Verb এর পূর্বে Preposition- of রয়েছে। Verb এর আগে preposition থাকলে Verb এর সাথে ing যোগ করে Gerund করতে হয়। অতএব এখানে Answer: (f) violating
6. Road accidents can be (g) — (lessen) if the drivers drive their vehicles carefully. People should be conscious in this respect.
ব্যাখ্যা: এখানে lessen- verb এর আগে আছে Can be= modal verb + be।
Modal Verb- can, could, may, might, will, would, shall, should এরপর be থাকলে পরবর্তী Verb এর Past Participle করতে হয়। সুতরাং এখানে lessen এর P.P Answer: (f) lessened
7. While (h) —(cross) the road, they should be careful.
ব্যাখ্যা: While এরপর Verb এর সাথে ing যোগ করতে হয়। অতএব Answer: (h) crossing
8. Some people travel (i) —- (climb) on the roof of the buses and trains.
ব্যাখ্যা: একটি বাক্যে দুটি Verb থাকলে দ্বিতীয় verb এর সাথে ing যোগ করতে হয়।
এই বাক্যটিতে Some people এর finite verb হলো travel. এর immediate পরেই আবার আরেকটি Verb – Climb বসছে। তাই Climb এর সাথে ing যোগ করতে হবে। অতএব Answer: (i) climbing
HSC Right Form of Verb- Dhaka Board-17
9. Traffic rules must be maintained strictly with a view to (J) —- (control) road accidents.
ব্যাখ্যা: কিছু phrase যেমন with a view to, look forward to ইত্যাদির পর Verb থাকলে ing যোগ করতে হয়। অতএব Answer: (i) controlling.
