HSC Right Form of Verbs- Chattogram Board- 2017

This is about Right Form of Verbs Solution- HSC Chattogram Board- 2019. It will help you make a good result in your examination. For your satisfactory result practice more and more.

English with Rasel

HSC Right Form of Verbs || Chattogram Board- 2017

 

The liberation war of Bangladesh inspired many artists, singers and cultural activists. Eminent artiste Shaheen Samad (a)—- (join) Bangladesh Mukti Sangrami Shilpi Sangstha during the liberation war. She along with others (b) —- (inspire) millions with her voice (c)—-(raise) funds for the refugee camps. The cultural troupe used to (d)—- (travel) to refugee camps and different areas in Mukta Anchal.

 They (e) — (perform) patriotic songs and arranged puppet shows, besides (f) —– (stage) dramas. Shaheen Samad said, “Liberation war always (g) —- (be) an inspiration for me.” She sang a lot of songs during that time and now (h) —- (feel) honoured to have been able to inspire the freedom fighters. 

She has the memorable harmonium with which she sang in 1971. Now she (i) —– (wish) to hand it over to liberation war museum. This eminent artiste wants live performance of those moving songs on TV channel, at least one song in a week and thus (j) —- (cover) all the year round.

Right Form of Verbs Solution

Solution with Explanation

 

    1.    The liberation war of Bangladesh inspired many artists, singers and cultural activists.

     2.    Eminent artiste Shaheen Samad (a) (join) Bangladesh Mukti Sangrami Shilpi Sangstha during the liberation war.

ব্যাখ্যা:এখানে আমাদের মহান মুক্তিযোদ্ধের সময়কার কথা বলা হচ্ছে। ১৯৭১ সালে সংঘঠিত ঘটনা। সুতরাং এটি Past Indefinite Tense এ হবে। অর্থ্যাৎ Subject + মূল Verb এর Past Form + Extention. অতএব এখানে গ্যাপের Verb এর Past form হবে joined. Answer (a) joined

 

Read More: HSC Right Form of Verbs- Dhaka Board-20 19

 

    3.    She along with others (b) —- (inspire) millions with her voice (c) —- (raise) funds for the refugee camps.

ব্যাখ্যা: এই লাইনটিতে দুটি গ্যাপ আছে। গ্যাপ (b) ও গ্যাপ (c)। গ্যাপ (b) তেও ১৯৭১ সালের তথা অতীত কালে ঘটনা, তাই মূল Verb এর Past Form হবে। Answer (b) inspired

গ্যাপ (c) তে দেখেন আরো একটি Verb আছে। ডিয়ার লার্নারস, একটি Sentence এ দুটি Verb থাকলে, ২য় Verb এর সাথে ing যোগ করতে হয় অথবা Verb এর Past Participle করতে হয় অথবা উদ্দেশ্যে বুঝালে To + Verb বসাতে হয়। ডিয়ার লার্নারস, প্রদত্ত Sentence এর Subject যদি ২য় Verb এর কাজটিও নিজেই সম্পন্ন করে, তবে ২য় Verb এর সাথে ing যোগ করতে হবে। আর যদি প্রদত্ত Sentence এর Subject ২য় Verb এর কাজটি নিজে সম্পন্ন না করে, তবে ২য় Verb এর Past participle করতে হবে। উদ্দেশ্যে বুঝালে To + Verb বসাতে হয়। তিনটি Example দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

      Arham has made ‍a good result working hard.

     She has given me a ring made of gold.

   I work hard to make a good result.
যেহেতু, এই Sentence টিতে উদ্দেশ্য বুঝাচ্ছে তাই To + Verb বসাতে হবে।  Answer (c ) to raise

Right Form of Verbs Solution

 

      4.    The cultural troupe used to (d) —- (travel) to refugee camps and different areas in Mukta Anchal.

ব্যাখ্যা: এখানে গ্যাপ (d) এর আগে আছে used to যা একটি Modal Verb. Dear Learners, Modal Verb এর পর Verb এর মূল Form বসে। অন্য Modal Verb গুলো হচ্ছে Can, could, may, might, will, would, shall, should, must, need, dare, ought to, used to, had better, had rather, would better, would rather etc. অতএব Answer (d) travel

     5.    They (e) —– (perform) patriotic songs and arranged puppet shows, besides (f) —– (stage) dramas.

ব্যাখ্যা: এই Sentence টিতেও দুটি গ্যাপ আছে। অতীতের ঘটনা হওয়ায় গ্যাপ (e) এর Verb টিরও Past Form হবে। Answer (e) performed

গ্যাপ (f) এর আগে আছে besides যা এখানে Prepositon হিসেবে ব্যবহৃত হয়েছে। আর Preposition এরপর Verb এর সাথে ing যোগ করতে হয়। Prepositon হিসেবে ব্যবহৃত হলে যার অর্থ in addition to /as well as/ পাশাপাশি বা ছাড়াও। যেমন: Besides being a fantastic footballer, Arham is also good at cricket ‍and tennis.

Besides receiving a salary increase, Mr Arham also got shares in the business.

 অন্যদিকে Besides যদি adverb হিসেবে ব্যবহৃত হয়, তখন এর অর্থ in any case/ anyway.  Answer (f) staging.

    6.    Shaheen Samad said, “Liberation war always (g) —– (be) an inspiration for me.”

ব্যাখ্যা: এই   Sentence টিতে দেখেন Direct Speech রয়েছে। Quotation Marks এর ভিতরের অংশে গ্যাপ (g) এর আগে আছে always. তাই এই বাক্যটি Present Indefinite Tense এ হবে। অতএব এই Sentence টি Subject- Liberation War যেহেতু Third person Singular number, তাই গ্যাপে Be verb হিসেবে is ব্যবহৃত হবে। Answer (g) is.

Right Form of Verbs Solution

 

     7.    She sang a lot of songs during that time and now (h) —- (feel) honoured to have been able to inspire the freedom fighters.

ব্যাখ্যা: সাধারণত বাক্যের মধ্যে now, at this moment, at present থাকলে present Continuous Tense করতে হয়। কিন্তু এখানে ব্রাকেটে আছে feel, যা একটি non-continuous verb. তাই এই অংশে Present Indefinite Tense হবে। আর এখানে Subject- She যেহেতু Third Person Singular Number, তাই feel- Verb এর সাথে s যোগ করতে হবে। অতএব Answer (h) feels.  অনান্যা non-continuous verb গুলো হচ্ছে: know (জানা), believe (বিশ্বাস করা),  hear  (শোনা), see (দেখা), smell (বিশেষ ঘ্রাণ থাকা), wish (আশা করা), understand (বুঝা), hate (ঘৃনা করা), love (ভালবাসা), like (পছন্দ করা), want (চাওয়া), sound (শব্দ করা), have (থাকা/আছে), need (প্রয়োজন হওয়া), appear (মনে হওয়া), seem (মনে হওয়া), taste (বিশেষ স্বাদ থাকা), own (অধিকারী হওয়া) etc.

      8.     She has the memorable harmonium with which she sang in 1971.

      9.    Now she (i) —- (wish) to hand it over to liberation war museum.

ব্যাখ্যা: এই Sentence টিও ঠিক আগেরটির মতই। ব্রাকেটে আছে wish, যা একটি non-continuous verb. তাই এই অংশে Present Indefinite Tense হবে। আর এখানে Subject- She যেহেতু Third Person Singular Number, তাই wish- Verb এর সাথে s যোগ করতে হবে। অতএব Answer (i) wishes.

Facebook Page: English with Rasel

Right Form of Verbs Solution

 

      10.                       This eminent artiste wants live performance of those moving (মর্মস্পর্শী) songs on TV channel, at least one song in a week and thus (j) —- (cover) all the year round.

ব্যাখ্যা:  এই বাক্যটিতেও দুটি Verb আছে। এখানে wants হচ্ছে এই Sentence টির মূল Verb, যাকে Grammar এর ভাষায় বলা হয় Finite Verb। আর cover হচ্ছে ২য় Verb। যাকে Grammar এর ভাষায় বলা হয় Non-finite Verb। এখানে Cover অর্থ কিন্তু ঢেকে দেয়া না। গানের ক্ষেত্রে cover মানে হচ্ছে নতুন করে Record করা।  এই বাক্যটিতে উদ্দেশ্য বুঝাচ্ছে, তাই গ্যাপ (j) তে to + Verb হবে। Answer (j) to cover.

 

 

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype