(d) to be hung
Hang- একটি Confusing verb. কেননা এর অর্থ কখনো ’ঝুলানো’ আবার কখনো ’ফাঁসিতে ঝুলানো’। যখন Hang এর অর্থ ‘কোন কিছু ঝুলানো বুঝায়’, তখন Hang এর Past form এবং Past Participle form হয় hung. আবার যখন Hang এর অর্থ ’ফাসিঁতে ঝুলানো’, তখন Hang এর Past form এবং Past Participle form হয় Hanged.
Hang Verb টি দু’রকম অর্থ দিয়ে থাকে।
Present | Past | Past Participle |
Hang | Hanged | Hanged |
Hang | Hung | Hung |
প্রথম Hang অর্থ হচ্ছে “ফাঁসিতে ঝুলানো”, কাউকে হত্যা করা বুঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়।
আর, দ্বিতীয় Hang শব্দটি দ্বারা “কোন কিছু ঝুলিয়ে রাখা” বুঝিয়ে থাকে।
Incorrect: He was hung for his unpardonable crime.
Correct: He was hanged for his unpardonable crime.
Incorrect: We hanged the picture on the wall.
Correct: We hung the picture on the wall.