Identify the imperative sentence:

(ক)Shut up!
(খ) Shahin is playing football.
(গ)I shall cook dinner now.
(ঘ) What is your name?

(ক) Shut up!

যে ‍sentence দ্বারা আদেশ, নিষেদ, অনুরোধ ও উপদেশ প্রদান করা হয়, তাকে Imperative Sentence বলে। Imperative sentence টি verb দিয়ে শুরু হয়ে থাকে। 

চারটি অপশনের মধ্যে (ক) দ্বারা আদেশ করা হয়েছে। সুতরাং একটি Imperative Sentence.

Ans: (ক) Shut up!

 

Causative Verb: বিভিন্ন প্রকার Verb এর মধ্যে Causative এক প্রকার Verb, যা English Grammar এ খুব গুরুত্ব বহন করে।

আমরা অনেক সময় এমন কিছু Verb ব্যবহার করি যেগুলো দ্বারা নিজে কাজ না করে অন্যের জন্য কাজ করা বুঝায় এমনকি অন্য কে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায়, এইসব Verb কে Causative Verb হিসেবে গণ্য করা হয়।

আমরা যদি সহজ ভাষায় বলি, যে সকল Verb দ্বারা নিজের জন্য কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বুঝায় বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায় সেগুলোই হলো Causative Verb.

Normal Sense: I eat rice (আমি খায়)
Causative Sense: I feed my baby (আমার শিশুকে খাওয়াই)

 

Normal Sense: I see (আমি দেখি)।
Causative Sense: I show (আমি দেখাই)

Normal Sense: I learn English (আমি শিখি)।
Causative Sense: I teach English (আমি শেখায়)।

Identify the imperative sentence

তার মানে, নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছেন, দেখাচ্ছেন, শেখাচ্ছেন এগুলোই Causative Verbs. এবার নিচের Example গুলো লক্ষ্য করুন।

Normal Sense: I open the door (আমি দরজাটি খুলি)
Causative Sense: I make Rahim open the door. (আমি রহিমকে দিয়ে দরজাটি খোলাই)

Normal Sense: I read a book. (আমি বই পড়ি)।
Causative Sense: I get him to read a book. (আমি তাকে দিয়ে বই পড়াই)।

Causative Verb

Normal Sense: I cut trees (আমি গাছ কাটি)।
Causative Sense: I get my hair cut (আমি চুল কাটায়)।

 আমরা উপরের Causative বাক্যগুলি থেকে বুঝতে পারছি যে, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝাচ্ছে। 

 

মূল কথা হচ্ছে, ইংরেজিতে এরকম  Show, Feed, teach এর মতো  Causative Verb খুব কম সংখ্যক আছে।

তাই বাকি Causative Sense গুলো Make, Get, Help, Have দিয়ে করতে হয়। চলুন আমরা এখন কিছু Causative Verb দেখবো।

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top