This article contains a number of important English Grammar Rules. Actually, these rules may be a turning point for anyone. So have a look at these rules.
——————————————
১। TO >> না
——–
সাধারণ ব্যাক্যে make , hear, let, bid, need, dare , had better, would better. এগুলোর পর TO >> না।
।
যেমন: I make him do the work. not>> I make him to do the work.
————————–
২।
————
কোন ব্যাক্যে seldom , unless , Rarely , hardly, barely, scarcely যদি তাহলে আলাদা করে নেগেটিভ করার দরকার নাই।কারণ এগুলো নিজেরাই নেগিটিভ অর্থ প্রকাশ করে।
যেমন:
4 . An/A/ plural
——————
advice, music , information, news , furniture, food, equipment
5. continuous
———————
like, dislike , love, hate, see, hear, want, wish, know, believe, understand , belong , seem, taste, appear, feel, smell,
6. নিচের ক্রিয়া গুলোর পর Passive voice -এ BY হয় না ।
———————-
হয়।
Know >> to
annoy >>>with
surprise >>> at
Marvel >> at
shock >>> at
satisfy >>> at
seize >> with
Embody >> in
contain>> in
—————-
Active Voice এ people , Someone,থাকলে Passive voice -এ BYনা
7. নিচের ক্রিয়াগুলোর Passive -হয় না ।
Happen , occur, cause , Issue , Die, comprise, attitude , appear, disappear, Despair.
8.নিচের adverb গুলোতে Ly হয় না ।
fast , Late, hard
নিচের ক্রিয়ার গুলোর পর সাধারণত কোন Preposition -বসে না।
——————-
Answer, Announce, attack , ascend, concern, confuse, contemplate, Describe, Request, Reach, resign, resemble, recommend, order, violate
====
ইংরেজি Clause/phrase নির্ণয়ের সহজ ও অব্যার্থ নিয়ম:
Mcq test এ Clause/phrase সঠিকভাবে নির্ণয় করা সময়সাপেক্ষ এবং ভুল করার সম্ভাবনা প্রবল।কিন্তু নিচের স্টেপগুলো মুখস্থ করে পরীক্ষার হলে দ্রুততার সাথে এপ্লাই করলে সহজেই মাত্র ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডে নির্ভুলভাবে Clause/phrase এর টাইপ নির্ণয় করা সম্ভব।আজ শুধু Clause নির্ণয়ের তিনটি ধাপ লিখেছি,আশা করি উপকৃত হতে পারেন।
স্টেপ ১:Clause নির্নয় করার সময় প্রথমেই মনে রাখবেন Underlined করা clause এর কিছু পড়তে যাবেন না।বিভিন্ন গাইড বইয়ে অনেক কথা বা বিভিন্ন কোচিংয়ে স্যারেরা প্রথমেই IT দিয়ে প্রতিস্থাপন করা টেকনিক শেখায়,এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে।তাই এবার প্রথমেই Underlined করা অংশ আঙ্গুল দিয়ে বন্ধ করুন।বাকী অংশটুকু পড়ুন।যদি বাকী অংশটুকু সম্পূর্ন মনের ভাব প্রকাশ করে অর্থাৎ অর্থপূর্ন বাক্য হয় তাহলে ঐ Underlined করা Clause টি আসলে Adverb ছিল।অর্থাৎ এটিAdverb clause!!!
Mcq test এ রকম যদি পেয়ে যান তাহলে পরের স্টেপে যেতে হবেনা,আর যদি না হয় অর্থাৎ Underlined clause বন্ধ করার পর বাকী অংশ অর্থপূর্ন বাক্য প্রকাশ করছেনা তখন আপনাকে বুঝতে হবে এটি Adjective/noun clause হতে পারে। তাহলেএবার যেতে হবে স্টেপ ২ তে।
স্টেপ ২: এবার আপনাকে Underlined করা Clause টির ঠিক সামনের Word টি চিনতে হবে।য়দি সেই Word টি Noun হয় তহলে Clause টি অবশ্যই Adjective হবে।
কিন্তু যদি Underlined করা Clause টি Verb হয় তাহলে সেটি হয় Adverb অথবা Noun হতে পারে।সুতরাং পরের স্টেপে যেতে হবে।
স্টেপ ৩:Verb এর ঠিক আগে বা ঠিক পরেই Underlined clause টির বদলে ”IT” ধরুন/মনে করুন।যদি সম্পূর্ন অর্থ প্রকাশ করে তাহলে সেটি Noun Clause হবে।আর যদি না হয় তাহলে Adverb clause।এছাড়াও একটি বিষয় খেয়াল করবেন Under lined clause টির সামনের Word টি Article(a/an/the) বা Possesive যেমন Me/mine হলে Underlined Clause টি Noun Clause.
NB:Intrnsitive verb এর পর Adverb হয়,যেমন Read,burn,love..এর পর Underlined clause টি IT দ্বারা প্রতিস্থাপন করা গেলেও সেটি Adverb clause।
যেমন We read (……..)। এটি Adverb clause।
আশাকরি এই নিয়ম ফলো করলে কোন Clause নির্ণয় ভুল হবেনা।মজার বিষয় হল। এই তিন ধরনের Phrase অর্থাৎ Adverb,Adjective এবংNoun phrase নির্ণয়ের নিয়ম হুবহু একই।
/////
phrase নির্ণয়
Mcq test. এ Back solve অর্থাৎ প্রদত্ত চারটি অপশনে থাকা phrase এর নিয়ম এপ্লাই করলে দ্রুত সঠিক উত্তর পেতে পারেন।
স্টেপ১:প্রথমেই দেখুন Underlined phrase এ preposition আছে কিনা,যদি থাকে তবে এটি তিন ধরনের হতে পারে,prepositional/verbal/Noun. phrase!!! যদি underiined word এর সামনে Article থাকে তবে Noun phrase, যদি Article না থাকে এবং Underlined phrase. এর ভিতর কোন Verb থাকলে verbal phrase(verb+preposition),noun থাকলে prepositional phrase(noun+preposition)।
স্টেপ২: কোন preposition না থাকলে সামনের Word টি noun হলে সেটি adjective phrase।
যদি verb থাকে তবে underlined Phrase টি It দিয়ে অথবা well শব্দ দুটি দিয়ে রিপ্লেস করুন।It যদি মোটামুটি অর্থপূর্ন বাক্য তৈরী করে তবে সেটি Noun phrase আর যদি well দ্বারা রিপ্লেস হয় তবে সেটি Adverb phrase.
নিয়ম ১: Gerund/participle phrase নির্ণয় করা সবচেয়ে সহজ, Ing যুক্ত verb সহ Underlined phrase টি It দিয়ে রিপ্লেস করুন,বাক্য সম্পূর্ন হলে এটি Gerund phrase. অর্থাৎ Noun হিসেবে কাজ করছে,আর ing যুক্ত phrase এর সামনে Noun/adverb থাকলে এটি Participle phrase.
///
==========
টেকনিকে Conditional sentence নিয়ম মনে রাখুন
শূন্য বভ অতীতে পারফেক্ট ছিলো এই ছন্দে
Past conditionalএ past tense এ অতীত হিসাবে যেহেতু wereবসে তাই এই নিয়মটি দেওয়া হয়নি তবে আপনাদের সুবিধার্থে উল্লেখ করলাম
If sub+ were+……,sub +would /could/might+verb এর base form+..
//
একটি sentence কীভাবে noun,adjective, adverbe বসবে তা মনে রাখার কৌশল
(PAD)
p= preposition, possessive
A=Article, adjective
D=Determiner
®PAD এর পর একটি word থাকলে সেটি noun
Example: He walked for a while.
এখানে while শব্দটি noun.
®PAD এর পর দুইটি word থাকলে শেষেরটি noun আগের টি adjective
Example: He lives in Rangpur City.
এখানে Rangpur শব্দটি Adjective.
®PAD এর পর তিনটি word থাকলে শেষের টি noun এর আগের টি Adjective এর আগের টি Adverb
Example: He is a very good boy. এখানে very adverb, good adjective এবং boy noun.
At a Glance:
®PAD+noun
®PAD+adjective +noun
®PAD+adverb+adjective +noun
–.
Foreign Phrases থেকে একটা প্রশ্ন আসে । তাই দেখে রাখুন
16) pro forma= as a matter of form (especially of an invoice sent in advance)
17)sine die= (of business) adjourned indefinitely
18)status quo= the existing state of affairs
19)terra incognita= unknown territory
20)tete-a-tete= an intimate conversation
21)vis-a-vis= in relation to, compared with
22)via media= a compromise
23)alma mater= the university, school, or college one attends or attended
24)amicus curaie= an impartial adviser in a court of law. (pl: amicicuraie)
25)habeas corpus= obligatory duties
26)sub judice= under jurisdiction
27)ad valorem= according to the value
28)vice-versa= the term being exchanged
29)faux pass= an embarrassing social mistake
30)verslibre= irregular or unrhymed verse.
31)AD= Anno Domini
32)’ad hoc’ is a— latin word
33)bid adieu= saying good bye
34)affidavit = written statement made under oath
35)bon voyage = wish a good trip
36)CV= Curriculum vitae
37)cul-de-sac= dead end, a street closed at one end
38)bona fide= good faith
39)BC= Before Christ
40)de facto= in fact, in reality
41)de facto ruler= actual ruler
42)debut= first appearance
43)en masse(french phrase)= in a body
44)e.g.(exempli gratia)= for example
45)en route= on the way
1) Quid pro quo– যেমন কুকুর ,তেমন মুগুর
2) Laissez -faire — অর্থনীতির ক্ষেত্রে অবাধনীতি অবলম্বনের নীতি।
3) in vitro — জীবিত প্রানীর বাহিরে কৃত্রিম পরিহেশ।
4) Bete noire — ঘৃন্য ব্যক্তি
5) Hobson’s choice —- যেটা দিচ্ছি সেটা, নইলে কোনটা নয়।
6) Au courant —- হালনাগাদ
7) Mea Culpa—- ভুল স্বীকারোক্তি
8// Raison d’etre—– কোন জিনিসের অস্তিত্বের কারন
9) Tabula rasa—– আরেপিত বিদ্যা দ্বারা আক্রান্ত নয়।
10) Carte Blanche —- বেহিসাব ক্ষমতা।
11) Avant- garde—- প্রগতির পুরোধা/ যারা নিত্যনতুন উদ্ধাবনের সাথে যুক্ত।
12) Ne plus ultra —- পরিপূর্ণতা বা উৎকর্ষের আর্দশ।
13) Sui generis—- অতুলনীয়।
14) Noblesse oblige —- অভিজাত হওয়ার কারনে দয়ালু ভাব দেখানোর বাধ্যবাধকতা ।
15) Hoi polloi—- আম জনতা ।
16) Idiot savant—— বুদ্ধি প্রতিবন্ধী যএ একটি বিশেষ ক্ষেত্রে অসাধারন দক্ষ।
17) Summa Bonum—- সর্বোত্তম কল্যান ।
18) Mealy- mouthed—- ছলনা করার জন্য সরাসরি না বলা।
19) Lingual franca—- ভিন্ন ভিন্ন ভাষাভাষীর মধ্যে যোগায়োগ করার একটা common language
20) Prima faice —- আপাত দৃষ্টিতে।
21) Ockham’s razor —— কোন ঘটনা ব্যাখা করার সময় সবচেয়ে কম সংখ্যক তথ্য কে সত্য বলে ধরে নেওয়া।
1. “Bon voyage” means

2. What does “CV” stand for ?
Ans: Curriculum vitae
3. Cul-de-sac means–
Ans: dead end
4. What is the meaning of “Bona fide”?
Ans: Good faith
5. B.C stand for —
Ans: Before Christ
6. The meaning of “cul-de-sac” is —
Ans: a street closed at one end
7. “De facto” means
Ans: in fact
8. “De facto ruler” means —
Ans: actual ruler
9. Debut means —
Ans: first appearance
10. En masse, a French phrase used in English, means-
Ans: in a body
11. “e.g.” stands for —
Ans: exempli gratia
12. In a report or textbook, “e.g. or “eg” means —
Ans: for example
13. “etc” stand for —
Ans: et cetera
14. The term “en route” means —
Ans: On the way
15. “Ex post facto” means —-

1. The phrase functus officio means —-

2. The French expression “fait accompli” means—
Ans: a thing that has been done and cannot be altered now.
3. The term “Habeas corpur’s relates to—
Ans: fundamental rights of prisoners
4. The synonym of “impasse” is:
Ans: deadlock
5. The expression “Ipso facto” means —
Ans: By that very fact
6. What is the meaning of the word “inter alia?
Ans: Among other things
7. “Lingua Franca” means —
Ans: A mixed language
8. “Lingua Franca” means —-
Ans: Language of communication
9. “Lingua Franca” means —
Ans: Language adopted for communication where many languages are spoken
10. “Lingua franca” means —
Ans: A common language spoken by different peoples.
11. The term “Lingua franca” means —
Ans: the common language
12. The term “Lingua franca” is related to —-
Ans: Language
13. The appropriate word as synonym of “Laissez faire”
Ans: Let alone
14. The phrase “nouveau riche” means —
Ans: New rich
15. Mens Legis means
Ans: Purpose of the law
16. “Novel” means something new and derived from —
Ans: Latin
17. Full expression of N.B is —
Ans: nota bene
18. N.B. (Nota Bene) Means —
Ans: Note well / Take notice/ Mark well
19. “Modus Operandi” means —
Ans: method of operation
20. The meaning of “modus operandi” is —-

1)Post mortem= after death,(মৃত্যু পরবর্তী), autopsy(ময়নাতদন্ত)
2)quorum= required number, a minimum number of persons that must be present to continue a meeting
3)sine die=for the uncertain period, adjourned indefinitely, without a day being appointed( অনির্দিষ্ট কালের জন্য)
4)salarium= salary(বেতন)
5)status quo= the former state(পূর্বাবস্থা), the state in which it was, to maintain as it was, the existing condition
6)ultra vires= beyond legal power(আইনগত ক্ষমতার বাইরে, আইনী ক্ষমতা বহির্ভূত)
7)videlicet(viz)= to wit, namely(যথা)
8)viva voce= orally, by the living voice(মৌখিকভাবে)
9)anne christi= in the year of christ(খ্রিষ্টের জন্মের বছরে)
10)anno domini(a.d.
in the year of our lord, of the Christian era(যিশুর জন্ম তারিখ হইতে গণিত অব্দে, খ্রিষ্টাব্দে)

12)ante meridiem(a.m.
before noon(দুপুরের আগে, মধ্যরাত্রি ও মধ্যাহ্নের

মধ্যকালে)
13)curriculum vitae(cv)= brief account of one’s education, career, etc(জীবন বৃত্তান্ত)
14)de luxe= of a very high standard, very comfortable, beautiful and costly, sumptuous(অতি উচ্চ মানসম্পন্ন, অতি আরামদায়ক, বিলাসবহুল)
15)debut= first public appearance (as a performer etc) (অভিষেক)
16)elite= a select or the best part( বাছাইকৃত বা সর্বোৎকৃষ্ট)
17)et cetera/etc= and the rest, and others(অবশিষ্ট)
18)eureka= announcing a discovery, I’ve found it(the famous exclamation of Archimedes(পরমানন্দের সহিত আবিষ্কারের ঘোষণা)
19)exit= a way out(বাহিরে যাওয়ার পথ)
20)post meridiem(p.m.
after noon(অপরাহ্ণ)

21)omnia vincit amor= love conquers all things (ভালোবাসা সবকিছুকে জয় করে)
============
Number Indentification
1.কিছু Noun এর singular এবং plural একই ।যেমন-
Deer, sheep, canon,gross,pice,apparatus, swine, corps , pair, species, , salmon. Stone, troopপ্রভৃতি।
.
2.কিছু Noun শুধুমাত্র singular Number এ ব্যবহৃত হয়। এদের plural নেই।যেমন-
Furniture , scenery, information, poetry, machinery , expenditure , issue, bread প্রভৃতি।
৩.কিছু Noun দেখতে singular হলেও আসলে তা plural ।যেমন-
Aristocracy, peasantry, police, people, public, poultry , cattle, clergy, Gentry, Nobility , majority, Tenantry, Artillery
4.কতক noun দেখতে plural হলেও আসলে তা singular . যেমন-
Mathematics
Physics , politics , Economics, wages, News, ethics, optics , Gallows , Athletics .
৫। কিছু noun সব সময় plural হয় এদের singular নেই
Trousers,Spectacles,glasses , Scissors belongings , nuptials, jeans ইত্যাদি
////
Foreign Singular আর Plural নির্ণয় করতে পারবেন মাত্র ২ সেকেন্ডে। জাস্ট Sentence টি মনে রাখলেই কখনো কনফিউশন হবে না।
.
Ex.Um on the bus
.
Explain : অর্থাৎ, শব্দের শেষে Ex,Ix,Is, Um,
on, bus>Us থাকলেই তা Singular. খুব মজা না!!
.
Example:
.
Ex>Vert(ex),Ind(ex)
.
Ix>Radix,Appendix
.
Is>Analysis, Basis,Crisis, Oasis,Hypothesis, Axis, thesis
.
Um>Datum,Agendum, Memorandum,Medium,Erratum, Referendum , Spectrum
.
on>Criterion, Phenomenon
.
Bus>us= Focus, Locus, Genius, Radius, Alumnus
(By,
যে-সব Singular Number এর শেষে “UM” আছে;সে-সব Singular Number কে Plural Number করতে “UM” এর পরিবর্তে “A” যুক্ত করতে হবে।
Example:
.
Singular——–Plural
Datum ———Data
Agendum——-Agenda
Dictum ———-Dicta
Optimum——-Optima
Addendum ——Addenda
.
যে-সব Singular Number এর শেষে “IS” আছে;সে-সব Singular Number কে Plural Number করতে “IS” এর পরিবর্তে “ES” যুক্ত করতে হবে।
Example:
.
Singular ———Plural
Analysis———Analyses
Crisis ———–Crises
Oasis ————oases
Synopsis ———-Synopses
.
যে-সব Singular Number এর শেষে “US” আছে;সে-সব Singular Number কে Plural Number করতে “US” এর পরিবর্তে “I”
যুক্ত করতে হবে।
Example:
.
Singular ——–Plural
Alumnus ——–Alumni
Focus ————Foci
Radius———–Radii
.
যে-সব Singular Number এর শেষে “U” আছে;সে-সব Singular Number কে Plural Number করতে “U” এর পর “X” যুক্ত করতে হবে।
Example:
.
Singular——–Plural
Adieu ——–Adieux
Bureau ——–Bureaux
.
যে-সব Singular Number এর শেষে “A” আছে;সে-সব Singular Number কে Plural Number করতে “A” এর পর “E” যুক্ত করতে
হবে।
Example:
.
Singular——–Plural
Alumana——–Alumanae
Vertebra———vertebrae
.
যে-সব Singular Noun এর শেষে “ON” আছে;সে-সব Singular Noun কে Plural Noun করতে “ON” এর পরিবর্তে “A” যুক্ত করতে হবে।
Example:
.
Singular——–Plural
Criterion ——–Criteria
Phenomenon–Phenomena
.
যে-সব Singular Number এর শেষে “IX” ও
“EX”
আছে;সে-সব Singular Number কে Plural Number করতে “IX” ও “EX” এর পরিবর্তে “ICES” যুক্ত করতে হবে।
Example:
.
Singular——–Plural
Index ———–Indices
Vertex————vertices
Appendix —–Appendices
Radix ———-Radices
///
যে শব্দের Plural হয় না অর্থাৎ singular ও Plural একই সেটাই Zero plural marker।
উদাহরণঃ
Physics, Aircraft, Spacecraft, Hovercraft, Deer, Sheep, Swine, Cod, Carp ইত্যাদি।
Singular——:::—–Plural
_______________________
axis- axes
appendix- appendices
analysis- analyses
basis- bases
crisis- crises
hypothesis- hypotheses
thesis- theses
oasis- oases
datum- data
erratum- errata
genius- genii/ geniuses
radius- radii
syllabus – syllabi/ syllabuses
terminus- termini/ terminuses
phenomenon – phenomena
agendum- agenda
medium- media
memorandum- memoranda
referendum – referenda
বিসিএসে কমন প্রশ্ন ভুল হলেই কাট মার্কে হিট করার সম্ভাব্যতা কমে যায়।
—-
Which of the following words is in singular form?
a. Formulae
b. Agenda
c. Oases
d. Syllabus
এখানে আপনি যদি Agenda / Syllabus নিয়ে ১% কনফিউজড থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।
– Singular / Plural Identification = 1 mark
যেমনঃ Agenda, শব্দটির সাথে সবাই পরিচিত। সবাই জানি আরেকটি শব্দ আছে Agendum.
প্রথমবার এক্সামে বসলে কিংবা প্রস্তুতি একটু দুর্বল হলে পরীক্ষার হলে Singular / Plural নিয়ে কনফিউশন হবে এবং ভুল হবে। এমন ভুলের কারণেই অল্পের জন্য কাট মার্কের নিচে নেমে যায় নিজের নম্বর।
us, na, um, is, on (আসনা আম ইজন) — শুধু এইটুক মনে রাখেন আর ১ নম্বর নিশ্চিত করেন। শব্দের শেষে এগুলা থাকলে Singular.
Example: Alumnus – Alumni, Locus – Loci, Stimulus – Stimuli, Curriculum – Curricula, Axis – Axes, Crisis – Crises, Criterion – Criteria, Phenomenon – Phenomena
—
Which of the following words is in singular form?
a. Formulae
b. Agenda
c. Oases
d. Radius ** (us)
Gender
১। কিছু কিছু Noun আছে যারা সবসময়েই Feminine Gender। তাদের কোন হয় না Masculine Gender হয় না।
উদাহারণ:
Amazon, Nurse, Blonde (সোনালী চুলের মেয়ে), Virgin, Conquette, shrew, Siren
২।একই ভাবে কিছু কিছু Masculine Gender এর হয় Feminine Gender হয় না।
উদাহারণ:
Captain, Principal, Chairman, Knight, Squire (জমিদার), Parson (পাদ্রী), Judge. Coward
বর্তমানে মহিলা-সভাপতির জন্যে Chair-person কথাটি ব্যবহার করা হয়।
৩।Common Gender এর উদাহারণ-
Orphan, Baby, Cousin, Friend, Pupil, Sheep, Cat, Sheep, Deer, Parent, Writer, Bird, Person, Servant, Pupil, Sheep, ,
৪।অনেক সময়ে অচেতন বা প্রাণহীন পদার্থকে আমরা সচেতন পদার্থ হিসেবে কল্পনা করি এবং এদের বৈশিষ্ট্য, গুণ বা শক্তির উপরে ভিত্তি করে এদেরকে Masculine Gender বা Feminine Gender এ চিহ্নিত করে থাকি।
ক) Sun, Death, Summer, Winter, Thunder, Anger- -এগুলোর ক্ষেত্রে Masculine Gender ব্যবহার করা হয়।
উদাহারণ :
Death lays his icy hands, even on kings.
খ) Moon, Spring, Earth, Soul, Virtue, Nature, Spring, Ship, Hope, Peace এ জিনিস গুলোর বৈশিষ্ট্যকে নারীসুলভ বিবেচনা করে এদের ক্ষেত্রে Feminine Gender ব্যবহার করা হয়।
উদাহারণ :
The moon gives her silvery beam at night.
The earth moves on her axis.
গ) জাহাজ, বিমান, রেলগাড়ী, দেশের নাম এগুলোর ক্ষেত্রে Feminine Gender ব্যবহার করা হয়।
উদাহারণ :
The inter-city train ‘Mahanagar’ is running with her full speed.
We have some duty towards our country as we are blessed with her natural resources.
ঘ) শিশু, ইতর প্রাণী, কিছু কিছু Material Noun এবং Collective Noun কে Neuter Gender হিসেবে গণ্য করা হয়।
উদাহারন:
The ant is noted for its industry.
=====
একই অর্থের গ্রুপ ভাবর্স : Wʀɪᴛᴛᴇɴ & Eᴅɪᴛᴇᴅ Bʏ : S M Shamim Ahmed
Make
✪ Make out / see through / watch on – (বুঝতে পারা) : I cannot make out what they say .
✪ Make up one’s mind – (মনস্থির করা) : I have made up my mind to go there .
✪ Make of – (বস্তুটি যে উপাদানে তৈরি তা বুঝা যায় ) : This table is made of iron .
✪ Make from – (বস্তুটি যে উপাদানে তৈরি তা বুঝা যায় না এমন বুঝানোর জন্য লেখা হয় ) : Paper is made from wood /bamboo .
✪ Make after / run after / go after – (পিছু পিছু ধাবিত হওয়া ) : The police made after the thief.
✪ Make over- (হস্তান্তর করা) : The captain needs to make over his image.
✪ Make off- (পালিয় যাওয়া):The thief made off with ornaments.
✪ Make up for – ( ক্ষতিপূরণ করা) :We need to do more to make up for the loss.
Episode -2
খুব গুরুত্বপূর্ণ Group Verbs / phrasal verbs.
যে কোন ধরনের পরীক্ষার জন্য কাজে আসবে..একই রকম অর্থের Group Verbs গুলোকে বাংলা অর্থ ও উদাহরণসহ দেওয়া হল…
Call:
✪ Call at – ( to visit some place / to stop at a place for a short time / কোন যায়গায় যাওয়া)-He called at my house this morning.
✪ Call for – ( to need or deserve a particular action, remark, or quality চাওয়া বা পদক্ষেপ, মন্তব্য, গুনের প্রয়োজন হওয়া )-He called for an explanation.
✪ Call forth –( to produce a particular reaction, কাজে লাগানো) You have to call forth all your energy in the ensuing examination.
✪ Call in –( send for, ডাকা)-We asked him to call in a doctor.
✪ Call off –( to cancel or postpone / to restrain ,প্রত্যাহার করা)- They had to call off the match as the ground was wet.
✪ Call on, upon –( call on someone/something to do something, কারো সাথে দেখা করা)-He called on me in the office.
✪ Call out – ( Shout,আওয়াজ করা)- He called out for help.
✪ Call over –(To ask one to come to a particular place, read out , A roll-call at school , ডাকা)-The teacher called over the names of his pupils in the class.
✪ Call up –(remember, স্মরণ করা)-I cannot call up your name.
…========
Gerund এবং Participle অনেকের কাছেই খুব জটিল একটা বিষয়। আমরা যে টুকু জানি তা হলো Verb+Noun = Gerund. এবং Verb+Adjective = Participle. অর্থ্যাৎ যে verb+ing বাক্যে Noun এর স্থানে বসে Noun হিসাবে কাজ করে তা Gerund. এবং যে verb+ing বাক্যে Adjective এর স্থানে বসে Adjective হিসাবে কাজ করে তা Participle.
Noun ও Adjective এর ব্যাবহার ও অবস্থান যারা বোঝেন তারা এ পর্যন্ত মোটামুটি সবাই জানি। কিন্তু যেটা বুঝতে সমস্যা হয় সেটা হলো যখন verb+ing কোন বাক্যে Noun এর আগে বসে। কারন Noun এর আগে তো নিয়মানুযায়ী Adjective ই বসার কথা।
এখন বাক্য দুটি লক্ষ করুন।
1. Throwing stone has become his habit.
2. Rolling stone gathers no moss.
বাক্য দুটিতে Throwing ও Rolling দুটি শব্দই Noun stone এর আগে বসেছে। কিন্তু Throwing টা এখানে Gerund এবং Rolling টা এখানে Participle. খুব সহজ একটা টেকনিকে বিষয় টা আপনি ধরতে পারবেন।
throwing stone এর বাংলা করলে আসে পাথর ছোড়া।লক্ষ করুন verb+ing ফর্ম throwing এর বাংলা “ছোড়া” এটি আসছে পাথর শব্দ টির পরে। অনুরূপভাবে Reading newspaper সংবাদপত্র “পড়া”, Eating rice ভাত “খাওয়া”, Writing letter চিঠি “লেখা” ইত্যাদি তে খেয়াল করুন বাংলা করলে verb+ing ফর্ম টির অর্থ আসছে noun এর অর্থের পরে। এরকম হলে verb+ing ফর্ম টি নিসন্দেহে Gerund.
2. Rolling stone gathers no moss.
এবার ২য় বাক্যে Rolling stone এর বাংলা করলে দাড়ায় ঘূর্ণায়মান পাথর। এখানে লক্ষ করুন verb+ing ফর্ম Rolling এর বাংলা অর্থ “ঘূর্ণায়মান” আসছে Noun পাথর এর আগে। তাই এটি Participle. অনুরূপভাবে Barking dogs “ঘেউ ঘেউ করা” কুকুর, Reading table “পড়ার” টেবিল, “Writing” pen “লেখার” কলম ইত্যাদি তে barking, reading, writing এর বাংলা অর্থ আসছে Noun এর আগে তাই নিসন্দেহে এগুলো Participle.
সহজ হিসাব—-
বাংলা মানে করলে যদি,
verb+ing এর অর্থ Noun এর পরে আসে তাহলে Gerund
verb+ing এর অর্থ Noun এর আগে আসে তাহলে Participle.
=========
Dieকে সহজেই মনে রাখুন
∎∎___________∎∎
He died not of cholera , not from over eating , not for his country , not by poison , but in peace
_____________________
● Die of (disease) রোগে মারা গেলে
● From (an effect ) বেশি খেয়ে মারা গেলে
● For (a cause ) দেশের জন্য মারা গেলে
● By (accident/ poison) দুর্ঘটনায় মারা গেলে
● In (peace ) শান্তি প্রতিষ্ঠায় মারা গেলে
✿ ✿✿ ✿✿ ✿
● Die away : বিলুপ্ত হওয়া
● Die down : বেগ প্রশমিত হওয়া
● Die off : গাদা গাদা মরা
● Die out : বিলুপ্ত হওয়া
1. Die of (কোন রোগে মারা যাওয়া) He died of cholera.
2. Die from (কোন কারণে মারা যাওয়া) He died from over eating.
3. Die by (আকষ্মিক বা ইচ্ছাকৃত ভাবে মারা যাওয়া) He died by suicide.
4. Die for (আত্নত্যগ করা) We are ready to die for our country.
5.Die out(বিলীন হওয়া )Morality is dying out gradually
6.Die away(দুর্বল হওয়া) The man died away for hunger.
7. Made in (কোন দেশের দ্বারা তৈরি )This mobile is made in China.
8. Made by (কোন কোম্পানির দ্বারা তৈরি) This mobile is made byNOKIA.
9. Made of (কোন উপাদান দারা তৈরি) This box is made of plastic.
10. Consist of (গঠিত) The committee Consist of ten members.
11. Consist in (নিহিত)True happiness consists in contentment.
12.deal in(ব্যবসা করা) I deal in rice
13.deal with(ব্যবহার করা )You should deal with cordially
14.Call in( ডেকে আনা) Call in a doctor
15.Call at( গিয়ে দেখা করা)He called me at he hospital
Look…….
Look after- দেখাশুনা করা
Loook for- অনুসন্ধান করা
Look over- পরীক্ষা করা
Look into- তদন্ত করা/পরিদর্শন করা
Look upon- বিশেষ দৃষ্টিকোন থেকে দেখা
Look down upon- উপেক্ষা করা
Look up to- শ্রদ্ধা
Look out for- আশা/সম্ভাবনা
Look forward to- আনন্দের সাথে প্রতীক্ষা করা
Look to- কোনো ব্যপারে সাবধান হওয়া
==========
See off-বিদায় জানানো
.
Set for-প্রতিযোগিতায় অংশগ্রহণ করা
.
Blind of-অন্ধ
.
Blind to-দোষত্রুটি দেখেও না দেখা
.
Deal in-ব্যবসা করা
.
Deal with-আচরণ
.
Brust into means-কান্নায় ভেঙ্গে পড়া
.
Brust out means-হাসিতে ফেটে পড়া।
.
Take off-পলায়ন করা
.===
Appropriate preposition
——————————–
Anxiety for –উদ্বিগ্নতা- I have no anxiety for his safety.
Anxious about চিন্তিত-I am not anxious about my result
Anxious to -খুবই ইচ্ছুক- I am anxious to find a better job.
.
Attack with-কোন রোগে আক্রান্ত হওয়া-He was attacked with fever.
Attack by- কোন ব্যক্তি দ্বারা আক্রান্ত-We were attacked by a gang of robbers.
.
Authority on-কোন বিষয়ের উপর কর্তৃত্ব -I have no authority on this matter .
Authority for-ব্যক্তির উপর কর্তৃত্ব -I have an authority for painting this.
Authority over-কোন কাজের উপর বিশেষ দক্ষতা-He has no authority over his sons.
.
Admit to -ভর্তি করা-He is admitted to class 9.
Admit into- প্রবেশ করতে দেওয়া-The teacher did not admit the student into the class
.
Abide by-মেনে চলা-They promised to abide by the laws of the college
Abide with-পাশে থাকা-I cannot abide with you
.
Abound in- প্রচুর পরিমান-Crocodiles abound in the Sundorban
Abound with-ভরপুর থাকা-This pond abounds with fish
.
Blind of-অন্ধ -She is blind of one eye
Blind to-উদাসীন – He is blind to her daugter’s fault
.
Burst into-কান্নায় ভেঙ্গে পাড়া-he burst into tears
Burst out- হেসে উঠা-he burst out laughing.
———————————————-
Appropriate preposition”of”
মনে রাখার কৌশলঃ
BD JORINA LOVES TOMPA
BD…….
B=Bereft of=বঞ্চিত
Boast of=গর্ব করা
Blind of=অন্ধ
D=Despair of=হতাশ হওয়া
Devoid of=বর্জিত
JORINA….
J=Jealous of=ঈর্ষা পরায়ন অজ্ঞ/অনবহিত প্রয়োজনে
O=Oblivious of=অচেতন/মনভোলা
R=Repent of =অনুশোচনা হওয়া/অনুতপ্ত হওয়া
Rob of =সম্পদ হরণকারী/ডাকাতি
I=Ignorant of =অজ্ঞ /অনবহিত
Incapable of=অসমর্থ/অক্ষম
N= In need of =প্রয়োজন
A=Accused of=অভিযুক্ত
Ashamed of=লজ্জিত
Admit of =স্বীকৃতি পাওয়া
Acquit of =মুক্তি দেওয়া/বেকসুর খালাস দেওয়া
LOVES….
L=Lack of=ঘাটতি/অভাব
O=Observant of=মনোযোগী
V=Vain of =অহঙ্কারী
E=Envious of=ঈর্ষান্বিত
S=Sanguine of=নিশ্চিত/আশাবাদী
TOMPA…
T=Tolerant of=সহনশীল/সহিষ্ণু
O=Oblivious of=অচেতন/মনভোলা
M=Mindful of =মনোযোগী/সচেতন
Made of =তৈরি করা
P=Proud of =গর্ব করা
A=Avail of =সদ্ব্যবহার করা/ কাজে লাগানো
Examples:
1.Your conduct admit to/of no excuse.
(29th BCS)
Ans:of
( admit “এর পরে ‘of’ বসে).
2.Zerin was bereft on/ of motherly affection.
Ans:of
(bereft “এর পরে ‘of’ বসে).
3.A lazy boy always despaires of/upon success in life.(প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-০৯.
Ans:of
( despair”এর পরে ‘of’ বসে).
4.He is devoid on/of common sense.
(26th BCS).
Ans:of
( devoid “এর পরে ‘of’ বসে).
5.I am not at all jealous to/of his fotune.
Ans:of
( jealous”এর পরে ‘of’ বসে).
6.Javed was acquitted from/of the charges of theft. (DU-B-17-17)
Ans:of
( acquitted”এর পরে ‘of’ বসে)
7.Somebody robbed him of/to his purse.
Ans:of
( rob”এর পরে ‘of’ বসে).
8.He is ignorant of/from the rule.(RU-13-14)
Ans:of
(ignorant “এর পরে ‘of’ বসে).
9.Do not boast on/of beauty.(JNU-07-08)
Ans:of
( boast”এর পরে ‘of’ বসে).
10.He is accused to/of theft.(NBR-2012)
Ans:of
( accused”এর পরে ‘of’ বসে).
//
Collected
//
✪ Preposition শিখি সহজ পদ্ধতিতে
Appropriate Preposition মনে রাখার সহজ একটি কৌশল হল- যে ওয়ার্ডগুলোর পর Preposition (in, to, of, for, from, over ) বসে সে ওয়ার্ডগুলো আলাদাভাবে সাজিয়ে আয়ত্ব করা। যেমনঃ To যে শব্দের পরে বসে সেগুলোর একটি বড় কালেকশন সংগ্রহ করে বার বার পড়লে সহজে মনে থাকবে। অন্যান্য Preposition এর ক্ষেত্রেও একই পদ্ধতিতে স্টাডি করলে সহজে Preposition ভুল হবে না, এ পর্বে শেয়ার করছি To ব্যবহার করে Appropriate Preposition, ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন।
✪ যে ওয়ার্ডগুলোর পরে To বসেঃ
Access to – নিকটে যাবার অধিকার ।
Accessible to – অভিগম্য ।
Acceptable to – গ্রহণযোগ্য ।
Accede to – রাজী হওয়া ।
Accord to – প্রদান করা ।
According to – অনুসারে ।
Essential to – অত্যাবশ্যক ।
Faithful to – বিশ্বাসী ।
Kind to – দয়ালু ।
Marry to – বিবাহিত ।
Object to – আপত্তি করা
Subject to – নির্ভরশীল ।
Compare to – অসম বস্তুর তুলনা করা ।
Dedicate – উৎসর্গ করা ।
Defer to – মূলতবী করা ।
Account to – কাহারো কাছে কৈফিয়ত দেওয়া ।
Adhere to – লেগে থাকা ।
Bar to – বাধা ।
Belong to – অধিকারী হওয়া ।
Beneficial to – উপকারী ।
Born to – জন্ম নেওয়া ।
Bow to – নত হওয়া ।
Blind to – দেখেও না দেখা ।
Certify to – প্রত্যায়ন করা ।
Callous to – উদাসীন ।
Charge to – দাবী করা ।
Close to – নিকটে ।
Cling to – লেগে থাকা ।
Clue to – সূত্র
Deliver to – দেয়া ।
Devote to – নিয়োজিত করা ।
Expose to – অনাবৃত রাখা ।
Used to – অভ্যাস্ত
//
প্রাইমারি পরীক্ষায় এ পর্যন্ত 110 টি Appropriate preposition আসছে। এই পর্বে অর্থসহ দেওয়া হলো মুখস্থ করার সুবিধার্থে ।( *** ) দেওয়া শব্দগুলোর অর্থে কনফিউশনে আছি । তাই পারলে হেল্প করবেন । জাজাকাল্লাহ!
1. Abide with- সঙ্গে থাকা
2.Abounds with- পরিপূর্ণ
3.Absorbed in- নিমগ্ন
4.Acceded with- গ্রহণ করা বা রাখা
5.accused of- অভিযুক্ত
6.Adhere to- মেনে চলা
7.admits of- স্বীকার করা বা প্রকাশ করা
8.afflicted of- যন্ত্রণা বা মাথা ব্যথা
9. Ambitious of- উচ্চাকাঙ্ক্ষা
10. Amenable to- এখতিয়ার ভুক্ত
11.apathy towards- অনাগ্রহ
12.appointed to- নিযুক্ত করা
13 aptitude for- উপযুক্ততা
14 approve of- অনুমোদন
15 ashamed of- লজ্জিত
16 aspires after- উচ্চাকাঙ্ক্ষা
17 assured of- নিশ্চয়তা দেওয়া
18 astonished at- বিস্মিত
19 attended on- উপস্থিত করা
20 attend to- মনযোগ/ পরিচর্যা/ উপস্থিত
21 congratulated on- স্বাগত জানা
22 control over- নিয়ন্ত্রণ
23 convinced of- নিশ্চিত
24 count upon- নির্ভরশীল
25 count on- নির্ভরশীল
26 cry over- কান্না করা
27 debarred from- নিষ্কৃতি দেওয়া
28 desire for- ইচ্ছা
29 despaired of- হতাশ
30 detrimental to- ক্ষতিকর
31 distrust of অবিশ্বাস
32 devoid of মুক্ত বা শূন্য
33 engaged in ব্যস্ত
34 entrusted to দায়িত্বপ্রাপ্ত
35 entrusted with দায়িত্বপ্রাপ্ত
36 envious of ঈর্ষান্বিত
37 equal to সমান
38 faith in বিশ্বাস
39 fearful of ভীত
40 feed on খাওয়ানো
41 feed with খাওয়ানো
42 give up ত্যাগ করা
43 attend to উপস্থিত/ মনযোগ/ পরিচর্যা
44 attend in উপস্থিত হওয়া
45 bad at খারাপ
46 bent on বাঁকানো
47 need besides পাশাপাশি প্রয়োজন
48 blush with লজ্জায় লাল হওয়া
49 break into ভাঙ্গা
50 brood on টেনশন করা বা গভীর চিন্তা
51 build of নির্মিত
52 callous to অলস
53 catcher at ধরা বা ধারণকারী
54 cause for কারণ
55 cling to ধরা বা অনুসরণ করা
56 computable with নিরাপদ
57 comply with খাতির করা বা রক্ষা করা
58 concerned for উদ্বিগ্ন
59 concur with সম্মত ***
60 conducive to সহায়ক
61 congenial to উপকারী
62 confide in সীমাবদ্ধ
63 conform to মিল
64 coincided with মিল
65 good at দক্ষ
66 good to ভালোই
67 grumbled at গ্রাস করা বা নষ্ট করা
68 hannkered after তীব্র লালসা
69 innocent of মুক্ত, নিষ্পাপ
70 interest in আগ্রহ
71 involved in জড়িত
72 key to চাবিকাঠি
73 lack of অভাব
74 learn by মুখস্থ করা
75 lit with আলোকিত
76 mad for পাগল
77 made of তৈরি
78 mercy of দয়ায়
79 motives to ইচ্ছা/ উদ্দেশ্যে
80 necessary for প্রয়োজনীয়
81 object to আপত্তি করা ***
82 prefer to প্রস্তুত করা
83 pride on গর্ববোধ করা
84 prevail over জয় লাভ করা
85 ran away দৌড়ে যাওয়া
86 relieved from নিষ্কৃতি
87 rest with বিশ্রাম ***
88 should for উচিৎ
89 tast for আসক্তি বা আগ্রহ ***
90 true to সত্য ***
91 walk up জেগে ওঠা
92 with pleasure আনন্দের সাথে
93 admit to ভর্তি করা
94 charge with অভিযোগের সাথে
95 compared to তুলনা করা
96 consists of গঠিত
97 deal in কারবার
98 died of মরে যাওয়া *
99 died from মরে যাওয়া *
100 died for মরে যাওয়া *
101 expert at দক্ষ
102 expert in দক্ষ
103 in five minutes মধ্যে
104 jumped over লাফানো
105 proud of গর্বিত
106 result in ফলাফল
107 run over চাপা পড়া *
108 run into জড়িয়ে পড়া*
109 condor at শকুনি করা****
110 concerned for উদ্বিগ্ন
..—–
Spelling টেকনিক
✬ সাইকোলজি — Psychology (পিসি চল যাই)।
✬ কলেরা — Cholera (চলেরে)।
✬ বিগ্রেডিয়ার — Brigadier (বিড়ি- গাডিয়ার)।
✬ ডিজেজ — Diseases (দুই সাগর শেষ)।
✬ লেফটেন্যান্ট — Lieutenant (মিথ্যা তুমি দশ পিপড়া)।
✬ সুনামি — Tsunami (টি-সুনামী)।
✬ নিউমোনিয়া — Pneumonia (পি- নিউমোনিয়া)।
১। Lieutenant ( লেফটেনেন্ট ) – সামরিক পদবি, বদলি, প্রতিনিধি।(I আর Eউল্টা পাল্লা করে দেয় এবং A এর জায়গায় E দেয় তাই মনে রাখুন আগে I তারপর, E এবং N-পর A )
✿ছন্দ—- Lie u ten ant- মিথ্যা তুমি দশ পিঁপড়া।
————————-✿——————————-
২। Psychological ( সাইকোলজিক্যাল ) – মনস্তাত্ত্বিক।( এখানে P, H না দেয়)
✿ছন্দ—- Psy cholo gi cal- পিসি চলো যাই কাল।
————————-✿——————————-
৩। Assassination ( এ্যাসএ্যাসিনেশন )- গুপ্তহত্যা।(এখানে S কম বেশি করে দে্য় এবং s পর e দেয় মনে রাখুন S জোড়ায় জোড়ায় থাকে)
✿ছন্দ—-Ass ass i nation – গাধা গাধা আমি জাতি।
————————-✿——————————-
৪। Questionnaire- প্রশ্নমালা। (এখানে nnaire -কে দিয়ে ঝামেলায় ফেলে দেয়)
✿—-ছন্দ—-Question nai re – কোশ্চেন নাই রে।
————————-✿——————————-
৫। Assessment – নির্ধারণ, পরিমাপ ,মূল্যায়ন।(এখানে S কম বেশি করে দেয় তাই মনে রাখুন S জোড়ায় জোড়ায় থাকে)
✿ছন্দ—-Ass e ss men t- গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
————————-✿——————————-
৬। Hallucination- অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।এখানে মনে রাখুন L ডাবল এবং C এর I )
✿ছন্দ—-Hall u ci nation- হলে তুমি! ছি জাতি।(
————————-✿——————————-
৭। Diarrhoea- উদারাময়।(এখানে I, A E এর অবস্থান পরিবর্তন করে দেয় এবং R কম বেশি করে দেয়)
✿ছন্দ—-Dia rr hoea – ডায়াল করো ডাবল rr হয়ে যাবে।
————————-✿——————————-
৮। Bureaucracy- আমলাতন্ত্র।(এখানে U E,A এর অবস্থান উল্টা পাল্টা করে দেয় তাই reau -টি ভালো করে মনে রাখুন।
✿ছন্দ—-Burea u cracy- বুড়িয়া তুমি cracy.
————————-✿——————————-
৯। Restaurant- রেস্টুরেন্ট।(এখানে Tপর U দেয় এবং Rপর E দেয় তাই মনে রাখুন tau এবং rant)
✿ছন্দ—-Rest a u r ant – বিশ্রাম এ তুমি আর পিঁপড়া।
————————-✿——————————-
১০। Parallel- সমান্তরাল।এখানে L কম বেশি ও A এর জায়গায় E দেয়)
✿ছন্দ—-Par all e l -পার করো সকলকে ই।
————————-✿——————————-
১১। Illegitimate- অবৈধ।(এখানে L কম দেয় , I না দিয়ে E দেয় এবং শেষের E দেয় না )
✿ছন্দ—-Il leg i tim ate – অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
————————-✿——————————-
১২। Miscellaneous- বিবিধ।(এখানে L কম দেয় ও একসঙ্গে S ডাবল দেয় এবং eous উল্টা পাল্টা করে দেয় তাই মনে শেষে eous আছে ও M এর S একটি এবং Lদুটি
✿ছন্দ—-Mis cell an e o us- মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে।
#গুরুত্বপূর্ণ কিছু শব্দের spelling টেকনিক
.
#Be Careful – Spelling Mistakes:
1. Accommodation — ‘cc’, ‘mm’
2. Aggression — ‘gg’, ‘ss’
3. Aluminium — u mini u
4. Anniversary — ‘nn’, ‘ary’
5. Anonymous — ‘no’, ‘mo’
6. Assessment — ‘ss’, ‘ss’
7. Balloon — ‘ll’, ‘oo’
8. Brilliant — ill i ant
9. Bureau —- ‘bu’, ‘au’
10. Colleague — ‘ll’, ‘ague’
11. Commentary — ‘mm’, ‘ary’
12. Committee — ‘mm’, ‘tt’, ‘ee’
13. Connoisseur — ‘onno’, ‘ss’
14. Conscious — ‘sci’
15. Correspondence — ‘rr’, ‘ence’
16. Courteous — ‘court’, ‘eo’
17. Curriculum — ‘rr’, ‘ulum’
18. Deficiency — ‘fici’
19. Diabetes — ‘dia’, ‘be’
20. Diarrhoea — ‘dia’, ‘rr’, ‘hoea’
21. Discipline — ‘3 i’
22. Efficiency — ‘ff’, ‘ici’
23. Dysentery — ‘2 y’
24. Enthusiastic — ‘sias’
25. Envelope — ‘ve’, ‘pe’
26. Entrepreneur — ‘tre’, ‘pre’, ‘neur’
27. Exhibition — ‘hibi’
28. Facsimile — ‘simi’
29. Fictitious — ‘titi’
30. Fluorescent — ‘uo’, ‘esce’
31. Grammar — ‘amma’
32. Grievance — ‘ie’
33. Guarantee — ‘ua’, ‘ee’
34. Guerrilla — ‘ue’, ‘rr’, ‘ll’
35. Interference/ Reference/ Conference — ‘single f’, ‘single r’
36. Jewellery– ‘3 e’, ‘ll’
37. Liaison– ‘iai’
38. Maneuver– ‘eu’
39. Mediocre — ‘ocre’
40. Messenger — ‘3 e’
41. Mileage– ‘ea’
42. Millennium– ‘ll’, ‘nn’
43. Millionaire — ‘aire’
44. Minuscule– ‘uscu’
45. Miscellaneous — ‘ella’
46. Nuisance– ‘nui’
47. Occasion — ‘cc’
48. Occurrence — ‘cc’, ‘rr’, ‘ence’
49. Oppression — ‘pp’, ‘ss’
50. Onomatopoeia — ‘4 o’
51. Palatable — ‘3 a’
52. Parallel — ‘2 a’, ‘ll’
53. Perseverance — ‘4 e’
54. Personnel — ‘nnel’
55. Phenomenon — ‘enom’, ‘enon’
56. Picnicking — ‘3 i’
57. Pneumonia/ Pneumatics — ‘pneu’
58. Precedence– ‘4 e’
59. Presumptuous — ‘mpt’, ‘3 u’
60. Profession — ‘ss’
61. Questionnaire — ‘question + naire’
62. Recession– ‘ss’
63. Rehearsal — ‘e-e-a-a’
64. Restaurant– ‘aur’, ‘ant’
65. Satellite — ‘ll’
66. Scintillation — ‘cin’, ’till’
67. Shakespeare — ‘shake’, ‘eare’
68. Skiing — ‘ii’
69. Sophomore — ‘3 o’
70. Superintendent — ‘super’, ‘in’, ‘ten’, ‘dent’
Spelling Mistakes of previous year bank and BCS এক্সাম ৯৯টি
1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ]
2) Mercenary – ভাড়াটে সৈনিক বা কর্মী [ BBL – 2016 ]
3) Millennium – সহস্রাব্দ/বর্ষসহস্রক [ UCBL – 2010 ]
4) Millionaire – কোটিপতি/অতি ধনাঢ্য ব্যক্তি [ EBL – 2013 ]
5) Monotonous – একঘেয়ে/বৈচিত্র্যহীন [ NCCBL – 2014 ]
6) Multifarious – নানাবিধ/বিচিত্র [ UCBL – 2015 ]
7) Nauseous – বিতৃষ্ণাজনক [ MBL – 2014 ]
Omelet – ডিম ভাজা/মামলেট [ IPDC Finance Limited – 2014 ]
9) Omission – বর্জন/বাতিল [ MBL – 2012 ]
10) Opprobrious – অশোভন [ DBBL – 2017 ]
11) Accommodation – বাসস্থান [ CBL – 2012 ] [ UCBL – 2010 ]
12) Brilliant – মেধাবী [ NCCBL – 2014 ]
13) Bulletin – বুলেটিন [ JBL – 2009 ]
14) Burglar – চোর [ MBL – 2012 ]
15) Challenge – চ্যালেঞ্জ [ SBL – 2017 ]
16) Cigarette – সিগারেট [ JBL – 2009 ]
17) Infinitesimal – অতিক্ষুদ্র/অনীয়ান [ PBL – 2015 ]
18) Inheritance – উত্তরাধিকার [ IDLC – 2012 ]
19) Interruption – ব্যাঘাত/বিঘ্ন/বাধা [ IDLC – 2010 ]
20) Irreconcilable – বিসঙ্গত/অসদৃশ [ PBL – 2015 ]
21) Etiquette – নম্র আচরণ/শিষ্টাচার [ MBL – 2014 ]
22) Humorous – রসিকতাপূর্ণ [ EBL – 2013 ]
23) Hyacinth – কচুরিপানা [ BDBL – 2014 ]
24) Idiosyncrasy – স্বভাব বৈশিষ্ট্য/আচরণ [ MTBL – 2011 ]
25) Inapplicable – অপ্রযোজ্য/ অনুপযুক্ত [ Mercantile Bank Ltd – 2012 ]
26) Incorrigible – অশোধনীয়/ অপ্রতিকার্য [ EBL – 2013 ]
27) Gymnasium – শরীরচর্চা কেন্দ্র [ SBL – 2012 ]
28) Hereditary – বংশানুক্রমিক/কৌলিক [ NBL – 2015 ]
29) Hippopotamus – জলহস্তী [ JBL – 2016 ] [ IFIC – 2014 ]
30) Homogeneous – সমজাতীয় [ JBL – 2009 ]
31) Erroneous – অশুদ্ধ/ভ্রান্ত [ Mercantile Bank Ltd – 2014 ]
32) Etiquette – শিষ্টাচার/নম্র আচরণ [ PBL – 2015 ]
33) Exaggerate – অতিরঞ্জিত করা [ EBL – 2012 ]
34) Flicker – মিট মিট করা [ NCCBL – 2014 ]
35) Gargantuan – প্রকাণ্ড/সুবিপুল/দানবীয় [ MTBL – 2014 ] Raisul Islam Hridoy
36) Grandeur – মহিমা/বিশালতা [ BDBL – 2017 ]
37) Factitious – অস্বাভাবিক/কৃত্রিম [ SBL – 2015 ]
38) Masquerade – ভান বা ছদ্মবেশ ধারণ করা [ NBL – 2015 ]
39) Mediterranean – ভূমধ্যসাগরীয় [ DBBL – 2005 ]
40) Mellifluous – সুমধুর/সুললিত [ IDLC – 2012 ]
41) Honorary – অবৈতনিক/সম্মানসূচক [ EBL – 2009 ]
42) Oscillate – দোলানো/আন্দোলিত করা [ BDBL – 2017 ]
43) Palliate – প্রশমন/লাঘব করা [ BDBL – 2017 ]
44) Pedagogue – স্কুলশিক্ষক/ পণ্ডিতপ্রবর [ MTBL – 2014 ]
45) Magniloquent – বাগাড়ম্বরপূর্ণ/বড় বড় কথা বলে এমন [ EBL – 2016 ]
46) Malediction – অভিশাপ [ IDLC – 2016 ]
47) Manoeuvre – কৌশল [ UCBL – 2013 ]
48) Commission – কমিশন [ BDBL – 2017 ]
49) Committee – কমিটি [ IFIC – 2014 ]
50) Guerrilla – গেরিলা যুদ্ধা [ MTBL – 2010 ]
51) Leisure – অবসর [ BDBL – 2017 ]
52) Maintenance – ভরণপোষণ [ SIBL – 2011 ]
53) Millennium – সহস্রাব্দ [ SIBL – 2017 ]
54) Misspell – ভুল বানান করা [ IFIC – 2014 ]
55) Questionnaire – প্রশ্নমালা [ SIBL – 2016]
56) Aberration – বিপদগামিতা/নীতিভ্রংশ [ NCCBL – 2014 ]
57) Accessory – অপরাধের সহযোগী [ MBL – 2014 ]
58) Acclivity – উর্ধ্বমুখী ঢাল/চড়াই [ SBL – 2015 ]
59) Amateur – শৌখিন/অপেশাদার [ IFIC – 2014, 2017 ]
60) Ammunition – গোলা-বারুদের ভাণ্ডার [ SBL – 2015 ]
61) Irresponsible – – দায়িত্বহীন/বেপরোয়া [ UCBL – 2013 ]
62) Irreversible – অপরিবর্তনীয় [ MBL – 2015 ]
63) Itinerant – পরিভ্রমী/ভ্রমণশীল [ JBL – 2015 ]
64) Jewelry – রত্নখচিত অলঙ্কারাদির সমগ্র [ IFIC – 2014 ]
65) Assassin -গুপ্তঘাতক [ SBL – 2011 ]
66) Avaricious -লোলুপ/লোভী [ CBL – 2012 ]
67) Besiege – অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা [ JBL – 2015 ]
68) Bourgeois – সম্পদশালী/মধ্যবিত্ত শ্রেণীর লোক [ NBL – 2015 ]
69) Camouflage – ছদ্মবেশ/কপটবেশ [ BBL – 2015 ]
70) Celestial – স্বর্গীয়/দিব্য [ MTBL – 2015 ]
71) Orthodoxy – গোঁড়ামি [ DBBL – 2015 ]
72) Colonel – কর্নেল [ MBL – 2014 ]
73) Apocalypse – (জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান [ MBL – 2015 ]
74) Archipelago – দ্বীপপুঞ্জ [ Mercantile Bank Ltd – 2010 ]
75) Commodity – পণ্যদ্রব্য [ NCCBL, IFIC – 2014 ]
76) Complaisant – সৌজন্যপূর্ণ/সন্তোষ উৎপাদনে আগ্রহী [ UCBL – 2015 ]
77) Contemporaneous – সমকালীন/ সমসাময়িক [ SBL – 2011 ]
78) Contemptuous – ঘৃণ্য/অবজ্ঞেয় [ BDBL – 2014 ]
79) Councillor/Counsellor – পরিষদের সদস্য/ উপদেষ্টা [ BDBL – 2017 ]
80) Counterfeit – জাল/নকল [ IDLC – 2015 ]
81) Anaemia – রক্তাল্পতা [ MBL – 2012 ]
82) Anesthesia – অনুভূতিবিলোপ/অবেদন [ UCBL – 2015 ]
83) Commemoration – স্মৃতিরক্ষার্থে অনুষ্ঠান [ DBBL – 2016 ]
84) Commencement – সূচনা/আরম্ভ [ MBL – 2012 ]
85) Dyspepsia – অজীর্ণ রোগ/বদহজম [ Mercantile Bank Ltd – 2011 ]
86) Elephantiasis – গোদ/পা ফোলা রোগ [ JBL – 2014 ]
87) Embarrassment – অস্বস্তি/মানসিক দুশ্চিন্তা [ BBL – 2014 ]
88) Encyclopedia – বিশ্বকোষ/ জ্ঞানকোষ [ SIBL – 2015 ]
89) Predecessor – পূর্বসূরী [ IDLC – 2015 ]
90) Procession – মিছিল/শোভাযাত্রা [ SIBL – 2015 ]
91) Cemetery – সমাধিক্ষেত্র/গোরস্থান [ IFIC – 2012 ]
92) Colonel – উচ্চতর পদমর্যাদার সেনাপতি/ কর্নেল [ MBL – 2015 ]
93) Curriculum – পাঠ্যসূচি [ IFIC – 2014 ]
94) Delinquency – দুষ্কৃতি/অপকর্ম [ CBL – 2012 ]
95) Dilettante – (কাব্য/সঙ্গীত বিষয়ে) অগভীর জ্ঞানসম্পন্ন [ SBL – 2010 ]
96) Disciplinarian – কঠোর শাসক [ CBL – 2016 ]
97) Physique – দৈহিক গঠন [ IFIC – 2014 ]
98) Pomegranate – ডালিম [ IBL – 2015 ]
99) Peevish – বিরক্তিকর [ EBL – 2014 ]
.
#Be Careful – Words Of Same Type Spelling :
1.
Abstract=conceptual.
Extract=withdraw.
2.
Accede=agree to.
Exceed=surpass.
3.
Adapt=become habituated.
Adept=proficient.
4.
Adduce=mention, proffer.
Induce=encourage, spark off.
5.
Adverse=inauspicious.
Averse=opposed.
6.
Allusion=reference.
Illusion=delusion, apparition.
7.
Altar=mound, platform.
Alter=revamp, redo.
8.
Alternately=to occur in a successive manner.
Alternatively=on the other hand, otherwise.
9.
Assay=evaluation, scrutiny.
Essay=article, endeavor.
10.
Beach=seashore.
Beech=a large tree with gray bake.
11.
Birth=nativity, genesis.
Berth=bunk, bed.
12.
Calendar=schedule of date.
Calender=machine to press cloths.
13.
Cereal=grain.
Serial=sequence.
14.
Chagrin=vexation.
Chagreen=leather of ass, horse.
15.
Collision=crush, smash.
Collusion=conspiracy, collaboration.
16.
Complement=addition.
Compliment=accolade, bouquet.
17.
Confidant=bosom friend, intimate.
Confident=sanguine.
18.
Cord=rope, string.
Chord=a Straight line joining the ends of an arc.
19.
Currant=a small dried fruit.
Current=contemporary, stream.
20.
Defer=postpone, mothball.
Differ=contrast.
21.
Demur=protest, take issue.
Demure=modest, unassuming, decent.
22.
Deprecate=deplore, abhor.
Depreciate=devalue, mark down.
23.
Dual=twofold, twin.
Duel=confrontation or contest between two parties.
24.
Elicit=obtain, extract.
Illicit=illegal, felonious.
25.
Eligible=qualified, entitled.
Illegible=unreadable.
26.
Eminent=illustrious, exulted.
Imminent=forthcoming, approaching.
27.
Emerge=come out, come forth.
Immerse=submerge, drench.
28.
Excite=thrill, exhilarate.
Incite=stir up, provoke.
29.
Formally=traditionally, ritually.
Formerly=previously, once upon a time.
30.
Gloss=smooth surface.
Gloze=make excuse.
31.
Hoard=a store of valuable things.
Horde=large group of people.
32.
Kernel=essence, seed.
Colonel=a rank of army officer.
33.
Luxuriant=rich and profuse in growth.
Luxurious=giving self-indulgent pleasure.
34.
Knave=dishonest or unscrupulous.
Nave=central part of church.
35.
Naval=relating to navy.
Navel=central point of a place.
36.
Oblation=offerings to god.
Obligation=condition of being bound.
37.
Odious=extremely unpleasant, repulsive.
Odorous=full of smell.
38.
Personality=individual’s distinctive character.
Personalty=personal property.
39.
Peak=apex.
Pique=make a feeling of irritation.
40.
Rout=debacle, trouncing.
Route=way, course, passage.
41.
Session=meeting.
Cession=surrender.
42.
Sooth=truth.
Soothe=calm, subdue.
43.
Stationary=motionless, parked.
Stationery=paper, pen and other materials for writing.
44.
Straight=linear.
Strait=channel.
45.
Style=manner, approach.
Stile=an arrangement of steps to climb over.
46.
Summary=synopsis, encapsulation.
Summery=related to summer.
47.
Vicious=brutal, ferocious, savage.
Viscous=sticky, gummy.
48.
Wrath=anger, outrage.
Wreathe=cover, festoon.
49.
Yolk=yellow internal part of egg.
Yoke=a wooden crosspiece that is fastened over the necks of the two animals.
50.
Zealous=fervent, ardent, forbid.
Jealous=resentful, envious, covetous
Collected From Internet