Might এর ব্যবহার
- Md Rasel
- February 4, 2023
- 3:57 pm
- No Comments
Might এর ব্যবহার নিয়ে আজ আমরা এই পোস্টটি সাজিয়েছি। এখানে আমরা আলোচনা করবো Might কী কী অর্থে ব্যবহৃত হয়।
আশা করছি এই পোস্টটি ভালো করে অনুসরন করলে, Might নিয়ে আপনাদের সকল Confusion দূর হয়ে যাবে। তাই ভিজিট করুন আমাদের সাইট।
Might এর ব্যবহার
প্রথমে আমরা নিচের বাক্যটি দেখি।
A: Where are you going for your holidays?
B: I’m not sure.
I might go to Cox’s Bazar.
এখানে
He might go to Cox’s Bazar. এর মানে-
It is possible that he will go to Cox’s Bazar.
সম্ভবত সে কক্সবাজার যাবে। তবে বিষয়টি নিশ্চিত নয়।
আরেকটি বাক্য: I might rain.
একইভাবে It is possible that it will rain.
বৃষ্টির সম্ভবনা আছে। তবে বৃষ্টি হবে কিনা নিশ্চিত নয়।
- প্রকৃতপক্ষে ’Might’ সম্ভাব্যতা বোঝাতে ব্যবহৃত হয়। অর্থ্যাত নিশ্চিত নয়, এমন কোন কাজ বোঝাতে ‘Might’ ব্যবহৃত হয়।
Might এরপর Verb এর মূল Form বসে। যেমন: Might + go/be/play
Example:
- Take an umbrella with you. I might rain.
- Buy a lottery ticket. You might be lucky.
Study Difference:
- I’m playing cricket tomorrow. (sure)
I might play cricket tomorrow. (Possible) - Abid is going to phone later. (sure)
Abid might phone later. (possible)
May/Might
আমরা চাইলে May কে Might এরমতো একই অর্থে ব্যবহার করতে পারি।
I may= I might.
Example;
- I may go to the cinema this evening. (= I might go)
- Sue may come to the party. (= Sue might come)