Modifier Solution Chattogram Board-HSC-2023
Read the following text and use modifiers in the blank spaces as directed.
We know that (a) —— (use quantifier to pre-modify the noun) species are important for maintaining (b) —— (pre-modify the noun) balance.
If one is lost, the whole natural environment changes (c) —— (post-modify the verb). In order to protect the environment from being spoilt, we should protect (d) —— (use possessive to pre-modify the noun) wildlife.
(e) —— (use determiner to pre-modify the noun phrase) good news is that many countries are taking action (f) —— (use infinitive phrase to post-modify the verb).
George Lay Cock, (g) —— (use appositive to post-modify the noun) writes, “Mankind must develop a concern for wild creatures and determine that (h) —— (use demonstrative to pre-modify the noun) wild species will not perish (i) —— (use prepositional phrase as post-modifier).
We have to save wild animals (j) —— (use relative clause as post-modifier)
Modifier Solution Chattogram Board-HSC-2023
all; (b) ecological; (c) often for worse/greatly/certainly; (d) our; (e) The; (f) to protect their endangered species; (g) author of several books on wildlife; (h) these; (i) owing to our callousness; (j) that save ourselves.
ব্যাখ্যাসহ Solution
1.We know that (a) —— (use quantifier to pre-modify the noun) species are important for maintaining (b) —— (pre-modify the noun) balance.
ব্যাখ্যা: গ্যাপ (a) এর আগে বলা হচ্ছে We know that = আমরা জানি যে। এরপর গ্যাপে বলা হয়েছে (use quantifier to pre-modify the noun. অর্থ্যাৎ species- Noun কে Pre modify করার জন্য একটি Quantifier ব্যবহার করতে হবে। আর Quantifier গুলো হলো (a) few, fewer, (a) little, many, most, much, more, some, any, no, all etc. এই Sentence টি অর্থপূর্ণ করার জন্য species এর আগে Quantifier হিসেবে all ব্যবহৃত হবে। যেমন All species are important for maintainig . সকল প্রজাতিই গুরুত্বপূর্ণ । অতএব গ্যাপ (a) তে হবে all
আবার গ্যাপ (b) তে বলা হচ্ছে balance- Noun কে Premodify করতে হবে। Noun কে Adjective দ্বারা Premodify করতে হয়। অতএব এই গ্যাপে একটি Adjective বসবে। একটু সামনে থেকে পড়ি- all species are important for maintainig — balance. কিসের যেন ভারসাম্য রক্ষা করার জন্য সকল প্রজাতিই গুরুত্বপূর্ণ। এখানে পরিবেশের ভারসাম্যের কথাই বলা হচ্ছে। অতএব এই গ্যাপে Adjective হিসেবে ecological হবে।
Answer (a) all
Answer (b) ecological
Modifier Solution Chattogram Board-HSC-2023
2. If one is lost, the whole natural environment changes (c) —— (post-modify the verb).
ব্যাখ্যা: এখান বলা হচ্ছে-If one is lost= যদি একটি প্রজাতি হারিয়ে যায়। the whole natural environment changes — = পুরো প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন হয়ে যায়—। এখানে গ্যাপে বলা হচ্ছে- post-modify the verb অর্থ্যাৎ changes – Verb কে Post modify করতে হবে। Verb কে Post Modify করতে Sentence এর শেষে Adverb ব্যবহার করতে হয়। যেমন: He walks slowly. অতএব প্রদত্ত Sentence টির শেষে আমরা একটি Adverb বসাবো। আমরা গ্যাপে Adverb হিসেবে greatly ব্যবহার করবো। তখন পুরো Sentence টির অনুবাদ দাড়াবে: যদি একটি প্রজাতি হারিয়ে যায়, তবে পুরো প্রাকৃতিক পরিবেশ ব্যপকভাবে পরিবর্তন হয়ে যায়।
Answer (c ) greatly
Modifier Solution Chattogram Board-HSC-2023
3. In order to protect the environment from being spoilt, we should protect (d) —— (use possessive to pre-modify the noun) wildlife.
ব্যাখ্যা: এখানে আছে In order to protect = রক্ষা করতে the environment= পরিবেশকে from beign spoilt= দূষিত হওয়া থেকে।
we should protect = আমাদের রক্ষা করা উচিত —– wildlife= — বন্যপ্রাণী। এখানে গ্যাপে বলা হচ্ছে- use possessive to pre-modify the noun
অর্থ্যাৎ wildlife- Noun টিকে Pre modify করতে গ্যাপে Possessive ব্যবহার করতে হবে।
Possessive হলো Pronoun এর অধিকারবাচক রূপ। Possessive গুলো হলো My, our, your, his, her, their and its.
প্রকৃতপক্ষে Possessive নির্ধারিত হয় Sentence এ আগে থেকে ব্যবহৃত কোন Noun বা Pronoun এর উপর ভিত্তি করে। Grammar এর ভাষায় তাকে বলে Anticident.
যেমন: We should respect our freedomfighters. এই Sentence টিতে our হলো Possessive. আর Subject হিসেবে ব্যবহৃত We হলো our- Possessive এর Anticident.
যাইহোক, আমাদের প্রশ্নে প্রদত্ত Sentence টিতে বলা হয়েছে- we should protect —- wildlife. সুতরাং গ্যাপে আমারা Possessive হিসেবে our ব্যবহার করবো।
কেননা এই Sentence তে আগে থেকেই Subject হিসেবে we ব্যবহৃত হয়েছে। we এর Possessive হলো our.
Answer (d) our.
Modifier Solution Chattogram Board-HSC-2023
4. (e) —— (use determiner to pre-modify the noun phrase) good news is that many countries are taking action (f) —— (use infinitive phrase to post-modify the verb).
ব্যাখ্যা: গ্যাপ ( e) লক্ষ্য করুন, বলা হচ্ছে- use determiner to pre-modify the noun phrase
অর্থ্যাৎ good news- Noun Phrase কে Pre modify করার জন্য গ্যাপে একটি Determiner ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা এখন Determiner সম্পর্কে জেনে নিই।
Determiner: Determiner হলো এমন কিছু শব্দ, যেগুলো Noun বা Noun Phrase এর পূর্বে বসে Noun বা
Noun Phrase এর সংখ্যা, পরিমাণ, বা সেগুলো নির্দিষ্টতা প্রকাশ করে। Determiner গুলো নিন্মরূপ:
Article: a, an, the
Demonstrative: This, That, These, Those, which.
Possessive: My, our, your, his, her, their and its.
Quantifier: (a) few, fewer, (a) little, many, most, much, more, some, any, all, no etc.
Number: One, two, three etc.
Ordinal: First, second, Third, 1st, 2nd, 3rd etc.
আমাদের প্রদত্ত Sentence টির ( e) গ্যাপে Noun Phrase হিসেবে ব্যবহৃত good news কে Pre modify করতে Determiner হিসেবে
Article- The ব্যবহৃত হবে। কেননা এখানে Sentence এর শুরুতে একটি Noun Phrase কে Premodify করতে The ই যথাযথ।
আবার পরের গ্যাপ অর্থ্যাৎ গ্যাপ (f) এ বলা হচ্ছে use infinitive phrase to post-modify the verb.
অর্থ্যাৎ taking –Verb কে Post modify করতে একটি infinitive phrase ব্যবহার করতে বলা হয়েছে। Infinitive Phrase হলো to + Verb এর মূল Form.
Modifier Solution Chattogram Board-HSC-2023
যেমন: To do= করতে; To buy= কিনতে; To play= খেলতে ইত্যাদি।
চলুন আমরা পুরো Sentence টি একবার দেখে নিই।
The good news is that = ভালো খবর হলো যে। many countries are taking action= অনেক দেশ পদক্ষেপ নিচ্ছে। এখন প্রশ্ন হলো কী পদক্ষেপ নিচেছ?
উত্তর হবে to protect wildlife= বন্য প্রাণীদের রক্ষা করতে। সুতরাং আমরা Infinitive Phrase হিসেবে to + protect wildlife ব্যবহার করবো।
Answer ( e) The
Answer (f) to protect wildlife
5. George Lay Cock, (g) —— (use appositive to post-modify the noun) writes,
“Mankind must develop a concern for wild creatures and determine that (h) —— (use demonstrative to pre-modify the noun)
wild species will not perish (i) —— (use prepositional phrase as post-modifier).
ব্যাখ্যা: এই লাইনটি অনেক লম্বা। আমরা ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করার চেষ্টা করবো। গ্যাপ (g) এর আগে একজন ব্যক্তি George Lay Cock এর নাম দিয়ে বলা হচ্ছে – use appositive to post-modify the noun.
এই George Lay Cock কে post Modify করার জন্য একটি Appositive ব্যবহার করতে হবে। চলুন আমরা প্রথমে Appositive সম্পের্কে জেনে নিই।
Modifier Solution Chattogram Board-HSC-2023
Appositive: একটি Noun এরপর দুটি কমার মাঝে অন্য একটি Noun অথবা Noun Phrase বসে যখন প্রথম Noun এর পরিচয়
প্রকাশ করে/ প্রথম Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন দ্বিতীয় Noun কে প্রথম Noun এর Appositive বলে। আর দ্বিতীয় Noun এর অবস্থানকে বলে Apposition. যেমন:
Arham, a student, is going to Cox’s Bazar.
এই Sentence টিতে a student হলো Arham-Noun এর Appositive.
প্রশ্নে প্রদত্ত Sentence টিতে George Lay Cock এরপর আছে writes এরমানে হলো George Lay Cock একজন লেখক।
প্রকৃতপক্ষেই George Lay Cock একজন Wildlife writer. তাই গ্যাপ (g) তে আমরা Appositive হিসেবে author of several books on wildlife ব্যবহার করবো।
Answer (g) author of several books on wildlife
এরপর বলা হচেছ Mankind must develop a concern for wild creatures= মানুষকে বন্য প্রাণীর জন্য অবশ্যই ভাবতে হবে।
and determine that= এবং সংকল্প করতে হবে যে (h) —— (use demonstrative to pre-modify the noun) wild species will not perish= বন্য প্রাণীরা ধ্বংশ হবে না।
এখানে গ্যাপ (h) এ বলা হচ্ছে species- Noun টিকে Pre modify করার জন্য একটি Demostrarive ব্যবহার করতে হবে।
Demonstrative গুলো হলো: This, That, These, Those, which. এই Sentence টিতে যেহেতু wild Species অর্থ্যাৎ Plural ব্যবহার করা হয়েছে।
এবং wild Species শব্দটি এই প্রশ্নে বারবার ব্যবহৃত হয়েছে, তাই শব্দটি আমাদের অনেক কাছে মনে হয়েছে। সুতরাং গ্যাপে আমরা these ব্যবহার করবো।
কেননা কাছের Plural বোঝাতে these বসে।
Modifier Solution Chattogram Board-HSC-2023
যদি দূরের Plural বোঝায়, তবে Those ব্যবহৃত হয়। আবার কাছের Sigular বোঝাতে This বসে। এবং দূরের Singular এর ক্ষেত্রে That বসে।
অতএব গ্যাপ (h) এ হবে these
Sentence টির শেষে অর্থ্যাৎ গ্যাপ (i) তে বলা হচ্ছে use prepositional phrase as post-modifier.
অর্থ্যাৎ এই গ্যাপে একটি Prepositional Phrase ব্যবহার করতে হবে।
Prepositional Phrase: দুই বা ততোধিক Word -এর মিলে গঠিত Phrase যদি একটিমাত্র Preposition -এর ন্যায় ব্যবহৃত হয়,
তবে তা Prepositional Phrase বা Phrasal Preposition. যেমন: On Account Of, On The Point Of, In Front Of, In Spite Of, By Means Of, By Dint Of, For The Sake Of, In Order To, owing to etc.
George Lay Cock, author of several books no wildlife, writes, “Mankind must develop a concern for wild creatures and determine that
these wild species will not perish (i) —— (use prepositional phrase as post-modifier).
এখানে গ্যাপ (i) তে আমরা ব্যবহার করবো owing to our callousness= আমাদের নিষ্ঠুরতার কারণে।
Answer (g) author of several books no wildlife
(h) these
(i) owing to our callousness
Modifier Solution Chattogram Board-HSC-2023
6. We have to save wild animals (j) —— (use relative clause as post-modifier)
ব্যাখ্যা: লাইনটিতে বলা হচ্ছে- We have to save wild animals= আমাদেরকে বণ্য প্রাণীদের রক্ষা করতে হবে।
গ্যাপে বলা হচ্ছে use relative clause as post-modifier অর্থ্যাৎ গ্যাপে Relative Pronoun যুক্ত একটি Clause ব্যবহার করতে হবে।
animals এরপর Relative Pronoun হিসেবে that বসবে। এরপর হবে save ourselves. অতএব এই গ্যাপে হবে that save ourselves.
Answer (j) that save ourselves
Like Our Facebook Page: English with Rasel
Join Our Facebook Group: English with Rasel