Modifier Solution Jashore Board-HSC-2023
Read the following text and use modifiers as directed in the blank spaces:
Language plays a (a) ____ (pre-modify the adjective with an intensifier) important role in our life. We use language from the time we wake up (b) ___ (post-modify the verb) till we go to bed at night. We use language not only in our (c ) ____ (pre-modify the noun) hours, but also in our dreams. We use language (d) ____ (post-modify the verb with an infinitive) what we feel and to say what we like or dislike.
We also use language (e)____ (post modify the verb with an infinitive) information. Language is (f) ____ (pre-modify the adjective) present in our life. It is an (g) ____ (pre-modify the noun) part of our life. As an (h) ____ (pre-modify the noun) nation we also have a language. But we had to struggle (i) ____ (use adverb to post-modify the verb) to establish the right to our language. Many (j) ____ (pre- modify the noun with an adjective) sons of our country sacrificed their lives for our mother-tongue.
Modifier Solution Jashore Board-HSC-2023
(a) very; (b) in the morning; (c) conscious/active; (d) to express; (e) to share/to gather; (f) always; (g) integral/inevitable; (h) independent; (i) a lot/hard/enormously; (j) brave/courageous
ব্যাখ্যাসহ Solution
1.Language plays a (a) —– (Pre modifier the adjective with an intensifier) important role in our life.
ব্যাখ্যা: এই Sentence টিতে বলা হচ্ছে- Language plays a= ভাষা পালন করে। গ্যাপে বলা হচ্ছে Pre modifier the adjective with an intensifier অর্থ্যাৎ important- Adjective কে একটি intensifier দিয়ে Pre modify করতে হবে।
গ্যাপ এরপর আছে important role in our life= আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভুমিকা। অর্থ্যাৎ ভাষা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্যাপে বলা হয়েছে Intensifier ব্যবহার করতে হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, Intensifier হলো সে সব Word, যারা Adjective /adverb উপর অতিরিক্ত জোর দেয়ার জন্য ব্যবহৃত হয়। কিছু অধিক ব্যবহৃত Intensifier গুলো হলো: So, very, extremely, more, at all, absolutely, completely, highly, rather, too, really, quite. ইত্যাদি। এরা Adjective/Adverb এর উপর জোর দিয়ে থাকে।
Important – Adjective কে Pre Modify করতে গ্যাপে intensifier হিসেবে Very ব্যবহৃত হবে।
Answer (a) very.
Modifier Solution Jashore Board-HSC-2023
2. We use language from the time we wake up (b) ___ (post-modify the verb) till we go to bed at night.
ব্যাখ্যা: এই Sentence টিতে বলা হচ্ছে- আমরা ঘুম থেকে উঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ভাষা ব্যবহার করি।
গ্যাপ (b) তে বলা হয়েছে wake up- Verb কে Post Modify করতে হবে। আমাদের এই গ্যাপে এমন একটি Word/phrase ব্যবহার করতে হবে,
যা একটি Adverb এর কাজ করে। কারণ Verb কে Adverb দিযে Post Modify করতে হয়।
যেমন: He goes for a walk in the morning. আমরা we wake up এর পর এখানে in the mornign ব্যবহার করবো। তাহলেই Sentence টি অর্থপূর্ণ হবে।
Answer (b) in the morning
3. We use language not only in our (c ) ____ (pre-modify the noun) hours, but also in our dreams.
ব্যাখ্যা: এই sentence টিতে বলা হয়েছে we use langualge not only in our —– hours= ভাষা শুধু আমরা আমদের — সময়েই ব্যবহার করি না,
but also in our dreams= আমাদের স্বপ্নেও ব্যবহার করি। গ্যাপ (b) তে বলা হয়েছে pre-modify the noun অর্থ্যাৎ hours- Noun টিকে Pre modify করতে হবে।
Adjective দিয়ে Noun কে pre Modify করতে হয়। অতএব আমরা গ্যাপে একটি Adjective ব্যবহার করবো।
ভাষা আমরা আমাদের সচেতন সময়েও ব্যবহার করি আবার স্বপ্নেও ব্যবহার করি।
গ্যাপে Adjective হিসেবে conscious/active ব্যবহার করবো।
Answer (c ) conscious/ active
Modifier Solution Jashore Board-HSC-2023
4. We use language (d) ____ (post-modify the verb with an infinitive) what we feel and to say what we like or dislike.
ব্যাখ্যা: এখানে গ্যাপের আগে বলা হচ্ছে We use language= আমরা ভাষা ব্যবহার করি।
গ্যাপের পরে আছে what we feel = আমরা যা অনুভব করি। and to say= এবং বলতে what we like or dislike= আমরা যা পছন্দ অথবা অপছন্দ করি ।
গ্যাপে বলা হয়েছে post-modify the verb with an infinitive অর্থ্যাৎ use- Verb কে Post modify করার জন্য একটি infinitive ব্যবহার করতে হবে।
Infinitive মানে হলো To + মূল Verb. যেমন: to do = করতে; To run= দৌড়াতে; To play = খেলতে।
এখানে গ্যাপের পরে বলা হয়েছে What we feel=আমরা যা অনুভব করি।
গ্যাপের আগের এবং পরের অংশ মিলালে হবে- আমরা যা অনুভব করি তা প্রকাশ করে ভাষা ব্যবহার করি। ’প্রকাশ করতে’ অর্থে Infinitive হিসেবে to express হবে।
যেমন: I wanted to express what I feel.
Answer (d) to express
5. We also use language (e)____ (post modify the verb with an infinitive) information.
ব্যাখ্যা: গ্যাপে বলা হচ্ছে- post modify the verb with an infinitive এর মানে হলো use- Verb কে Post Modify করতে infinitive ব্যবহার করতে হবে।
আগেই আমরা জেনেছি- Infinitive মানে হলো To + মূল Verb. যেমন: to do = করতে; To run= দৌড়াতে; To play = খেলতে।
আচ্ছা বলুন তো আমরা information কী করতে ভাষা ব্যবহার করি। উত্তর হতে পারে information collect করতে / information share করতে।
যেমন: Languages are used to share information all over the world.
তাহেল গ্যাপে আমরা Infinitive হিসেবে to collect/ to share ব্যবহার করতে পারি।
Answer ( e) to collect/to share
Modifier Solution Jashore Board-HSC-2023
6. Language is (f) ____ (pre-modify the adjective) present in our life.
ব্যাখ্যা: গ্যাপ (f) এ বলা হয়েছে pre-modify the adjective অর্থ্যাৎ present – Adjective কে Pre modify করতে বলা হয়েছে।
গ্যাপে Adverb ব্যবহার করে Adjective কে Pre modify করতে হবে।
Present অর্থ হলো বর্তমান। আসল কথা হলো Language সবসময় আমাদের কাছে বর্তমান। অতএব গ্যাপে Adverb হিসেবে always ব্যবহার করবো।
Answer (f) always
7. It is an (g) ____ (pre-modify the noun) part of our life.
ব্যাখ্যা: গ্যাপে বলা হয়েছে pre-modify the noun অর্থ্যাৎ Noun- part কে pre modify করতে হবে।
আমরা আগে বহুবার বলেছি- Noun কে pre modify করতে adjective ব্যবহার করতে হয়। বলা হচ্ছে – It is an (g) ____ part of our life.
অর্থ্যাৎ ভাষা আমাদের জীবনের —- অংশ। কেমন অংশ। উত্তর হবে ‘অবিচ্ছেদ্য’ অংশ। মানে intergal part.
অতএব গ্যাপে Adjective হিসেবে intergal ব্যবহৃত হবে।
Answer (g) intergal
8. As an (h) ____ (pre-modify the noun) nation we also have a language.
ব্যাখ্যা: বলা হচ্ছে- —– জাতি হিসেবে আমাদেরও একটি ভাষা আছে। গ্যাপে বলা হচ্ছে- pre-modify the noun
অর্থ্যাৎ nation – Noun কে Pre modify করতে হবে। আমরা ইতোমধ্যে জেনেছি Noun কে Pre modify করতে Adjective ব্যবহার করতে হয়।
আমরা কেমন জাতি? আমরা independent জাতি. সুতরাং গ্যাপে হবে independent.
Answer (h) independent
Modifier Solution Jashore Board-HSC-2023
9. But we had to struggle (i) ____ (use adverb to post-modify the verb) to establish the right to our language.
ব্যাখ্যা: গ্যাপে বলা হচ্ছে struggle- Verb কে post modify করতে হবে। Verb কে Adverb দিয়ে Post Modify করতে হয়।
বলা হচ্ছে But we had to struggle = কিন্তু আমাদের সংগ্রাম করতে হয়েছিল। to establish = প্রতিষ্ঠা করতে।
the right to our language= আমাদের ভাষার অধিকার। আপনি বলুন তো ভাষার অধিকার প্রাতিষ্ঠা করতে আমাদের কেমন সংগ্রাম করতে হয়েছিল?
উত্তর হলো- অনেক সংগ্রাম করতে হয়েছিল। অনেক কিছু হতে পারে- কঠোর সংগ্রাম/ বিশাল সংগ্রাম করতে হয়েছিল।
যেমন: Our freedom fighters struggled hard/enormously to bring our independent. অতএব গ্যাপে Adverb হিসেবে a lot ব্যবহার করবো।
Answer (i) a lot.
10. Many (j) ____ (pre- modify the noun with an adjective) sons of our country sacrificed their lives for our mother-tongue.
ব্যাখ্যা: গ্যাপ (j) তে বলা আছে pre- modify the noun with an adjective মানে হলো sons- Noun কে Pre modify করতে একটি Adjective ব্যবহার করতে হবে।
দেখেন এখানে বলা হচ্ছে Many —- sons of our country= আমাদের দেশের অনেক —– সন্তানেরা। sacrificed their lives = তাদের জীবন উৎসর্গ করেছিলেন।
for our mother-tongue=আমাদের মাতৃভাষার জন্য। এখন প্রশ্ন হলো আমাদের দেশের কোন সন্তানেরা?
অবশ্যই আমাদের দেশের ‘বীর’ সন্তানেরা আমাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। অতএব ’বীর’ অর্থে গ্যাপে আমরা Adjective হিসেবে brave ব্যবহার করে sons- Noun কে pre modify করবো।
Answer (j) brave
Modifier Solution Jashore Board-HSC-2023
Like Our Facebook Page: English with Rasel
Join Our Facebook Group: English with Rasel