আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতে জানাচ্ছি HSC Board Question Solution এর আজকের Episode এ।Modifier Solution- Set- 03- Exam- 2019 (Video) Dear Viewers, আজ আমার আলোচনার বিষয় হচ্ছে- Dhaka Board-2019 এর Modifier Solution. Viewers, আপনারা যারা বিভিন্ন সময় আমার Content গুলোতে Like, Comment এবং Share করে আমাকে Inspire করেছেন। I am really grateful to you, Guys. Dear learner, আপনি যদি আমার Channel এ নতুন হয়ে থাকেন Please, Subscribe to my channel not to miss more useful contents. And never forget to like comment and share with your friends. Viewers, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে চলুন এক নজর Question টি দেখে নিই।
Modifier Solution Dhaka Board Exam- 2019
Arsenic is a (a) ——- (pre-modify the noun) substance. It is (b) ——- (use an intensifier to pre-modify the adjective) dangerous for human health. (c) ——- (use a demonstrative to pre-modify the noun) substance is found in the water of the tubewell. There are (d) —– (use quantifier to pre-modify the noun) villages in (e) —– (use possessive to pre-modify the noun) country. Most of our (f) —– (use a noun adjective to pre-modify the noun) people drink tubewell water. As a result, many of them are suffering from arsenic problem. This problem is (g) —- (pre-modify the verb) found in North Bengal. We should take proper measures (h) —— (post-modify the verb with an infinitive phrase). Government is trying to mark the tubewells having arsenic (i) —— (use a participle to post modify the verb) red colour. People should be refrained from drinking water of (j) —— (use demonstrative to pre-modify the noun) tubeswells. Otherwise, they will suffer from arsenicosis.
To buy click the link below
AliExpress.com Product – Pure Natural Plant Aroma Essential Oils 12pcs Gift Set Car Diffuser Rose Eucalyptus Mint Lemongrass Lemon Bergamot Tea Tree Oil

Modifier Solution- Set- 03- Exam- 2019 (Video)
Solution with Explanation
a). Arsenic is a (a) ——- (pre-modify the noun) substance.
ব্যাখ্যা: Gap (a) তে বলা হয়েছে substance Noun টিকে pre-modify করতে। Pre-modify মানে হচ্ছে, কোন শব্দের আগে Modifier বসিয়ে ঐ শব্দটিকে Modify করা।যেমন: Beautiful girl, Brilliant student, Five books etc. আমরা জানি Noun কে Pre-modify করে বিভিন্ন ধরনের Adjective । সুতরাং gap এর মধ্যে একটি Adjective হবে।
আর Adjective হল এমন Word যা Noun বা Pronoun পূর্বে বসে ঐ Noun বা Pronoun এর দোষ-গুন, অবস্থা, সংখ্যা বুঝায়। এখানে এমন একটি Adjective বসাতে হবে যা Arsenic এর দোষ/খারাপ গুন বুঝাবে। কেননা Arsenic মানব দেহের জন্য ক্ষতিকর। Answer:(a) poisonous/toxic. b) It is (b) ——- (use an intensifier to pre-modify the adjective) dangerous for human health.
definitely, absolutely, thoroughly, positively, quite, utterly, perfectly etc. এক্ষেত্রে Intensifier হিসেবে Very সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে মাঝে মাঝে Soও ব্যবহৃত হতে পারে| এখানে Answer: very
Modifier Solution- Set- 03- Exam- 2019 (Video)

(c) (c) ——- (use a demonstrative to pre-modify the noun) substance is found in the water of the tubewell.

ব্যাখ্য: Gap (c) তে বলা হয়েছে demonstrativeব্যবহার করে substance Nounকে Pre-modify করতে। Demonstrative Adjective (this, that, these,
(d+c) There are (d) —– (use quantifier to pre-modify the noun) villages in (e) —– (use possessive to pre-modify the noun) country. those) pre-modifier হিসেবেNoun এর পূর্বে ব্যবহৃত হয়েNoun এর নিদির্ষ্টতা নির্দশ করে। Demonstrative গুলো নিকটবর্তী Singular Noun এর পূর্বে This, দূরবর্তী Singular Noun এর পূর্বে Those, নিকটবর্তী Plural Noun এর পূর্বে These আর দূরবর্তী Plural Noun এর পূর্বে Those বসে। আমরা এখন Arsenic Substance নিয়ে কথা বলছি। এটি এখন আমাদের নিকটবর্তী এবং একবচন হওয়ায় Answer: (c) This
Modifier Solution- Set- 03- Exam- 2019 (Video)
ব্যাখ্যা: Gap (d) তে বলা হয়েছে (use quantifier to pre-modify the noun) villages. এখানে যে Villages Plural Noun টি রয়েছে এর পূর্বে একটি Quantifier ব্যবহার করে তাকে Pre-modify করতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে Quantifier কী? Dear viewers, যেসব শব্দ দ্বারা কোনো কিছুর সংখ্যা বা পরিমান নির্দেশ করে তাদেরকে Quantifier বলে| Quantifier: all, any, both, some, no, every, either, neither, few, a few, much, many, a many, manya, little, a little, a huge number of, a lot of, lots of, a great deal of, a great amount of, no, none, every, each, some ইত্যাদি Quantifier Pre-modifier হিসেবে ব্যবহৃত হয়। এখানে Villages হলো Plural Countable Noun যার পূর্বে Quantifier হিসেবে many ব্যবহৃত হবে। Answer: (d) many ব্যাখ্যা: Gap (e) তেবলা হয়েছে (use possessive to pre-modify the noun) country. অর্থ্যাৎ Country Noun এর পূর্বে Possessive ব্যবহার করে Modify করতে হবে। Possessive হলো এমন কিছু শব্দ, যারা অধিকার বা মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: my, your, our, his, her, their, its, Rahman’s. বাংলাদেশে যে অনেক গ্রাম রয়েছে, এখানে সে সম্পর্কে কথা বলা হচ্ছে। বাংলাদেশ তো আপনার, আমার-আমাদের দেশ । তাই এখানে Answer: (e) our.
AliExpress.com Product – Classic 100% 925 Sterling Silver Princess Tiara Crown Sparkling Love Heart ,CZ Rings for Women Engagement Jewelry Anniversary (f) Most of our (f) —– (use a noun adjective to pre-modify the noun) people drink tubewell water. ব্যাখ্যা:Gap (f) তেবলা হয়েছে একটি Noun Adjective ব্যবহার করে people-Noun কে Pre-modify করতে হবে। এখানে আপনারা Confused হয় যেতে পারেন যে, NOun Adjective আবার কী? আসলে বিষয়টি খুবই Simple. Noun Adjective হলো-দুটি Noun পাশাপাশি বসে যখন প্রথম Noun টি পরের Noun-কে modify করে, তখন প্রথম Noun কে Noun Adjective বলে| যেমন: Bus Station, School Bus, College Student, Village People etc. অতএব, people- Noun এর পূর্বে এমন একটি Noun বসাতে হবে, যা Sentence টিকে অর্থপূর্ণ করে তুলবে। আর Noun টি হবে village. Answer: (f) village
Modifier Solution- Set- 03- Exam- 2019 (Video)

আমরা জানি যেসব Word- verb এর পূর্বে বসে Verb সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেসব Word কে Verb Modifier বলে। আরও নির্দিষ্ট করে বললে, Adverb- Verb এর পূর্বে বসে Verb কে Pre-modify করে। অতএব, এখানে found- Verb টির পূর্বে একটি Adverb বসিয়ে Verb টিকে Pre-modify করতে হবে। Answer: (g) mainly
(h) We should take proper measures (h) —— (post-modify the verb with an infinitive phrase).
ব্যাখ্যা: Gap (h) এ একটি Infinitive Phrase ব্যবহার করে take- Verb কে Post-modify করতে বলা হয়েছে। চলুন আমরা প্রথমে জেনে নিই Post-modifier কী। Post-modifier: কোন শব্দের পরে Modifier বসিয়ে যখন ঐ শব্দটি সম্পর্কে অতিরিক্ত কোন তথ্য দেয়া হয়, তাকে Post-modifier বলা হয়। যেমন: He walks slowly. Infinitive মানে হলো To + verb এর Present Form। যেমন: To make a good result, To be a fluent speaker. এই Phrase গুলো দিয়ে Sentence Make করলে কী দাড়ায়? She studies attentively to make a good result. He wants to be a fluent speaker. এখানে Answer: (h) to identify the materials
Modifier Solution- Set- 03- Exam- 2019 (Video)
(i) Government is trying to mark the tubewells having arsenic (i) —— (use a participle to post modify the verb) red colour.
ব্যাখ্যা: Gap (i) তে বলা হয়েছে Participle ব্যবহার করে mark- verb কে Post-modify করতে। Participle হলো দুই প্রকার: (ক) Present Participle= verb+ing; (খ) Past Participle= Vএর P.P । এখানে একটু চিন্তার বিষয় হচ্ছে, Gap (i) তে আমরা কোন Participle ব্যবহার করব! ডিয়ার রিডার্স, বিষয় খুবই সহজ। বাংলা ‘করিয়া’ বা ‘করে’ অর্থে Present Participle ব্যবহৃত হয়। প্রদত্ত Sentence টির বাংলা অনুবাদ: “সরকার লাল রং করে আর্সেনিক আছে এমন টিউবঅয়েল সনাক্ত করার চেষ্ট করছে।” অর্থ্যাৎ, ‘লাল রং করে’ অর্থে Present Participle ব্যবহৃত হবে। Answer: (i) painting
(j) People should be refrained from drinking water of (j) —— (use demonstrative to pre-modify the noun) tubeswells.
ব্যাখ্যা: এখানে Demonstrative ব্যবহার করে tubewells- Noun কে Pre-modify করতে হবে। প্রিয় পাঠক, আমরা Gap (c) তে Demostrative সম্পর্কে জেনেছি। তারপরও আবার Recall করে নিচ্ছি।Demonstrative এর উপর আমার সম্পূর্ণ একটি Tutorial আছে। উপরের উপরের link এ অথবা Describtion Box এর Link এ Click আপনারা Demostrative সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। Demonstrative Adjective (this, that, these, those) pre-modifier হিসেবে Noun এর পূর্বে ব্যবহৃত হয়ে Noun এর নির্দিষ্টতা নির্দেশ করে| নিকটবর্তী Singular Noun এর পূর্বে This, দূরবর্তী Singular Noun এর পূর্বে Those, নিকটবর্তী Plural Noun এর পূর্বে These আর দূরবর্তী Plural Noun এর পূর্বে Those বসে। এখানে tubewells- Noun টি Plural হওয়ায় এবং দূরবর্তী বুঝানোর কারনে Demonstrative- those ব্যবহৃত হবে। Answer: (j) those
Modifier Solution- Set- 03- Exam- 2019 (Video)
