Noun Clause

Noun Clause

Noun Clause: Noun এর স্থানে বসে যে Clause কোনো sentence- এ noun- এর মতো কাজ করে তাকে, noun clause বলা হয়।
 
এটি তিন প্রকার (সংযোজক শব্দ)দ্বারা যুক্ত হতে পারে।
1) Conjunction —–that দ্বারা
2) Interrogative pronoun– Who, what ইত্যাদি দ্বারা
3) Interrogative Adverb—How, where, why ইত্যাদি দ্বারা।
 
 
Sentence-এর মধ্যে Noun Clause-এর অবস্থান:

Clause for BCS Preparation

1) Verb-এর Subject হিসেবে:
Example: What you have given Rita and Rana is beautiful.
Explanation: এটি প্রায়ই Be verb (am,is,are,was,were)-
এর Subject হিসেবে ব্যবহৃত হয়।
উল্লিখিত বাক্যটিতে “IS” -এর আগের
অংশ “What you have given Rita and Rana” হচ্ছে নাউন ক্লজ ।
 
More Examples :
That the car is new is known to Ekram. (That the car is new)
হচ্ছে নাউন ক্লজ.
What they did was wrong. (What they did) হচ্ছে নাউন ক্লজ.
That he is very intelligent is known to me. (That he is very intelligent)হচ্ছে নাউন ক্লজ.

Why he did that is not clear to me.
 
That he is a criminal is known to all.
 

Clause for BCS Preparation

 
2) Verb-এর Object হিসেবে:
Example: Rahman knows that Meem has broken the glass.
ব্যাখ্যা:  উল্লিখিত বাক্যটিতে “Knows”Verb টির
পরবর্তী অংশ that Meem has broken the glass)
হচ্ছে Noun clause.
যা knows- verb টির object রূপে ব্যবহৃত হয়েছে।
Rahman observes what Meem does.
ব্যাখ্যা:  উল্লিখিত বাক্যটিতে “observes” Verb টির পরবর্তী অংশ (what Meem does) হচ্ছে নাউন ক্লজ.যা observes-
verb টির object রূপে ব্যবহৃত হয়েছে।
 I asked if he lied.
We don’t know what he is talking about.
 
3) Object-এর Complement হিসেবে:
Example: Father asked me what I need.
ব্যাখ্যা: উল্লিখিত বাক্যটিতে object হচ্ছে me;অর্থাৎ, এর পর (what I need)
হচ্ছে নাউন ক্লজ;
যা me এর object complement হিসেবে ব্যবহৃত হয়েছে।
You may give me what you like.
ব্যাখ্যা: উল্লিখিত বাক্যটিতে object হচ্ছে me;অর্থাৎ, এর পর (what you like) হচ্ছে নাউন ক্লজ;যা me এর object complement হিসেবে ব্যবহৃত
হয়েছে।
I told him what he wanted to know.
 

Clause for BCS Preparation

4) preposition-এর object রূপে:
Example:I want to keep faith in what you do.
 ব্যাখ্যা:  উল্লিখিত বাক্যটিতে preposition হচ্ছে in; অর্থাৎ, এর
পর (what you do) হচ্ছে নাউন ক্লজ;
যা in এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
 
Ekarash has come from where he lived.
ব্যাখ্যা: উল্লিখিত বাক্যটিতে Preposition হচ্ছে from;
অর্থাৎ, এর পর (where he lived) হচ্ছে নাউন ক্লজ;যা From এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
We had no idea of this surprise plan.
 
5) Noun বা pronoun-এর Apposition রূপে:
(Apposition হচ্ছে– যে Noun clause/phrase
পূর্ববর্তী Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য সরবরাহ,তাকে Apposition বলে।)
Example: The rumour, that Ekram is corrupt, is true.
ব্যাখ্যা:  উল্লিখিত বাক্যটিতে (that Ekram is corrupt)
Noun clause টি Rumour- Noun টি সম্পর্কে অতিরিক্ত তথ্য সরবরাহ করেছে।
অর্থাৎ, Rumour- noun টির
পর that Ekram is corrupt হচ্ছে নাউন ক্লজ.
 

Clause for BCS Preparation

 
Ifti’s belief that one day he will be a BCS Cadre makes us all happy.
ব্যাখ্যা: উল্লিখিত বাক্যটিতে (that one day he will be a BCS Cadre)
Noun clause টি Belief—
Noun টি সম্পর্কে অতিরিক্ত তথ্য সরবরাহ করেছে।
অর্থাৎ, belief- noun টির পর
that one day he will be a BCS Cadre হচ্ছে নাউন ক্লজ.
There is a rumour that he went abroad.
 
6) Subject-এর complement রূপে:
Example: The only reason is why he has taken a bribe.
ব্যাখ্যা: মনে রাখতে হবে– Noun Clause যখন Subject-এর complement হিসেবে হবে;
তখন Noun Clause
টির আগেএকমাত্র Be verb(am, is, are, was, were) ব্যবহৃত হয়।
উল্লিখিত বাক্যটিতে The only reason হচ্ছে
Subject; যার complement হিসেবে Be verb অর্থাৎ, “Is” এরপর “why he has taken a
bribe”হচ্ছে Noun Clause.
 
Clause for BCS Preparation
 
The important matter is how Ekram and Meem can solve their affair’s problem.
ব্যাখ্যা: মনে রাখতে হবে– Noun Clause যখন Subject-এর complement হিসেবে
হবে;
তখন নাউন ক্লজ টির আগে একমাত্র Be verb(am,is,are,was,were)
ব্যবহৃত হয়। উল্লিখিত বাক্যটিতে The important matter হচ্ছে Subject;যার
complement হিসেবে
Be verb অর্থাৎ, “Is” এর পর “How Ekram and Meem can

solve their affair’s problem “হচ্ছে নাউন ক্লজ.

The question is how he will respond.
 
The truth is that Ekram was very shy.
For more posts visit our site

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype