Number BCS সহ সকল Competitive পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি BCS পরীক্ষাতেই Number থেকে প্রশ্ন থাকে।Number থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন থাকে। কিছু Noun আছে যাদের Singular এবং Plural এ ভিন্ন অর্থ দেয়। এমন কিছু Noun নিয়ে সাজিয়েছি আজকের আর্টিক্যালটি। আর্টিক্যালটির টাইটেল Nouns with Different Meanings in Singular and Plural
Read More: Singular & Plural of Foreign Words
1.Advice- counsel= উপদেশ –Advices- Information= সংবাদ/তথ্য
2. Air- wind= বাতাস—Airs- arrogance= উদ্ধত আচরন
3. Corn= শষ্য— Corns= পায়েপ কড়া
4. Compass- extent-range= মাত্র/তিব্রতা—-Compasses- an instroment for rawing-অঙ্কন করার কম্পাস
5. Force= শক্তি— Forces= সৈন্যবাহিনী
Nouns with Different Meanings in Singular and Plural
6. Good- benefit, well-being= উপকার — Goods- things= মালপত্র
7. Iron – a kind of metal= লোহা— Irons- Chains made of iron= লোহার শৃঙ্খল
8. Physic -Medicine= ওষুধ— Physics- physical Science= পদার্থবিদ্যা
9. Return- Coming back= ফিরে আসা– Returns- accounts= হিসাব
10. Respect–regard= প্রসঙ্গ— Respects- compliments =সম্মান
11. Sand- a kind of matter= বালি– Sands– desert= মরুভুমি
12. Wood= কাঠ—- Woods= বন-জঙ্গল/ Forests
[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]
লক্ষ্য করুন
বিভিন্ন বস্তুর নাম (Name of Substances) Uncountable এবং এরা Plural হিসেবে ব্যবহৃত হয় না।যেমন-
Copper
Tin
Iron
Wood
কিন্তু যদি তারা Plural হিসেবে ব্যবহৃত হয়, তবে Countable হিসেবে ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন-
Coppers- Coppers Coins
Tins- Can Made of Tin
Irons- fetters/chais
Woods- Forests[/box]
[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]Question: Identify the word that can be used as both singular and plural: (41st BCS, R.U-16-17
(a) wood
(b) issue
(c) fish
(d) light
Ans: (c) fish[/box]