Number থেকে প্রতি বছর BCS সহ বিভিন্ন Competitive পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন থাকে। কখনো Simple কিছু প্রশ্ন থাকে, আবার কখনো কিছু ব্যতিক্রমধর্মী থাকে। যেগুলো পরীক্ষার্থীদের মধ্যে Confusion এর সৃষ্টি করে। ফলে তারা কাট মার্কসের ফাঁদে আটকা পড়েন। তাই Number এর ধরণের উপর ভিত্তি করে আমি ধারাবাহিকভাবে কিছু আর্টিক্যাল সাজিয়েছি। আশা করি এই আর্টিক্যাল গুলো Practice করলে Number থেকে ১/২ নম্বর নিশ্চিত করেত পারবেন। আজ আলোচনা করবো Nouns with Two Meanings in Singular but Only One in Plural.

Raed More: Noun with Differnt Meaning in Singular & Plural

এমন কিছু Noun আছে, যারা Singular এ দুটি অর্থ  প্রকাশ করে। কিন্তু Plural এ  শুধু একটি অর্থে ব্যবহৃত হয়। এই Noun গুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখতে পাই। তাহলে চলুন দেখেনি আজকের আলোচনা।

Theme & Template

1.Abuse= (a) দুর্ব্যবহার; (b) তিরস্কার—-Abuses= দুর্ব্যবহারসমুহ

2. Foot= (a) শরীরের অংশ; (b) পদাদিক সৈন্য: Infantry— Feet শরীরের অংশ

3. Force= (a) সৈন্য:Troop;  (b) শক্তি: Strength—– Forces= সৈন্যদল: Troops

4. Horse= (a) ঘোড়া: An Animal; (b) অশ্বরোহী সৈন্য: Cavalry—- Horses= ঘোড়াগুলো: Animals

5. Issue= (a) সন্তান: Offsprings; (b) ফলাফল: Result— Issues= ফলাফলসমুহ: Results

6. Light= (a) প্রদীপ: Lamp; (b) আলো: Radiance—– Lights= প্রদীপসমুহ: Lamps

7. Powder= (a) ওষুধ: A Dose of Medinine; (b) গুড়াঁ বা চূর্ণ: Gunpowder —- Powders= ওষুধগুলো

8. Practice= (a) অনুশীলন: Habit; (b) ব্যবসা: Exersice in an Art/Profession—- Practice= অনুশীলন: Habits

9. People= (a) জাতি: A Nation; (b) জনগন: Persons—– Peoples= জাতিসমুহ: Nations

 

Nouns with Two Meanings in Singular but Only One in Plural

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top