ব্যাখ্যা: কোনো কিছুর সাথে বোঝাতে With ব্যবহৃত হয়। আবার কোন কিছু হতে বোঝাতে From ব্যবহৃত হয়। অন্যদিকে কোন কিছুর পুর্বে বোঝাতে Before ব্যবহৃত হয়। আর ছাড়া বা ব্যতিত বোঝাতে Without বসে।
ব্যাখ্যা: অতীতে কোনো কাজ হয়েছিল তবে এর ফল এখনো শেষ হয়নি বোঝাতে past perfect tense ব্যবহৃত হয়।
ব্যাখ্যা: শব্দের প্রথমে vowel আসলেও vowel এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এর পূর্বে a বসে।
ব্যাখ্যা: Segregate অর্থ আলাদা বা পৃথক করা । শব্দটির বিপরীত শব্দ হলো combine যার অর্থ জোড়া লাগানো, সংযুক্ত করা। অন্যদিকে isolate অর্থ হলো পৃথক/বিচ্ছিন্ন করা। divide অর্থ পৃথক/ভাগ করা। Sever অর্থ কাটা বা বিচ্ছিন্ন করা।
ব্যাখ্যা: নেতিবাচক অর্থে too + adjective + to + verb ব্যবহৃত হয়। আর flabbergasted অর্থ ভীষণ বিস্মিত হওয় বা ভীষণ কষ্ট পাওয়া। to speak যোগে বাক্যটির বাংলা: ছেলেমেয়েরা এতো বিস্মিত হলো যে তারা কথা বলতে পারছিল না।
ব্যাখ্যা: Polite অনুরোধ করার ক্ষেত্রে would like to + verb ব্যবহৃত হয়।
ব্যাখ্যা: অতীতে কোনো কাজ চলতে থাকলে সেটি past continuous tense এ হয় আর কাজটি কারো দ্বারা সংগঠিত হলে সেটি প্যাসিভ ভয়েসে হয়।
ব্যাখ্যা: Yet যুক্ত বাক্য সাধারণত Present Perfect tense এ হয়। প্রশ্নবোধক বাক্যটির গঠন হবে: Have/has + sub+ verb এর pp।
.
ব্যাখ্যা: Lest এর পর সাবজেক্ট আসলে এর পর should ব্যবহৃত হয়।
ব্যাখ্যা: No sooner ……..thanএই coordinating conjunction টি ব্যবহৃত হয়। সুতরাং সঠিক বাক্য হলো b) No sooner had he graduated than he got a job.
ব্যাখ্যা: Defer ( মুলতবি করা, স্থগিত করা ) এর noun form হলো Deferment (বিলম্বন, স্থগিতকরণ)
ব্যাখ্যা: Acquisition (গ্রহণ, অর্জন ) এর verb form হলো Acquire অর্জন করা।
ব্যাখ্যা: Erudite এবং Knowledgeable পরস্পর সমার্থক শব্দ কারণ তাদের অর্থ পাণ্ডিত্বপূর্ণ।
ব্যাখ্যা: Fight shy of somebody অর্থ কাউকে এড়িয়ে চলা। তাই প্রদত্ত বাক্যটির অর্থ : তোমার বাজে সঙ্গ এড়িয়ে চলা উচিত।
ব্যাখ্যা: সঠিক বানানযুক্ত শব্দ হলো Onomatopoeia যার অর্থ ধ্বনাত্বক শব্দ বা শব্দগঠন।
ব্যাখ্যা: feeling under the weather অর্থ সামান্য অসুস্থ বোধ করা। ফ্রেজটির অর্থ প্রকাশ পায় Feeling slightly ill দ্বারা।
ব্যাখ্যা: রেজাল্ট ক্লজে sub+ would+ have +verb এর pp ব্যবহৃত হলে if clause টি past perfect tense এ ব্যবহৃত হয়।
ব্যাখ্যা: সাবজেক্ট 3rd person singular number হওয়ায় sub এর পর singular verb ব্যবহৃত হবে। আর like এর পর verb এর রূপ gerund বা infinitive ব্যবহৃত হয় তবে like-এর পর and এর পর দুই দিকেই verb-এর একই রূপ ব্যবহৃত হবে।