বাংলা প্রশ্নের সমাধান
১. ‘বারীশ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? উত্তরঃ বারি + ঈশ
২. কোনটিকে সম্বন্ধপদের নিজস্ব বিভক্তি বলা হয়? উত্তরঃ র [আমি বাবার চশমা নিয়ে বাজারে গিয়েছিলাম, এখানে বাবা শব্দের সাথে র বিভক্তি যোগ হয়েছে]
৩. ফুলদল দিয়া কাটিলা কি বিধি শালুলী তরুবরে? – এখানে কর্মকারক কোনটি? উত্তরঃ তরুবরে
৪. বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি? উত্তরঃ অনুসর্গ
৫. “The heel of Achilles” – কথাটার অর্থ কী? উত্তরঃ দুর্বল জায়গা
৬. As you make your bed so you must lie on it,-ইংরেজি এ প্রবচনটির বাংলা অর্থ কী হবে? উত্তরঃ তোমাকে তোমার কর্মফল মানতেই হবে।
৭. ‘প্রাচীন ‘-এর বিপরীত শব্দ কী? উত্তরঃ অর্বাচীন
৮. ‘বর্গি’ শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে? উত্তরঃ মারাঠি
৯. ‘রাজমিস্ত্রী’ শব্দের ব্যাসবাক্য- উত্তরঃ মিস্ত্রীর রাজা
১০. বিভক্তি লোপ পায় কোন সমাসে? উত্তরঃ তৎপুরুষ সমাসে
১১. ‘আটঘাট বাঁধা’ বাগধারার অর্থ? উত্তরঃ প্রস্তুতি নেওয়া
১২. শুদ্ধ বানানগুচ্ছ – উত্তরঃ বিকৃত, বিক্রীত
১৩. ভুল বানান কোনটি? উত্তরঃ সায়ত্ত্বশাসন [সঠিক বানান স্বায়ত্তশাসন]
১৪. বাক্য সংকোচন করুন: বুকে ভর দিয়ে চলে যে – উত্তরঃ উরগ
১৫. কোন শব্দ দ্বিস্বরধ্বনি রয়েছে? উত্তরঃ লাউ [আ + উ = আউ (লাউ), একটি পূর্ণ স্বরধ্বনি এবং একটি অর্ধস্বরধ্বনি মিলে যে যুগ্ম ধ্বনিটি গঠিত হয় , তাকে বলা হয় দ্বিস্বরধ্বনি।]
১৬. সে এখন যাবে না।- এই বাক্যে “না” কোন পদ? উত্তরঃ ক্রিয়া বিশেষণ
১৭. ধ্বনাত্মক দ্বিত্বের উদাহরণ – উত্তরঃ পট পট
১৮. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস “রাইফেল রোটি আওরাত” কার লেখা? উত্তরঃ আনোয়ার পাশা
১৯. অসহায়ের পাশে দাঁড়াও।- এটিকে রুপান্তর করলে কি হবে ? উত্তরঃ অসহায়দের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে।
২০. বাক্যের প্রধান তিনটি অংশ – উত্তরঃ কর্তা, কর্ম, ক্রিয়া [ভাষার প্রধান অংশ ধ্বনি, শব্দ, বাক্য]
ইংরেজি প্রশ্নের সমাধান
২১. As soon as he saw me, he —away. উত্তরঃ fled
২২. While (walk) in the morning, I saw them playing. উত্তরঃ walking
২৩. Don’t mention anything unless you (ask) for. উত্তরঃ are asked
২৪. Find out the correct form- উত্তরঃ I got the work done by him.
২৫. Find out the correct form- উত্তরঃ: I, you and Shuma are guilty
২৬. Find out the correct form- উত্তরঃ It is you who are responsible for this
২৭. —man standing in front of you is a doctor. উত্তরঃ The
২৮. Rupa is—taller of the two sisters. উত্তরঃ the
২৯. After a while they have arrived their destination. the underlined word is? উত্তরঃ: preposition
৩০. The synonym of the word `Instantaneous’ is – উত্তরঃ quick
৩১. Which is the correct spelling of the following? উত্তরঃ gratefulness
৩২. Fill in the blank: “The poet had acquaintance——the renowned writers of his time”. ans: with
৩৩. A synonym of “Prolific” is? উত্তরঃ productive
৩৪. “Doing something at the drop of a hat” – What does the idiom mean? উত্তরঃ Doing something instantaneously
৩৫. Which of the following is the passive voice form of “Smartphones are very cheap today”? উত্তরঃ Smartphones are considered to be very cheap today.
৩৬. He tried his best but ——failed once again. উত্তরঃ at a stone’s throw
৩৭. The antonym of the word ‘Sanctification’ is – উত্তরঃ Degradation
৩৮. As soon as he saw me, he ran away. The correct negative form is: উত্তরঃ No sooner had he seen me than he ran away
৩৯. A fire (break) out in the slums last night. উত্তরঃ broke
৪০. Find out the correct form- উত্তরঃ Father prayed that I might pass the exam
গণিত প্রশ্নের সমাধান
৪১. তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? উত্তরঃ ৩০ বছর
৪২. 9^x +9^x +9^x = কত? উত্তরঃ 3^2x+1
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
৪৩. ৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্গতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে? উত্তরঃ ২০ মিটার
৪৪. দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? উত্তরঃ ৪:৯
৪৫. x2–y2+2y-1 এর একটি উৎপাদক x+y-1 হলে, অপর উৎপাদক কত? উত্তরঃ x – y + 1
৪৬. বার্ষিক ১২% মুনাফায় ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত? উত্তরঃ ৪৮০০
৪৭. ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬, লাভ কত? উত্তরঃ ২০%
৪৮. ক্রয়মূল্য C টাকা এবং বিক্রয়মূল্য P টাকা হলে মুনাফা নিচের কোনটি? উত্তরঃ p – c
৪৯. sin 60 = 32 হয়, cos 30= কত? উত্তরঃ √3/2
৫০. ১ হতে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? উত্তরঃ ১০
৫১. ১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে? উত্তরঃ ২৫
৫২. ৬ জন পুরুষ এবং ৫ জন মহিলা ঐ কাজ ৮ দিনে শেষ করতে পারে। ৮ জন পুরুষ এবং ২০ জন মহিলা ঐ কাজটি কত দিনে শেষ করতে পারবে? উত্তরঃ ২
৫৩. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য? উত্তরঃ 5√2
৫৪. একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির ৩ গুণ হয়? উত্তরঃ ১/২
৫৫. x/ x2-3x+1=1 হলে, x+1xএর মান কত? উত্তরঃ 4
৫৬. দুটি পাইপ A এবং B একযোগে ১২ ঘণ্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। A পাইপ B পাইকপের ১০ ঘণ্টা পূর্বে ট্যাঙ্কটি পূরণ করতে পারে। B পাইপ দ্বারা ট্যাংকটি পূরণ করতে কত সময় লাগবে? উত্তরঃ ৩০ ঘণ্টা
৫৭. একটি খুঁটি ভেঙ্গে গিয়ে ভূমির সাথে 300 ডিগ্রী কোন উৎপন্ন করে। ভাঙা অংশে দৈর্ঘ্য ১৬ মিটার হলে খুঁটির দৈর্ঘ্য? উত্তরঃ ২৪ মিটার
৫৮. 10 জন পুরুষ 6 ঘন্টা কাজ করে 14 দিনে শেষ করতে পারে একই কাজ 10 দিনে শেষ করতে 12 জন পুরুষকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে? উত্তরঃ ৭ ঘণ্টা
৫৯. দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 15 এবং 420 একটি সংখ্যা 105 হলে অন্য সংখ্যাটি? উত্তরঃ ৬০
৬০. একটি বৃত্তস্থ ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সেমি। বৃত্তের ক্ষেত্রফল কত? উত্তরঃ 2
আইসিটি ও সাধারণ জ্ঞান
৬১. নিচের কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ? উত্তরঃ পূর্ব জার্মানি
৬২. ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল ? উত্তরঃ ছয়টি
৬৩. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তরঃ ৬.১৫ কিলোমিটার
৬৪. বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? উত্তরঃ ৮ টি
৬৫. যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কে? উত্তরঃ কমলা হ্যারিস
৬৬. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? উত্তরঃ ১৯৪৭ সালে
৬৭. বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গিয়েছে? উত্তরঃ কর্কটক্রান্তি রেখা
৬৮. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান? উত্তরঃ MDG Progress Award
৬৯. বাংলাদেশে বর্তমানে কতটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে? উত্তরঃ ৩টি
৭০. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল কোনটি? উত্তরঃ ইউনাইটেড রাশিয়া
৭১. কত সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৩০
৭২. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কোন স্পেস সেক্টর থেকে উৎক্ষেপণ করা হয়? উত্তরঃ কেনেডি স্পেস সেন্টার
৭৩. ASEAN ন্যাশনালে সদস্য সংখ্যা কয়টি? উত্তরঃ ১০
৭৪. AUKUS জোটের সদস্য কারা? উত্তরঃ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য
৭৫. RAM কি? উত্তরঃ Read Access Memory
৭৬. LAN কি? উত্তরঃ Local Area Networking
৭৭. Blue economy কোন বিষয়ের সাথে জড়িত? উত্তরঃ সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতির সাথে
৭৮. বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তরঃ সমাচার দর্পণ
৭৯.A Daughters Tale কী? উত্তরঃ চলচ্চিত্র
৮০. তাপ ইঞ্জিনের কাজ কী? উত্তরঃ তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর