On এর ব্যবহার Preposition pdf Download
1. নির্দিষ্ট দিন, তারিখ এবং বিশেষ দিনের আগে on বসে।যেমন:
I will go to Dhaka on Friday.
We eat Pantha and Hilsha on Pahela Boishakh.
Sadia will come here on 21st
2. ডান এবং বাম দিকে নির্দেশ বুঝাতে on বসে।যেমন:
There is a mosque on the right side of me.
You will find a bus stop on the right side of you.
মনে রাখবেন: দিক বুঝাতে in বসে। কিন্তু দিকের সাথে side থাকলে on বসে।
3. সমতল বা খাড়া উপরিভগের সাথে তল ছুয়ে থাকলে on বসে। যেমন:
Sit on the chir.
A painting is hanging on the wall.
4. পৃষ্ঠার উপর বা মানচিত্রের উপর কোন কিছুর অবস্থান বুঝাতে on বসে।যেমন:
Point out India on the map.
5. চলমান যানবাহনে অবস্থানরত বুঝাতে চলমান যানের আগে on বসে। (তবে যেসব যানবাহনের ভিতরে চলাচল করার মাত জায়গা আছে)। যেমন:
I am on plane to Dubai.
Arham is on the bus to Dhaka.
মনে রাখবেন: যেসব যানবাহনের ভিতরে চলাচল করা যায় না তাদের মধ্যে অরস্থানরত বুঝাতে in বসে। যেমন: In a car; in a helicopter ইত্যাদি
6. কোন বিষয় নির্ধারন বুঝাতে on বসে। যেমন:
He is researching on Proverty Reduction.
Ridwi wrote a book on grammar.
On এর ব্যবহার Preposition
7. উপলক্ষ্য বুঝাতে on বসে। যেমন:
My friends come here on the occasion of my birthday.
8. খুর কাছের কোন স্থান বুঝাতে on বসে। যেমন:
My father lives in a house on the main road.
There are trees on the both sides of this canal.
Dhaka stands on the bank of the Buriganga.
9. কোন পটভুমি, ভিত্তি বা কারণ বুঝাতে on বসে।যেমন:
One your advice, I did it.
He has applied for the job on my word.
Rakesh was arrested on a charge of theft.
Like Our Facebook Page: English with Rasel
Join Our Facebook Group: English with Rasel