Postal Operator PMG CTG

Postal Operator PMG CTG

  1. He has no authority…. his son.
    (a) for
    (b) at
    (c) with
    (d) over

(d) over

  1. Authority over (person): কোন ব্যক্তির উপর কর্তৃত্ব বোঝাতে Authority এরপর ঐ ব্যক্তির পূর্বে Preposition হিসেবে over ব্যবহৃত হয়।
    Example: He has no authority over me officially.
  2. Authority on (subject): কোন বিষয়ের উপর পাণ্ডিত্য বোঝাতে Authority এরপর ঐ বিষয়ের পূর্বে Preposition হিসেবে on ব্যবহৃত হয়।
    Example: She is indeed an unquestionable authority on Physics.
  3. Authority for (action): কোন বিশেষ কাজ করার এখতিয়ার থাকা বোঝাতে ঐ কাজের পূর্বে Authority এরপর  for বসে।
    Example: You have no authority for instructing me as such.

2. Which one is masculine gender?

(a) Administarix
(b) Dona
(c) Colt
(d) Witch

(c) Colt

Administarix কোন সঠিক শব্দ নয়। প্রকৃতপক্ষে Administratrix হচ্ছে Administrator এর feminine । সুতরাং অপশন (a) কোন সঠিক উত্তর নয়।

 Dona হচ্ছে  Don এর Feminine. তাই এটি প্রদত্ত প্রশ্নের উত্তর না। Dona অর্থ প্রেয়সী। 

Colt হচ্ছে বাচ্চা পুরুষ ঘোড়া । এর Feminine Gander হচ্ছে Filly যার অর্থ বাচ্চা স্ত্রী ঘোড়া। ‍সুতরাং Colt হচ্ছে  Masculine Gender. এটি হচ্ছে আমাদের প্রদত্ত প্রশ্নের উত্তর।

A witch (ডাইনি) হচ্ছে  wizard (ডাইন) এ Feminine Gender. 

Postal Operator PMG CTG
 

3. What is the meaning of ‘out and out”?

(a) বাহিরে
(b) সম্পূর্ণ বাহিরে
(c) পুরোপুরি
(d) অনেক দূরে

(c) পুরোপুরি

Out and out হচ্ছে একটি Phrase যার অর্থ ‘পুরোপুরি’। out and out means ‘thoroughly’ /’asolute’/’complete’.

Example
He is an out and out wicked.
A terrible party is an out-and-out disaster.
It is an out and out lie.

Postal Operator PMG CTG

4. The book belongs…. me.

(a) at
(b) to
(c) with
(d) for

(b) to

Belong এরপর Appropriate Preposition হিসেবে to বসে। Belong to অর্থ কোন কিছু কারো অধিকারে থাকা। 

Example:
The pen belongs to me.
The phone belongs to her.

5. Had I been rich I (help) her.

(a) would help
(b) will help
(c) would have helped
(d) will have helped

(c) would have helped

কোন Sentence এ Had + Subject + Verb pp হলে পরের অংশে Subject + would/might + verb1 হবে। এই ধররেন Sentence দ্বারা কল্পনা বোঝানো হয়।

যেহেতু প্রদত্ত Sentence টিতে প্রথম অংশে Had I been rich আছে, তাই পরের অংশে I এরপর would এরপর Verb এর Present form – help (অর্থ্যাৎ যা আছে তাই) হবে।

অতএব Answer: Had I been rich I would help her.

Postal Operator PMG CTG

6. ‘He left me yesterday’- Correct passive form of the sentence is

(a) I was left by him yesterday
(b) I have been left by him yesterday
(c) I had been left by him yesterday.
(d) I was left with him yesterday.

(a) I was left by him yesterday

এখানে Voice Change এর নিয়ম অনুযায়ীActive Sentence এর Object; Passive Sentence এর ‍subject হবে। এবং Subject অনুযায়ী Auxiliary verb হবে।

এরপর by বসবে। by এরপর Active Sentence এর ‍Subject টি Passive sentenceএর Object হবে। সব শেষে yesterday বসে যাবে। ব্যাস!

অতএব প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হলো I was left by him yesterday.

Answer: (a) I was left by him yesterday.

Postal Operator PMG CTG

7. নিষ্ফল হওয়া বুঝাতে কোন Phrase-টি ব্যবহৃত হয়?

(a) come to grief
(b) end in smoke
(c) come to blow
(d) fall short

(b) end in smoke

প্রদত্ত ৪টি অপশনের মধ্যে

  1. Come to grief অর্থ- ‘চিন্তা করা’।
  2.  End in smoke অর্থ- ‘ব্যর্থ হওয়া’; ’নিস্ফল হওয়া’।
  3. Come to blow অর্থ- ‘চুলাচুলি করা’; ’হাতাহাতি করা’।
  4. fall short অর্থ- ’ঘাটতি পড়া’; ‘কম পড়া’।

প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর
(b) end in smoke

Example
All his effort ends in smoke.

Postal Operator PMG CTG

8. What is the assertive form of ‘Had I the wings of a bird”?

(a) I wish I had the wings of a bird.
(b) I had the wings of a bird.
(c) I should have the wings of a bird.
(d) May I have the wings of a bird

(a) I wish I had the wings of a bird.

Transformation of Sentence এর একটি অন্যতম নিয়ম হলো: Assertive sentence এ wish থাকলে Exclamatory করার সময় শুরুতে if/had বসে।

যেমন:
Assertive – I wish I had the wings of a bird.
Exclamatory – Had I the wings of a bird!
Or, If I had the wings of a bird!
Assertive – I wish I were a king.
Exclamatory – If I were a king!

প্রদত্ত প্রশ্নটিতে এই Rul টির উল্টো ঘটেছে। অর্থ্যাৎ এখানে বাক্যের শুরুতে Had যুক্ত Exclamatory sentence আছে। এই বাক্যটিকে Assertive করতে হলে প্রথামে I wish বসবে এরপর Subect এবং had এরপর বাক্যের বাকী অংশ বসে। 

যেমন:
Had I the wings of a bird!
I wish I had the wings of a bird.

Postal Operator PMG CTG

9. ‘I know that he will come here soon’- The sentence is a …

(a) simple sentence
(b) complex sentence
(c) compound sentence
(d) None of these

(b) complex sentence

Postal Operator PMG CTG

প্রদত্ত Sentence টিতে দুটি Clause রয়েছে I know একটি Clause যা Independent Clause এবং that he will come here soon অন্য আরেকটি Clause যা Subordinate clause. এধরণের sentence কে Complex Sentence বলা হয়। অতএব Answer: (b) complex sentence

নিচে গঠন অনুযায়ী তিন প্রকার Sentence এর Definition উদাহণসহ তুলে ধরা হলো।

Simple Sentence: যে সকল বাক্যে একটি মাত্র Subject or object এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (finite verb) থাকে তাকেই Simple sentence বা সরল বাক্য বলে।

Example:
Cox’s Bazar is the largest sea-beach in the world.
She wrote an application to the principal.
Bangladesh is a developing country.

Complex Sentence: যে sentence এ একটি Independent বা principal clause এবং অন্তত একটি dependent বা subordinate clause থাকে এবং clause গুলোকে সংযুক্ত করতে subordinate conjunction ব্যবহৃত হয়, তাদেরকে Complex sentence বা জটিল বাক্য বলা হয়।

Example:
Remove the cake from the oven when it turns brown.

Compound Sentence: অর্থাৎ, নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোন সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরী করে তখন তাকে Compound sentence বা যৌগিক বাক্য বলা হয়।

Example:

  • He is poor but happy.
  • We searched him everywhere but did not find.
  • Mou shouted, and all the people started to clap their hands.

Postal Operator PMG CTG

10. Which sentence is correct?

(a) He asked me did I pass.
(b) He asked me if I passed
(c) He asked me if I have passed.
(d) He asked me if I had passed.

(d) He asked me if I had passed.

এই প্রশ্নটি Narration থেকে এসেছে। Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তিত একটি ‍Sentence . যেমন: He said, “did you pass?” এটি হলো নেপথ্যের ‍Sentence. এর রূপান্তরই হলো He asked me if I had passed.

Interrogative Sentence যুক্ত Direct Narration কে Indirect Narration এ রূপান্তর করতে প্রথম Reporting Verb এর ‍Subject + reporting verb পরিবর্তন হয়ে ‍হবে asked + reporting verb এর object + if (যেহেতু wh word যদি না থাকে) + reported  speech এর Subject + tense অনুযায়ী Auxiliary verb  + verb

Postal Operator PMG CTG

11. His new book will come…. next week.

(a) round
(b) in
(c) out
(d) to

(c) out

এই প্রশ্নটি Group verb সর্ম্পকিত। Come এর সাথে নিচের Preposition গুলো কী অর্থ প্রকাশ করে,  তা তুলে ধরা হলো। নিচের বিশ্লেষেণ থেকেই আমরা আমাদের সঠিক উত্তরটির পক্ষে যুক্তি পেয়ে যাবো।
(a) Come round অর্থ- আরোগ্য লাভ করা।
(b) Come in অর্থ- আসা, ঢুকা, পৌছানো, প্রতিযোগিতা শেষ করা (প্রতিযোগিতায় কোন অবস্থান নিয়ে)
(c) Come out অর্থ- প্রকাশিত হওয়া, মুক্তি পাওয়া Answere: (c) out
(d) Come in বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় । নিচে তুলে ধরা হলো:
1. remember something. Example:
The idea came to me when we were on holiday.
Her name will come to me in a minute.

2. reach a total. Example
With salaries and overtime the bill came to tk752,000.

3. deal with
4. reach a bad point/state,
5. become owned by someone, achieve something

Postal Operator PMG CTG

12. Which is the correct passive form of the sentence? “Let him read the novel”

(a) The novel is read by him
(b) Let the novel be read by him
(c) Let the novel should read by him
(d) He read the novel

(b) Let the novel be read by him

Let যুক্ত Active কে Passive করার নিয়ম:

Let যুক্ত Active voice কে Passive Voice এ রূপান্তর করতে প্রথমে Let বসবে এরপর Active Voice এর Object টি বসবে এরপর be বসিয়ে মূল Verb এর Past participle বসাতে হবে এবং by বসিয়ে Let এরপরের Object টি বসাতে হবে। তাই আমাদের প্রশ্নটি সঠিক উত্তর Let the novel be read by him

যেমন:
Active: Let me finish the work.
Passive: Let the work be finished by me.
Active: Let Rana call his mother.
Passive: Let his mother be called by Rana

Postal Operator PMG CTG

13. A major concern among archaeologists today is the preservation of archaeological site, ….. are threatened by development

(a) of which many
(b) many of which
(c) many of them
(d) which many

(b) Let the novel be read by him

“Many of which” হচ্ছে  “which” এর উপর ভিত্তি করে গড়ে উঠা একটি compound relative pronoun. এটি  non-restrictive relative clause এর পূর্বে বসে। যা পূর্বে ব্যবহৃত কোন Noun কে বুঝিয়ে থাকে।এবং পূর্বের clause টি  comma দ্বারা পৃথক করা হয়। “Many of which”  যুক্ত clause টি পূর্বে ব্যবহৃত Noun সম্পর্কে অতিরিক্তর তথ্য দেয়। যেমন: “He bought a dozen eggs, many of which were rotten.”

“Many of them” শুধু একটি ordinary pronoun. Noun যেসব জায়গায় বসতে পারে এটি ঐসব জায়গায় বসতে পারে। কিন্তু পূর্বে ব্যবহৃত Noun কে Refer করে। এক্ষেত্রে পূর্রে Sentence টি Full stop সহ শেষ হয়ে যায়। 

যেমন: “He bought a dozen eggs. Many of them were rotten.” Or, “… He had to throw many of them out.”

Postal Operator PMG CTG

14. ‘Androcracy’ refers to

(a) a social system dominated by male
(b) a social system dominated by female
(c) a social system dominated solely by democrats
(d) a social system dominated by democratic value

(a) a social system dominated by male

A social system dominated by male= Androcracy

A social system dominated by female= Gynecocracy

A social system dominated solely by Democrats=

A social system dominated by democratic value= Democracy

Postal Operator PMG CTG

15. The antonym of ‘Colossal’ is

(a) Great
(b) Gigantic
(c) Tiny
(d) Poor

(c) Tiny

Colossal অর্থ ’বিশাল’। চারটি অপশন থেকে colossal এর Antonym বের করতে হবে।

Great= মহান/মহৎ
Gigantic= বিশাল
Tiny= ক্ষুদ্র
Poor= গরিব

অতএব colossal এর Antonym  হলো Tiny= ক্ষুদ্র

16. The Synonym of ‘Fidelity’ is-

(a) Inquest
(b) Repent
(c) Loyality
(d) Praise

(c) Loyality

প্রশ্নে বলা হয়েছে Fidelity এর Synonym  কোনটি? নিচের চারটি অপশন বিশ্লেষণ করলে সঠিক উত্তর টি বেরিয়ে যাবে। Fidelity অর্থ= বিশ্বস্ততা।

Inquest= অনুসন্ধান/তদন্ত
Repent= অনুতপ্ত
Loyalty= বিশ্বস্ততা
Praise= প্রসংশা

তাহলে এখন আমরা নিদ্বিধায় বলতে পারি Fidelity এর Synonym হলো Loyalty.

Postal Operator PMG CTG

17. Which one is incorrectly spelled?

(a) supersticious
(b) Hallucination
(c) Assassination
(d) inauguration

(a) supersticious

প্রশ্নে বলা হয়েছে Incorrect বানান টি খুজে বের করতে । 

চারটি অপশনের মধ্যে (a) supersticious বানানটি Incorrect. সঠিক বানানটি হলো Superstitious.
অতএব সঠিক উত্তর (a) Supersticious

আর অপশনের বাকি তিনটি শব্দের বানান সঠিক।

Postal Operator PMG CTG

18. এক ঝাঁক মৌমাছি’- ইংরেজি কি?

(a) a swarm of bees
(b) a troop of bees
(c) a group of bees
(d) a collection of bees

(a) a swarm of bees

 ‘মৌমাছির ঝাঁক’ কে ইংরেজিতে বলা হয় a swarm of bees.

19. A rolling stone gathers no moss. The complex form of the sentence is-

(a) Since a stone is rolling, it gathers no moss
(b) Though a stone rolls, it gathers no moss
(c) A stone what rolls gathers no moss
(d) A stone that rolls gathers no moss

(d) A stone that rolls gathers no moss

A rolling stone gathers no moss. একটি ‍simple sentence.

A +Verb +ing এবং Noun যুক্ত simple Sentence কে Complex করতে প্রথমে A বসবে এবং Verb +ing এর পরের NOun টি বসে । এরপর that বসে। এখন verb+ing যুক্ত verb টি ‍subject অনযায়ী বসবে। তারপর প্রদত্ত Sentence টির NOun এর পর থেকে বাকি অংশ বাসবে। যেমন:

Complex: A stone that rolls gathers no moss.

Simple: A barking dog seldom bits.
Complex: A dog that barks seldom bits.

অতএব এখানে সঠিক উত্তর (d) A stone that rolls gathers no moss

Postal Operator PMG CTG

20. অতি আদরে ছেলেটি গোল্লায় গেছে’- বাক্যটির ইংরেজি কি?

(a) Too much care has downed the boy.
(b) Too much indulgence has spoiled the boy.
(c) Too many indulgence has spoiled the boy.
(d)Too much indulgence has got the boy down.

(b) Too much indulgence has spoiled the boy.

’অতি আদরে ছেলেটি গোল্লায় গেছে’ একটি প্রবাদ. প্রবাদটির ইংরেজি হলো Too much indulgence has spoiled the boy.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top