Post Office Inspector MCQ 2016 is previous year’s question of Bangladesh Post office recruitment test. Inspector of Post Office (IPO) is one of the most lucrative job in Post offices. Bangladesh Post Office will publish exam date for inspector post very soon. So you can practice having a look at this question pattern. The test was held on 13th May 2016.
বাংলাদেশ ডাক বিভাগ (মেট্টোপলিটন সার্কেল) পরিদর্শক
তাং ১৩ জুন ২০১৬
পূর্ণমান: ৭০
সেট: ০৪
১. যে উপকারীর অপকার করে- এক কথায় কি হবে?
(ক) কৃতজ্ঞ
(খ) অকৃতজ্ঞ
(গ) কৃতঘ্ন
(ঘ) অকৃতার্থ
উত্তর: গ
২. ’নিরানব্বই এর ধাক্কা’ বাগধারাটির অর্থ-
(ক) তীরে পৌছার ঝুঁকি
(খ) আসন্ন বিপদ
(গ) সঞ্চয়ের প্রবৃত্তি
(ঘ) মুমূর্ষু অবস্থা
উত্তর: গ
৩. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন, তকে বলে-
(ক) করণ কারক
(খ) কর্ম কারক
(গ) অপাদান কারক
(ঘ) কর্তৃ কারক
উত্তর: ক
Post Office Inspector MCQ 2016
৪. নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হলো-
(ক) নৌ + ইক
(খ) নবৌ + ইক
(গ) নবো + ইক
(ঘ) না + বিক
উত্তর: ক
৫. কোন বানানটি শুদ্ধ?
(ক) সংসপ্তক
(খ) সংশপ্তক
(গ) শংসপ্তক
(ঘ) শংশপ্তক
উত্তর: খ
৬. ড. মু. শহীদুল্লাহ রচিত গ্রন্থ-
(ক) বাংলা ভাষার ইতিহাস
(খ) বাঙ্গালা ভাষার পুরাবৃত্ত
(গ) বাংলা ভাষার ইতিবৃত্ত
(ঘ) বাঙ্গালা ভাষার কথা
উত্তর: গ
৭. ’বৈকুণ্ঠের উইল’ গ্রন্থের রচয়িতা-
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়
(খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: গ
Post Office Inspector MCQ 2016
৮. ‘পূণ্যে মতি হোক’ বাক্যে পূণ্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
(ক) বিশেষ্য
(খ) বিশেষন
(গ) বিশষনের বিশেষন
(ঘ) সর্বণাম
উত্তর: ক
৯. ’সংশয়’- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) বিস্ময়
(খ) নির্ভয়
(গ) দ্বিধা
(ঘ) প্রত্যয়
উত্তর: ঘ
১০. অভিনিবেশ শব্দটির অর্থ কী?
(ক) মনোযোগ
(খ) নিস্পৃহা
(গ) বিশেষভাবে
(ঘ) অভিরুচি
উত্তর: ক
১১. কোন দুট মূল স্বরধ্বনি নয়?
(ক) আ, ঈ
(খ) ঈ, উ
(গ) উ, ঋ
(ঘ) ঐ, ঔ
উত্তর: ঘ
Post Office Inspector MCQ 2016
১২. একুশের উপর বহুল প্রচারিত নাটক কোনাটি?
(ক) কবর
(খ) ভাষা ও সাহিত্য
(গ) পথের দাবী
(ঘ) বন্ধু বিয়োগ
উত্তর: ঘ
১৩.সিকান্দার আবু জাফরের কবিতার প্রধান বৈশিষ্ট্য কী?
(ক) আধুনিক কাব্য
(খ) প্রকৃতি ও মানুষ
(গ) সমাজ সচেতনতা
(ঘ) দেশ-কাল-পাত্র
উত্তর: খ
১৪. সামস ও কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) ধ্বনিতত্ত্বে
(খ) রূপ তত্ত্বে
(গ) ক্রিয়ায়
(ঘ) বাক্যে
উত্তর: খ
১৫. অপটিক্যাল ফাইবার এর স্তর নয় কোনটি?
(ক) কোর
(খ) ক্ল্যাডিং
(গ) জ্যাকেট
(ঘ) নোড
উত্তর: ঘ
Post Office Inspector MCQ 2016
১৬. ব্লুটুথ (Blue tooth) উদ্ভাবন করেন-
(ক) মাইক্রোসফট কর্পোরেশন
(খ) এরিকসন
(গ) অ্যাপল
(ঘ) আইবিএম
উত্তর: খ
১৭. (৮৫০)১০ হেক্সাডেসিমেল এ রূপান্তর করলে কত হবে?
(ক) (২৫০)১৬
(খ) (৫৬০)১৬
(গ) (৩৫২)১৬
(ঘ) (১০১০)১৬
উত্তর: গ
১৮. HTML কে উদ্ভাবন করেন?
(ক) বিল গেটস
(খ) টিম কুক
(গ) টি বর্নাস-লী
(ঘ) মিলিন্ড গেটস
উত্তর: গ
১৯. হাইপার লিংকের কাজ-
(ক) এক টেক্সটের সাথে অন্য টেক্সটের সংযোগ
(খ) এক ওয়েবপেজের সাথে অন্য ওয়েবপেজের সংযোগ
(গ) দুই ব্যক্তির মধ্যে সংযোগ
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তর: ক
Post Office Inspector MCQ 2016
২০. প্রোগ্রামিং ভাষা জাভা উদ্ভাবন করেন-
(ক) সান মাইক্রোসিস্টেম
(খ) মাইক্রোসফট কর্পোরেশন
(গ) অ্যাপল
(ঘ)গুগল
উত্তর: ক
২১. সিনট্যাক্স ভুল কি?
(ক) প্রোগামে লাইন মিসিং
(খ) প্রোগ্রামে ব্যাকরণগত ভুল
(গ) ভুল প্রোগ্রাম লেখা
(ঘ) কোনটিই নয়
উত্তর: খ
২২. ফ্লোচার্টে প্রতীক দিয়ে কী বুঝানো হয় ?
(ক) গ্রহণ
(খ) ডকুমেন্ট
(গ) সিদ্ধান্ত
(ঘ) একত্রিত
উত্তর: ঘ
২৩. সুডো (Pseudo) কোন ধরনের শব্দ?
(ক) ইংরেজি
(খ) গ্রিক
(গ) ইতলিয়ান
(ঘ) ল্যাটিন
উত্তর: খ
Post Office Inspector MCQ 2016
২৪. ওয়েবসাইটের কাঠামো হলো-
(ক) Main Section
(খ) Home Page
(গ) Subsection
(ঘ) উপরের সবগুলো
উত্তর: খ
২৫. প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কি বলে?
(ক) ফটোশপ
(খ) ডোমেইন
(গ) HTML
(ঘ) লুপ
উত্তর: খ
২৬. ওয়েবসাইট তৈরির জন্য-
(ক) ব্যান্ডউইথ প্রয়োজন
(খ) জায়গা প্রয়োজন
(গ) ঠিকানা প্রয়োজন
(ঘ) উপরের সবগুলো
উত্তর: ঘ
২৭. দশভিত্তিক সংখ্যা চালু হয় কোন দেশে?
(ক) ভারতে
(খ) মিশরে
(গ) চীনে
(ঘ) গ্রীসে
উত্তর: ক
Post Office Inspector MCQ 2016
২৮. GPS- এর পূর্ণাঙ্গ রূপ কি?
(ক) Global Public Squire
(খ) Google Positioning System
(গ) Global Positioning System
(ঘ) Global Public System
উত্তর: গ
২৯. জাতি সংঘের কোন মহাসচিন বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল-
(ক) ট্রিগভে লােই
(খ) কুর্ট ওয়াল্ড হেইম
(গ) দ্যাগ হ্যামার শোল্ড
(ঘ) উ থান্ট
উত্তর: গ
৩০. স্বাধীনতা যুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীন ছিল?
(ক) ১ নং
(খ) ২ নং
(গ) ৩ নং
(ঘ) ৪ নং
উত্তর: খ
৩১. বাংলা নববর্ষের ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন-
(ক) লক্ষণ সেন
(খ) বিজয় সেন
(গ) সম্রাট আকবর
(ঘ) সম্রাট শাহজাহান
উত্তর: গ
Post Office Inspector MCQ 2016
৩২. জার্মানির প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন পদরে নাম-
(ক) ভাইস চ্যান্সেলর
(খ) চ্যান্সেলর
(গ) সেক্রেটারী
(ঘ) এক্সেচেকার
উত্তর: খ
৩৩. ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়-
(ক) মেঘালয়
(খ) ত্রিপুরা
(গ) আসাম
(ঘ) নাগাল্যান্ড
উত্তর: ঘ
৩৪. সিডর শব্দের অর্থ-
(ক) চোখ
(খ) বন্যা
(গ) ঝড়
(ঘ) মুখ
উত্তর: ক
৩৫. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ-
(ক) ইরান
(খ) ইরাক
(গ) কাতার
(ঘ) সৌদি আরব
উত্তর: খ
Post Office Inspector MCQ 2016
৩৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগামে কতটি তারকা চিহ্ন আছে?
(ক) ৩ টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ২ টি
উত্তর: খ
৩৭. বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশী সরকার প্রধান-
(ক) ইন্দিরা গান্ধী
(খ) ফিদেল ক্যাস্ট্রো
(গ) জোসেফ ব্রোজ টিটো
(ঘ) রিচার্ড নিক্সন
উত্তর: ক
৩৮. মোনালিসা চিত্রটির চিত্রকর-
(ক) মাইকেল
(খ) লিওনার্দো দ্যা ভিঞ্চি
(গ) ভ্যানগগ
(ঘ) পাবলো পিকাসো
উত্তর: খ
৩৯. বাংলাদেশের কোন সেক্টর জি. ডি.পি. তে সবচেয়ে বেশি অবদান রাখে?
(ক) কৃষি
(খ) মানব সম্পদ
(গ) পোষাক শিল্প
(ঘ) খনিজ সম্পদ
উত্তর: ক
Post Office Inspector MCQ 2016
৪০. বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি হবে?
(ক) বাংলা-১
(খ) বঙ্গবন্ধু
(গ) বঙ্গবন্ধু-১
(ঘ) আকাশ-১
উত্তর: গ
৪১. বাংলাদেশে e-Post চালু হয় কত সাল থেকে?
(ক) ২০০০
(খ) ২০০১
(গ) ২০০৫
(ঘ) ২০১৬
উত্তর: ক
৪২. GEP ব্যবহার করা হয়- যোগাযেগের জন্য।
(ক) আভ্যন্তরীণ
(খ) আন্তর্জাতিক
(গ) ক ও খ উভয়
(ঘ) গোপনীয়
উত্তর: ক
৪৩. X2+x-20 এর উৎপাদক কত?
(ক) (X+5) (X-4)
(খ) (X-5) (X+5)
(গ) (X-5) (X+4)
(ঘ) (X-4) (X+4)
উত্তর: ক
Post Office Inspector MCQ 2016
৪৪. (X2+3X3)/(x+3X2) এর লঘিষ্ট রূপ নিচের কোনটি?
(ক) X2
(খ) x
(গ) 1
(ঘ)0
উত্তর: ক
৪৫. 163/4÷ 161/2= কত?
(ক) 1
(খ) 1/2
(গ) 1/4
(ঘ) 2
উত্তর: ঘ
৪৬. Log381 এর মান কত?
(ক) 4
(খ) 9
(গ) 3
(ঘ) 27
উত্তর: ক
৪৭. x-4 x-2 x-5 এর সমাধান কত?
(ক) x=2/7
(খ) x=7/2
(গ) x=2
(ঘ) x=7
উত্তর: খ
Post Office Inspector MCQ 2016
৪৮. রফিক একটি কাজ ১০ দিনে করতে পারে। শফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পাররে?
(ক) ৮ দিনে
(খ) ৫ দিনে
(গ) ৬ দিনে
(ঘ) ৭ দিনে
উত্তর: গ
৪৯. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩/২ গুণ। েএর ক্ষেত্রেফল ১৩.৫ বর্গমিটার হলে, পরিসীমা কত মিটার?
(ক) ৭.৫
(খ) ১৩.৫
(গ) ৭
(ঘ) ৬.৫
উত্তর: গ
৫০. পিতা ও পত্রের বর্তমান বয়সের অনুপাত ৭:২ এবং ৫ বছর পর তাদের বয়সের অনুপাত ৮:৩ হলে, তাদের বর্তমান বয়স কত?
(ক) ৩০ বছর
(খ) ৩৫ বছর
(গ) ৪০ বছর
(ঘ) ৪৫ বছর
উত্তর: খ
Post Office Inspector MCQ 2016
৫১. x কে চলক ধরে a2x+b=0 সমীকরণের ঘাত নিচের কোনটি?
(ক) 3
(খ) 2
(গ) 1
(ঘ) 0
উত্তর: গ
৫২. বার্ষিক ৫% সরল মুনাফয় ৬০০ টাকার ৪ বছরের সরল মুনাফা কত টাকা?
(ক) ১২০
(খ) ২৪০
(গ) ৩৬০
(ঘ) ৪৮০
উত্তর: ক
৫৩. P+1/p=2 হলে p2+1/p2 এর মান কত?
(ক) 2
(খ) 4
(গ) 6
(ঘ) 8
উত্তর: ক
৫৪. একটি শ্রেণিতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি?
(ক) শ্রেণির গণসংখ্যা
(খ) শ্রেণির মধ্যবিন্দু
(গ) শ্রেণি সীমা
(ঘ) ক্রমযোজিত গণসংখ্যা
উত্তর: ক
Post Office Inspector MCQ 2016
৫৫. 2a ও 3b এর গসাগু কত?
(ক) 1
(খ) 6
(গ) a
(ঘ) b
উত্তর: ক
৫৬. একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ১০০০ টাকায় কিনে ১২০০ টাকায় বিক্রি করলে তার লাভ কত হবে?
(ক) ১২০ টাকা
(খ) ২০০ টাকা
(গ) ২৪০ টাকা
(ঘ) ৩০০ টাকা
উত্তর: খ
৫৭. The relationship of ‘envelop : letter’ is equivalent to “–:–“.
(ক) scarf : hat
(খ) box : bag
(গ) blood : heart
(ঘ) create : product
উত্তর: ঘ
৫৮. Cricket enjoys a huge — in Bangladesh.
(ক) follow on
(খ) fall out
(গ) follow
(ঘ) following
উত্তর: ঘ
Post Office Inspector MCQ 2016
৫৯. Find Idioms/Phrases of ‘Out and out’.
(ক) slightly
(খ) simply
(গ) totally
(ঘ) merely
উত্তর: গ
৬০. One who walks on foot?
(ক) traveler
(খ) pedestrian
(গ) rider
(ঘ) omnipotent
উত্তর: খ
৬১. When it was morning they decided to put at an inn
(ক) put out in
(খ) put off
(গ) put at
(ঘ) put up at
উত্তর: ঘ
৬২. He got — his illness in two weeks.
(ক) on
(খ) by
(গ) with
(ঘ) over
উত্তর: ঘ
Post Office Inspector MCQ 2016
৬৩. No animal is so big — the blue whale.
(ক) than
(খ) from
(গ) but
(ঘ) as
উত্তর: ঘ
৬৪. The weather is — gloomier today than it was yesterday.
(ক) more
(খ) more than
(গ) very
(ঘ) much
উত্তর: ঘ
৬৫. The police is looking —– the case.
(ক) after
(খ) on
(গ) up
(ঘ) into
উত্তর: ঘ
৬৬. What is the antonym of the word “eminent”?
(ক) famous
(খ) sad
(গ) happy
(ঘ) unknown
উত্তর: ঘ
Post Office Inspector MCQ 2016
৬৭. The Bangladesh Cricket Team — with a victory against England.
(ক) bounced up
(খ) turned up
(গ) bounced back
(ঘ) sprang up
উত্তর: ঘ
৬৭. The Bangladesh Cricket Team — with a victory against England.
(ক) bounced up
(খ) turned up
(গ) bounced back
(ঘ) sprang up
উত্তর: ঘ
৬৮. Change the voice: ‘It is impossible to do this’.
(ক) Doing this is impossible.
(খ) This is impossible to be done.
(গ) This must not be done.
(ঘ) This can’t be done.
উত্তর: খ
৬৯. Change the narration: You said, ‘He was there’.
(ক) You said that he had been here.
(খ) You said that he was there.
(গ) You said that he had there.
(ঘ) You said that he is there
উত্তর: ক
Post Office Inspector MCQ 2016
৭০. I —- call you back, when I get free.
(ক) would
(খ) might
(গ) will be
(ঘ) will
উত্তর: ঘ