Preposition Dinajpur Board Solution HSC- 2022

Complete the Text with suitable preposition:

Japan is an island country (a) —– the East coast of Asia. It has more than 100 islands which were mostly  formed (b) —- earthquakes and volcanoes. Most Japanese live (c )  —– four largest islands. These islands are Honshu, Hokkaidu, Shikuhu and Kyushu. The name of Japan comes (d) —- a Chinese phrase meaning ‘land of the rising sun’. Japan has borrowed other things from Chinese (e) —- its name. The Japanese written language, for example, is based (f) —— Chinese system (g) —– picture writing. Japan has to buy almost all its raw materials (h) —- other countries. Trade is very important (i) —– the island nation of Japan. —– the resources it buys, Japan makes products  to sell all over the world.

Preposition Dinajpur Board Solution

ব্যাখ্যাসহ Solution

1.Japan is an island country (a) —– the East coast of Asia.

ব্যাখ্যা: লাইনটির অনুবাদ হলো: জাপান এশিয়ার পূর্ব উপকূলের একটি দ্বীপরাষ্ট্র। the east coast এর আগে preposition হিসেবে on বসবে। অর্থ্যাৎ on the east coast of Asia হবে।

Answer (a) on

2.It has more than 100 islands which were mostly formed (b) —- earthquakes and volcanoes.

ব্যাখ্যা: এখানে বলা হয়- It has more than 100 islands=  এর একশরও বেশি দ্বীপ আছে; which were mostly  formed= যার বেশিরভাগই গঠিত হয়েছে; —- earthquakes and volcanoes= ভুমিকম্প ও আগ্নেয়গিরির মাধ্যমে। কোন কিছু দ্বারা গঠিত হওয়া  বুঝাতে Passive voice  এ Past participle হিসেবে formed এরপর by হবে। অর্থ্যাৎ by earthquakes and volcanoes.

Answer (b) by

3. Most Japanese live (c ) —– four largest islands.

ব্যাখ্যা: বলা হচ্ছে- অধিকাংশ জাপানি লোকজন বড় বড় চারটি দ্বীপে বসবাস করে। বড় বড় দ্বীপে

বসবাস করা অর্থে live এরপর Preposition হিসেবে in বসবে।

Answer (c )  in

4. These islands are Honshu, Hokkaidu, Shikuhu and Kyushu.

ব্যাখ্যা: জাপানের চারটি দ্বীপ হলো হুনশু, হোক্কাইদো, ক্যুশু, শিকোকু। এই লাইনে কোন গ্যাপ নাই। চলে যাচ্ছি পরের লাইনে।

Preposition Dinajpur Board Solution

5. The name of Japan comes (d) —- a Chinese phrase meaning ‘land of the rising sun’.

ব্যাখ্যা: বলা হচ্ছে- জাপান নামটি একটি চায়না শব্দগুচ্ছ থেকে উদ্ভব / উৎপত্তি হয়েছে। যার অর্থ সূর্যদয়ের দেশ। এখানে comes এরপর Appropriate Preposition হিসেবে  from বসে। এবং এর অর্থ হয় উদ্ভব /উৎপত্তি  হওয়া।

Answer (d)  from.

6. Japan has borrowed other things from Chinese (e) —- its name.

ব্যাখ্যা: এখনে বলা হচ্ছে- জাপান চায়না থেকে অন্যান্য জিনিস ধার করে তার নামের মতো। এখানে ‘ মতো’ অর্থে Preposition হিসেবে like বসবে।

Answer (e) like.

7. The Japanese written language, for example, is based (f) —— Chinese system (g) —– picture writing.

ব্যাখ্যা: The Japanese written language, for example= উদাহরণ সরূপ জাপানের লিখিত ভাষা; is based (f) —— Chinese system (g) —– picture writing= চায়নার ছবি আঁকাআকির পদ্ধতি ভিত্তিক। গ্যাপ (f) এর আগে আছে based. ‘চায়না ভিত্তিক’ অর্থে based এরপর Preposition হিসেবে on হবে।

অন্যদিকে গ্যাপ (g) তে system এরপর Preposition হিসেবে of বসবে। অর্থ্যাৎ system of writing picture

Answer (f) on

Answer (g) of

Preposition Dinajpur Board Solution

8. Japan has to buy almost all its raw materials (h) —- other countries.

ব্যাখ্যা: জাপানকে প্রায় তার সব কাঁচামাল  অন্যদেশ থেকে কিনতে হয়।  এখনে অন্যদেশ ‘থেকে’ বুঝতে Preposition হিসেবে from বসবে। যেমন: from other countries.

Answer (h) from

9. Trade is very important (i) —– the island nation of Japan.

ব্যাখ্যা: দ্বীপ জাতি জাপানের কাছে ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ। তুলনামূলক বেবি গুরুত্বপূর্ণ বুঝতে important এরপর Preposition হিসেবে to বসে। (কম গুরুত্বপূর্ণ হলে important এরপর Preposition হিসেবে for বসবে)।

Answer (i) to

10.—– the resources it buys, Japan makes products to sell all over the world.

ব্যাখ্যা: —– the resources it buys= জাপানের ক্রয় করা সম্পদ দিয়ে;Japan makes products  to sell all over the world= জাপান পণ্য তৈরি করে বিশ্বব্যাপি বিক্রি করতে। ‘ক্রয় করা সম্পদ দিয়ে’  বুঝাতে Preposition  হিসেবে With ব্যবহৃত হবে। অর্থ্যাৎ With the resources it buys হবে।

Answer (j) With

Preposition Dinajpur Board Solution

 Facebook Page: English with Rasel

 Facebook Group:English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype